৩ জানুয়ারি
৩ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের তৃতীয় দিন। বছর শেষ হতে আরো ৩৬২ (অধিবর্ষে ৩৬৩) দিন বাকি রয়েছে। এই তারিখের মধ্যেই অনুসূর তথা পৃথিবী তার কক্ষপথে সূর্যের নিকটতম অবস্থান গ্রহণ করে।
<< | জানুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ | ||||
২০২৩ |
ঘটনাবলি
- ১৪৩১ - জোয়ান অব আর্ককে বিশপের কাছে হস্তান্তর করা হয়।
- ১৪৯২ - রানি ইসাবেলা ও ফার্ডিনান্ডের বাহিনীর নিকট যুবরাজ আবু আবদিলের বিশ্বাসঘাতকতায় মুসলিম স্পেনের রাজধানী গ্রানাডার পতন। স্পেনের শেষ উমাইয়া রাজা আবুল হাসানের রাজ্য ত্যাগ করে।
- ১৪৯৬ - লিওনার্দো দ্য ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ হন।
- ১৫২১ - পোপ দশম লিও এক ডিক্রিবলে বিখ্যাত খৃষ্ট ধর্মবিদ মার্টিন লুথারকে ক্যাথলিক চার্চ থেকে বহিস্কার করেন।
- ১৭৫৭ - ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের আগের বিশেষ অধিকার ফেরত দেন নবাব সিরাজ উদ দৌলা।
- ১৭৭৭ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটন প্রিন্সটনের যুদ্ধে ব্রিটিশ জেনারেল চার্লস কর্নওয়ালিসকে পরাজিত করেন।
- ১৭৮০ - ডেনমার্কের জাতীয় সংগীত ‘কং ক্রিশ্চিয়ান’ প্রথম গাওয়া হয়।
- ১৭৮২ - সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়।
- ১৭৯৫ - পোলান্ডের তৃতীয় বিভাজনে রাশিয়া-অষ্ট্রিয়ার মধ্যে গোপন চুক্তি স্বাক্ষর।
- ১৮৬১ - আমেরিকার গৃহযুদ্ধ: ডেলওয়্যার যুক্তরাষ্ট্র থেকে বিভক্ত হতে অনিচ্ছা জানায়।
- ১৮৭০ - ব্রুকলিন সেতুর কাজ শুরু হয়।
- ১৮৮০ - বোম্বাইয়ে ‘ইলেস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া’ প্রথম প্রকাশিত হয়।
- ১৯১৯ - প্যারিস শান্তি সম্মেলন: ইরাকের আমির ফয়সাল ইহুদি নেতা ক্লেম ওয়াইজম্যানের সাথে প্যালিস্টাইনে ইহুদি বসতি নির্মানের চুক্তি করে।
- ১৯২৪ - ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার এবং তার সহকর্মীরা লুক্সরের কাছে তুতাংখামেনের পাথরে নির্মিত শবাধার আবিষ্কার করেন।
- ১৯৪৭ - মার্কিন কংগ্রেস প্রথম টেলিভিশনে প্রচার করা হয়।
- ১৯৪৯ - ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫২ - ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৬ - আগুনে আইফেল টাওয়ারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত।
- ১৯৫৭ - হ্যামিলটন ওয়াচ কোম্পানি প্রথম বৈদ্যুতিক ঘড়ি চালু করে।
- ১৯৫৮ - ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন গঠিত হয়।
- ১৯৫৮ - স্যার এডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।
- ১৯৫৯ - ৪৯তম রাজ্য হিসাবে আলাস্কা যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।
- ১৯৬১ - যুক্তরাষ্ট্র কিউবার সাথে কূটনৈতিক সর্ম্পক ছিন্ন করে।
- ১৯৬২ - ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ পশ্চিম নিউগিনিকে স্বাধীন প্রদেশ ঘোষণা দেন।
- ১৯৬৬ - কোসিগিনের প্রচেষ্টায় তাসখন্দে পাক-ভারত শীর্ষ বৈঠক শুরু।
- ১৯৬৮ - শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে তৎকালীন পাকিস্তান সরকারের আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
- ১৯৭৬ - গ্রিসে স্বৈরাচারী শাসক জর্জ পাপান্ডু পোলাস ও তার কয়েকজন সহচর কারাদণ্ডে দণ্ডিত হন।
- ১৯৮২ - খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেন।
