আলিয়া ভাট
আলিয়া ভাট (/ˈɑːliːɑː
আলিয়া ভাট | |
---|---|
आलिया भट्ट | |
জন্ম | |
জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় |
অন্যান্য নাম | আলু |
নাগরিকত্ব | ব্রিটিশ[1] |
শিক্ষা | আইবিডিপি |
মাতৃশিক্ষায়তন | জামাবাই নার্সি বিদ্যালয় |
পেশা |
|
কর্মজীবন | ১৯৯৬, ২০১২-বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | নিচে দেখুন |
আদি নিবাস | মুম্বই |
দাম্পত্য সঙ্গী | রণবীর কাপুর (বি. ২০২২) |
সন্তান | ১ |
পিতা-মাতা |
|
আত্মীয় | দেখুন ভাট পরিবার |
পুরস্কার | সম্পূর্ণ তালিকা |
স্বাক্ষর | |
ভাট পরিবারে জন্মগ্রহণকারী আলিয়া, চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট এবং অভিনেত্রী সোনি রাজদানের কন্যা। ১৯৯৯ সালে তনুজা চন্দ্র পরিচালিত সংঘর্ষ চলচ্চিত্রে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীকালে একজন প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসাবে সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধবনের বিপরীতে করণ জোহর পরিচালিত প্রণয়ধর্মী হাস্যরসাত্ত্বক স্টুডেন্ট অব দ্য ইয়ার (২০১২) চলচ্চিত্রের মাধ্যমে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি; যেটি সে বছরের বক্স অফিসে সাফল্য অর্জন করে। তিনি জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশন্স প্রযোজিত বেশকয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসাবে বলিউড চলচ্চিত্র শিল্পে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যার মধ্যে টু স্টেট্স (২০১৪), হাম্পটি শর্মা কি দুলহনিয়া (২০১৪), ডিয়ার জিন্দেগি (২০১৬) এবং বদ্রীনাথ কি দুলহনিয়া (২০১৭) অন্তর্ভুক্ত। ২০১৪ সালে, ইমতিয়াজ আলী পরিচালিত হাইওয়ে পথচলচ্চিত্রে স্টকহোম সিনড্রোমে আক্রান্ত কিশোরীর চরিত্রে ভাটের অভিনয় চলচ্চিত্র সমালোচকদের ইতিবাচক মন্তব্য লাভ করে। চলচ্চিত্রটির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার জিতেছেন এবং একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্যও মনোনয়ন পেয়েছেন। ২০১৬ সালে, উড়তা পাঞ্জাব অপরাধ নাট্য চলচ্চিত্রে দারিদ্র্যপীড়িত অভিবাসী চরিত্রে এবং ২০১৮ সালে রাজি চলচ্চিত্রে অভিনয়ের জন্য ভাট শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। পরবর্তীকালে তিনি হিন্দি চলচ্চিত্রের সর্বাধিক উপার্জনকারী মহিলা-নের্তীত্বাধীন চলচ্চিত্রগুলিতে কাজ করেছিলেন। ২০১৯ সালে তার সর্বাধিক উপার্জনকারী সঙ্গীতধর্মী নাট্য চলচ্চিত্র গালি বয় মুক্তি পায়। চলচ্চিত্রটি ৯২তম একাডেমি পুরস্কারে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে ভারত থেকে নির্বাচিত হয়েছিল।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি, ভাট তার পোশাক এবং হ্যান্ডব্যাগগুলির নিজস্ব ধারার বিবর্তন ঘটিয়েছেন এবং বাস্তুতান্ত্রিক উদ্যোগের অংশ হিসাবে কোএক্সজিস্ট নামক একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি তার অভিনীত ছয়টি চলচ্চিত্রের গানে কণ্ঠশিল্পী হিসাবে কাজ করেছেন, যার মধ্যে ২০১৪ সালের একক "সামঝাওঁ আনপ্লাগড" গানটি প্রায়শই তিনি মঞ্চ শো এবং কনসার্ট সফরে পরিবেশন করেছেন। এছাড়াও তিনি নিয়মিত মঞ্চে একক ও যৌথ পরিবেশনায় অংশ নিয়ে থাকেন।
প্রাথমিক জীবন
আলিয়া ভাট ১৯৯৩ সালের ১৫ মার্চ ভারতের বম্বেতে (বর্তমানে মুম্বই) জন্মগ্রহণ করেন।[2][3][4] তার বাবা ভারতীয় চলচ্চিত্র পরিচালক মহেশ ভাট এবং মা অভিনেত্রী সোনি রাজদান।[2] আলিয়ার বাবা-মা দুজনই হিন্দুধর্মালম্বী ছিলেন, তবে তাদের বিবাহের সময় দুজনই ইসলাম ধর্মে দীক্ষা নেন।[5] বাবা-মা অনুসারে, ভাট এবং তার বোন শাহীন নাস্তিক হিসাবে বেড়ে উঠেন।[6] মায়ের দিক থেকে, ভাট কাশ্মীরী-জার্মান[6][7][8][9] এবং বাবার দিক থেকে, তিনি মূলত গুজরাতি বংশদ্ভূত।[10][11] তার ডাকনাম আলু।[12] ভারতীয় পরিচালক নানাভাই ভাট তার পিতামহ। তার বড় বোন, শাহীন (জন্ম ১৯৮৮) একজন লেখক;[13] এবং চলচ্চিত্র অভিনেত্রী ও নির্মাতা পূজা ভাট তার সৎবোন ও সৎভাই চলচ্চিত্র অভিনেতা রাহুল ভাট।[2] অভিনেতা ইমরান হাশমী ও চলচ্চিত্র পরিচালক মোহিত সুরি তার চাচাতো ভাই এবং প্রযোজক মুকেশ ভাট তার চাচা।[5]
ভাট ২০১১ সালে মুম্বইয়ের জামাবাই নার্সি বিদ্যালয় (আইবিডিপি) থেকে স্নাতক সম্পন্ন করেন।[2][14] জন্মসূত্রে ভাট ব্রিটিশ নাগরিক।[1][15]
কর্মজীবন
প্রাথমিক কাজ এবং খ্যাতি অর্জন (২০১২-১৫)
আলিয়া ভাটের রূপালী পর্দায় অভিনয়ের সূচনা ঘটে ছয় বছর বয়সে, ১৯৯৯ সালে শিশুশিল্পীর ভূমিকায়, তনুজা চন্দ্র পরিচালিত নাট্যধর্মী সংঘর্ষ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চলচ্চিত্রে ভাটের সহ-শিল্পী ছিলেন, অক্ষয় কুমার ও প্রীতি জিন্টা, যেখানে ভাট জিন্টার শৈশব চরিত্রে অভিনয় করেছেন।[16] চলচ্চিত্রটি বক্স অফিসে প্রায় ₹ ৫০ মিলিয়ন (US$ ৬,১১,১৬৫) আয় করে। ২০১২ সালে, ভাট চলচ্চিত্রে সর্বপ্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধবনের বিপরীতে, করণ জোহর পরিচালিত স্টুডেন্ট অব দ্য ইয়ার চলচ্চিত্রে।[17] এ চলচ্চিত্রে তিনি শানায়া সিংহানিয়া চরিত্রে উপস্থিত হয়েছেন। চলচ্চিত্রে শানায়া একজন অত্যাধুনিক কিশোরী, যিনি ধবনের চরিত্রের সঙ্গে সম্পর্কে লিপ্ত হন আবার অন্য চরিত্র মালহোত্রার প্রতিও এক পর্যায়ে আকৃষ্ট হয়ে পড়েন। বলিউড হাঙ্গামার তরণ আদর্শ, ভাটের অভিনয় কর্মক্ষমতা সম্পর্কে উল্লেখ করেছেন, "আলিয়ার চরিত্র কাভি খুশি কাভি গাম... (২০০১) চলচ্চিত্রে কারিনা কাপুরের অভিনয় স্মরণ করিয়ে দেয়। আড়ম্বরপূর্ণ, অভিজাত, রূপালী চামচ মুখে জন্মগ্রহণকারী, যে কিনা শুধু তার পোশাক-ব্যাগ জাঁকালভাবে প্রদর্শন করতে পছন্দ করে আর ভালোবাসে ঐশ্বর্যের বহিঃপ্রকাশ ঘটাতে। অত্যন্ত বিচ্ছুরিতভাবে, আলিয়া একটি অতি-আত্মবিশ্বাসী চরিত্রে আত্মপ্রকাশ করেছেন।"[18] হিন্দুস্তান টাইমসের চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়া কাপুর অভিনীত চরিত্রের সঙ্গে ভাট অভিনীত চরিত্রের সাদৃশ্য উল্লেখ করেছেন শুধুমাত্র তার "অভিঘাতী মনোভাব ব্যতীত"।[19] স্টুডেন্ট অব দ্য ইয়ার ছিল একটি বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র যা ২০১২ সালে বক্স অফিসে প্রায় ₹৭০০ মিলিয়ন (US$ ৮.৫৬ মিলিয়ন) আয় করে।[20]
