আন্না মানিয়ানি

আন্না মানিয়ানি (ইতালীয় উচ্চারণ: [ˈanna maɲˈɲaːni]; ৭ মার্চ ১৯০৮ - ২৬ সেপ্টেম্বর ১৯৭৩) ছিলেন একজন ইতালীয় মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী।[1] অভিনেত্রী হিসেবে তিনি নিম্নবিত্ত শ্রেণির নারী চরিত্রে তার বহুমাত্রিক ও শক্তিশালী কাজের জন্য পরিচিতি অর্জন করেন।[2] দ্য রোজ ট্যাটু (১৯৫৫) চলচ্চিত্রে একজন সিসিলীয় বিধবা চরিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার-সহ আরও চারটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন। ১৯৫০-এর দশকের শুরুতে লাইফ সাময়িকী মানিয়ানিকে "গ্রেটা গার্বোর পর অন্যতম সেরা হৃদয়গ্রাহী অভিনেত্রী" বলে উল্লেখ করে।

আন্না মানিয়ানি
Anna Magnani
আন্না মানিয়ানি
জন্ম(১৯০৮-০৩-০৭)৭ মার্চ ১৯০৮
রোম, ইতালি রাজ্য
মৃত্যু২৬ সেপ্টেম্বর ১৯৭৩(1973-09-26) (বয়স ৬৫)
রোম, ইতালি
মৃত্যুর কারণঅগ্ন্যাশয়ের ক্যান্সার
জাতীয়তাইতালীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯২৮-১৯৭২

রোমে জন্মগ্রহণকারী মানিয়ানি রোমের একাডেমি অব ড্রামাটিক আর্টে পড়াশোনার পর বিভিন্ন নৈশ ক্লাবে গান পরিবেশন করতেন। পরিচালক গফ্রেদো আলেসান্দ্রিনির সাথে সাক্ষাতের পর তিনি লা সেসা দি সরেন্তো (সরেন্তোর অন্ধ নারী, ১৯৩৪) চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। পরবর্তীকালে তিনি রোবার্তো রোসেলিনির রোম, ওপেন সিটি (১৯৪৫) চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল লামোর (১৯৪৮), বেল্লিসিমা (১৯৫১), দ্য রোজ ট্যাটু (১৯৫৫), দ্য ফিউজিটিভ কাইন্ড (১৯৬০) এবং মাম্মা রোমা (১৯৬২)।

প্রারম্ভিক জীবন

মানিয়ানির পিতামাতা ও জন্মস্থান সম্পর্কিত বিষয়সমূহ অনিশ্চিত। কিছু সূত্র মোতাবেক, তিনি রোমে জন্মগ্রহণ করেছেন, আবার কিছু সূত্রে বলা হয় তিনি মিশরে জন্মগ্রহণ করেছেন।[3] তার মাতা ছিলেন মারিনা মানিয়ানি। চলচ্চিত্র পরিচালক ফ্রাঙ্কো জাফফিরেল্লি আন্নাকে খুব নিকট থেকে চিনতেন এবং তার আত্মজীবনীতে বলেন যে তিনি মিশরের আলেকজান্দ্রিয়ায় জন্মগ্রহণ করেন, তার মাতা ইতালীয়-ইহুদি এবং পিতা মিশরীয়। তার মাতামহী তাকে রোমান শহরে নিয়ে আসার পর ও তাকে লালন-পালন করার ফলে তিনি রোমান হয়ে ওঠেন।[4] মানিয়ানি নিজেও বলেছেন যে তার মাতা মিশরে বিয়ে করেছেন, কিন্তু তাকে জন্মদানের পূর্বে রোমে চলে আসেন এবং পোর্তা পিয়াতে তার জন্ম হয়। তিনি জানতেন না কীভাবে তার মিশরে জন্মের গুজব ছড়িয়ে পরেছিল।[5] তিনি রোমে একটি ফরাসি কনভেন্ট বিদ্যালয়ে ভর্তি হন, যেখানে তিনি ফরাসি ভাষায় কথা বলা এবং পিয়ানো বাজানো শিখেন। তিনি গির্জায় নানদের ক্রিসমাস উপলক্ষ্যে মঞ্চস্থ নাটক দেখে অভিনয়ে আগ্রহী হন। চৌদ্দ বছর বয়সেই তার প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে।

তথ্যসূত্র

  1. "অবিচুয়ারি", ভ্যারাইটি, ৩ অক্টোবর ১৯৭৩, পৃ. ৪৭।
  2. মেরিয়াম-ওয়েবস্টার্স কলেজিয়েট এনসাইক্লোপিডিয়া, মেরিয়াম-ওয়েবস্টার (২০০০)।
  3. International Dictionary of Films and Filmmakers - 3: Actors and Actresses, St. James Press (1997)
  4. Zeffirelli: An Autobiography, Weidenfeld & Nicolson (1986) p. 78
  5. Anna Magnani e Franco Zeffirelli - Intervista; see the 2:00 minute mark

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.