এশিয়ান ক্রিকেট কাউন্সিল

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) (ইংরেজি: Asian Cricket Council) ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ক্রিকেটের একটি সংগঠনবিশেষ। এশিয়ার ক্রীড়াঙ্গনে ক্রিকেটের মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়। একটি আঞ্চলিক প্রশাসনিক সংগঠনের সদস্যদের নিয়ে এটি গঠিত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি'র নিয়ন্ত্রণে এটি পরিচালিত হয়। বর্তমানে ৪৩টি সহযোগী সদস্য রয়েছে। জয় শাহ হচ্ছেন বর্তমান এসিসির সভাপতি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল
এসিসি'র অফিসিয়াল লোগো
সংক্ষেপেএসিসি
গঠিত১৯ সেপ্টেম্বর ১৯৮৩ (1983-09-19)
উদ্দেশ্যক্রিকেট প্রশাসন
সদরদপ্তরকলম্বো, শ্রীলঙ্কা
সদস্যপদ
৪৩টি সহযোগী সদস্য
সভাপতি
ভারত জয় শাহ
চেয়ারম্যান
ভারত অমিতাভ চৌধুরী
প্রধান প্রতিষ্ঠান
আইসিসি
ওয়েবসাইটএশিয়ান ক্রিকেট কাউন্সিলের দাপ্তরিক ওয়েবসাইট

ইতিহাস

এসিসি'র প্রথম সদর দপ্তর ছিল কুয়ালালামপুর, মালয়েশিয়া। মূলক কাউন্সিলটি প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৩ সালের এশিয়ান ক্রিকেট কনফারেন্স নামে। ১৯৯৫ সালে এর নাম পরিবর্তন করা হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল হিসাবে। ২০০৩ সাল পর্যন্ত এর সদর দপ্তর আবর্তিত হতো এর সভাপতি ও সেক্রেটারীর আবাস দেশের ভিত্তিতে। সংস্থাটির বর্তমান সভাপতি হচ্ছেন নামজুমল হাসান পাপন, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'রও সভাপতির দায়িত্ব পালন করছেন। সংস্থাটি খেলার মানোন্নয়ন সম্পর্কিত কিছু প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে, যেমন সহকারী কোচ, আম্পায়ার, খেলাখালীন চিকিৎসা ও ঔষধ - কেবল মাত্র সদস্য দেশগুলোর মধ্যে এবং এর অর্থ যোগান আসে কাউন্সিলের আওতাভূক্ত সকল ক্রিকেট প্রতিযোগিতা- যেমন এশিয়া কাপ, এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপ, এসিসি ট্রফি এবং অন্যান্য প্রতিযোগিতার টেলিভিশন সম্প্রচার স্বত্ত্ব বিক্রির মাধ্যমে।

বর্তমান এসিসির সদর দপ্তর হচ্ছে কলম্বো, শ্রীলঙ্কা, যা অফিসিয়ালি ২০ আগস্ট ২০১৬ এ খোলা হয়েছিল।[1]

মানচিত্র

এশিয়ায় অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশসমূহ
     আইসিসির পূর্ণ সদস্য (৫)
     ওডিআই মর্যাদাপ্রাপ্ত আইসিসির সহযোগী সদস্য দেশসমূহ (৩)
     আইসিসির সহযোগী সদস্য দেশসমূহ (১৩)
     আইসিসির সদস্য নয়, কিন্তু এসিসির সদস্য দেশসমূহ (৩)
     সাবেক আইসিসি সদস্য (১)
     সাবেক এসিসি সদস্য, বর্তমানে ইএপির সদস্য (৩) – পাপুয়া নিউ গিনি এবং ফিজি দেখা যাবে না।
     আইসিসির সদস্য প্রতিবেশী সংস্থা
     সদস্য নয়

সদস্য

কাউন্সিলটি গঠন করা হয়েছিল ১৯ সেপ্টেম্বর ১৯৮৩, নয়া দিল্লী, ভারতে। যেখানে মূল সদস্য ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুরশ্রীলঙ্কা। এসিসির সহযোগীরা দুটি শ্রেণীতে বিভক্ত, আইসিসির পূর্ণ ও সহযোগী সদস্যপদ মর্যাদা অনুযায়ী পূর্ণসহযোগী সদস্য। আইসিসির সদস্যভুক্ত নয় এমন দেশ (কম্বোডিয়া, চাইনিজ তাইপেই এবং তাজিকিস্তান ২০১৪ পর্যন্ত আইসিসির সদস্য নয়) গুলোও সহযোগী সদস্য মর্যাদা পাবে। [2] ফিজি, জাপান, এবং পাপুয়া নিউ গিনি পূর্ব এসিসি'র সদস্য ছিল কিন্তু পরে ১৯৯৬ সালে আইসিসি পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গঠিত হওয়ার পরে তারা উক্ত অঞ্চলে যোগদান করে।[3]