২০১৪ সালে ভাটের তিনটি চলচ্চিত্র মুক্তির মাধ্যমে তিনি বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করেন।[21][22] একই বছর তিনি রণদীপ হুদার বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ আলী পরিচালিত হাইওয়ে পথচলচ্চিত্রে। এই চলচ্চিত্রে অপহরণ হওয়ার পর স্টকহোম সিনড্রোমে আক্রান্ত একটি কিশোরীর চরিত্রে ভাটের অভিনয় চলচ্চিত্র সমালোচকদের ইতিবাচক মন্তব্য অর্জন করে।[23] ফিল্মফেয়ারের রাচিত গুপ্ত উল্লেখ করেছেন, "এটা বিস্ময়কর যে মাত্র বিশ বছর বয়সে কীভাবে আলিয়া এতো নিপুণ তারতম্য বজায় রাখতে সক্ষম হয়েছে। এমন, যেন ওই চরিত্রের সঙ্গেই সে বেড়ে উঠেছে। সত্যিই তিনি হিন্দি চলচ্চিত্রের সর্বাধিক প্রতিশ্রুতিশীল নতুন অভিনেত্রী।"[24] সাইফির'র সোনিয়া চোপড়া মন্তব্য করেন, ভাট তার চরিত্রে "সম্পূর্ণরূপে নিমজ্জিত", এবং এও উল্লেখ করেন যে, "আলিয়া তার কুণ্ঠাহীন ও বাস্তব কর্মক্ষমতা দিয়ে আপনাকে আবেগাপ্লুত করে তুলতে সক্ষম।"[25] চলচ্চিত্রটি বক্স অফিসে সাফল্য অর্জন করতে ব্যর্থ হলেও,[26] ভাট শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার লাভ করেন এবং একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছিলেন।[27][28]
২০১৪ সালে, অর্জুন কাপুরের বিপরীতে করণ জোহর ও সাজিদ নাদিয়াদওয়ালার যৌথ প্রযোজনায় অভিষেক বর্মণ পরিচালিত ২ স্টেটস চলচ্চিত্রে অভিনয় করেন ভাট। ২০১৪ সালের এপ্রিলে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্র চেতন ভগতের একই নামের উপন্যাসের চলচ্চিত্ররূপ। যেখানে আইআইএম আহমেদাবাদের দুই শিক্ষার্থীর গল্প বর্ণনা করা হয়েছে যারা তাদের বাবা-মাকে নিজেদের সম্পর্কের অনুমোদনের জন্য রাজি করানোর সমস্যায় পড়ে। এখানে অনন্য স্বামীনাথম নামে একটি তামিল মেয়ের চরিত্রে অভিনয়ের জন্যে ভাট তামিল ভাষা রপ্ত করেছিলেন।[29] সমালোচকরা আলিয়ার অভিনয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে রেডিফ.কমে বলেছিলেন, ভাট "সত্যিই তার চরিত্রের মধ্যে বেড়ে উঠেছেন।"[30] ইন্ডিয়ান এক্সপ্রেসের শুভ্রা গুপ্ত বলেন, ভাট ছিলেন "বিস্ময়কর" এবং ছিলেন "সরল ও প্রাণবন্ত এবং স্বাভাবিক"।[31] চলচ্চিত্রটি সে সময়ে শীর্ষ আয়কারী প্রযোজনা হিসাবে আত্মপ্রকাশ করে, যা বিশ্বব্যাপী ₹ ১.৭ বিলিয়ন (US$ ২০.৭৮ মিলিয়ন) আয় করেছিল।[20]
২০১৪ সালে ভাটের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল শশাঙ্ক খৈতান পরিচালিত প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্রহাম্পটি শর্মা কি দুলহনিয়া, যেখানে তিনি কাব্য প্রতাপ সিং নামে এক পাঞ্জাবী মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, যে তার বিয়ের কিছুদিন পূর্বে একজন অপরিচিতের সঙ্গে প্রণয় সম্পর্কে লিপ্ত হয়ে পড়েন। চলচ্চিত্রটি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (১৯৯৫) চলচ্চিত্রের প্রতি শ্রদ্ধা নিবেদিত এবং করণ জোহর প্রযোজিত এই চলচ্চিত্রে ভাটের সহ-শিল্পী ছিলেন বরুণ ধবন এবং সিদ্ধার্থ শুক্লা।[32] ইন্ডিয়া টুডের এক লেখায় রোহিত খিলনানি বলেছেন, এটি "তার(ভাটের) এযাবৎকালের সেরা কাজ", যদিও মিন্টের নন্দিনী রামনাথ ভাটের অভিনীত চরিত্রে উদাসীনতার প্রকাশ খুঁজে পেয়েছিলেন।[33][34] হাম্পটি শর্মা কি দুলহনিয়া ভাটের দ্বিতীয় চলচ্চিত্র যা বিশ্বব্যাপী ₹ ১ বিলিয়ন (US$ ১২.২২ মিলিয়ন) এর অধিক আয় করছিল।[20] এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার লাভ করেন, এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মনোনীত হন।[27][28] ভাটের এসকল সাফল্যে ২০১৪ সালে বক্স অফিস ইন্ডিয়া তাকে বছরের শীর্ষ বলিউড অভিনেত্রী হিসাবে আখ্যা দেয়।[35]
এছাড়াও ২০১৪ সালে, ভাট নারীদের নিরাপত্তা বিষয়ক গোয়িং হোম নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন, যা পরিচালনা করেছিলেন বিকাশ ভাল।[36]
২০১৫ সালে, ভাট শাহিদ কপুরের বিপরীত বিকাশ ভালের শানদার চলচ্চিত্রে কাজ করেছেন, যেখানে তিনি একজন অনিদ্রারোগীর চরিত্রে অভিনয় করেন।[37][38] মুম্বই মিরর'র কুনাল গুহ চলচ্চিত্রটির সমালোচনা করে লিখেছিলেন, ভাট "তার চরিত্রের মধ্যে জীবনকে মজবুত করে তোলে তবে এই চলচ্চিত্রে তা করতে ব্যর্থ হন"।[39] শানদার বক্স অফিসে স্বল্প আয় করেছিল।[40]
প্রতিষ্ঠিত অভিনেত্রী (২০১৬–বর্তমান)
২০১৬ সালে ভাটের তিনটি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের প্রথমটিতে, ভাট একজন প্রাণবন্ত যুবতীর চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রা ফাওয়াদ খানের বিপরীতে অভিনয় করেছেন শকুন বাত্রা পরিচালিত কাপুর অ্যান্ড সন্স চলচ্চিত্রে, যা একটি অচল পরিবার সম্পর্কিত নাট্য-চলচ্চিত্র। চলচ্চিত্রটি সমালোচকদের ইতিবাচক মন্তব্যের পাশাপাশি বাণিজ্যিক সাফল্য অর্জন করেছিল।[41][42] একই বছর ভাট ভারতের পাঞ্জাব রাজ্যের একটি দারিদ্র্যপীড়িত বিহারি অভিবাসী চরিত্রে অভিনয় করেন উড়তা পাঞ্জাব চলচ্চিত্রে। এটি অভিষেক চৌবে পরিচালিত মাদকের অপব্যবহার সম্পর্কিত একটি অপরাধ নাট্য চলচ্চিত্র। এই চরিত্রের কিছু উল্লেখযোগ্য অংশগুলি ভাট পূর্বে তার বিভিন্ন চলচ্চিত্রে সম্পাদন করেছিলেন এবং প্রস্তুতিস্বরুপ তিনি মাদকবিষয়ক বিভিন্ন প্রামাণ্যচিত্র দেখা এবং বিহারি উপভাষায় কথা বলতে শিখেছিলেন।[43] এই চলচ্চিত্রের সহ-অভিনেতা শাহিদ কপুর, কারিনা কাপুর এবং দিলজিৎ দোসাঞ্জ, বিতর্কের সৃষ্টি করেছিলেন যখন কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদ উল্লেখ করে যে চলচ্চিত্রটি নেতিবাচকভাবে পাঞ্জাবের প্রতিনিধিত্ব করেছে এবং প্রেক্ষাগৃহে মুক্তির বিপক্ষে চলচ্চিত্রটির ব্যাপক সেন্সরশিপ দাবি করে।[44] বম্বে উচ্চ আদালত পরবর্তীতে একটি দৃশ্য বাদ দিয়ে প্রদর্শনীর জন্য চলচ্চিত্রটির ছাড়পত্র দেয়া হয়।[45] চলচ্চিত্রে ভাটের অভিনয়-দক্ষতা সমালোচকদের প্রশংসা পেয়েছিল, বিভিন্ন মন্তব্যকারীদের বিশ্বাস যে এটি তার সেরা কর্মক্ষমতা ছিল।[46] রেডিফ.কম-এর রাজা সেন লিখেছিলেন, ভাট "তার উচ্চারণভঙ্গি নিয়ে বদ্ধ পরিকর এবং চলচ্চিত্রের সবচেয়ে অপ্রীতিকর অধ্যায়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সক্ষম"।[47]
সমালোচকদের প্রশংসা প্রাপ্তির অব্যহতির মধ্য দিয়ে ভাট একজন উচ্চাকাঙ্ক্ষী চিত্রগ্রাহকের ভূমিকায় উপস্থিত হয়েছিলেন গৌরী সিন্ধে পরিচালিত ডিয়ার জিন্দেগি (২০১৬) নাট্য-চলচ্চিত্রে, যেখানে তিনি শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন।[48] ইন্ডিওয়ারের একটি লেখায়, অ্যানিসা জাভেরি উল্লেখ করেছেন যে, ভাট তার চরিত্রকে এমন অবস্থায় উন্নিত করেছ যেখানে "একটি ত্রি-মাত্রিক রূপ দেয়া হয়েছে যা প্রকৃতভাবে এতোটাই সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে যে তা শনাক্ত করা দূরহ।"[49] চলচ্চিত্রটি বক্স অফিসে সাফল্য অর্জনের পাশাপাশি, বিশ্বব্যপী ₹ ১.৩৯ বিলিয়ন (US$ ১৬.৯৯ মিলিয়ন) আয় করে।[50] উড়তা পাঞ্জাব এবং ডিয়ার জিন্দেগি চলচ্চিত্রদুটি ভাটকে একাধিক পুরস্কার ও মনোনয়ন লাভ করতে সহায়তা করে; পূর্বে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে স্ক্রিন পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন, এবং পরবর্তীতে তিনি ফিল্মফেয়ারে আরো একটি শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন।[51][52][53]
