৩ জানুয়ারি

৩ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের তৃতীয় দিন। বছর শেষ হতে আরো ৩৬২ (অধিবর্ষে ৩৬৩) দিন বাকি রয়েছে। এই তারিখের মধ্যেই অনুসূর তথা পৃথিবী তার কক্ষপথে সূর্যের নিকটতম অবস্থান গ্রহণ করে।

১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

ঘটনাবলি

  • ১৪৩১ - জোয়ান অব আর্ককে বিশপের কাছে হস্তান্তর করা হয়।
  • ১৪৯২ - রানি ইসাবেলা ও ফার্ডিনান্ডের বাহিনীর নিকট যুবরাজ আবু আবদিলের বিশ্বাসঘাতকতায় মুসলিম স্পেনের রাজধানী গ্রানাডার পতন। স্পেনের শেষ উমাইয়া রাজা আবুল হাসানের রাজ্য ত্যাগ করে।
  • ১৪৯৬ ‌- লিওনার্দো দ্য ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ হন।
  • ১৫২১ - পোপ দশম লিও এক ডিক্রিবলে বিখ্যাত খৃষ্ট ধর্মবিদ মার্টিন লুথারকে ক্যাথলিক চার্চ থেকে বহিস্কার করেন।
  • ১৭৫৭ - ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের আগের বিশেষ অধিকার ফেরত দেন নবাব সিরাজ উদ দৌলা।
  • ১৭৭৭ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটন প্রিন্সটনের যুদ্ধে ব্রিটিশ জেনারেল চার্লস কর্নওয়ালিসকে পরাজিত করেন।
  • ১৭৮০ - ডেনমার্কের জাতীয় সংগীত ‘কং ক্রিশ্চিয়ান’ প্রথম গাওয়া হয়।
  • ১৭৮২ - সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়।
  • ১৭৯৫ - পোলান্ডের তৃতীয় বিভাজনে রাশিয়া-অষ্ট্রিয়ার মধ্যে গোপন চুক্তি স্বাক্ষর।
  • ১৮৬১ - আমেরিকার গৃহযুদ্ধ: ডেলওয়্যার যুক্তরাষ্ট্র থেকে বিভক্ত হতে অনিচ্ছা জানায়।
  • ১৮৭০ - ব্রুকলিন সেতুর কাজ শুরু হয়।
  • ১৮৮০ - বোম্বাইয়ে ‘ইলেস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া’ প্রথম প্রকাশিত হয়।
  • ১৯১৯ - প্যারিস শান্তি সম্মেলন: ইরাকের আমির ফয়সাল ইহুদি নেতা ক্লেম ওয়াইজম্যানের সাথে প্যালিস্টাইনে ইহুদি বসতি নির্মানের চুক্তি করে।
  • ১৯২৪ - ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার এবং তার সহকর্মীরা লুক্সরের কাছে তুতাংখামেনের পাথরে নির্মিত শবাধার আবিষ্কার করেন।
  • ১৯৪৭ - মার্কিন কংগ্রেস প্রথম টেলিভিশনে প্রচার করা হয়।
  • ১৯৪৯ - ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৫২ - ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৫৬ - আগুনে আইফেল টাওয়ারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত।
  • ১৯৫৭ - হ্যামিলটন ওয়াচ কোম্পানি প্রথম বৈদ্যুতিক ঘড়ি চালু করে।
  • ১৯৫৮ - ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন গঠিত হয়।
  • ১৯৫৮ - স্যার এডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।
  • ১৯৫৯ - ৪৯তম রাজ্য হিসাবে আলাস্কা যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।
  • ১৯৬১ - যুক্তরাষ্ট্র কিউবার সাথে কূটনৈতিক সর্ম্পক ছিন্ন করে।
  • ১৯৬২ - ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ পশ্চিম নিউগিনিকে স্বাধীন প্রদেশ ঘোষণা দেন।
  • ১৯৬৬ - কোসিগিনের প্রচেষ্টায় তাসখন্দে পাক-ভারত শীর্ষ বৈঠক শুরু।
  • ১৯৬৮ - শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে তৎকালীন পাকিস্তান সরকারের আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
  • ১৯৭৬ - গ্রিসে স্বৈরাচারী শাসক জর্জ পাপান্ডু পোলাস ও তার কয়েকজন সহচর কারাদণ্ডে দণ্ডিত হন।
  • ১৯৮২ - খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেন।
  • ১৯৯০ - মার্কিন সৈন্যদের কাছে পানামার প্রেসিডেন্ট জেনারেল নরিয়েগা আত্মসমর্পণ করে।
  • ১৯৯৩ - মার্কিন বুশ ও রাশিয়ার প্রেসিডেন্ট ইয়েলৎসিনের মধ্যে দুই-তৃতীয়াংশ পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষর হয়।
  • ১৯৯৪ - সাইবেরিয়ায় রাশিয়ার যাত্রীবাহি বিমান বিধ্বস্ত হয়ে ১২০ জনের প্রাণহানি ঘটে।
  • ১৯৯৮ - কেনিয়ায় ড্যানিয়েল আরোপ পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
  • ১৯৯৯ - পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অল্পের জন্যে প্রাণরক্ষা হয়।
  • ১৯৯৯ - মার্কিন মহাকাশযান ‘মার্স পোলারল্যান্ডার’ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ।

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

তথ্যসূত্র

  1. "প্রয়াত সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন"। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.