৭ম শতাব্দীতে মুসলিম ইতিহাসের সময়রেখা
ইসলামের ইতিহাসের সময়রেখা: ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম | ১১শ | ১২শ | ১৩শ | ১৪শ | ১৫শ | ১৬শ | ১৭শ | ১৮শ | ১৯শ | ২০শ | ২১শ শতাব্দী |
৭ম শতাব্দী (৬০১ - ৭০০)
এই শতাব্দী ২৩ হিজরিপূর্ব থেকে ৮১ হিজরি পর্যন্ত বিস্তৃত।
- ৬০০: হযরত আলী (রা.) জন্ম গ্রহণ করেন।
- ৬০৫: মুহাম্মদ এর কন্যা ফাতিমার জন্ম। তিনি আলি ইবনে আবি তালিবের স্ত্রী। মুহাম্মদ এর বংশধররা ফাতিমার বংশধারা থেকে এসেছেন।
- ৬০৫: মুহাম্মদ কাবা পুনর্নির্মাণে সহায়তা করেছেন।[1]
- ৬১০: হেরা গুহায় প্রথম কুরআন অবতরণ। খাদিজা কর্তৃক প্রথম ইসলাম গ্রহণ।[2]
- ৬১৩: সাফা পর্বতে সাধারণের উদ্দেশ্যে ইসলামের আহ্বান।
- ৬১৪: কুরাইশ নেতৃবৃন্দের হাতে মুসলিমদের নির্যাতন। মুসলিমদের একটি দল আবিসিনিয়ায় হিজরত করে।
- ৬১৫: উমর ও হামজার ইসলাম গ্রহণ।
- ৬১৬: আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরত।
- ৬১৭: কুরাইশ কর্তৃক মুহাম্মদ ও হাশিমিদের বয়কট।
- ৬১৯: বয়কট প্রত্যাহার। আবু তালিব ও খাদিজার মৃত্যু।
- ৬২০: মুহাম্মদ এর তাইফ সফর, মিরাজের রাতে ঊর্ধ্বাকাশে গমন।
- ৬২২: মদিনায় হিজরত। ইসলামি বর্ষপঞ্জীর প্রথম বছর।
- ৬২২: মদিনার সনদ স্বাক্ষরিত। প্রথম ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠিত।
- ৬২৪: বদরের যুদ্ধ সংঘটিত। মদিনা থেকে বনু কাইনুকা গোত্রের বহিষ্কার। জেরুজালেম থেকে মক্কার দিকে নামাজের দিক পরিবর্তন।[3]
- ৬২৫: উহুদের যুদ্ধ সংঘটিত। মদিনা থেকে বনু নাদির গোত্রের বহিষ্কার।
- ৬২৫: হাসান ইবনে আলির জন্ম।
- ৬২৬: হুসাইন ইবনে আলির জন্ম।
- ৬২৭: খন্দকের যুদ্ধ সংঘটিত। বনু কুরাইজা অভিযান।
- ৬২৮: হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত। খায়বারের যুদ্ধ সংঘটিত। বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের নিকট মুহাম্মদ এর পত্রপ্রেরণ।
- ৬২৯: মুহাম্মদ এর উমরা পালন। মুতার যুদ্ধ সংঘটিত।
- ৬৩০: মক্কা বিজয়। হুনাইনের যুদ্ধ, আওতাসের যুদ্ধ, তাইফ অবরোধ।
- ৬৩১: তাবুক ও গাসানিদের বিরুদ্ধে অভিযান।
- ৬৩১ বা ৬৩২, সাকিফ গোত্রের ইসলামগ্রহণ।
- ৬৩২: বিদায় হজ্জ।
- ৬৩২: মুহাম্মদ এর মৃত্যু। ফাতিমার মৃত্যু। আবু বকর খলিফা হিসেবে নির্বাচিত হন। যু কিসসার যুদ্ধ, যু আবরাকের যুদ্ধ, বুজাখার যুদ্ধ, জাফারের যুদ্ধ, নাকরার যুদ্ধ সংঘটিত। বনি তামিম ও মুসাইলিমার বিরুদ্ধে অভিযান।
