আহমেদ শেহজাদ

আহমেদ শেহজাদ (পশতু: احمد شهزاد; জন্ম: ২৩ নভেম্বর, ১৯৯১) পাঞ্জাব প্রদেশের লাহোরে জন্মগ্রহণকারী পাকিস্তানি ক্রিকেটার। ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যানরূপে পাকিস্তান দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে থাকেন। প্রয়োজনে লেগ ব্রেক বোলিংও করেন তিনি। এছাড়াও, ঘরোয়া ক্রিকেটে হাবিব ব্যাংক লিমিটেড দলের হয়ে খেলেন। তিনি সাধারণত আক্রমণাত্তক ক্রিকেট খেলতে পছন্দ করেন।

আহমেদ শেহজাদ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামআহমেদ শেহজাদ
জন্ম (1991-11-23) ২৩ নভেম্বর ১৯৯১
লাহোর, পাঞ্জাব, পাকিস্তান
উচ্চতা ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনলেগব্রেক
ভূমিকাউদ্বোধনী ব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২১৬)
৩১ ডিসেম্বর ২০১৩ বনাম শ্রীলঙ্কা
শেষ টেস্ট৩ জুলাই ২০১৫ বনাম শ্রীলঙ্কা
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৭২)
২৪ এপ্রিল ২০০৯ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই১৬ অক্টোবর ২০১৭ বনাম শ্রীলঙ্কা
ওডিআই শার্ট নং১৯
টি২০আই অভিষেক
(ক্যাপ ৩০)
৭ মে ২০০৯ বনাম অস্ট্রেলিয়া
শেষ টি২০আই৭ অক্টোবর ২০১৯ বনাম শ্রীলঙ্কা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৭বর্তমানহাবিব ব্যাংক লিমিটেড
২০১২বরিশাল বার্নার্স
২০১২-বর্তমাননাগেনাহিরা নাগাস
২০১৩-বর্তমানখুলনা রয়েল বেঙ্গলস
২০০৮-বর্তমানলাহোর লায়ন্স
২০১৩-পাকিস্তান এ ক্রিকেট দল
২০১৩-জ্যামাইকা তালাওয়াস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই এফসি
ম্যাচ সংখ্যা ১৩ ৪০ ২২ ৫২
রানের সংখ্যা ৯৮২ ১,২৮৬ ৫২৮ ৩,৫১২
ব্যাটিং গড় ৪০.৯১ ৩২.৯৭ ২৫.১৪ ৪০.৩৬
১০০/৫০ ৩/৪ ৪/৫ ০/৩ ৭/১৯
সর্বোচ্চ রান ১৭৬ ১২৪ ৯৮* ২৫৪
বল করেছে ৪৮ ১৫ - ১,০৭৩
উইকেট - ১৪
বোলিং গড় - - ৫২.৮৫
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং -/- - ৪/৭
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/– ১৪/ ৭/ ৫৫/
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ১৫ জানুয়ারি ২০১৪

আহমেদ শেহজাদ লাহোরে বসবাসকারী পাখতুন/পাঠান জাতিগোষ্ঠীর সন্তান। তিনি পশতু ভাষায় স্বাভাবিকভাবে কথা বলতে পারেন।[1]

খেলোয়াড়ী জীবন

২৪ এপ্রিল, ২০০৯ তারিখে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন শেহজাদ। দলে অন্তর্ভুক্ত হলেও অধিকাংশ সময়ই মাঠের পার্শ্বে অবস্থান করেন তিনি। টুয়েন্টি২০ আন্তর্জাতিকে নিউজিল্যান্ডের বিপক্ষে শহীদ আফ্রিদির পরিবর্তে মাঠে নেমে মাত্র ৩৪ বলে ৫৪ রান করেন যাতে ১০টি চারের মার ছিল শেহজাদের।[2] তিনটি টুয়েন্টি২০তে ভাল ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করায় পাকিস্তানের নির্বাচকমণ্ডলী শেহজাদকে ৬-ম্যাচের ওডিআইয়ে মাঠে নামান যা বিশ্বকাপের উদ্বোধনী ব্যাটসম্যানের ঘাটতি মোকাবেলায় প্রয়োজন ছিল।[3] নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের একটি খেলায় তিনি ১১৫ রান করেন ও পাকিস্তানের বিশ্বকাপ দলে স্থান পান। শেহজাদ তার টুয়েন্টি২০ আন্তর্জাতিকে ১৫ তম ম্যাচে ৯৮* রানের পাকিস্তানি কোন ব্যাটসমানের সর্বোচ্চ রেকর্ড করেন। এর আগে করাচীতে মিসবাহ উল হকের ছিল ৮৭ রান। এছাড়াও ম্যাচে হাফিজের সাথে দ্বিতীয় উইকেটে ১৪৩ রানের জুটিও নতুন রেকর্ড। উক্ত টুয়েন্টি২০ সিরিজে অসাধারন নৈপুন্যের জন্য তাকে ম্যান অব দ্যা ম্যাচ ও সিরিজ দেওয়া হয়।