সাফল্যমণ্ডিত চলচ্চিত্রের ধারাবাহিকতা অব্যাহতির মাধ্যমে ভাট ২০১৭ সালে, বরুণ ধবনের বিপরীতে বদ্রীনাথ কি দুলহনিয়া রোমান্টিক কমেডি চলচ্চিত্রে পুনরায় খৈতানের পরিচালনায় পর্দায় উপস্থিত হন।[54] চলচ্চিত্রে গ্রাম্য ভারতের এক স্বাধীন যুবতীর গল্প বলা হয়েছে যিনি তার চৌর্যবাদী বাগদত্তার (ধবনের) কাছ থেকে পিতৃতান্ত্রিক প্রত্যাশা অমান্য করে। নিউ ইয়র্ক টাইম্সের রেচেল সল্টজ লিঙ্গগত সমতা নিয়ে চলচ্চিত্রটির বক্তব্য নোট করেছেন এবং লিখেছেন, "বলিষ্ঠ নায়িকাদের চতুরতার মধ্যে না পড়েই [ভাট] অনায়াসেই সেই প্রশংসনীয় বিষয়টির প্রতিচ্ছবি তৈরি করেছেন: তিনি একজন আধুনিক মহিলা।"[55] ভাট শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে আরেকটি ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছিলেন।[56] মেঘনা গুলজারের গুপ্তচরবৃত্তি থ্রিলার রাজি (২০১৮) চলচ্চিত্রে, ভাট সেহমত নামে একজন কাশ্মীরী গুপ্তচরের মুখ্য ভূমিকায় উপস্থিত হন, যিনি পাকিস্তানি সেনাবাহিনীর এক কর্মকর্তাকে (ভিকি কৌশল অভিনীত) বিয়ে করেছিলেন। ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্রটি হরিন্দর সিক্কার কলিং সেহমত উপন্যাসের রূপান্তর।[57][58] এই চলচ্চিত্রের জন্য ভাট ফিল্মফেয়ারে আরেকটি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন।[59]
২০১৯ সালে ভাট ইটার্নাল সানশাইন প্রোডাকশন নামে নিজের প্রযোজনা সংস্থা চালু করেন।[60] সে বছর তার প্রথম চলচ্চিত্রের উপস্থিতি ছিল জোয়া আখতারের গালি বয় চলচ্চিত্রে রণবীর সিংয়ের বিপরীতে, যেটি ভারতীয় স্ট্রিট র্যাপার ডিভাইন এবং নায়েজের জীবন থেকে অনুপ্রাণিত একটি সঙ্গীতধর্মী চলচ্চিত্র।[61] চলচ্চিত্রের পটভূমিতে উন্নতি ঘটাতে তিনি একটি ঘেটো উপভাষা শিখতে অভিনয়ের কর্মশালায় অংশ নিয়েছিলেন।[62] ৬৯তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়েছিল।[63] চলচ্চিত্রটি ৯২তম একাডেমি পুরস্কারে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে ভারত থেকে নির্বাচিত হলেও চূড়ান্ত মনোনয়ন লাভ করে নি।[64] স্ক্রিন ইন্টারন্যাশনালের লি মার্শাল মন্তব্য করেছিলেন যে "এটি ভাটের তীক্ষ্ণ অভিনয় যা গালি বয় গল্পের সবচেয়ে সফলভাবে বিকৃত রসবোধ, প্রণয় এবং সামাজিক মন্তব্যগুলির মিশ্রণ বহন করে"।[65] বিশ্বব্যাপী ₹ ২.৩৭ বিলিয়ন (US$ ২৮.৯৭ মিলিয়ন) আয়ের মাধ্যমে গালি বয় ভাটের সর্বাধিক উপার্জনকৃত চলচ্চিত্র হিসাবে পরিণত হয়।[66] ভাটের পরবর্তী মুক্তিপ্রাপ্ত নাট্যচলচ্চিত্র কলঙ্ক, সেসময় পর্যন্ত তার সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র।[67] ভারত বিভাজনের পূর্বে ১৯৪০-এর দশকের পটভূমিতে নির্মিত চলচ্চিত্রটিতে ধাওয়ান এবং ভাটকে প্রেমিকযুগল হিসাবে উপস্থাপন করেছে, এবং প্রস্তুতিতে তিনি মুঘল-ই-আজম (১৯৬০) এবং উমরাও জান (১৯৮১) চলচ্চিত্রগুলি থেকে সেই যুগের মহিলাদের শরীরি ভাষা রপ্ত করেছিলেন এবং উর্দু ভাষায় দক্ষতা অর্জনের জন্য তিনি পাকিস্তানি টেলিভিশন ধারাবাহিক জিন্দেগি গুলজার হাই দেখেছিলেন।[68] দ্য হিন্দুর নম্রতা জোশী শোক প্রকাশ করেছিলেন যে চলচ্চিত্রটি কাহিনির ভিত্তিতে দৃশ্যত জাঁকজমক মহিমার উপর গুরত্ব দিলেও ভাট এই চরিত্রের সঙ্গে কতটা মানানসই ছিলেন তার খেয়াল করে নি।[69] এটি বক্স অফিসে আশানরূপ আয় করতে ব্যর্থ হয়।[70]
আসন্ন প্রকল্প
ডিসেম্বর ২০১৯-এর হিসাব অনুযায়ী, ভাটের ছয়টি আসন্ন প্রকল্প রয়েছে। প্রথমটি, আয়ান মুখার্জির ফ্যান্টাসি চলচ্চিত্র ট্রিলজি ব্রহ্মাস্ত্র, যেখানে তিনি রণবীর কাপুর এবং অমিতাভ বচ্চনের সাথে উপস্থিত হবেন।[71][72][73] তিনি মহেশ ভাটের সড়ক ২ অপরাধ সিক্যুয়াল চলচ্চিত্রে সঞ্জয় দত্ত, পূজা ভাট ও আদিত্য রয় কাপুরের সঙ্গে কাজ করেছেন,[74][75] এবং তেলুগু ভাষার আরআরআর সময়কালীন চলচ্চিত্রে এনটি রামা রাও জুনিয়র, রাম চরণ ও অজয় দেবগনের পাশাপাশি পর্দায় উপস্থিত হবেন;[76] দুটি চলচ্চিত্রই ২০২০ সালের জুলাইয়ে মুক্তি দেয়া হবে। এস হুসেন জ়াইদির মাফিয়া কুইনস অব মুম্বই অবলম্বনে নির্মাণাধীন সঞ্জয় লীলা বনশালি পরিচালিত গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি জীবনীচলচ্চিত্রে কামাথিপুরার পতিতালয়ের গ্যাংস্টার গাঙ্গুবাঈয়ের চরিত্রে উপস্থিত হবেন আলিয়া।[77][78][79][80] ভাট এছাড়াও চুক্তিবদ্ধ হয়েছেন করণ জোহর পরিচালিত তাকট ঐতিহাসিক নাট্য-চলচ্চিত্রে, যেখানে তিনি ভিকি কৌশল, রণবীর সিং এবং কারিনা কাপুরের সঙ্গে পর্দায় উপস্থিত হবেন।[81] এছাড়াও তিনি অশ্বিনী আইয়ার তিওয়ারির পরবর্তী চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন, যেটি ২০২০ সালের মাঝামাঝি মুক্তি দেয়া হবে।[82]
অন্যান্য কর্ম
ভাট হাইওয়ে (২০১৪) চলচ্চিত্রে "সোহা সোহা" গানে প্লেব্যাক শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক এ আর রহমান তাকে তার সঙ্গীত বিদ্যালয়ে প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।[83] ২০১৪ সালে এছাড়াও, হাম্পটি শর্মা কি দুলহনিয়া চলচ্চিত্রে সুরকার শাহরিব-তোষির জন্য "সামঝাওয়া" গানের আনপ্লাগ্ড সংস্করণে কণ্ঠ দিয়েছেন তিনি।[84] ২০১৬ সালে, তিনি সহশিল্পী দোসন্ধির সাথে উড়তা পাঞ্জাব চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকের জন্য "ইক কুড়ি" গানের একটি বিকল্প সংস্করণ গেয়েছিলেন।[85]
চলচ্চিত্রে আত্মপ্রকাশের পর, ভাট বিভিন্ন পুরস্কার প্রদান অনুষ্ঠান যেমন, ফিল্মফেয়ার, স্ক্রিন, স্টারডাস্ট ইত্যাদিতে সঞ্চালন করেন এবং বরুন ধবন ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে হংকংয়ে আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নেন।[86] ২০১৩ সালে, তিনি উত্তরাখণ্ডের বন্যা-প্রভাবিত ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহের অয়োজনে ধবন, মালহোত্রা, আদিত্য রায় কাপুর, শ্রদ্ধা কাপুর এবং হুমা কোরেশীর পাশাপাশি একটি বিশেষ অনুষ্ঠানে প্রদর্শনিতে অংশ নেন।[87] ২০১৪ সালের আগস্টে, তিনি জোহরের পাশাপাশি অভিনয়শিল্পী ধবন, মালহোত্রা, রায় কাপুর, ক্যাটরিনা কাইফ, পরিণীতি চোপড়া, এবং গায়ক বাদশাহ সহ আমেরিকার বিভিন্ন শহরে "ড্রিম টিম ২০১৬" সফরে পরিবেশন করেছিলেন।[88]
২০১৩ সালে, ভাট গৃহহীন পশুদের জন্য একটি পিটা প্রচারণা মডেল হিসাবে কাজ করেন।[89] ২০১৭ সালে, তিনি পথ প্রাণীদের কল্যাণ সম্পর্কে সচেতনতা বাড়াতে কোএক্সজিস্ট নামে একটি পরিবেশগত উদ্যোগ শুরু করেছিলেন।[90] পরবর্তীবছর, ২০১৮ সালে, তিনি ফেসবুক লাইভে পরিবেশবাদ প্রচারের জন্য ফাইন্ড ইওর গ্রিন নামে একটি প্রচারের জন্য সহযোগিতামূলক কাজ করেছিলেন।[91]
২০১৪ সালে, ভাট অনলাইন ফ্যাশন পোর্টাল জাবোঙ্গ.কম-এর সঙ্গে নারী পোশাকের তার নিজস্ব ধারা চালু করেন; তিনি এই সংগ্রহকে "খুব সহজ" এবং "খুব আমার" হিসাবে বর্ণনা করেন।[92][93] ২০১৮ সালে, তিনি ভিআইপি ইন্ডাস্ট্রিজের জন্য হ্যান্ডব্যাগের নিজস্ব ধারা চালু করেছিলেন।[94] তিনি এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের প্রচারতারকা হিসাবে যুক্ত ছিলেন, যার মধ্যে কোকা-কোলা, গার্নিয়ার এবং মেইবিলাইন অর্ন্তভূক্ত।[95][96]