- ৬৩৩: বাহরাইন, ওমান, ইয়েমেন ও হাদরামাওত অভিযান। ইরাকে অভিযান। কাজিমার যুদ্ধ, মাজারের যুদ্ধ, ওয়ালাজার যুদ্ধ, উলাইসের যুদ্ধ, হিরার যুদ্ধ, আল-আনবারের যুদ্ধ, আইন আল-তামিরের যুদ্ধ, দাওমাত আল-জান্দালের যুদ্ধ, ফিরাজের যুদ্ধ।
- ৬৩৪: বুসরার যুদ্ধ, দামেস্কের যুদ্ধ, আজনাদায়নের যুদ্ধ সংঘটিত। আবু বকরের মৃত্যু। উমর ইবনুল খাত্তাব কর্তৃক খিলাফতের দায়িত্বগ্রহণ। নামারাকের যুদ্ধ, সাকাতিয়ার যুদ্ধ সংঘটিত।
- ৬৩৫: সেতুর যুদ্ধ, বুওয়াইবের যুদ্ধ, ফাহলের যুদ্ধ সংঘটিত।
- ৬৩৬: ইয়ারমুকের যুদ্ধ, কাদিসিয়ার যুদ্ধ, মাদাইন সালেহ বিজয়।
- ৬৩৭: সিরিয়া বিজয়, জেরুজালেম বিজয়, জালুলার যুদ্ধ।
- ৬৩৮: জাজিরা বিজয়।
- ৬৩৯: খুজিস্তান বিজয়। মিশরের ভেতর অভিযান। ইমাসুয়াসের প্লেগের বিস্তার।
- ৬৪০: মিশরে ব্যবিলনের যুদ্ধ।
- ৬৪১: নাহাওয়ান্দের যুদ্ধ; আলেক্সান্দ্রিয়া বিজয়।
- ৬৪২: মিশর বিজয়।
- ৬৪৩: আজারবাইজান ও তাবারিস্তান বিজয়।
- ৬৪৪: ফারস, কিরমান, সিস্তান, মাকরান ও খারান বিজয়। উমরের হত্যাকাণ্ড। উসমান কর্তৃক তৃতীয় খলিফা হিসেবে দায়িত্বগ্রহণ।
- ৬৪৬: খোরাসান, আর্মেনিয়া ও এশিয়া মাইনরে অভিযান।
- ৬৪৭: উত্তর আফ্রিকা অভিযান। সাইপ্রাস দ্বীপ বিজয়।
- ৬৪৮: বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান।
- ৬৫০: আরব ও তুর্কিদের মধ্যে প্রথম সংঘর্ষ। খাজার শহর বালানজারের বাইরে আবদুর রহমান ইবনে রাবিয়াহ কর্তৃক পরিচালিত আরব বাহিনী খাজারদের হাতে পরাজিত।
- ৬৫২: উসমানের শাসনের বিরুদ্ধ্বে অসন্তোষ।
- ৬৫৫: বাইজেন্টাইনের বিরুদ্ধে নৌযুদ্ধ।
- ৬৫৬: উসমান নিহত। আলি কর্তৃক চতুর্থ খলিফা হিসেবে দায়িত্বগ্রহণ। উটের যুদ্ধ সংঘটিত।
- ৬৫৭: মদিনা থেকে কুফায় রাজধানী স্থানান্তর। সিফফিনের যুদ্ধ সংঘটিত।
- ৬৫৮: নাহরাওয়ানের যুদ্ধ।
- ৬৫৯: প্রথম মুয়াবিয়া কর্তৃক মিশর বিজয়।
- ৬৬০: মুয়াবিয়ার কাছ থেকে আলি হেজাজ ও ইয়েমেন পুনরায় অধিকার করে নেন। মুয়াবিয়া দামেস্কে নিজেকে খলিফা ঘোষণা করেন।
- ৬৬১: খারিজিদের হাতে আলি ইবনে আবি তালিব নিহত।
- ৬৬২: খারিজি বিদ্রোহ।
- ৬৬৬: মুয়াবিয়া ইবনে হুদাইজ কর্তৃক সিসিলি আক্রমণ।[4] আবদুর রহমান ইবনে আবি বকর,[5][6] মুহাম্মদ ইবনে মাসলামা ও রামলাহ বিনতে আবি সুফিয়ানের মৃত্যু।
- ৬৬৯: হাসান ইবনে আলি নিহত। আলি অনুসারীদের নিকট হুসাইন ইবনে আলি ইমাম হিসেবে গৃহীত।
- ৬৭০: উত্তর আফ্রিকায় অভিযান। উকবা ইবনে নাফি কর্তৃক তিউনিসিয়ার কাইরুয়ান শহর প্রতিষ্ঠা।[7] কাবুল বিজয়।
- ৬৭২: রোডস দ্বীপ বিজয়। খোরাসানে অভিযান।
