বোনো
পল ডেভিড হিউসন (জন্মঃ মে ১০, ১৯৬০) যিনি তার স্টেজ নাম বোনো নামেই বেশি পরিচিত; একজন আইরিশ গায়ক, গীতিকার, সুরকার, ভেঞ্চার পুঁজিবাদী, ব্যবসায়ী।[2] তিনি সবচেয়ে বেশি পরিচিত আয়ারল্যান্ডের ডাবলিন ভিত্তিক রক ব্যান্ড দল ইউটু-এর প্রধান ভোকাল হিসেবে। বোনো আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন ও বেড়ে উঠেন এবং মাউন্ট টেম্পল কম্প্রিহেনসিভ স্কুলে পড়ালেখা করেন। সেখানেই তার তার ভবিষ্যত স্ত্রী এলিসন স্টুয়ার্টে ও ইউটু এর ভবিষ্যত সদস্যদের সাথে পরিচয় ঘটে।[3][4][5] ইউটু এর প্রায় সকল গানই বোনো লিখে থাকেন। গান লেখার সময় তিনি সাধারণত ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক দিক বিবেচনা করে গান লেখেন।[6][7] শুরুর দিকের গানগুলোতে অনেকটা বিদ্রোহ ও আধ্যাত্মিকতা ছিল[6] এবং ইউটু-এর বয়স বাড়ার সাথে সাথে গানের ধরন পাল্টে যায়।[4][6]
বোনো | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম নাম | পল ডেভিড হিউসন |
আরও যে নামে পরিচিত | বোনো, বোনো ভক্স |
জন্ম | ডাবলিন, আয়ারল্যান্ড | ১০ মে ১৯৬০
উদ্ভব | ফিংলাস,[1] County Dublin, Ireland |
ধরন | রক, পোস্ট-পাঙ্ক, অল্টারনেটিভ রক |
পেশা | গায়ক, গীতিকার, সুরকার, ভেঞ্চার পুঁজিবাদী, ব্যবসায়ী |
বাদ্যযন্ত্র | ভোকাল, গিটার, হারমোনি, কিবোর্ড |
কার্যকাল | ১৯৭৬-বর্তমান |
ওয়েবসাইট | u2.com |
নিজের ব্যান্ডের বাইরে বোনো আরো অনেক বিখ্যাত সংগীত শিল্পীদের সাথে বিভিন্ন কাজ করেছেন।[8][9][10][11] একই সাথে তিনি বেশ কয়েকটি কোম্পানিও পরিচালনা করেন; এগুলো ছাড়াও বোনো আফ্রিকা নিয়ে কাজ করার জন্যও পরিচিত; আফ্রিকা নিয়ে কাজ করার সময় তিনি প্রতিষ্ঠা করেছেন ডাটা, ইডান, দ্য ওয়ান ক্যাম্পেইন ও প্রোডাক্ট রেড। তিনি পৃথিবীর কয়েকটি দেশে বিভিন্ন চ্যারেটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ও বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিবীদের সাথে সাক্ষাৎ করেছেন। এছাড়াও ইউটু-এর সাথে সম্পৃক্ততা নিয়ে প্রশংসিত ও সমালোচিত হয়েছেন বিভিন্ন সময়।[12]
বিভিন্ন পুরস্কারে সাথে সাথে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথ কর্তৃক যুক্তরাজ্যের সম্মানজনক নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছেন তার সংগীতাঙ্গনে ও মানবিক কাজে অবদানের জন্য। বিল ও ম্যালিন্ডা ফাউন্ডেশন তাকে ২০০৫ সালেটাইম পার্সন অব দ্য ইয়ার নির্বাচন করে।[12][13][14]
তথ্যসূত্র
- পাদটীকা
- "It's where I shaped my future, says Bono"। Herald.ie। ১২ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৩।
- "Bono: A Global Rock Star and Activist."। Oprah.com। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৪।
- "Billboard.biz"। Billboard। ১৮ মে ২০১২। ১৫ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৪।
- Mellgren, D. (24 February 2006). Bono Among Nobel Peace Prize Nominees. Associated Press. Retrieved 14 January 2007, from Bono Among Nobel Peace Prize Nominees.
- গ্রন্থপঞ্জি
- Assayas, Michka; Bono (২০০৫)। Bono in Conversation with Michka Assayas। New York City: Riverhead Books। আইএসবিএন 1-57322-309-3।
- Matthews, Sheelagh (২০০৮)। Bono। Remarkable People। New York City: Weigl Publishers। আইএসবিএন 978-1-59036-638-7।
- Stockman, Steve (২০০১)। Walk On: The Spiritual Journey of U2। Lake Mary: Relevant Books। আইএসবিএন 978-0-88419-793-5।
- Vagacs, Robert (২০০৫)। Religious Nuts, Political Fanatics: U2 in Theological Perspective। Cascade Books। আইএসবিএন 1-59752-336-4।
বহিঃসংযোগ
- U2.com – Official U2 website
- ONE Campaign – Advocacy and campaigning organization cofounded by Bono
- EDUN – Fashion label started by Bono and his wife Ali
- অলমুভিতে বোনো
- বোনো at TED
- সি-এসপিএএন-তে উপস্থিতি
- বোনো -তে চার্লি রোজ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বোনো (ইংরেজি)