গণমাধ্যমে
ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় ২০১৭ সালে তিনি ২১তম স্থানে, ২০১৮ সালে ১২তম স্থানে এবং ২০১৯ সালে ৮ম স্থানে অন্তর্ভুক্ত হয়েছেন।[97] ২০১৭ সালে তিনি ফোর্বস এশিয়ার থার্টি আন্ডার থার্টি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।[98] ২০১৮ সালে তিনি সেলিব্রিটি ১০০ তালিকায় পুনরায় ১২তম স্থানে অন্তর্ভুক্ত হন।[99][100][101] সে বছর, ফোর্বসের মতে ভাটের বার্ষিক আয় ₹৫৮৮.৩ মিলিয়ন (US$ ৭.১৯ মিলিয়ন) মিলিয়ন ডলারে অনুমিত হয়েছিল এবং যা তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হিসাবে তালিকাভুক্ত করেছে।[102] একই বছরে, জিকিউর ভারতীয় সংস্করণে তাকে দেশের ৫০ জন প্রভাবশালী তরুণদের মধ্যে তালিকাভূক্ত করা হয়েছিল এবং "বিগ-বাজেট, অল-স্টার ব্লাউটস এবং আরো স্ক্রিপ্ট-ভিত্তিক চলচ্চিত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখার" জন্য কৃতিত্ব দেওয়া হয়েছিল।[103] ভাটকে ২০১৮ সালের টাইমস অব ইন্ডিয়ার "৫০ সর্বাধিক কাঙ্ক্ষিত মহিলা" তালিকায় প্রথম স্থান দেওয়া হয়েছিল।[104]
ফিল্মফেয়ারের সম্পাদক রেদিতা ট্যান্ডন, ভাট সম্পর্কে লিখেছেন, "আলিয়া ভাটের সাথে সাক্ষাতের পর, আমি এক অপ্রত্যাশিত অনুভূতির সাহচর্যে আসি। তার সাক্ষাৎকার নেয়ার ঘটনা ছিলো অনেকটা মেয়ে বন্ধুর সাথে কথোপকথনের মতো। সবাই তারকাদের যেমন ভাবেন, ভাবনাহীন এবং স্বচ্ছন্দ– ভাট ঠিক তাই। তার কথায় অবশ্যই কোন মিনমিনে এবং কূটনীতিভাবাপূর্ণ আচরণ নেই। হয়তো তার কুড়ি বছর বয়সের জন্যই। অথবা হয়তো সে এটা তার বাবা, মহেশ ভাটের নিকট থেকেই শিখেছে। তথাপি, সে প্রাণচঞ্চল। যদিও বিগত বছর ধরে তরুণ অভিনেতারদের প্রসার থাকলেও তাদের মধ্যে শুধুমাত্র কয়েকজনই মান রাখতে পেরেছেন। আলিয়া নিঃসন্দেহে তাদের একজন। এটা তার অভিষেক চলচ্চিত্র, স্টুডেন্ট অব দ্য ইয়ার প্রমাণ করেছিল। সে জানে, সামনে দীর্ঘ পথ রয়েছে এবং সে জোড়সোড়ভাবে কাজের প্রতি উৎসাহী।"[105]
সহ-অভিনেতাদের সাথে প্রায়ই প্রণয়ঘটিত সম্পর্কে যুক্ত হওয়া সত্ত্বেও, ভাট তা অস্বীকার করেছেন।[106] তিনি মালহোত্রা, ধবন, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, সোনাম কপূর এবং করণ জোহরকে বলিউডে তার বন্ধু হিসাবে উল্লেখ করেন।[107]
চলচ্চিত্রের তালিকা
মুক্তি প্রতিক্ষিত চলচ্চিত্র নির্দেশ করে | |
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্দেশ করে |
শিরোনাম | বছর | চরিত্র | ভাষা | টীকা |
---|---|---|---|---|
সংঘর্ষ | ১৯৯৯ | ইয়াং রীত ওবেরয় | হিন্দি | বিশেষ উপস্থিতি[16] |
স্টুডেন্ট অব দ্য ইয়ার | ২০১২ | শানায়া সিংহানিয়া | মনোনয়ন—শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার[108][109] | |
হাইওয়ে | ২০১৪ | ভীরা ত্রিপাঠি | হিন্দি | "সোহা সাহা" গানের প্লেব্যাক[110] শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার[27] মনোনয়ন—শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার[28] |
টু স্টেট্স | অনন্যা স্বামীনাথন | হিন্দি | [111] | |
হাম্পটি শর্মা কি দুলহনিয়া | কাব্য প্রতাপ সিং | হিন্দি | "সামঝাওঁ আনপ্লাগড" গানের প্লেব্যাক[112] | |
গোয়িং হোম | স্বভূমিকায় | হিন্দি | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | |
আগলি | ইয়াং শালিনি | হিন্দি | ক্যামিও উপস্থিতি[113] | |
শানদার | ২০১৫ | আলিয়া অরোরা | হিন্দি | [114] |
কাপুর অ্যান্ড সন্স | ২০১৬ | তিয়া মালিক | হিন্দি | |
উড়তা পাঞ্জাব | মেরি জেন | হিন্দি, পাঞ্জাবী | "ইক কুড়ি (ক্লাব মিক্স)" গানের প্লেব্যাক গায়িকা[115] শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার[53] | |
অ্যায় দিল হ্যায় মুশকিল | ডিজে | হিন্দি | ক্যামিও উপস্থিতি[116] | |
ডিয়ার জিন্দেগি | কাইয়া | হিন্দি | "এ জিন্দেগি গালে লাগা লে – ২" গানের প্লেব্যাক গায়িকা[117] মনোনয়ন—শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার[51] | |
বদ্রীনাথ কি দুলহনিয়া | ২০১৭ | বাডেহি ত্রিবেদী | হিন্দি | "হামসাফার (আলিয়ার সংস্করণ)" গানের প্লেব্যাক গায়িকা[118][119] মনোনয়ন—শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার[56] |
ওয়েলকাম টু নিউ ইয়র্ক | ২০১৮ | স্বভূমিকায় | হিন্দি | ক্যামিও উপস্থিতি |
রাজি | সেহমাত খান | হিন্দি | শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার[120] মনোনয়ন—শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার[120] | |
জিরো | স্বভূমিকায় | হিন্দি | বিশেষ উপস্থিতি[121] | |
গালি বয় | ২০১৯ | সাফিনা ফেরদৌসি | হিন্দি | সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য ভারতীয় নিবেদন[122] |
কলঙ্ক | রুপ চৌধুরী | হিন্দি | [123] | |
স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ | বেনামী | হিন্দি | "দ্য হুক আপ সং"-গানে বিশেষ উপস্থিতি[124] | |
আংরেজি মিডিয়াম | ২০২০ | স্বভূমিকায় | হিন্দি | "কুড়ি নু নাচনে দে" গানে বিশেষ উপস্থিতি |
সড়ক ২ | আরায়া | হিন্দি | [74][75] | |
গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি | ২০২২ | গাঙ্গুবাঈ কোঠোয়ালি | হিন্দি | [78][79][80] |
আরআরআর | সিতা | তেলুগু | চিত্রগ্রহণ[76] | |
ডার্লিংস | বদরু কোরেশি | হিন্দি | চিত্রগ্রহণ[71][72][73] | |
ব্রহ্মাস্ত্র | ইশা | হিন্দি | চিত্রগ্রহণ[71][72][73] | |
রকি অর রানি কি প্রেম কাহানি | ২০২৩ | রানি | হিন্দি | |
সঙ্গীত ভিডিও
গান | বছর | পরিবেশনকারী | সূত্র |
---|---|---|---|
"পর্দা" | ২০১৯ | দ্য দূরবীন(ফিচারিং শ্রেয়া শর্মা) | [125] |
"স্মাইল দেকে দেখো" | সুনিধি চৌহান, অমিত ত্রিবেদী | [126] |
সঙ্গীত তালিকা
গান | বছর | অ্যালবাম | সূত্র(সমূহ) |
---|---|---|---|
"সুহা সাহা" | ২০১৪ | হাইওয়ে | [110] |
"সামঝাওঁ আনপ্লাগড" | হাম্পটি শর্মা কি দুলহনিয়া | [112] | |
"ইক কুডি (ক্লাব মিক্স)" | ২০১৬ | উড়তা পাঞ্জাব | [115] |
"লাভ ইউ জিন্দেগি (ক্লাব মিক্স)" | ডিয়ার জিন্দেগি | [117] | |
"এ জিন্দেগি গালে লাগা লে – ২" | |||
"হামসাফার (আলিয়ার সংস্করণ)" | ২০১৭ | বদ্রীনাথ কি দুলহনিয়া | [118][119] |
পুরস্কার ও মনোনয়ন
তিনটি ফিল্মফেয়ার, আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার, জি সিনে পুরস্কার, স্ক্রিন পুরস্কার সহ ভাট এযাবৎ ৫২টি পুরস্কার এবং ৪৪টি মনোনয়ন পেয়েছেন।
তথ্যসূত্র
- সিং, প্রশান্ত (৩ এপ্রিল ২০১৪)। "Alia Bhatt can't vote in 2014, encourages youth to cast their votes" (ইংরেজি ভাষায়)। হিন্দুস্তান টাইমস। ১৩ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯।
