আগা খান
আগা খান[1] (ফার্সি: آقا خان) হল নিজারি ইসমাইলি শিয়া মুসলিম গোত্রের ইমামদের একটি বংশগত উপাধি। শিয়া সম্প্রদায়ের ইসমাইলি শাখার সর্ববৃহৎ গোত্র হল নিজারি। ইসমাইলি গোত্রের লোকেরা ইসমাইল ইবনে জাফর এবং তাঁর বংশধরদের ইমামত প্রতিষ্ঠায় বিশ্বাস করে। তাদের বিশ্বাসমতে ইসমাইল ইবন জাফর ছিলেন জাফর আস-সাদিক কর্তৃক মনোনীত প্রকৃত উত্তরসূরি। অন্যদিকে ইসনা আশারিয়া শিয়ারা ইসমাইলের ছোট ভাই মুসা আল-কাজিমের ইমামতে বিশ্বাস করে। তাদের ভাষ্যমতে এই ইমামতের ধারা ১২ জন ইমামের মাধ্যমেই শেষ হয়ে গেছে।
নিজারি ইসমাইলি শিয়া মুসলিম গোত্রের ইমামতের আগা খান | |
---|---|
ফার্সি: آقاخان আরবি: آغا خان | |
দায়িত্ব | |
শাহ করিম আল-হুসেইনি ১১ জুলাই ১৯৫৭ থেকে | |
বিস্তারিত | |
প্রথম সম্রাট/সম্রাজ্ঞী | হাসান আলী শাহ্ |
গঠন | ১৮১৭ |
"আগা" বা "আকা" শব্দটি সম্ভবত তুর্কী ভাষা থেকে এসেছে যার অর্থ "মহান" বা "প্রভু"।[2][3] এই শব্দটি প্রথম ব্যবহার করেছিল উসমানীয় তুর্কীরা। তারা তাদের জানিসারির (সেনাদল) প্রধানকে এ নামে ডাকতো। "খান" ও একটি সম্মানসূচক উপাধি যা শাসক বা বিভিন্ন গোত্রের প্রধানদের দেয়া হতো।[4] ১৮৩০-এর দশকে "আগা খান" উপাধিটির পত্তন ঘটিয়েছিলেন হাসান আলি শাহ।
তথ্যসূত্র
- Daftary, Farhad (২০০৭)। The Ismāʻı̄lı̄s: their history and doctrines (2nd সংস্করণ)। Cambridge University Press। আইএসবিএন 978-0-511-35561-5।
- "the definition of aga"। Dictionary.com। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৬।
- "imla"। www.nisanyansozluk.com। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৬।
- Fairbank, John King (১৯৭৮)। The Cambridge History of China। Cambridge University Press। পৃষ্ঠা 367।