৬১তম একাডেমি পুরস্কার

৬১তম একাডেমি পুরস্কার একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) আয়োজিত অনুষ্ঠান যা ১৯৮৮ সালের শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলিকে সম্মানিত করে থাকে। অনুষ্ঠানটি লস অ্যাঞ্জেলেসের শ্রাইন অডিটোরিয়ামে বুধবার, ২৯ মার্চ ১৯৮৯ সালে সন্ধ্যা ৬:০০ পিএসটি / রাত ৯:০০ ইএসটি সময়ে অনুষ্ঠিত হয়েছিল।[1] অনুষ্ঠানে এএমপিএএস ২৩টি বিভাগে একাডেমি পুরস্কার (সাধারণত অস্কার হিসেবে পরিচিত) প্রদান করে। এবিসি কর্তৃক যুক্তরাষ্ট্রের টেলিভিশনে প্রদর্শিত এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন অ্যালান কার এবং পরিচালনা করেছিলেন জেফ মার্গোলিস।[1] দশ দিন পূর্বে, ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বেভারলি হিলস হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রযুক্তিগত অর্জন বিভাগে একাডেমি পুরস্কার অ্যাঞ্জি ডিকিনসনের উপস্থাপনায় আয়োজিত হয়েছিল।[2]

৬১তম একাডেমি পুরস্কার
Official poster promoting the 61st Academy Awards in 1989.
প্রাতিষ্ঠানিক পোস্টার
তারিখমার্চ ২৯, ১৯৮৯ (March 29, 1989)
স্থানশ্রাইন অডিটোরিয়াম
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
প্রযোজকঅ্যালান কার
পরিচালকজেফ মার্গোলিস
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্ররেইন ম্যান
সর্বাধিক পুরস্কাররেইন ম্যান (৪)
সর্বাধিক মনোনয়নরেইন ম্যান (৮)
টেলিভিশন আওতা
নেটওয়ার্কএবিসি
স্থিতিকাল৩ ঘণ্টা, ১৯ মিনিট
রেটিং৪২.৬৮ মিলিয়ন
২৯.৮১% (নিলসেন রেটিং)
  ৬০তম একাডেমি পুরস্কার ৬২তম  

শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্তার সহ রেইন ম্যান চলচ্চিত্রটি চারটি বিভাগে পুরস্কার জিতেছে। অন্যান্য বিজয়ীদের মধ্যে হু ফার্মড রজার র‌্যাবিট ৪টি পুরস্কার (তিনটি প্রতিযোগিতামূলক এবং একটি বিশেষ); ডেঞ্জারাস লায়সন্স, ৩টি পুরস্কার ; এবং দি অ্যাকিউস্‌ড, দ্য অ্যাকসিডেন্টাল টুরিস্ট, অ্যা ফিস কল্‌ড ওয়ান্ডা, দ্য অ্যাপইন্টমেন্টস অব ডেনিস জেনিংস, বিটলজুস, বার্ড, হিটেল টার্মিনাস: দ্য লাইফ অ্যান্ড টাইমস অব ক্লাউস বার্বি, দ্য মিলাগ্রো বেনফিল্ড ওয়ার, মিসিসিপি বার্নিং, পেলে দ্য কনকারার, টিন টয়, ওয়ার্কিং গার্ল, এবং ইউ ডোন্ট হ্যাব টু ডাই ১টি করে পুরস্কার জেতে। টেলি সম্প্রচারটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৪৩ মিলিয়ন দর্শক উপভোগ করেছিল[3] যা ১৯৮৪ সালের ৫৬তম আয়োজনের পর থেকে সর্বোচ্চ।[4]

বিজয়ী এবং মনোনীত

৬১তম একাডেমি পুরস্কারের জন্য মনোনীতদের নাম ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারি, একাডেমির সভাপতি রিচার্ড কাহন এবং অভিনেত্রী অ্যান আর্চার কর্তৃক ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে ঘোষণা করা হয়েছিল।[5] রেইন ম্যান সর্বাধিক ৮টি মনোনয়ন পেয়েছেল; ডেঞ্জারাস লায়সন্স এবং মিসিসিপি বার্নিং চলচ্চিত্র সাতটি বিভাগে মনোনয়ন লাভ করে।[6]