পূর্ণ সদস্য

বর্তমান এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য দেশ

ক্রমসদস্যদেশপরিচালক সংস্থাআইসিসি সদস্য মর্যাদা (অনুমোদনের তারিখ)আইসিসি সদস্য সনএসিসি সদস্য সন
 ভারতবিসিসিআইপূর্ণ সদস্য (৩১ মে ১৯২৬)১৯২৬১৯৮৩
 পাকিস্তানপিসিবিপূর্ণ সদস্য (২৮ জুলাই ১৯৫২)১৯৫২১৯৮৩
 শ্রীলঙ্কাএসএলসিপূর্ণ সদস্য (২১ জুলাই ১৯৮১)১৯২৬১৯৮৩
 বাংলাদেশবিসিবিপূর্ণ সদস্য (২৬ জুন ২০০০)১৯৭৭১৯৮৩
 আফগানিস্তানএসিবিপূর্ণ সদস্য (২২ জুন ২০১৭)২০০১২০০৩

সহযোগী সদস্য

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান সহযোগী সদস্য দেশসমূহ

ক্রমসদস্যদেশপরিচালক সংস্থাআইসিসি সদস্য মর্যাদাআইসিসি সদস্য সনএসিসি সদস্য সন
 বাহরাইনবাহরাইন ক্রিকেট অ্যাসোসিয়েশনসহযোগী সদস্য২০০১২০০৩
 ভুটানভুটান ক্রিকেট কাউন্সিল বোর্ডসহযোগী সদস্য২০০১২০০১
 কম্বোডিয়া কম্বোডিয়া ক্রিকেট অ্যাসোসিয়শন সহযোগী সদস্য ২০২২ ২০১২
 চীনচীনা ক্রিকেট অ্যাসোসিয়েশনসহযোগী সদস্য২০০৪২০০৪
 হংকংহংকং ক্রিকেট অ্যাসোসিয়েশনসহযোগী সদস্য১৯৬৯১৯৮৩
 ইরানইরান ক্রিকেট ফেডারেশনসহযোগী সদস্য২০০৩২০০৩
 কুয়েতকুয়েত ক্রিকেট অ্যাসোসিয়েশনসহযোগী সদস্য২০০৩২০০৫
 মালয়েশিয়ামালয়েশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনসহযোগী সদস্য১৯৬৭১৯৮৩
 মালদ্বীপমালদ্বীপ ক্রিকেট কন্ট্রল বোর্ডসহযোগী সদস্য১৯৯৮১৯৯৬
১০ মিয়ানমারমিয়ানমার ক্রিকেট ফেডারেশনসহযোগী সদস্য২০০৬২০০৫
১১   নেপালনেপাল ক্রিকেট অ্যাসোসিয়শনসহযোগী সদস্য (ওডিআই মর্যাদা)১৯৯৬১৯৯০
১২ ওমানওমান ক্রিকেট বোর্ডসহযোগী সদস্য (ওডিআই মর্যাদা)২০০০২০০০
১৩ কাতারকাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনসহযোগী সদস্য১৯৯৯২০০০
১৪ সৌদি আরবসৌদি ক্রিকেট সেন্টারসহযোগী সদস্য২০০৩২০০৩
১৫ সিঙ্গাপুরসিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনসহযোগী সদস্য১৯৭৪১৯৮৩
১৬  তাজিকিস্তান তাজিকিস্তান ক্রিকেট ফেডারেশন সহযোগী সদস্য ২০২১ ২০১২
১৭ থাইল্যান্ডথাইল্যান্ড ক্রিকেট লীগসহযোগী সদস্য২০০৫১৯৯৬
১৮ সংযুক্ত আরব আমিরাতআমিরাত ক্রিকেট বোর্ডসহযোগী সদস্য (ওডিআই মর্যাদা)১৯৯০১৯৮৪

আইসিসি'র সদস্য নয় এমন সদস্যদেশ

বর্তমানে আইসিসির সদস্য নয় এমন এসিসি সদস্য দেশসমূহ

ক্রমসদস্য দেশপরিচালক সংস্থাআইসিসি সদস্য মর্যাদাআইসিসি সদস্য সনএসিসি সদস্য সন
 চীনা তাইপেইচাইনিজ তাইপি ক্রিকেট অ্যাসোসিয়েশন২০১২