- জোশি ২০১৫, পৃ. ২৩৭।
- সিং, অপূর্ব (১৬ মার্চ ২০১৪)। "Alia Bhatt celebrates birthday shooting for 'Humpty Sharma Ki Dulhania'" (ইংরেজি ভাষায়)। নতুন দিল্লি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ৫ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯।
- সাক্সেনা, কাশিকা (১১ অক্টোবর ২০১৩)। "I am sometimes retarded, sometimes composed: Alia Bhatt" (ইংরেজি ভাষায়)। দ্য টাইমস অব ইন্ডিয়া। ১৭ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯।
- সাহোনই, অনুভা (১৮ জানুয়ারি ২০১৩)। "The Saraansh of Mahesh Bhatt's life" (ইংরেজি ভাষায়)। দ্য টাইমস অব ইন্ডিয়া। ১০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯।
- রাজদান, সোনি [@Soni_Razdan] (২৩ নভেম্বর ২০১৩)। "@PoojaB1972 @MaheshNBhatt @AdrianMLevy I'm half Kashmiri Pandit and Half German..also an atheist and have not imposed any faith on my kids" [আমি অর্ধেক কাশ্মীরী পণ্ডিত অর্ধেক জার্মান..এছাড়াও একজন নাস্তিক এবং আমার বাচ্চাদের উপর কোনো বিশ্বাস আরোপ করি নি] (টুইট) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৪ – টুইটার-এর মাধ্যমে।
- শেদে, মীনাক্ষী (১৭ ফেব্রুয়ারি ২০১৪)। "Berlin diary: Alia Bhatt's family connection to the German city" (ইংরেজি ভাষায়)। ফার্স্টপোস্ট। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯।
- দুবে, ভারতী (১৩ ফেব্রুয়ারি ২০১৪)। "Alia Bhatt's German roots" (ইংরেজি ভাষায়)। মিড ডে। ১ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯।
- দত্ত, প্রদীপ (৩০ জানুয়ারি ২০১৩)। "I'll voice the worries of Kashmiri Pandits'" (ইংরেজি ভাষায়)। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ১৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯।
- গুপ্ত, প্রিয়া (১৪ জানুয়ারি ২০১৩)। "I have great reverence for women: Mahesh Bhatt" (ইংরেজি ভাষায়)। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯।
- বর্মা, লিপিকা (১৩ এপ্রিল ২০১৩)। "State of affairs: Arjun Kapoor and Alia Bhatt" (ইংরেজি ভাষায়)। ডেকান ক্রনিকল। ১ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯।
- ভাল্লা, রাধিকা (২৮ জুন ২০১৪)। "Finally! Alia & Varun reveal their nicknames" (ইংরেজি ভাষায়)। নতুন দিল্লি: ইন্ডিয়া টুডে। ২০২০-০৮-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯।
- শর্মা, নেহা (২ মে ২০১০)। "Another Bhatt on the block" (ইংরেজি ভাষায়)। হিন্দুস্তান টাইমস। ১৭ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯।
- বর্মা, লিপিকা। "Alia bhatt lesser Known facts" (ইংরেজি ভাষায়)। দ্য টাইমস অব ইন্ডিয়া। ১৭ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯।
- নিজস্ব প্রতিবেদন (১৩ এপ্রিল ২০১৯)। "ভোট দিতে পারবেন না আলিয়া, কেন জানেন?"। আনন্দবাজার পত্রিকা। ২২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯।
- জোশী, সোনালী; বর্মা, লিপিকা (২৮ মে ২০১২)। "Alia Bhatt's silver screen debut"। ইন্ডিয়া টুডে। নতুন দিল্লি। ৪ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১২।
- "The new stars of Bollywood"। হিন্দুস্তান টাইমস। ৩১ ডিসেম্বর ২০১০। ৫ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১২।
- "Student of the Year (2012) | Hindi Movie Critic Review By Taran Adarsh"। বলিউড হাঙ্গামা। ১৯ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- চোপড়া, অনুপমা (১৯ অক্টোবর ২০১২)। "Anupama Chopra's review: Student of the Year"। হিন্দুস্তান টাইমস। ২০ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "Top Worldwide Grossers All Time"। বক্স অফিস ইন্ডিয়া। ১৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৫।
- মাধুকল্যা, অমৃতা (২০ জুলাই ২০১৪)। "In the highway to success- Alia Bhatt"। ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালিসিস। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪।
- সিং, প্রশান্ত (২৭ ডিসেম্বর ২০১৪)। "I still feel like a newcomer: Alia Bhatt"। হিন্দুস্তান টাইমস। ১৯ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৫।
- "Movie review: Alia Bhatt delivers a power-packed performance in Highway"। হিন্দুস্তান টাইমস। ২১ ফেব্রুয়ারি ২০১৪। ২৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৪।
- গুপ্ত, রাচিত (২১ ফেব্রুয়ারি ২০১৪)। "Movie Review: Highway"। ফিল্মফেয়ার। ১ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৪।
- চোপড়া, সোনিয়া (২০ ফেব্রুয়ারি ২০১৪)। "Highway Review: Don't miss it!"। সাইফাই। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৪।
- "Box Office: Highway fares below average"। রেডিফ.কম। ২৪ ফেব্রুয়ারি ২০১৪। ২৫ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৪।
- "60th Britannia Filmfare Awards 2014: Complete list of winners"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ৩১ জানুয়ারি ২০১৫। ৩ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৫।
- "60th Britannia Filmfare Awards 2014: Complete nomination list"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২০ জানুয়ারি ২০১৫। ২০ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৫।
- কানাবার, অঙ্কিতা আর. (২০ ফেব্রুয়ারি ২০১৪)। "Alia Bhatt plays a Punjabi girl in Humpty Sharma…."। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৪।
- শর্মা, পালমা (১৮ এপ্রিল ২০১৪)। "Review: Nothing should keep you from watching 2 States"। রেডিফ.কম। ২০ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৪।
- গুপ্ত, শুভ্র (১৮ এপ্রিল ২০১৪)। "2 States movie review : Alia Bhatt is easy, fresh and natural"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ১৯ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৪।
- "Karan Johar pays tribute to 'Dilwale Dulhania Le Jayenge' through 'Humpty Sharma Ki Dulhaniya'"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ২৬ মে ২০১৪। ১৪ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৪।
- খিলনানি, রোহিত (১১ জুলাই ২০১৪)। "Movie Review: Humpty Sharma Ki Dulhania is a refreshing film"। ইন্ডিয়া টুডে। ১৩ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৪।
