ব্লুমসবারি পাবলিশিং প্রাইভেট লিমিটেড
ব্লুমসবারি পাবলিশিং প্রাইভেট লিমিটেড লন্ডন ভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠান যা তাদের প্রকাশিত উপন্যাস গুলোর জন্য সমাদৃত। প্রকাশনা প্রতিষ্ঠানটি ১৯৯৯ এবং ২০০০ সালে পাবিশার অফ দ্যা ইয়ার খেতাব অর্জন করে। কয়েক বছরের মধ্যে প্রধানত জে কে রাউলিং এর হ্যারি পটার উপন্যাসের কারণে ব্লুমসবারির আয় বৃদ্ধি পায়।
প্রতিষ্ঠাকাল | ২৬ সেপ্টেম্বর ১৯৮৬ |
---|---|
প্রতিষ্ঠাতা | নাইজেল নিউটন |
দেশ | যুক্তরাজ্য |
সদরদপ্তর | লন্ডন, ইংল্যান্ড |
পরিবেশন | ম্যাকমিলান পাবলিশার্স সার্ভিসেস (যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র) ইউনাইটেড বুক ডিস্ট্রিবিউটরস (অস্ট্রেলিয়া) |
প্রধান ব্যক্তি | স্যার রিচার্ড ল্যাম্বার্ট (অ-নির্বাহী চেয়ারম্যান)[1] নাইজেল নিউটন (প্রধান নির্বাহী) |
প্রকাশনা | বই, ডিজিটাল সামগ্রী পণ্য এবং অনলাইন সম্পদ যেমন ডাটাবেস |
অধীনস্থ বাণিজ্যিক নাম |
|
আয় | £১৬১৩৫ মিলিয়ন (২০১৮) |
ওয়েবসাইট | www |
তথ্যসূত্র
- "Bloomsbury Publishing Board Appointment"। London Stock Exchange। ১৬ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.