১৯৮৯ সালের ২৯ মার্চ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার ঘোষণা করা হয়েছিল।[7] শ্রেষ্ঠ অভিনেত্রী জোডি ফস্টার ছিলেন ইতিহাসের অষ্টম ব্যক্তি হিসেবে একটি চলচ্চিত্রের জন্য একক মনোনয়ন থেকে বিজয়ী হয়েছিলেন। পূর্বে সর্বশেষ ব্যক্তি হিসেবে এই কীর্তি অর্জন করেছিলেন সোফিয়া লরেন, যখন তিনি ১৯৬১ সালে লা সিওসিয়েরা চলচ্চিত্রের জন্য পুরস্কার জিতেছিলেন। শ্রেষ্ঠ অভিনেতা ডাস্টিন হফম্যান ইতিহাসের পঞ্চম ব্যক্তি হিসেবে দু'বার উল্লিখিত বিভাগে পুরস্কার জিতেছিলেন।[8] সিগুর্নি উইভার ছিলেন একই বছরে দুটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য মনোনীত ইতিহাসের পঞ্চম ব্যক্তি[9] তবে কোনও বিভাগেই পুরস্কার জিতেননি।লেভি ২০০৩, পৃ. ২৮৩ জন লাসেস্টার এবং উইলিয়াম রিভ্‌স টিন টয় চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অ্যানিমেটেড শর্ট ফিল্ম চলচ্চিত্র বিভাগে পুরস্কার জিতেছিলেন, এটি পিক্সারের প্রথম অস্কার জয় এবং অস্কারজয়ী প্রথম সিজিআই চলচ্চিত্র।[10]

পুরস্কার

Photo of Barry Levinson at the 2009 Tribeca Film Festival.
ব্যারি লেভিনসন, শ্রেষ্ঠ পরিচালক
Photo of Dustin Hoffman at the Paris premiere of Quartet.
ডাস্টিন হফম্যান, শ্রেষ্ঠ অভিনেতা
Photo of Jodie Foster at the Berlin premiere of The Brave One.
জোডি ফস্টার, শ্রেষ্ঠ অভিনেত্রী
Photo of Kevin Kline at the 2010 Toronto International Film Festival.
কেভিন ক্লিন, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা
Photo of Geena Davis at the 2009 Tribeca Film Festival.
জিনা ডেভিস, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
Photo of Christopher Hampton
ক্রিস্টোফার হ্যাম্পটন, শ্রেষ্ঠ অভিযোজিত চিত্রনাট্য পুরস্কার বিজয়ী
Photo of John Lasseter in 2011.
জন ল্যাসেটার, শ্রেষ্ঠ অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যৌথ-বিজয়ী
Photo of William Reeves.
William Reeves, শ্রেষ্ঠ অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যৌথ-বিজয়ী
Photo of Dave Grusin.
ডেভ গ্রুসিন, শ্রেষ্ঠ মৌলিক সুর পুরস্কার বিজয়ী
Photo of Carly Simon.
কার্লি সাইমন, শ্রেষ্ঠ মৌলিক গান পুরস্কার বিজয়ী
রিচার্ড উইলিয়ামস, শ্রেষ্ঠ চাক্ষুষ প্রভাব যৌথ-বিজয়ী

বিজয়ীরা গাঢ়হরফে তালিকায় প্রথমে এবং double-dagger চিহ্নিত রয়েছে।[11]