সাবেক সদস্য বর্তমানে ইএপির অধিভুক্ত

এসিসির সাবেক সদস্য দেশসমূহ যারা বর্তমানে আইসিসি পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল-এর সদস্য।

ক্রমসদস্য দেশপরিচালক সংস্থাআইসিসি সদস্য মর্যাদাআইসিসি সদস্য সনএসিসি সদস্য সন
 ফিজিফিজি ক্রিকেট অ্যাসোসিয়েশনসহযোগী সদস্য১৯৬৫১৯৯৬
 জাপানজাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনসহযোগী সদস্য১৯৮৯১৯৯৬
 পাপুয়া নিউগিনিক্রিকেট পাপুয়া নিউ গিনিসহযোগী সদস্য১৯৭৩১৯৯৬

সাবেক সদস্য

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সদস্য দেশ

ক্রমসদস্য দেশপরিচালক সংস্থাআইসিসি সদস্য মর্যাদাআইসিসি সদস্য সনএসিসি সদস্য সন
 ব্রুনাইব্রুনাই দারুস্‌সালাম ক্রিকেট অ্যাসোসিয়েশন২০০২–২০১৫১৯৯৬

কর্মকর্তাবৃন্দ

কার্যনির্বাহী বোর্ডের সদস্যরা

এসিসি কার্যনির্বাহী বোর্ডের সদস্যগণ [4]

কর্মকর্তার নামজাতীয়তাসংস্থাপদবী
জয় শাহ ভারতভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডসভাপতি
কে এইচ ইমরান পাকিস্তানপাকিস্তান ক্রিকেট বোর্ডসহ-সভাপতি
সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকার্যনির্বাহী সদস্য
নাজমুল হাসান পাপন বাংলাদেশবাংলাদেশ ক্রিকেট বোর্ডকার্যনির্বাহী সদস্য
এহসান মানি পাকিস্তানপাকিস্তান ক্রিকেট বোর্ডকার্যনির্বাহী সদস্য
কামাল পদ্মাসিরি শ্রীলঙ্কাশ্রীলঙ্কা ক্রিকেটকার্যনির্বাহী সদস্য
আজিজুল্লাহ ফাজলি আফগানিস্তানআফগানিস্তান ক্রিকেট বোর্ডকার্যনির্বাহী সদস্য
রবি সেহগাল থাইল্যান্ডথাইল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনকার্যনির্বাহী সদস্য
পঙ্কজ খিমজি ওমানওমান ক্রিকেট বোর্ডকার্যনির্বাহী সদস্য
মুহামদ আফলাহ মালদ্বীপমালদ্বীপ ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকার্যনির্বাহী সদস্য
সুবহান আহমদ পাকিস্তানপাকিস্তান ক্রিকেট বোর্ডকার্য সহকারী, সিও, পিসিবি
আশলী ডি সিলভা শ্রীলঙ্কাশ্রীলঙ্কা ক্রিকেটকার্য সহকারী, সিইও, এসএলসি
নিজাম উদ্দিন চৌধুরী বাংলাদেশবাংলাদেশ ক্রিকেট বোর্ডকার্য সহকারী, সিইও, বিসিবি
আসাদুল্লাহ খান আফগানিস্তানআফগানিস্তান ক্রিকেট বোর্ডকার্য সহকারী, সিইও, এসিবি
  • হালনাগাদ: ৮ আগস্ট ২০১৯

অর্থ ও বিপণন কমিটি

অর্থ ও বিপণন কমিটি [4]
নামজাতীয়তাবোর্ডপদবী
সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডচেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটি
নাজমুল হাসান পাপন বাংলাদেশবাংলাদেশ ক্রিকেট বোর্ডসভাপতি
কামাল পদ্মাসিরি শ্রীলঙ্কাশ্রীলঙ্কা ক্রিকেটসদস্য
এহসান মানি পাকিস্তানপাকিস্তান ক্রিকেট বোর্ডসদস্য
আজিজুল্লাহ ফাজলি আফগানিস্তানআফগানিস্তান ক্রিকেট বোর্ডসদস্য
থুসিথ পেরেরা শ্রীলঙ্কাশ্রীলঙ্কা ক্রিকেটআহ্বায়ক, জেনারেল ম্যানেজার – ফাইনান্স ও অপারেশন