- রামনাথ, নন্দিনী (১১ জুলাই ২০১৪)। "Film Review: Humpty Sharma Ki Dulhania"। মিন্ট। ১১ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৪।
- "Top Actor Actress Director Producer Studio 2014"। বক্স অফিস ইন্ডিয়া। ১ জানুয়ারি ২০১৫। ৪ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৫।
- "Going Home: Vikas Bahl visualises a utopia for women with Alia Bhatt"। ইন্ডিয়া টুডে। ১৮ অক্টোবর ২০১৪। ৫ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৫।
- "Shahid and Alia to come together in Shandaar"। ইন্ডিয়া টুডে। ৩০ জুন ২০১৪। ২৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪।
- হ্যান্ডু, রিতিকা (২৭ নভেম্বর ২০১৪)। "'Shaandaar' shoot wrapped up, Shahid Kapoor heads home!"। জি নিউজ। ১৩ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৪।
- গুহ, কুনাল (২৩ অক্টোবর ২০১৫)। "Film Review: Shaandaar"। মুম্বই মিরর। ৮ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৬।
- "Did 'Pyaar ka Punchnama 2' prove detrimental to 'Shaandaar' and 'Main Aur Charles'?"। ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালিসিস। ৩১ অক্টোবর ২০১৫। ২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৫।
- মেহতা, অঙ্কিতা (২৮ মার্চ ২০১৬)। "Box office collection: Now 'Kapoor & Sons' to cross Rs 100 crore mark in India; 'Neerja' earns Rs 75 crore"। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। ২ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৬।
- সরকার, সুপর্ণ (১৮ মার্চ ২০১৬)। "'Kapoor & Sons' review round-up: Here is what critics have to say about the rom-com"। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। ২৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৬।
- মুখার্জী, মাধুরীতা (১৬ জুন ২০১৬)। "Alia Bhatt: If everybody likes you, it means you are boring"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ১৭ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৬।
- Parussini, Gabriele (৯ জুন ২০১৬)। "How the Movie Udta Punjab Sparked a Debate About Drug Use in India"। The Wall Street Journal। ১৯ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৬।
- "Udta Punjab row: Bombay HC clears film with just one cut, tells CBFC not to act like grandmother"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ১৩ জুন ২০১৬। ২৭ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৬।
- রায়, প্রিয়াঙ্কা (২৪ জুন ২০১৬)। "Doff that hat to Alia"। দ্য ডেইলি টেলিগ্রাফ। ২৭ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৬।
- সেন, রাজা (১৭ জুন ২০১৬)। "Review: Udta Punjab is a stunning film"। Rediff.com। ১৯ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৬।
- গোস্বামী, পারিশমিতা (২৫ নভেম্বর ২০১৬)। "Dear Zindagi review round-up: Here's what critics say about Shah Rukh Khan and Alia Bhatt film"। International Business Times। ৩ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৭।
- জাভেরি, আনিশা (২৫ নভেম্বর ২০১৬)। "'Dear Zindagi' Review: Second Film From 'English Vinglish' Director Doesn't Disappoint"। Indiewire। ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৭।
- "Box Office: Worldwide Collections and Day wise breakup of Dear Zindagi"। বলিউড হাঙ্গামা। ২৬ নভেম্বর ২০১৬। ২৯ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৭।
- "62nd Jio Filmfare Awards 2017 Nominations"। ফিল্মফেয়ার। ৯ জানুয়ারি ২০১৭। ১০ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৭।
- "Star Screen Awards 2016 winners list: Pink wins big, Big B-Alia get best actor and actress award"। ইন্ডিয়া টুডে। ৫ ডিসেম্বর ২০১৬। ৫ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৭।
- "62nd Filmfare Awards 2017: Winners' list"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ১৫ জানুয়ারি ২০১৭। ১৪ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৭।
- আদর্শ, তরণ (১৩ মার্চ ২০১৭)। "Business Talk: 'Badrinath Ki Dulhania' hits the bull's eye, consolidates Varun and Alia's status in Bollywood"। বলিউড হাঙ্গামা। ১৩ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৭।
- Saltz, Rachel (১২ মার্চ ২০১৭)। "Review: In 'Badrinath Ki Dulhania,' Boy Meets Girl (and Learns to Respect Her)"। দ্য নিউ ইয়র্ক টাইমস। ১৩ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৭।
- "Nominations for the 63rd Jio Filmfare Awards 2018"। ফিল্মফেয়ার। ১৮ জানুয়ারি ২০১৮। ১৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৮।
- Lohana, Avinash (২৩ জুন ২০১৭)। "Alia Bhatt kicks off Meghna Gulzar's upcoming espionage thriller, Raazi, in July"। মুম্বই মিরর। ২৫ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৭।
- "This week in cinema: Alia Bhatt, Vicky Kaushal start shooting for 'Raazi'; a sequel to 'Baby Driver'"। দ্য হিন্দুু। ৮ জুলাই ২০১৭। ৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৭।
- "Winners of the 64th Vimal Filmfare Awards 2019"। ফিল্মফেয়ার। ২৩ মার্চ ২০১৯। ২৩ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৯।
- "Alia Bhatt says her new house is no love nest, reveals film production plans"। হিন্দুস্তান টাইমস। ৫ মার্চ ২০১৯। ২০ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৯।
- "Real Gully Boys Divine and Naezy praise Ranveer Singh: He soaked in our body language, our attitude"। হিন্দুস্তান টাইমস। ৬ ফেব্রুয়ারি ২০১৯। ১৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- শর্মা, প্রিয়াঙ্কা (১১ ফেব্রুয়ারি ২০১৯)। "My DNA is Simmba, not Gully Boy: Ranveer Singh"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ১৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- Ramachandran, Naman (১৩ ফেব্রুয়ারি ২০১৯)। "Indian Hip-Hop Gets Big Screen Time in Berlin Festival Pic 'Gully Boy'"। Variety। ১৩ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- নিজস্ব প্রতিবেদন (২১ সেপ্টেম্বর ২০১৯)। "অস্কারের দৌড়ে ভারত থেকে নির্বাচিত রণবীর-আলিয়ার 'গালিবয়'"। কলকাতা: আনন্দবাজার পত্রিকা। ১৮ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯।
