এরিস্টা রেকর্ডস্

এরিস্টা রেকর্ডস্, ইনকর্পোরেটেড (ইংরেজি: Arista Records, Inc.) /ˈɛərɪstə/ ছিলো একটি আমেরিকান রেকর্ড লেবেল[1] এটা ছিল সনি মিউজিক এন্টারটেইনমেন্ট-এর সর্বত মালিকানাধীন সংস্থা যা আরসিএ মিউজিক গ্রুপ-এর অধীনে পরিচালিত। এই লেবেল ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো ক্লাইভ ডেভিস কর্তৃক, যিনি পূর্বে সিবিএস রেকর্ডস্ প্রতিষ্ঠানে কাজ করতেন (পরবর্তীতে- সনি মিউজিক এন্টারটেইনমেন্ট)। ২০১১ সালে এ-প্রতিষ্ঠানের বিলুপ্তির পূর্ব পর্যন্ত,[2] এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য জুড়ে প্রধান পরিবেশক এবং অ্যালবাম প্রবর্তক।

এরিস্টা রেকর্ডস্
স্বত্বাধিকারী কোম্পানিসনি মিউজিক এন্টারটেইনমেন্ট
প্রতিষ্ঠাকাল১৯৭৪ (1974)
প্রতিষ্ঠাতাক্লাইভ ডেভিস
বিলুপ্তিকাল২০১১
অবস্থাবিলুপ্ত (আরসিএ রেকর্ডস্-এ পরিণত)
পরিবেশকলিগ্যাসি রেকর্ডিং
(পুন:প্রকাশ)
ধরনবিভিন্ন
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
অবস্থাননিউ ইয়র্ক সিটি

তথ্যসূত্র

  1. রজার ফ্রিডম্যান (অক্টোবর ৭, ২০১১)। "Arista Records, Home to Whitney Houston and Santana, Dead at 36"। showbiz411.com। সংগ্রহের তারিখ জুলাই ১৭, ২০১৪
  2. "এরিস্টা রেকর্ডস্"। stics.mpi-inf.mpg.de। সংগ্রহের তারিখ জুলাই ১৭, ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.