ডেভেলপমেন্ট কমিটি

ডেভেলপমেন্ট কমিটি [4]
নামজাতীয়তাবোর্ডপদবী
এহসান মানি পাকিস্তানপাকিস্তান ক্রিকেট বোর্ডচেয়ারম্যান
নাজমুল হাসান পাপন বাংলাদেশবাংলাদেশ ক্রিকেট বোর্ডসভাপতি
সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডচেয়ারম্যান, অর্থ ও বিপণন কমিটি
কামাল পদ্মাসিরি শ্রীলঙ্কাশ্রীলঙ্কা ক্রিকেটসদস্য
আজিজুল্লাহ ফাজলি আফগানিস্তানআফগানিস্তান ক্রিকেট বোর্ডসদস্য
থুসিথ পেরেরা শ্রীলঙ্কাশ্রীলঙ্কা ক্রিকেটআহ্বায়ক, জেনারেল ম্যানেজার – ফাইনান্স ও অপারেশন

মানোন্নয়ন কমিটি

এসিসি মানোন্নয়ন কমিটি [4]
নামজাতীয়তাসংস্থাপদবী
কামাল পদ্মাসিরি শ্রীলঙ্কাশ্রীলঙ্কা ক্রিকেটচেয়ারম্যান
নাজমুল হাসান পাপন বাংলাদেশবাংলাদেশ ক্রিকেট বোর্ডসভাপতি
মাহিন্দ্র বাল্লীপুরাম শ্রীলঙ্কাশ্রীলঙ্কা ক্রিকেটসদস্য
নাদীম নাদউই সৌদি আরবসৌদি ক্রিকেট সেন্টারসদস্য
মানজুর আহমদ কাতারকাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনসদস্য
সুলতান রানা পাকিস্তানপাকিস্তান ক্রিকেট বোর্ডআহ্বায়ক – অনুষ্ঠান ও মানোন্নয়ন ম্যানেজার [5]

সহায়ক স্টাফ (আম্পায়ারিং)

সাবেক সভাপতিগণ

ক্র.নংনামদেশসময়কাল
এন. কে. পি. সালভে ভারত১৯৮৩–৮৫ [6]
জামিনি দিস্যানায়েক শ্রীলঙ্কা১৯৮৫–৮৭
লে. জে. জি.এস ভাট পাকিস্তান১৯৮৭
লে. জে. জাহিদ আলী আকবর খান১৯৮৮–৯৮
আনিসুল ইসলাম মাহমুদ বাংলাদেশ১৯৮৯–৯১
আব্দুল রহমান বুখাতির সংযুক্ত আরব আমিরাত১৯৯১–৯৩
মাধবরাও সিনদিয়া ভারত১৯৯৩
আইএস বিন্দ্রা১৯৯৩–৯৭
উপালি ধর্মাদাসা শ্রীলঙ্কা১৯৯৭–৯৮
১০থিলাঙ্গা সুমাথিপালা১৯৯৮–৯৯
১১মুজিবুর রহমান পাকিস্তান১৯৯৯
১২জাফর আলতাফ১৯৯৯-০০
১৩লে. জে. তৌকির জিয়া২০০০–০২
১৪মুহাম্মদ আলী আসগর বাংলাদেশ২০০২–০৪
১৫জগমোহন ডালমিয়া ভারত২০০৪–০৫
১৬শারদ পাওবার২০০৬-০৬
১৭জয়ন্ত ধর্মদাসা শ্রীলঙ্কা২০০৬–০৭
১৮অর্জুনা রানাতুঙ্গা২০০৮-০৮
১৯ড. নাসিম আশরাফ পাকিস্তান২০০৮-০৮
২০ইজাজ ভাট২০০৮–১০
২১আ হ ম মোস্তফা কামাল বাংলাদেশ২০১০–১২
২২এন. শ্রীনিবাসান ভারত২০১২–১৪
২৩জয়ন্ত ধর্মাদাসা শ্রীলঙ্কা২০‌১৪–২০১৫
২৪থিলাঙ্গানা সুমাথিপালা২০১৫–১৬
২৫শেহরিয়ার খান পাকিস্তান২০১৬–
২৬ইহসান মানি পাকিস্তান২০১৬–২০১৮

টুর্নামেন্ট

আন্তর্জাতিক মাঠ

তথ্যসূত্র

  1. "ASIAN CRICKET COUNCIL TO BE SHIFTED TO COLOMBO"। News Radio। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৬
  2. Members – Asian Cricket Council. Retrieved 9 July 2012.
  3. The Formation of the ACC ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ জানুয়ারি ২০১২ তারিখে – Asian Cricket Council. Retrieved 9 July 2012.
  4. "ACC Executive Board Members"Asian Cricket Council
  5. "Sultan Rana to join Asian Cricket Council"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১২
  6. "NKP Salve, who brought '87 world cup to sub-continent, passes away in Delhi"India Today। ২ এপ্রিল ২০১২।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.