- Marshall, Lee (১০ ফেব্রুয়ারি ২০১৯)। "'Gully Boy': Berlin Review"। Screen International। ১৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- "Bollywood Top Grossers Worldwide"। বলিউড হাঙ্গামা। ১১ মার্চ ২০১৯। ৩০ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৯।
- "Kalank Actress Alia Bhatt: Films Are A Part Of My Life, Loved Ones My Priority"। এনডিটিভি। ১৭ এপ্রিল ২০১৯। ১৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৯।
- "Lessons from the classics: Alia Bhatt watched 'Mughal-E-Azam', 'Umrao Jaan' to prepare for 'Kalank'"। দি ইকোনমিক টাইমস। ৯ এপ্রিল ২০১৯। ১১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৯।
- Joshi, Namrata (১৭ এপ্রিল ২০১৯)। "'Kalank' review: visual grandeur takes over plotline"। দ্য হিন্দু। ১৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৯।
- Cornelious, Deborah (২৪ এপ্রিল ২০১৯)। "Karan Johar's period opus flops"। দ্য হিন্দুু। ২২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০১৯।
- "'Brahmastra': Ranbir Kapoor, Alia Bhatt begin shooting today" (ইংরেজি ভাষায়)। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৮। ২৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৮।
- "After first glimpse of Brahmastra, Ayan Mukerji reveals on-screen names of Alia Bhatt and Ranbir Kapoor" (ইংরেজি ভাষায়)। টাইমস নাও। ৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৯।
- "Brahmastra: Amitabh Bachchan, Ranbir Kapoor, Alia Bhatt's new trilogy" (ইংরেজি ভাষায়)। হিন্দুস্তান টাইমস। ১১ অক্টোবর ২০১৭। ৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৭।
- "CONFIRMED! Alia Bhatt – Sanjay Dutt to star in Mahesh Bhatt's Sadak 2 (EXCLUSIVE details on full star cast)" (ইংরেজি ভাষায়)। বলিউড হাঙ্গামা। ২ সেপ্টেম্বর ২০১৮। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৯।
- "'Sadak 2': Alia Bhatt kick-starts the shooting of the much-awaited sequel"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ১৮ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৯।
- "It's official! Alia Bhatt and Ajay Devgn confirmed for SS Rajamouli's next RRR starring Ram Charan and Jr NTR"। টাইমস নাও। ১৪ মার্চ ২০১৯। ২২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯।
- "ভন্সালীর অন্য প্রজেক্টে আলিয়া ভট্ট"। আনন্দবাজার পত্রিকা। ২০ সেপ্টেম্বর ২০১৯। ১৮ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯।
- "Alia Bhatt to star in Sanjay Leela Bhansali's Gangubai Kathiawadi, out Sept 2020"। হিন্দুস্তান টাইমস। ১৬ অক্টোবর ২০১৯। ১৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯।
- "Gangubai Kathiawadi: Alia Bhatt reveals she will start Sanjay Leela Bhansali's film in just few days"। বলিউড হাঙ্গামা। ৬ ডিসেম্বর ২০১৯। ১৬ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯।
- "Exclusive! Alia Bhatt on 'Gangubai Kathiawadi': Will begin shooting for Sanjay Leela Bhansali's film in a couple of days"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ৪ ডিসেম্বর ২০১৯। ৫ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯।
- "Takht: Karan Johar ropes in Alia Bhatt, Ranveer Singh, Janhvi Kapoor, Kareena Kapoor and others for his next directorial"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ৯ আগস্ট ২০১৮। ৯ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৮।
- আইয়ার, সংযুক্ত (২৮ মে ২০১৮)। "Alia Bhatt to feature in Ashwiny Iyer Tiwari's next"। মুম্বই মিরর। ২৮ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- Joshi Pitale, Sonali (ফেব্রুয়ারি ২৭, ২০১৪)। "I am politically ignorant, says A R Rahman"। মিড ডে। ভারত। ২ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৯, ২০১৫।
- "Alia Bhatt to sing 'Samjhawan Unplugged' for Humpty Sharma Ki Dulhania"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারত। জুন ২৮, ২০১৪। ১৪ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৯, ২০১৫।
- "Alia Bhatt Feels 'Honoured' to Sing Her Second Song With Diljit Dosanjh"। এনডিটিভি। ১৭ জুন ২০১৬। ১৭ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৬।
- পারিখ, উর্বি (২০১৩-০৯-২৪)। "Karan Johar's 'students' Sidharth Malhotra, Alia Bhatt and Varun Dhawan perform at Hong Kong"। এমএসএন। ১ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৪।
- "Varun Dhawan, Alia Bhatt and Siddharth Malhotra unite for a cause – Entertainment – DNA"। ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালিসিস। ২০১৩-০৮-১০। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৪।
- "Bollywood Dream Team 2016: Katrina, Alia, Sidharth, Varun, Parineeti, Aditya Roy Kapur US tour in August"। ইন্ডিয়া বুলেটিন। ১০ আগস্ট ২০১৬। ২৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৬।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০১৩-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-২০।
- "Alia Bhatt champions the welfare of street cats and dogs"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২৫ জুলাই ২০১৭। ৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৮।
- Rakshit, Nayandeep (৭ ফেব্রুয়ারি ২০১৮)। "Alia Bhatt on her initiative CoExist: I'm not a preacher or an activist"। ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালিসিস। ৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৮।
- "I want to style Parineeti: Alia Bhatt"। মিড ডে। ৩০ সেপ্টেম্বর ২০১৪। ২ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৪।
- "Alia Bhatt launches first clothing line on online retailer Jabong"। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯।
- "Alia Bhatt launches her own range of handbags"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ১৯ আগস্ট ২০১৮। ২০ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮।
- "Alia Bhatt's kitty full with endorsement deals" (ইংরেজি ভাষায়)। ভারত: ইন্ডিয়া টুডে। ১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৯, ২০১৫।
