২০১৯–২০ ফেডারেশন কাপ (বাংলাদেশ)

২০২০–২১ ফেডারেশন কাপ হল বাংলাদেশ ফেডারেশন কাপের একত্রিশতম আসর। টিভিএস মোটর কোম্পানি-এর পৃষ্ঠপোষকতাজনিত কারণে এটি টিভিএস ২০১৯–২০ ফেডারেশন কাপ হিসেবেও পরিচিত। এতে মোট ১৩ টি দল অংশগ্রহণ করে। এই আসরের বিজয়ী দল ২০২১ এএফসি কাপের প্রাথমিক পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

২০১৯–২০ ফেডারেশন কাপ
দেশবাংলাদেশ
তারিখ১৮ ডিসেম্বর ২০১৯ – ৫ জানুয়ারি ২০২০[1]
দল১৩
চ্যাম্পিয়নবসুন্ধরা কিংস (১ম শিরোপা)
রানার্স-আপরহমতগঞ্জ এমএফএস
ম্যাচ খেলেছে২২
গোল সংখ্যা৫১ (ম্যাচ প্রতি ২.৩২টি)
শীর্ষ গোলদাতা৪ গোল
সিডনি রিভেরা (বাংলাদেশ পুলিশ এফসি)
সেরা খেলোয়াড় দানিয়েল কোলিন্দ্রেস (বসুন্ধরা কিংস)

প্রতিযোগিতার ফাইনাল খেলায় রহমতগঞ্জ এমএফএসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস, যা তাদের প্রথম ফেডারেশন কাপ শিরোপা[2]

মাঠ

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হয়।

ঢাকা
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৩৬,০০০


অংশগ্রহণকারী দলসমূহ

অর্থ পুরস্কার

  • বিজয়ী দল পাবে $৬,০০০।
  • রানারআপ দল পাবে $৩,৬০০।

ড্র

প্রতিযোগিতার ড্র অনুষ্ঠানটি ১৩ ই ডিসেম্বর ২০১৯-এর বাংলাদেশ মান সময় ১৫:৩০-এ মতিঝিলস্থ বাফুফে ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।[3] তেরটি দল চারটি গ্রুপে বিভক্ত হয়। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠে।

ম্যাচ অফিসিয়াল

  1. মিজানুর রহমান
  2. শাহ আলম
  3. সায়মন হাসান সানি
  4. ফেরদৌস আহমেদ
  5. মাহমুদ হাসান মামুন
  6. মোহাম্মাদ জামিল ফারুক নাহিদ
  7. জিএম চৌধুরী নয়ন
  8. মোহাম্মাদ জালালুদ্দিন
  9. জসিম আখতার
  10. ভুবন মোহন তালুকদার

গ্রুপ পর্ব

টীকা
গ্রুপ বিজয়ী ও রানার আপ কোয়ার্টার ফাইনালের জন্য উত্তীর্ণ হয়

গ্রুপ এ

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
ঢাকা আবাহনী +৮ কোয়ার্টার ফাইনাল
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব
আরামবাগ ক্রীড়া সংঘ
উৎস: Soccerway

ঢাকা আবাহনী৪–০বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব
প্রতিবেদন

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব৩–১আরামবাগ ক্রীড়া সংঘ
রিভেরা  ৩২', ৮২'
স্বাধীন  ৯০+১'
প্রতিবেদন জিকু  ৮৯'
রেফারি: মোহাম্মাদ জালালুদ্দিন (বাংলাদেশ)

আরামবাগ ক্রীড়া সংঘ১–৫ঢাকা আবাহনী
  • মুরাদ  ৮৫'
প্রতিবেদন

গ্রুপ বি

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
চট্টগ্রাম আবাহনী +৪ কোয়ার্টার ফাইনাল
বসুন্ধরা কিংস
ব্রাদার্স ইউনিয়ন
উৎস: Soccerway

বসুন্ধরা কিংস১–০ব্রাদার্স ইউনিয়ন
  • কদৌহ  ২৩'
প্রতিবেদন

ব্রাদার্স ইউনিয়ন০–২চট্টগ্রাম আবাহনী
প্রতিবেদন
  • নিক্সন  ৩৪'
  • চিনেদু  ৮২'

