৭ম শতাব্দীতে মুসলিম ইতিহাসের সময়রেখা


ইসলামের ইতিহাসের সময়রেখা: ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম | ১১শ | ১২শ | ১৩শ | ১৪শ | ১৫শ | ১৬শ | ১৭শ | ১৮শ | ১৯শ | ২০শ | ২১শ শতাব্দী

৭ম শতাব্দী (৬০১ - ৭০০)

এই শতাব্দী ২৩ হিজরিপূর্ব থেকে ৮১ হিজরি পর্যন্ত বিস্তৃত।

উকবা মসজিদের দৃশ্য। ৬৭০ খ্রিষ্টাব্দে উকবা বিন নাফি তিউনিসিয়ার কাইরুয়ানে এটি নির্মাণ করেছিলেন।
  • ৬৭০: উত্তর আফ্রিকায় অভিযান। উকবা ইবনে নাফি কর্তৃক তিউনিসিয়ার কাইরুয়ান শহর প্রতিষ্ঠা।[7] কাবুল বিজয়।
  • ৬৭২: রোডস দ্বীপ বিজয়। খোরাসানে অভিযান।
  • ৬৭৪: মুসলিমদের আমুদরিয়া অতিক্রম। বুখারা অধীনস্থ রাজ্য হয়।
  • ৬৭৬: পঞ্চম শিয়া ইমাম মুহাম্মদ আল-বাকিরের জন্মগ্রহণ।
  • ৬৭৭: সমরকন্দতিরমিজ জয়। কনস্টান্টিনোপল অবরোধ।
  • ৬৮০: মুয়াবিয়ার মৃত্যু। প্রথম ইয়াজিদ খলিফা হন। কারবালার যুদ্ধহুসাইন ইবনে আলির হত্যাকাণ্ড। আলী ইবনে হোসেন জয়নুল আবিদীন আলির অনুসারীদের ইমাম হন।
  • ৬৮২: উত্তর আফ্রিকায় উকবা ইবনে নাফি আটলান্টিকের দিকে অগ্রসর এবং বিসক্রায় নিহত হন। মুসলিমরা কাইরুয়ান ত্যাগ করে বুরকায় ফিরে আসে।
  • ৬৮৩: ইয়াজিদের মৃত্যু। দ্বিতীয় মুয়াবিয়ার খলিফার দায়িত্বগ্রহণ।
  • ৬৮৪: আবদুল্লাহ ইবনে জুবায়ের নিজেকে মক্কায় খলিফা ঘোষণা করেন। প্রথম মারওয়ান দামেস্কে খলিফা হন। মার্জ‌ রাহাতের যুদ্ধ সংঘটিত।
  • ৬৮৫: প্রথম মারওয়ানের মৃত্যু। আবদুল মালিক ইবনে মারওয়ান খলিফা হন। আইনুল ওয়াদার যুদ্ধ সংঘটিত।
  • ৬৮৬: আল-মুখতার কুফায় নিজেকে খলিফা ঘোষণা করেন।
  • ৬৮৭: মুখতার ও আবদুল্লাহ ইবনে জুবায়েরের মধ্য কুফার যুদ্ধ সংঘটিত। মুখতার নিহত।
  • ৬৯১: দাইর আল-জালিকের যুদ্ধ। খলিফা আবদুল মালিকের নিকট কুফার পতন।
  • ৬৯২: মক্কার পতন। আবদুল্লাহ ইবনে জুবায়েরের মৃত্যু। আবদুল মালিক একমাত্র খলিফা হন।
  • ৬৯৫: জাজিরা ও আহওয়াজে খারিজি বিদ্রোহ। কারুনের যুদ্ধ সংঘটিত। উত্তর আফ্রিকায় কাহিনার বিরুদ্ধে অভিযান। মুসলিমদের পুনরায় বুরকায় প্রত্যাবর্তন। মুসলিমদের মাওয়ারাননহর দিকে অগ্রসর ও মুসলিমদের হাতে কিশ অধিকার।
  • ৬৯৯:আবু হানিফা(রাহি.) জন্ম গ্রহণ করেন।
  • ৭০০: উত্তর আফ্রিকায় বার্বা‌রদের বিরুদ্ধে অভিযান। এই শতাব্দীর শেষ নাগাদ বিশ্বে মুসলিম জনসংখ্যা সমগ্র জনসংখ্যার এক শতাংশ বৃদ্ধি পায়।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Life of Muhammad: 560-661 Muhammad helps rebuild ...
  2. Life of Muhammad: 560-661 Muhammad is called to prophethood. He receives his first ...
  3. Life of Muhammad: 560-661 Battle of Badr, Muslims defeat the Meccans. The direction of prayer ...
  4. A. I. Akram, The Muslim conquest of Egypt and North Africa. Ferozsons, 1977. Page 201
  5. The Succession to Muhammad: A Study of the Early Caliphate By Wilferd Madelung. Page 340.
  6. Encyclopaedic ethnography of Middle-East and Central Asia: A-I, Volume 1 edited by R. Khanam. Page 543
  7. Clifford Edmund Bosworth (2007), Historic Cities of the Islamic World, BRILL, p. 260
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.