- "Alia Bhatt to endorse Garnier? | Hindi Movies News"। BollywoodHungama.com (ইংরেজি ভাষায়)। ভারত: বলিউড হাঙ্গামা। জানুয়ারি ২৩, ২০১৩। ২০ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৮, ২০১৫।
- "Alia Bhatt: Celeb 100 Rank" (ইংরেজি ভাষায়)। ফোর্বস ইন্ডিয়া। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২০।
- "30 Under 30 Asia 2017: Entertainment & Sports"। ফোর্বস। ১৭ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭।
- "Alia Bhatt"। ফোর্বস। ১২ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৮।
- "2017 Celebrity 100"। ফোর্বস। ১১ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮।
- "2018 Celebrity 100"। ফোর্বস ইন্ডিয়া। ১৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৮।
- "2018 Forbes India Celebrity 100: Here are the women who made it to the list"। ফোর্বস ইন্ডিয়া। ৫ ডিসেম্বর ২০১৮। ৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৮।
- "GQ's 50 Most Influential Young Indians of 2018"। জিকিউ। ৫ ডিসেম্বর ২০১৮। ৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৮।
- মুখার্জী, মাধুরীতা (২৪ মে ২০১৯)। "Alia Bhatt is the Times Most Desirable Woman of 2018"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২৬ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯।
- 8 Aug 2013 Rate Story (৮ আগস্ট ২০১৩)। ""Arjun's confidence blew me away"- Alia Bhatt"। ফিল্মফেয়ার। ৫ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৪।
- "Arjun Kapoor – Alia Bhatt: B-Town's newest couple – Entertainment – DNA"। ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালিসিস। ২১ জুলাই ২০১৩। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৪।
- "Alia Bhatt and Deepika Padukone are the new BFF in Bollywood"। daily.bhaskar.com। ২৮ জুন ২০১৩। ২২ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৪।
- "58th Idea Filmfare Awards nominations are here!"। ফিল্মফেয়ার। ১৩ জানুয়ারি ২০১৩। ২৭ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৩।
- "Winners of 58th Idea Filmfare Awards 2012"। বলিউড হাঙ্গামা। ২০ জানুয়ারি ২০১৩। ২৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৩।
- "Highway (Original Motion Picture Soundtrack)"। আইটিউন্স। ৭ ফেব্রুয়ারি ২০১৪। ৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৮।
- "5 Films Anushka Sharma Rejected & We Thank Her For That!"। www.filmibeat.com (ইংরেজি ভাষায়)। ২০১৭-১২-১০। ২০২০-০৮-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-২৮।
- "Samjhawan (Unplugged by Alia Bhatt) [From "Humpty Sharma Ki Dulhania"] - Single"। আইটিউন্স। ৭ জুলাই ২০১৪। ৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৮।
- "Ugly (2014)"। বলিউড হাঙ্গামা। ২ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৫।
- গুপ্ত, শুভ্র (২২ অক্টোবর ২০১৫)। "Shaandaar review: Shahid Kapoor, Alia Bhatt starrer is a blinding mix of everything with nothing of its own to boast of"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। নয়া দিল্লি: ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপ। ২৩ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২০।
- "Ikk Kudi (Club Mix) [From "Udta Punjab"] - Single"। আইটিউন্স। ১৭ জুন ২০১৬। ৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৮।
- "Alia Bhatt Has a Cameo in Ae Dil Hai Mushkil. She Stars As..."। এনডিটিভি। ৩ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৬।
- "Dear Zindagi (Original Motion Picture Soundtrack)"। আইটিউন্স। ১৭ জুন ২০১৬। ৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৮।
- "Humsafar (Alia's Version) [From "Badrinath Ki Dulhania"] - Single"। আইটিউন্স। ৯ মার্চ ২০১৭। ৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৮।
- "Badrinath Ki Dulhaniya: Varun Dhawan, Alia Bhatt are back to enthrall fans"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ৩ মে ২০১৬। ৪ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৬।
- "Nominations for the 64th Vimal Filmfare Awards 2019"। ফিল্মফেয়ার। ১২ মার্চ ২০১৯। ১৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৯।
- "'Dwarf' SRK serenades his lovely ladies again - Pune Mirror -"। Punemirror.indiatimes.com। ২৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৭।
- "Zoya Akhtar's 'Gully Boy' is India's official entry for the Oscars"। দ্য হিন্দুু। ২১ সেপ্টেম্বর ২০১৯। ৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৯।
- "Resilient at heart but everyone has a chapter they don't read aloud. Here's Roop!@aliaa08 #WomenOfKalank #Kalank"। টুইটার। ১০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯।
- নাতাশা, কৌতিনহো (২৭ এপ্রিল ২০১৯)। "Alia Bhatt, Tiger Shroff shoot for 'hook-up' song in Student of the Year 2"। মুম্বই মিরর (ইংরেজি ভাষায়)। দ্য টাইমস গ্রুপ। ২৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯।
- মুখার্জী, মাধুরীতা (১৩ আগস্ট ২০১৯)। "Prada full song out: Alia Bhatt sizzles like never-before with The Doorbeen boys"। মিড ডে (ইংরেজি ভাষায়)। মিড ডে ইনফোমিডিয়া। ১৩ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২০।
- @sonymusicindia (২৯ ডিসেম্বর ২০১৯)। "This weekend do everything that makes you say - #SmileDekeDekho!☺ P.S. Don't forget to tell us what made you smile today! bit.ly/SmileDekeDekho @aliaa08 #RanbirKapoor @ItsAmitTrivedi @SunidhiChauhan5 @AzizNakash @purevayu @Lays_India #SmileWithLays pic.twitter.com/cqEu2vD8r1" (টুইট)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৯ – টুইটার-এর মাধ্যমে।
উৎস
- জোশি, সুমিত (২০১৫)। "আলিয়া ভাট"। Bollywood Through Ages (ইংরেজি ভাষায়) (১ম সংস্করণ)। বেস্ট বুক রিড্স। পৃষ্ঠা ২৩৭। আইএসবিএন 9781311676696।
বহিঃসংযোগ
- অলমুভিতে আলিয়া ভাট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আলিয়া ভাট (ইংরেজি)
- আলোসিনেতে আলিয়া ভাট (ফরাসি)
- পোর্ট.এইচইউয়ে আলিয়া ভাট (হাঙ্গেরিয়)
- বলিউড হাঙ্গামায় আলিয়া ভাট
- মেটাক্রিটিকে আলিয়া ভাট
- রটেন টম্যাটোসে আলিয়া ভাট (ইংরেজি)