ন্যাবলা

ন্যাবলা একটি প্রতীকের নাম, এর প্রতীকটির আকৃতি হচ্ছে: । যা দেখতে অনেকটা বাংলা বর্ণমালার "ব" অক্ষরটিকে মাত্রা ছাড়া ৯০ ডিগ্রি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুড়িয়ে রাখলে যেমন টা দেখায় তেমন। নামটি হিব্রু যন্ত্র হার্প-এর গ্রিক নাম থেকে নেয়া হয়েছে। এই যন্ত্রটির আকৃতি ন্যাবলার মত। আরামায়িক ভাষা এবং হিব্রু ভাষায়ও এই ধরনের প্রতীক রয়েছে। প্রতীকটি প্রথম ব্যবহার করেন উইলিয়াম রওয়ান হ্যামিল্টন [1]। এর অন্য একটি নাম রয়েছে; তা হল: আলটেড (ডেল্টাকে উল্টো দিক থেকে উচ্চারণ করলে এ রকম হয়: delta - alted); কারণ ন্যাবলা ডেল্টার উল্টো আকৃতিতে লিখা হয়।[1]

দ্য হার্প-একটি যন্ত্রের নাম যার নামানুসারে ন্যাবলা প্রতীকের নামরাখা হয়েছে

এইচটিএমএল কোডের ভাষায় ন্যাবলা লিখা যায়। এক্ষেত্রে ∇ লিখলে ন্যাবলার প্রতীক হয়ে যায়। লাটেক্স কোডে এই প্রতীকের জন্য লিখতে হয়: \nablaইউনিকোড বা হেক্সাডেসিমেল ব্যবস্থায় এই প্রতীকের জন্য ইউ+২২০৭ আর দশমিক-সংখ্যাপদ্ধতিতে "৮৭১১" কোড দ্বারা একে চিহ্নিত করা হয়।

আরও দেখুন

  • স্থানাংক ব্যবস্থায় ডেল
  • ডেল, ভেক্টরের ব্যবকলনীয় অপারেটর

পাদটীকা

  1. "The Nabla of Sir William Rowan Hamilton" (See their footnote 4)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.