- ১৯৯০ - মার্কিন সৈন্যদের কাছে পানামার প্রেসিডেন্ট জেনারেল নরিয়েগা আত্মসমর্পণ করে।
- ১৯৯৩ - মার্কিন বুশ ও রাশিয়ার প্রেসিডেন্ট ইয়েলৎসিনের মধ্যে দুই-তৃতীয়াংশ পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষর হয়।
- ১৯৯৪ - সাইবেরিয়ায় রাশিয়ার যাত্রীবাহি বিমান বিধ্বস্ত হয়ে ১২০ জনের প্রাণহানি ঘটে।
- ১৯৯৮ - কেনিয়ায় ড্যানিয়েল আরোপ পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
- ১৯৯৯ - পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অল্পের জন্যে প্রাণরক্ষা হয়।
- ১৯৯৯ - মার্কিন মহাকাশযান ‘মার্স পোলারল্যান্ডার’ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ।
জন্ম
- ১১৯৬ - সুচিমিকাডো, জাপানের সম্রাট।
- ১৬৯৮ - পেদ্রো মেটাসটাসিও, ইতালীয় কবি ও সাহিত্যিক।
- ১৭৩২ - হাজী মুহম্মদ মুহসীন, ভারতীয় বাঙালি মুসলমান শিক্ষাব্রতী, সমাজসেবী ও দানবীর। (মৃ. ১৮১২)
- ১৮১৭ - মদনমোহন তর্কালঙ্কার, বাঙালি কবি ও পণ্ডিত। (মৃ. ১৮৫৮)
- ১৮৩১ - সাবিত্রীবাই ফুলে, ভারতের মহারাষ্ট্রের সমাজ সংস্কারক, শিক্ষাব্রতী ও কবি। (মৃ. ১৮৯৭)
- ১৮৭০ - হেনরি হ্যান্ডেল রিচার্ডসন, অস্ট্রেলীয় ঔপন্যাসিক।
- ১৮৮৮ - জেমস ব্রিডি, নাট্যকার ও চিকিৎসক।
- ১৯০৭ - রে মিলান্ড, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। (মৃ. ১৯৮৬)
- ১৯১২ - কলকাতা গ্রুপের প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী সুভো ঠাকুর।(মৃ.১৯৮৫)
- ১৯২৮ - সোনম শেরিং লেপচা ভারতের লেপচা সংস্কৃতির ধারক ও বাহক।(মৃ. ২০২০)
- ১৯৪০ - থেলমা স্কুনমেকার, মার্কিন চলচ্চিত্র সম্পাদক।
- ১৯৫২ - আহাদ আলী সরকার, বাংলাদেশের রাজনীতিবিদ।
- ১৯৫৬ - মেল গিবসন, মার্কিন-অস্ট্রেলীয় অভিনেতা, পরিচালক, প্রযোজক, এবং চিত্রনাট্যকার।
মৃত্যু
- ১৩২২ - পঞ্চম ফিলিপ, ফ্রান্সের রাজা (জ. ১২৯২)
- ১৫০১ - নাজিমুদ্দিন মীর আলিশের নভোইয়, উজবেক কবি ও বুদ্ধিজীবী।
- ১৮৭৫ - পিয়েরে অ্যাথানেস লারৌসে, ফরাসি ব্যাকরণবিদ, অভিধানবিদ এবং বিশ্বকোষবিদ।
- ১৮৯১ - পঞ্চম ফিলিপ, ফ্রান্সের রাজা।
- ১৯৮০ - খ্যাতনামা ভারতীয় বাঙালি জ্যোতির্বিদ ও গণিতাচার্য নির্মলচন্দ্র লাহিড়ী।(১৯০৬)
- ১৯৮৩ - কাজী কাদের নেওয়াজ, কবি।
- ১৯৯২ - বাঙালি অঙ্কন শিল্পী ও শিশুসাহিত্যিক ধীরেন বল। (মৃ.১৯১২)
- ২০০২ - সতীশ ধাওয়ান, ভারতীয় গণিতজ্ঞ ও মহাকাশ প্রকৌশলী।
- ২০০৮ - বিশিষ্ট বাঙালি শিল্প ব্যক্তিত্ব সাধন দত্ত(জ.২৯/০৫/১৯২১)
- ২০১০ - মতি নন্দী, ভারতীয় বাঙালি লেখক। (জ. ১৯৩১)
- ২০১১ - সুচিত্রা মিত্র, ভারতীয় সঙ্গীতশিল্পী, সুরকার ও রবীন্দ্রসঙ্গীতশিল্পী। (জ. ১৯২৪)
- ২০১৯
- দিব্যেন্দু পালিত, ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার। (জ. ১৯৩৯)
- সৈয়দ আশরাফুল ইসলাম, বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী। (জ. ১৯৫২)
- ২০২১ - রাবেয়া খাতুন, একুশে পদকবিজয়ী বাংলাদেশী লেখিকা। (জ. ১৯৩৫)
- ২০২৩ - সুমিত্রা সেন,ভারতীয় রবীন্দ্র সংগীত শিল্পী।[1]
ছুটি ও অন্যান্য
- ধর্মীয় বিষয় দিবস, ইন্দোনেশিয়া
- তামাসেসেরাই উৎসব, জাপান
তথ্যসূত্র
- "প্রয়াত সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন"। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৩।
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে ৩ জানুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.