৪ নভেম্বর

৪ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩০৮তম (অধিবর্ষে ৩০৯তম) দিন। বছর শেষ হতে আরো ৫৭ দিন বাকি রয়েছে।

১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

ঘটনাবলী

  • ১৯১৮ - সাম্রাজ্যবাদী অস্ট্রিয়া-হাঙ্গেরি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার এক সপ্তাহ বাকি থাকতে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
  • ১৯৪৫ - জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৫৬ - সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আন্দোলন দমন করার জন্য সোভিয়েত সেনাবাহিনী হাঙ্গেরিতে প্রবেশ করে।
  • ১৯৭২ - বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে প্রণীত হয়।
  • ১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কুয়েত
  • ১৯৭৮ - শাহ সরকারের বিরুদ্ধে ইরানের মুসলিম জনগোষ্ঠির বিদ্রোহের মুখে শরীফ ইমামির সরকার পদত্যাগ করতে বাধ্য হয়।
  • ১৯৯০ - ইরানি বিশিষ্ট গবেষক ডক্টর ফারার্মায অশুরি জাপানে প্রাকৃতিক কিছু বস্তুর মাঝে রশ্মি-বিরোধী গুণ-বৈশিষ্ট্য খুঁজে পেতে সক্ষম হয়েছিলেন।
  • ১৯৯২ - ডেমোক্রেটিক পার্টির বিল ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
  • ২০০৮ -
    • গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।
    • মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
  • ২০২০
    • প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায়।
    • সৌদি কাফফারা বা কফিল পদ্ধতি সংস্কারের বিধিমালা ঘোষিত হয়।

জন্ম

মৃত্যু

  • ১৬৬৫ - বিজয়পুরের সুলতান মুহাম্মদ আদিল শাহ।
  • ১৭০২ - জন বেনবও, ইনি ছিলেন ইংরেজ এডমিরাল।
  • ১৭৭১ - কবি ও সাংবাদিক জেমস মন্টোগোমারি।
  • ১৮১৮ - ইংরেজ কবি উইলফেদ্ধড ওয়েন।
  • ১৮৪৭ - ফেলিক্স মেন্ডেলসহ্ন, জার্মান পিয়ানোবাদক, সুরকার ও পথপ্রদর্শক।
  • ১৮৯৩ - পিয়ের টিরারড, ফ্রান্সের সুইস ফরাসি প্রকৌশলী ও রাজনীতিবিদ ও ৫৪ তম প্রধানমন্ত্রী।
  • ১৯১৮ - উইলফ্রেড ওয়েন, ইংরেজ সৈনিক ও কবি।
  • ১৯২১ - জাপানের প্রধানমন্ত্রী হারা তাকাশি টোকিওতে আততায়ীর দ্বারা নিহত হন।
  • ১৯২৪ - গাব্রিয়েল ফাউরে, ফরাসি পিয়ানোবাদক, সুরকার ও শিক্ষাবিদ।
  • ১৯৪৯ - ইরানের প্রধানমান্ত্রী আবদুল হোসেন।
  • ১৯৮২ - বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভারতের খ্যাতনামা শিল্পপতি এবং দেশে ভারী শিল্প স্থাপনের সূচনাকারী। (জ.১৪/০২/১৮৯৯)
  • ১৯৯৫- ইসহাক রবিন চরমপন্থী এক ইসরাইলীর হাতে নিহত হন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইসরায়েলি জেনারেল, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
  • ১৯৯৫ - আফগান কবি ও সাংবাদিক নাদিয়া আঞ্জুমান
  • ১৯৯৭ - রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক।(জ.১৯১২)
  • ১৯৯৯ - ম্যালকম মার্শাল, বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার
  • ২০১৪ - মো: আলী সিদ্দীকী বাংলাদেশি সঙ্গীত শিল্পী।
  • ২০২১ - বিশিষ্ট ভারতীয় বাঙালি রাজনীতিক, কলকাতা পুরসভার সাবেক মেয়র সুব্রত মুখোপাধ্যায়।(জ.১৯৪৬)

ছুটি ও অন্যান্য

  • জাতীয় স্বেচ্ছায় রক্তদান এবং মরণোত্তর দেহ দান দিবস। (২রা থেকে ৪ঠা নভেম্বর)
  • জাতীয় সংবিধান দিবস।(বাংলাদশ)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.