টেস্ট ক্রিকেট

আহমেদ শেহজাদ অক্টোবর ২০১৩ সালে সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের এ দলের ম্যাচের জন্য তালিকাভূক্ত করা হয়। উক্ত খেলায় তিনি একটি অর্ধশতক করেন করেন এবং শান মাসুদ ও আসাদ শফিক পাশাপাশি টেস্ট স্কোয়াড ৩ অবশিষ্ট স্লটের জন্য নির্বাচন করা হয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ টেস্টে কোন ম্যাচের একাদশ তাকে নির্বাচিত করা হয় নি।

শেহজাদকে আবার শ্রীলঙ্কা বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ সিরিজের জন্য ৩১ ডিসেম্বর ২০১৩ শুরু হওয়া সংযুক্ত আরব আমিরাত খেলার জন্য ১১ দলের সদস্য হিসেবে নাম ঘোষণা করা হয়। সীমিত ওভারের খেলায় ভাল নৈপূন্য প্রদর্শনের জন্য তাকে টেস্ট দলে নির্বাচন করা হয়েছিল। তার প্রথম টেস্ট অভিষেক হয় ৩১ ডিসেম্বর ২০১৩ এবং ইউনিস খান তার প্রথম টেস্ট ক্যাপ পরিয়ে দেন। উক্ত অভিষেক ম্যাচে তিনি প্রথম ইনিংসে ৫৫ রান ও দ্বিতীয় ইনিংসে ৩৮ রান করেন।[4] যদিও উক্ত ম্যাচটিতে পাকিস্তানের জয়ের ব্যাপারে আশাবাদী থাকলেও শেষ পর্যন্ত ড্র হয়।

শেহজাদের আন্তর্জাতিক শতকসমূহ

টেস্ট শতক

  • কলাম রান, * বোঝান হয়েছে অপরাজিত
  • কলাম শিরোনাম ম্যাচ উল্লেখ করা হয়েছে খেলোয়াড়ের কর্মজীবনের ম্যাচ সংখ্যা
আহমেদ শেহজাদের টেস্ট শতকসমূহ
রানম্যাচপ্রতিপক্ষশহর/দেশমাঠবছরফলাফল
[১]১৪৭ শ্রীলঙ্কাশারজাহ, সংযুক্ত আরব আমিরাতশারজাহ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়াম২০১৪বিজয়ী
[২]১৩১ অস্ট্রেলিয়াদুবাই, সংযুক্ত আরব আমিরাতদুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম২০১৪বিজয়ী
[৩]১৭৬ নিউজিল্যান্ডআবুধাবি, সংযুক্ত আরব আমিরাতশেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম২০১৪চলতি

একদিনের আন্তর্জাতিক শতকসমূহ

আহমেদ শেহজাদের একদিনের আন্তর্জাতিক শতক
রানম্যাচবিরুদ্ধেশহর/দেশমাঠবছরফলাফল
[১]১১৫ নিউজিল্যান্ডহ্যামিল্টন, নিউজিল্যান্ডসেডন পার্ক২০১১বিজয়ী
[২]১০২১৬ ওয়েস্ট ইন্ডিজসেন্ট লুসিয়া, ওয়েস্ট ইন্ডিজবিউসেজাউর স্টেডিয়াম২০১১বিজয়ী
[৩]১০২৩৪ দক্ষিণ আফ্রিকাপোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকাসেন্ট জর্জেস ওভাল২০১৩বিজয়ী
[৪]১২৪৩৭ শ্রীলঙ্কাদুবাই, আরব আমিরাতদুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম২০১৩হার
[৫]১০৩৪৪ বাংলাদেশঢাকা, বাংলাদেশশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম২০১৪বিজয়ী

টুয়েন্টি২০ আন্তর্জাতিক শতকসমূহ

  • কলাম রান, * বোঝান হয়েছে অপরাজিত
  • কলাম শিরোনাম ম্যাচ উল্লেখ করা হয়েছে খেলোয়াড়ের কর্মজীবনের ম্যাচ সংখ্যা
আহমেদ শেহজাদের টেস্ট শতকসমূহ
রানম্যাচপ্রতিপক্ষশহর/দেশমাঠবছরফলাফল
[১]১১১*২৫ বাংলাদেশঢাকা, বাংলাদেশশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম২০১৪বিজয়ী[5]

খেলার ধরন

আহমেদ শেহজাদ ডানহাতি উদ্বোধনী খেলোয়াড়। তিনি মারমুখী খেলা খেলতে পছন্দ করেন। তিনি হলেন পাকিন্তানের অন্যতম একজন ফিল্ডার এবং তিনি অধিকাংশ সময় পয়েন্টে ফিল্ডিং করে থাকেন। শেহজাদের লক্ষ্য হল রিকি পন্টিং এর মত আক্রমণাত্মক ক্রিকেট খেলা এবং ভবিষ্যতে আরও বেশি শতক সংগ্রহ করা।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. http://www.youtube.com/watch?v=34xa18jNS-Q
  2. http://www.espncricinfo.com/new-zealand-v-pakistan-2010/content/story/494686.html
  3. "ShAhzad, K. Akmal, Misbah in Yousuf ignoredKamran, Misbah-ul-Haq in ODI squad to play NZ"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১১
  4. http://www.espncricinfo.com/ci/engine/match/657647.html। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৪ |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  5. http://www.espncricinfo.com/world-t20/engine/match/682949.html

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.