অ্যাডোবি ইনকর্পোরেটেড
অ্যাডবি সিস্টেমস (ন্যাসড্যাক: ADBE) (ইংরেজিতে: Adobe Systems) একটি মার্কিন কম্পিউটার সফটওয়্যার কোম্পানি। কোম্পানিটির সদর-দপ্তর ক্যালিফোর্নিয়ার সান জোস শহরে অবস্থিত। অ্যাডোবি সিস্টেমস মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির জন্য পৃথিবীব্যাপী বিখ্যাত। বর্তমানে মাল্টিমিডিয়ার পাশাপাশি অ্যাডোবি ইন্টারনেট অ্যাপ্লিকেশন উন্নয়নও করছে।
ধরন | পাবলিক লিমিটেড কোম্পানি (ন্যাসড্যাক: ADBE) |
---|---|
আইএসআইএন | US00724F1012 |
শিল্প | কম্পিউটার সফটওয়্যার[1] |
প্রতিষ্ঠাকাল | মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র (১৯৮২) |
প্রতিষ্ঠাতা | চার্লস গেশক জন ওয়ারনক |
সদরদপ্তর | , মার্কিন যুক্তরাষ্ট্র |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
প্রধান ব্যক্তি | শান্তনু নারায়ণ (প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী) |
পণ্যসমূহ | অ্যাডবি অ্যাক্রোব্যাট অ্যাডবি ফটোশপ অ্যাডোবি ফ্ল্যাশ অ্যাডবি ক্রিয়েটিভ স্যুট অ্যাডবি মিডিয়া প্লেয়ার অ্যাডবি শকওয়েভ কোল্ড ফিউশন ফ্লেক্স |
আয় | ২.৯৫ বিলিয়ন ডলার (FY 2009)[2] |
সুদ ও করপূর্ব আয় | ৭২২ মিলিয়ন ডলার (FY 2009)[2] |
নীট আয় | ৩৮৭ মিলিয়ন ডলার (FY 2009)[2] |
মোট সম্পদ | ৭.২৮ বিলিয়ন ডলার (FY 2009)[3] |
মোট ইকুইটি | ৪.৮৯ বিলিয়ন ডলার (FY 2009)[3] |
কর্মীসংখ্যা | ৮,৬৬০(২০০৯)[4] |
ওয়েবসাইট | Adobe.com |
জন ওয়ারনক এবং চার্লস গেশক কর্তৃক ১৯৮২ সালের ডিসেম্বরে অ্যাডোবি সিস্টেমস প্রতিষ্ঠিত হয়।[4] তারা উভয়ই পালো আল্টো রিসার্চ সেন্টার ত্যাগ করে অ্যাডোবি সিস্টেমস প্রতিষ্ঠা করে। মূলত পোস্টস্ক্রিপ্ট পেজ ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ উন্নয়ন ও বিক্রয়ের জন্যই তারা অ্যাডোবি প্রতিষ্ঠা করেন। ১৯৮৫ অ্যাপল ইনকর্পোরেটেড তাদের লেজার রাইটার প্রিন্টারে ব্যবহারের জন্য পোস্টস্ক্রিপ্টের লাইসেন্স করে যার ফলে ডেস্কটপ পাবলিশিং-এর উন্নয়নের ধারা উন্মোচিত হয়। ক্যালিফোর্নিয়ার লস আন্টোসে অবস্থিত অ্যাডোবি নামের একটি খাঁড়ির নামে কোম্পানির নাম অ্যাডোবি সিস্টেমস রাখা হয়। এই খাঁড়িটি অ্যাডোবির একজন প্রতিষ্ঠাতার বাড়ির পেছন দিয়ে প্রবাহিত হয়।[4] ২০০৫ সালের ডিসেম্বরে অ্যাডোবি এর প্রধান প্রতিদ্বন্দ্বী ম্যাক্রোমিডিয়াকে কিনে নেয়। যার ফলে অ্যাডোবির পণ্য-তালিকায় বেশ কিছু সফটওয়্যার ও সফটওয়্যার প্ল্যাটফরম যোগ হয়।
আগস্ট ২০০৯ নাগাদ, অ্যাডোবির মোট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৭,৫৬৪ জন।[4] এদের প্রায় ৪০% সান জোসে কর্মরত। ক্যালিফোর্নিয়ার সান জোসে সদর-দপ্তর ছাড়াও অর্লান্ডো, ফ্লোরিডা, সিয়াটল, ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, অটোয়া, অন্টারিও, মিনিয়াপোলিস, মিনেসোটা, হ্যামবুর্গ, জার্মানি, নোইদা, বেঙ্গালুরু, ভারত, বুখারেস্ট, রোমানিয়া, এবং বেইজিং, চীনে অ্যাডোবির অফিস রয়েছে।
অ্যাডোবি সফটওয়্যার সমূহ
- অ্যাডোবি রিডার।
- অ্যাডোবি ফটোশপ।
- অ্যাডোবি ইলাস্ট্রেটর।
- অ্যাডোবি লাইটিং রুম।
- অ্যাডোবি ফ্ল্যাশ
তথ্যসূত্র
- Adobe - Company Overview - Hoover's
- Adobe Systems (ADBE) annual SEC income statement filing via Wikinvest
- Adobe Systems (ADBE) annual SEC balance sheet filing via Wikinvest
- "Adobe Fast Facts" (PDF)। ২০০৯-০৩-০৯। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৪।
বহিঃসংযোগ
- উইকিমিডিয়া কমন্সে অ্যাডোবি ইনকর্পোরেটেড সম্পর্কিত মিডিয়া দেখুন।
Adobe.com - প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট