৯০° পূর্ব দ্রাঘিমারেখা
মূল মধ্যরেখার ৯০° পূর্ব মধ্যরেখা হল একটি দ্রাঘিমাংশের রেখা, যা উত্তর মেরু থেকে উত্তর মহাসাগর, এশিয়া, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর এবং অ্যান্টার্কটিকা থেকে দক্ষিণ মেরু পর্যন্ত প্রসারিত।
৯০°
নব্বই পূর্ব রিজ এর নামকরণ করা হয় এই মধ্যাহ্নরেখার নামে।
৯০তম পশ্চিম মধ্যরেখার সাথে ৯০তম পূর্ব মধ্যরেখা বৃহৎ বৃত্তের আকার গঠন করে।
মেরু থেকে মেরু
৯০° পূর্ব মধ্যরেখা উত্তর মেরু থেকে শুরু হয়ে দক্ষিণ মেরুতে শেষ হওয়ার পথে যেসব স্থান অতিক্রম করে :
স্থানাঙ্ক দেশ, অঞ্চল বা সমুদ্র নোট ৯০°০′ উত্তর ৯০°০′ পূর্ব উত্তর মহাসাগর ৮১°৯′ উত্তর ৯০°০′ পূর্ব কারা সাগর শ্মিট দ্বীপের শুধু পশ্চিম পাশ, রাশিয়া ৭৭°৭′ উত্তর ৯০°০′ পূর্ব রাশিয়া কিরভ দ্বীপপুঞ্জ ৭৭°৬′ উত্তর ৯০°০′ পূর্ব কারা সাগর ৭৫°৩৩′ উত্তর ৯০°০′ পূর্ব রাশিয়া ৫০°১′ উত্তর ৯০°০′ পূর্ব মঙ্গোলিয়া বায়ান-ওল্গি প্রদেশ ৪৭°৫৩′ উত্তর ৯০°০′ পূর্ব গণচীন জিনজিয়াং
ছিংহাই
তিব্বত২৮°১৯′ উত্তর ৯০°০′ পূর্ব ভুটান ২৬°৪৪′ উত্তর ৯০°০′ পূর্ব ভারত পশ্চিমবঙ্গ
আসাম
মেঘালয়২৫°১৬′ উত্তর ৯০°০′ পূর্ব বাংলাদেশ ২১°৫৯′ উত্তর ৯০°০′ পূর্ব ভারত মহাসাগর ৬০°০′ দক্ষিণ ৯০°০′ পূর্ব দক্ষিণ মহাসাগর ৬৬°৪৬′ দক্ষিণ ৯০°০′ পূর্ব অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়া কর্তৃক দাবিকৃত, অস্ট্রেলীয় অ্যান্টার্কটিকা অঞ্চল
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.