৭ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
৭ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ৭ম আয়োজন; যা ১৯৮২ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে। ১৯৮৩ সালের ২৩ জানুয়ারি সোনার গাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। এই বছর ১৬টি শাখায় পুরস্কার প্রদান করা হয়।[1] শ্রেষ্ঠ ছবিসহ ৪টি শাখায় কোন পুরস্কার দেয়া হয়নি।[2]
৭ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ১৯৮২ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশের রাষ্ট্রপতি | |||
আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
তারিখ | ২৩ জানুয়ারি ১৯৮২ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
অফিসিয়াল ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | প্রদান করা হয় নি | |||
শ্রেষ্ঠ অভিনেতা | রাজ্জাক বড় ভালো লোক ছিল | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবানা দুই পয়সার আলতা | |||
সর্বাধিক পুরস্কার | বড় ভাল লোক ছিল (৫) | |||
|
বিজয়ীদের তালিকা
মেধা পুরস্কার
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | দেওয়া হয় নি | - |
শ্রেষ্ঠ পরিচালক | মোহাম্মদ মহিউদ্দিন | বড় ভালো লোক ছিল |
শ্রেষ্ঠ অভিনেতা | রাজ্জাক | বড় ভালো লোক ছিল |
শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবানা | দুই পয়সার আলতা |
শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা | প্রবীর মিত্র | বড় ভালো লোক ছিল[3] |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | আয়েশা আখতার | রজনীগন্ধা |
শ্রেষ্ঠ শিশুশিল্পী | বিন্দি হুসাইন | লাল কাজল |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | আলম খান | বড় ভালো লোক ছিল |
শ্রেষ্ঠ গীতিকার | মাসুদ করিম | রজনীগন্ধা[4] |
শ্রেষ্ঠ গায়ক | এন্ড্রু কিশোর | বড় ভালো লোক ছিল |
শ্রেষ্ঠ গায়িকা | মিতালী মুখার্জি | দুই পয়সার আলতা |
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | ম.ম. হামিদ | ল্যাথারিজম[5] |
কারিগরী পুরস্কার
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | আলমগীর কবির | মোহনা |
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (সাদা কালো) | রফিকুল বারী চৌধুরী | দুই পয়সার আলতা |
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (রঙ্গিন) | শফিকুল ইসলাম স্বপন | নালিশ |
শ্রেষ্ঠ চিত্র সম্পাদনা | আওকাত হোসেন | দুই পয়সার আলতা |
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | সৈয়দ শামসুল হক* | বড় ভালো লোক ছিল[5] |
- সৈয়দ শামসুল হক পুরস্কার গ্রহণ করেননি
আরও দেখুন
তথ্যসূত্র
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। fdc.gov.bd। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮।
- রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২।
- কামরুজ্জামান মিলো (১ মার্চ ২০১৪)। "এখন কেউ কাজের জন্য ডাকে না: প্রবীর মিত্র"। বাংলানিউজ২৪। ২ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২১, ২০১৬।
- রওশন আরা বিউটি (১২ জুন ২০১৪)। "অমর গানের অসামান্য স্রষ্টা মাসুদ করিম"। দৈনিক আজাদী। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬।
- "বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার"। তথ্য মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.