চট্টগ্রাম আবাহনী২–০বসুন্ধরা কিংস
প্রতিবেদন

গ্রুপ সি

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
সাইফ স্পোর্টিং ক্লাব +২ কোয়ার্টার ফাইনাল
রহমতগঞ্জ এমএফএস
শেখ জামাল ধানমন্ডি ক্লাব
উৎস: Soccerway



শেখ জামাল ধানমন্ডি ক্লাব১–৩সাইফ স্পোর্টিং ক্লাব
  • জোবে  ৯'
প্রতিবেদন
  • আরাফাত  ১৪'
  • এরগাশেভ  ৮৫' (পে.)
  • আখমেদভ  ৯০+৫'

গ্রুপ ডি

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র +১ কোয়ার্টার ফাইনাল
ঢাকা মোহামেডান +১
শেখ রাসেল ক্রীড়া চক্র +১
উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব
উৎস: Soccerway



উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব১–২মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
  • ডারবোয়ে  ৪০'
প্রতিবেদন
  • বাঙ্গুরা  ৪৫+২'
  • হাশিগুছি  ৭৪'

নকআউট পর্ব

বন্ধনী

 
কোয়ার্টার ফাইনালসেমি ফাইনালফাইনাল
 
          
 
৩০ ডিসেম্বর ২০১৯
 
 
ঢাকা আবাহনী১ (৩)
 
২ জানুয়ারি ২০২০
 
রহমতগঞ্জ এমএফএস ১ (৪)
 
রহমতগঞ্জ এমএফএস
 
৩০ ডিসেম্বর ২০১৯
 
ঢাকা মোহামেডান
 
চট্টগ্রাম আবাহনী
 
৫ জানুয়ারি ২০২০
 
ঢাকা মোহামেডান

 
রহমতগঞ্জ এমএফএস
 
৩১ ডিসেম্বর ২০১৯
 
বসুন্ধরা কিংস
 
সাইফ স্পোর্টিং ক্লাব
 
৩ জানুয়ারি
 
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব
 
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব
 
৩১ ডিসেম্বর ২০১৯
 
বসুন্ধরা কিংস
 
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র১ (১)
 
 
বসুন্ধরা কিংস১ (৪)
 

কোয়ার্টার ফাইনাল

ঢাকা আবাহনী১–১ (অ.স.প.)রহমতগঞ্জ এমএফএস
  • বেলফোর্ট  ৯৪'
প্রতিবেদন
  • গাজী  ১১৯'
পেনাল্টি
৩–৪
  • দিদারুল
  • আকোবির
  • লিমন
  • আসরোরভ
চট্টগ্রাম আবাহনী০–২ঢাকা মোহামেডান
প্রতিবেদন

সাইফ স্পোর্টিং ক্লাব১–৩বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব
  • আখমেদভ  ৫৫'
প্রতিবেদন
  • বাবলু  ৩১'
  • রিভেরা  ৪৫+১', ৫২'

সেমি ফাইনাল

রহমতগঞ্জ এমএফএস১–০ঢাকা মোহামেডান
  • তুরায়েভ  ১৬'
প্রতিবেদন

ফাইনাল

গোলদাতাগণ

এই প্রতিযোগিতায় ২২টি ম্যাচে ৫১টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.৩২টি গোল (৫ জানুয়ারি ২০২০ তারিখ অনুযায়ী)।

৪টি গোল

৩টি গোল

২টি গোল

১টি গোল

পৃষ্ঠপোষক

  • ২০১৯–২০ বাংলাদেশ ফেডারেশন কাপের শিরোনাম পৃষ্ঠপোষকতা করে টিভিএস মোটর কোম্পানি।

সম্প্রচার

বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি স্টেডিয়াম থেকে সমস্ত ম্যাচ সরাসরি সম্প্রচার করে।

তথ্যসূত্র

  1. "Football season start December 18" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। ২ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৯
  2. "ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস"দ্য ডেইলি স্টার। ৫ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০
  3. "ফেডারেশন কাপের গ্রুপ চূড়ান্ত"banglatribune.com। বাংলা ট্রিবিউন। ১৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.