.সিএম

.সিএম ক্যামেরুনের কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদ্ত রাস্ট্রীয সংকেত ও ডোমেইন সাফিক্স। .সিএম এর বর্তমান সংস্করণ চালু হয় ২৭ আগস্ট, ২০০৯।

.সিএম
প্রস্তাবিত হয়েছে১৯৯৫
টিএলডি ধরণকান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিকেমটেল
প্রস্তাবের উত্থাপককেমটেল
উদ্দেশ্যে ব্যবহারঅস্তিত্বের সাথে সম্পর্কিত  ক্যামেরুন
বর্তমান ব্যবহারTakes advantage of misspellings of .com domains
নিবন্ধনের সীমাবদ্ধতাস্থানীয় না হলেও নিবন্ধন করা যাবে।
কাঠামোনিবন্ধন সরাসরি দ্বিতীয় স্তরে কারার অনুমতি রয়েছে; তৃতীয় স্তরেও অনুমোদিত তবে gov.cm বাদে।
নথিপত্রRegistrar
ওয়েবসাইটhttp://netcom.cm, http://nic.cm

অবস্থা

২০০৯ সালের ডিসেম্বরে ম্যাকফির পৃথিবীর সবচেয়ে ঝূঁকিপূর্ণ ডোমেইন এর তালিকায় .সিএম প্রথম স্থানে ছিল।[1] .কম ডোমেইনের সাথে মিল থাকায় অনেক হ্যাকার এই ডোমেইন নিবন্ধন করে ম্যালিসিয়াস কোড প্রবেশ করিয়ে .কম এর সাথে একীভূত করে দেয়।

তথ্যসূত্র

  1. "McAfee uncovers riskiest domains"। CNET। ডিসেম্বর ৩, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৯, ২০১০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.