৮৮তম একাডেমি পুরস্কার

৮৮তম একাডেমি পুরস্কার, ২০১৫-এর সেরা চলচ্চিত্রসমূহকে সম্মাননা প্রদান করতে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) কর্তৃক উপস্থাপিত একটি অনুষ্ঠান যা ফেব্রুয়ারি ২৮, ২০১৬ সালে লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে ৫:৩০ অপরাহ্ণ পিএসটি / ৮:৩০ অপরাহ্ণ ইএসটি[3] সময়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সময় একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সর্বমোট ২৪টি বিষয়শ্রেণীতে একাডেমি পুরস্কার (সাধারণভাবে অস্কার হিসাবে উল্লেখ করা হয়েছে) প্রদান করা হয়। অনুষ্ঠানটি ডেভিড হিল এবং রিগন্যাল্ড হুডলিনের[4] প্রযোজনায় এবং ক্রিস রকের উপস্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রে এবিসি টেলিভিশনের মাধ্যমে সম্প্রচারিত হয়। ক্রিস রক অবশ্য ৭৭তম একাডেমি পুরস্কার অনুষ্ঠানেরও একজন উপস্থাপক ছিলেন।[5]

৮৮তম একাডেমি পুরস্কার
পোষ্টার
তারিখফেব্রুয়ারি ২৮, ২০১৬
স্থানডলবি থিয়েটার
হলিউড, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
উপস্থাপকক্রিস রক[1]
প্রযোজকডেভিড হিল
রিগন্যাল্ড হুডলিন[2]
আলোকপাত
সর্বাধিক মনোনয়নদ্য রেভেন্যান্ট (১২)
টেলিভিশন আওতা
নেটওয়ার্কএবিসি
  ৮৭তম একাডেমি পুরস্কার ৮৯তম  

পুরস্কার এবং মনোনয়ন

ব্রি লারসন, সেরা অভিনেত্রী
মার্ক রাইল্যান্স, সেরা সহ-অভিনেতা
অ্যালিসিয়া ভিকান্ডার, সেরা পার্শ্ব অভিনেত্রী
পিট ডক্টর, সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের যুগ্ম বিজেতা
জোনাস রিভেরা, সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের যুগ্ম বিজেতা
লাসজলো নেমেস, সেরা বিদেশি চলচ্চিত্র বিভাগে বিজয়ী
শারমিন ওবায়েদ-চিনয়, সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট বিভাগে বিজয়ী
এননিও মোররিকোনে, সেরা অরিজিনাল স্কোর বিজয়ী
স্যাম স্মিথ, সেরা গান বিভাগে যুগ্ম বিজেতা

পুরস্কার প্রাপ্তদের প্রথমে রাখা হয়েছে এবং গাঢ় অক্ষরে লেখা তাছাড়া নামের পাশে দুইটি দাগ(double-dagger) আছে।[6]

পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতা
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
  • ইনসাইড আউট পিট ডক্টর এবং জোনাস রিভেরাdouble-dagger
  • অ্যানোমালিসা চার্লি কাউফম্যান, ডিউক জনসন, এবং রোজা ট্রান
  • বয় অ্যান্ড দ্য ওয়ার্ল্ড আলে আব্রেউ
  • শন দ্য শিপ মুভি মার্ক বার্টন এবং রিচার্ড স্টারজাক
  • হোয়েন মার্নি ওয়াজ দেয়ার Hiromasa Yonebayashi এবং ইয়োশিয়াকি নিশিমুরা
সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র
  • সন অফ সৌল (হাঙ্গেরি) হাঙ্গেরীয় ভাষায় লাজলো নেমসdouble-dagger
  • এমব্রেস অফ দ্য সারপেন্ট ([[শ্রেষ্ঠ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য কলোম্বিয়ার নিবেদন|কলোম্বিয়া]]) স্পেনীয় ভাষায় সিরো গুয়েরা
  • মুস্তাং (ফ্রান্স) তুর্কি ভাষা ডেনিজ গামজে এরগুভেন
  • থিব (জর্দান) আরবী নাজি আবু নওয়ার
  • অ্যা ওয়ার (ডেনমার্ক) ডেনীয় ভাষা টোবিয়াস লিন্ডহোম
  • অ্যামি আসিফ কাপাডিয়া এবং জেমস গে-রিসdouble-dagger
  • কার্টেল ল্যান্ড ম্যাথু হেইনম্যান এবং টম ইয়েলিন
  • দ্য লুক অফ সাইলেন্স জোশুয়া ওপেনহাইমার এবং সিগনে বাইর্গ সোরেনসেন
  • হোয়াট হ্যাপেনড, মিস সিমোন? লিজ গারবাস, অ্যামি হবি, এবং জাস্টিন উইলকস
  • উইন্টার অণ ফায়ার: ইউক্রেন'স ফাইট ফর ফ্রিডম ইভজেনি আফিনিভস্কি এবং ডেন টলমোর
সেরা তথ্যচিত্র - সংক্ষিপ্ত বিষয়
  • অ্যা গার্ল ইন দ্য রিভার: দ্য প্রাইস অফ ফরগিভনেস শারমিন ওবায়েদ-চিনয়double-dagger
  • বডি টিম ১২ ডেভিড ডার্গ এবং ব্রাইন মুসার
  • চাউ, বিয়ন্ড দ্য লাইনস কোর্টনি মার্শ এবং জেরি ফ্রাঙ্ক
  • ক্লদ ল্যাঞ্জম্যান: স্পেকটার অফ দ্য শোহ অ্যাডাম বেনজাইন
  • লাস্ট ডে অফ ফ্রিডম ডি হিবার্ট-জোনস এবং নোমি তাবিজ
সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
  • Stutterer Benjamin Cleary and Serena Armitagedouble-dagger
  • Ave Maria Eric Dupont and Basil Khalil
  • Day One Henry Hughes
  • Everything Will Be Okay Patrick Vollrath
  • Shok Jamie Donoughue
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম
  • Bear Story Pato Escala Pierart and Gabriel Osorio Vargasdouble-dagger
  • Prologue Imogen Sutton and Richard Williams
  • Sanjay's Super Team Nicole Paradis Grindle and Sanjay Patel
  • We Can't Live Without Cosmos Konstantin Bronzit
  • World of Tomorrow Don Hertzfeldt
  • "Writing's on the Wall" from Spectre – Music and Lyric by Jimmy Napes and Sam Smithdouble-dagger
  • "Earned It" from Fifty Shades of Grey – Music and Lyric by Ahamad Balshe (Belly), Stephan Moccio, Jason "Daheala" Quenneville, Abel Tesfaye (The Weeknd)
  • "Manta Ray" from Racing Extinction – Music by J. Ralph, Lyric by Antony Hegarty
  • "Simple Song #3" from Youth – Music and Lyric by David Lang
  • "Til It Happens to You" from The Hunting Ground – Music and Lyric by Lady Gaga and Diane Warren
সেরা শব্দ সম্পাদনা
সেরা শব্দ সংমিশ্রণ
  • Mad Max: Fury Road Chris Jenkins, Gregg Rudloff, and Ben Osmodouble-dagger
  • Bridge of Spies Andy Nelson, Gary Rydstrom, and Drew Kunin
  • The Martian Paul Massey, Mark Taylor, and Mac Ruth
  • The Revenant Jon Taylor, Frank A. Montaño, Randy Thom, and Chris Duesterdiek
  • Star Wars: The Force Awakens Andy Nelson, Christopher Scarabosio, and Stuart Wilson
সেরা নির্মাণ পরিকল্পনা
  • Mad Max: Fury Road Colin Gibson and Lisa Thompsondouble-dagger
  • Bridge of Spies Rena DeAngelo, Bernhard Henrich, and Adam Stockhausen
  • The Danish Girl Michael Standish and Eve Stewart
  • The Martian Celia Bobak and Arthur Max
  • The Revenant Jack Fisk and Hamish Purdy
সেরা চিত্রগ্রহণ
  • The Revenant Emmanuel Lubezkidouble-dagger
  • Carol Ed Lachman
  • The Hateful Eight Robert Richardson
  • Mad Max: Fury Road John Seale
  • Sicario Roger Deakins
সেরা রূপসজ্জা ও চুলবিন্যাস
  • Mad Max: Fury Road Lesley Vanderwalt, Elka Wardega, and Damian Martindouble-dagger
  • The 100-Year-Old Man Who Climbed Out the Window and Disappeared Love Larson and Eva von Bahr
  • The Revenant Siân Grigg, Duncan Jarman, and Robert Pandini
সেরা পোশাক ডিজাইন
  • Mad Max: Fury Road Jenny Beavandouble-dagger
  • Carol Sandy Powell
  • Cinderella Sandy Powell
  • The Danish Girl Paco Delgado
  • The Revenant Jacqueline West
সেরা চিত্র সম্পদনা
সেরা ভিজ্যুয়াল ইফেক্ট

একাধিক মনোনয়ন প্রাপ্ত চলচ্চিত্র

তথ্যসূত্র

  1. Parker, Ryan (অক্টোবর ২১, ২০১৫)। "It's Official: Chris Rock to Host Oscars"The Hollywood ReporterPrometheus Global Media। সংগ্রহের তারিখ অক্টোবর ২১, ২০১৫
  2. Hammond, Pete (সেপ্টেম্বর ১, ২০১৫)। "Oscars: David Hill & Reginald Hudlin To Produce 88th Academy Awards"Deadline.com (Penske Media Corporation)। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১, ২০১৫
  3. "When Are The Oscars 2016? Start Time and Date for The 88th Academy Awards!"Jim Donnelly। The Academy। ২৯ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৬
  4. Pedersen, Erik (এপ্রিল ৯, ২০১৫)। "Oscars: Academy Announces Show Dates For Next Three Years, Dates For 2015–16 Season"। Deadline.com (Penske Media Corporation)। সংগ্রহের তারিখ মে ২৩, ২০১৫
  5. Oldham, Stuart (অক্টোবর ২১, ২০১৫)। "Chris Rock Confirmed to host The Oscars"VarietyPenske Media Corporation। সংগ্রহের তারিখ অক্টোবর ২১, ২০১৫
  6. Hetter, Katia (ফেব্রুয়ারি ২৮, ২০১৬)। "The 2016 Oscars winners list"CNN। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৮, ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.