- ৬৭৪: মুসলিমদের আমুদরিয়া অতিক্রম। বুখারা অধীনস্থ রাজ্য হয়।
- ৬৭৬: পঞ্চম শিয়া ইমাম মুহাম্মদ আল-বাকিরের জন্মগ্রহণ।
- ৬৭৭: সমরকন্দ ও তিরমিজ জয়। কনস্টান্টিনোপল অবরোধ।
- ৬৮০: মুয়াবিয়ার মৃত্যু। প্রথম ইয়াজিদ খলিফা হন। কারবালার যুদ্ধ ও হুসাইন ইবনে আলির হত্যাকাণ্ড। আলী ইবনে হোসেন জয়নুল আবিদীন আলির অনুসারীদের ইমাম হন।
- ৬৮২: উত্তর আফ্রিকায় উকবা ইবনে নাফি আটলান্টিকের দিকে অগ্রসর এবং বিসক্রায় নিহত হন। মুসলিমরা কাইরুয়ান ত্যাগ করে বুরকায় ফিরে আসে।
- ৬৮৩: ইয়াজিদের মৃত্যু। দ্বিতীয় মুয়াবিয়ার খলিফার দায়িত্বগ্রহণ।
- ৬৮৪: আবদুল্লাহ ইবনে জুবায়ের নিজেকে মক্কায় খলিফা ঘোষণা করেন। প্রথম মারওয়ান দামেস্কে খলিফা হন। মার্জ রাহাতের যুদ্ধ সংঘটিত।
- ৬৮৫: প্রথম মারওয়ানের মৃত্যু। আবদুল মালিক ইবনে মারওয়ান খলিফা হন। আইনুল ওয়াদার যুদ্ধ সংঘটিত।
- ৬৮৬: আল-মুখতার কুফায় নিজেকে খলিফা ঘোষণা করেন।
- ৬৮৭: মুখতার ও আবদুল্লাহ ইবনে জুবায়েরের মধ্য কুফার যুদ্ধ সংঘটিত। মুখতার নিহত।
- ৬৯১: দাইর আল-জালিকের যুদ্ধ। খলিফা আবদুল মালিকের নিকট কুফার পতন।
- ৬৯২: মক্কার পতন। আবদুল্লাহ ইবনে জুবায়েরের মৃত্যু। আবদুল মালিক একমাত্র খলিফা হন।
- ৬৯৫: জাজিরা ও আহওয়াজে খারিজি বিদ্রোহ। কারুনের যুদ্ধ সংঘটিত। উত্তর আফ্রিকায় কাহিনার বিরুদ্ধে অভিযান। মুসলিমদের পুনরায় বুরকায় প্রত্যাবর্তন। মুসলিমদের মাওয়ারাননহর দিকে অগ্রসর ও মুসলিমদের হাতে কিশ অধিকার।
- ৬৯৯:আবু হানিফা(রাহি.) জন্ম গ্রহণ করেন।
- ৭০০: উত্তর আফ্রিকায় বার্বারদের বিরুদ্ধে অভিযান। এই শতাব্দীর শেষ নাগাদ বিশ্বে মুসলিম জনসংখ্যা সমগ্র জনসংখ্যার এক শতাংশ বৃদ্ধি পায়।
আরও দেখুন
তথ্যসূত্র
- Life of Muhammad: 560-661 Muhammad helps rebuild ...
- Life of Muhammad: 560-661 Muhammad is called to prophethood. He receives his first ...
- Life of Muhammad: 560-661 Battle of Badr, Muslims defeat the Meccans. The direction of prayer ...
- A. I. Akram, The Muslim conquest of Egypt and North Africa. Ferozsons, 1977. Page 201
- The Succession to Muhammad: A Study of the Early Caliphate By Wilferd Madelung. Page 340.
- Encyclopaedic ethnography of Middle-East and Central Asia: A-I, Volume 1 edited by R. Khanam. Page 543
- Clifford Edmund Bosworth (2007), Historic Cities of the Islamic World, BRILL, p. 260
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.