  • রেইন ম্যান মার্ক জনসন, প্রযোজকdouble-dagger
    • দ্য অ্যাকসিডেন্টাল টুরিস্ট লরেন্স ক্যাসডান, চার্লস ওকুন এবং মাইকেল গ্রিলো, প্রযোজক
    • ডেঞ্জারাস লায়সন্স নর্মা হেইম্যান এবং হঙ্ক মুনজিয়ান, প্রযোজক
    • মিসিসিপি বার্নিং ফ্রেডরিখ জুলো এবং রবার্ট এফ. কোলেসবেরি, প্রযোজক
    • ওয়ার্কিং গার্ল ডগলাস উইক, প্রযোজক
  • ব্যারি লেভিনসন রেইন ম্যানdouble-dagger
    • চার্লস ক্রাইটন অ্যা ফিস কল্‌ড ওয়ান্ডা
    • মার্টিন স্কোরসেজি দা লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট
    • অ্যালান পার্কার মিসিসিপি বার্নিং
    • মাইক নিকোল্‌স ওয়ার্কিং গার্ল
  • রেইন ম্যান – চিত্রনাট্য: রোনাল্ড বাস এবং ব্যারি মোরো; গল্প: ব্যারি মোরোdouble-dagger
    • বিগ গ্যারি রস এবং অ্যানি স্পিলবার্গ
    • বুল ডারহাম রন শেল্টন
    • অ্যা ফিস কল্‌ড ওয়ান্ডা – চিত্রনাট্য: জন ক্লিজ; গল্প: জন ক্লিজ এবং চার্লস ক্রিকটন
    • রানিং অন এম্পটি নাওমি ফোনার
  • ডেঞ্জারাস লায়সন্স ক্রিস্টোফার হ্যাম্পটন; ক্রিস্টোফার হ্যাম্পটন রচিত নাটক Les Liaisons Dangereuses এবং পিয়ের চোদার্লোস ডি ল্যাক্লোস রচিত উপন্যাসl অবলম্বনেdouble-dagger
    • দ্য অ্যাকসিডেন্টাল টুরিস্ট ফ্রাঙ্ক গালাতি এবং লরেন্স ক্যাসডান; অ্যান টাইলার রচিত উপন্যাস অবলম্বনে
    • গরিলাস ইন দ্য মিস্ট – চিত্রনাট্য: আনা হ্যামিল্টন ফেলান; গল্প: আনা হ্যামিল্টন ফেলান এবং ট্যাব মারফি; হ্যারল্ড টি.পি. হায়েজ এবং অ্যালেক্স শৌমাটফ রচিত নিবন্ধ অবলম্বনে
    • লিটল ডরিট ক্রিস্টিন এডজার্ড; চার্লস ডিকেন্স রচিত উপন্যাসl অবলম্বনে
    • দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিয়িং জিন-ক্লড ক্যারিয়ার এবং ফিলিপ কাউফম্যান; মিলন কুন্ডেরা রচিত উপন্যাসl অবলম্বনে
  • হোটেল টার্মিনাস: দ্য লাইফ অ্যান্ড টাইম্‌স অব ক্লস বার্বি মার্সেল ওফুলসdouble-dagger
    • দ্য ক্রাই অব রিজন: বেয়ার্স নাওডে - অ্যান আফ্রিকনর স্পিক্স আউট রবার্ট বিলহাইমার এবং রোনাল্ড মিক্স
    • লেট'স গেট লস্ট ব্রুস ওয়েবার এবং নান বুশ
    • প্রমিসেস টু কিপ – জিনি ডুরিন
    • হু কিল্‌ড ভিনসেন্ট চিন? রিনি তাজিমা এবং ক্রিস্টিন চয়ে
শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র (ছোট বিষয়বস্তু)
  • ইউ ডোন'ট হ্যাব টু ডাই উইলিয়াম গুটানট্যাগ এবং ম্যালকম ক্লার্কdouble-dagger
    • দ্য চিলড্‌রেন্স স্টোরফ্রন্ট – ক্যারেন গুডম্যান
    • ফ্যাসিলি গ্যাদারিং – লিস ইয়াসুই এবং আন টেগনেল
    • গ্যাং কপ্‌স – টমাস বি. ফ্লেমিং এবং ড্যানিয়েল জে. মার্কস
    • পোর্ট্রেট অব ইমজেন – ন্যান্সি হালে এবং মেগ পারট্রিজ
শ্রেষ্ঠ লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
  • দ্য অ্যাপইন্টমেন্টস অব ডেনিস জেনিংস ডিন প্যারিসট এবং স্টিভেন রাইটdouble-dagger
    • ক্যাডিল্যাক ড্রিমস মাতিয়া কারেল এবং অ্যাবি গোল্ডস্টেইন
    • গোল্লা টেলস – জর্জ ডিগোলিয়ান এবং গ্যারি মস
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র
  • টিন টয় জন ল্যাসেটার এবং উইলিয়াম রিভসdouble-dagger
    • দ্য ক্যাট কাম ব্যাক কর্ডেল বার্কার
    • টেকনোলজিক্যাল থ্রেট বিল ক্রয়ার এবং ব্রায়ান জেনিংস
  • দ্য মিলাগ্রো বেনফিল্ড ওয়ার ডেভ গ্রুসিনdouble-dagger
    • দ্য অ্যাকসিডেন্টাল টুরিস্ট জন উইলিয়ামস
    • ডেঞ্জারাস লায়সন্স জর্জ ফেন্টন
    • গরিলাস ইন দ্য মিস্ট মরিস জারে
    • রেইন ম্যান হ্যান্স জিমার
  • "লেট দ্য রিভার রান" ওয়ার্কিং গার্ল – সঙ্গীত ও গানরচনা: কার্লি সাইমনdouble-dagger
    • "কলিং ইউ" বাগদাদ ক্যাফে – সঙ্গীত ও গানরচনা: বব টেলসন
    • "টু হার্টস" বাস্টার – সঙ্গীত: ল্যামন্ট ডোজিয়ার; গীত: ফিল কলিন্স
শ্রেষ্ঠ শব্দ
  • বার্ড লেস ফ্রেশল্টজ, ডিক আলেকজান্ডার, ভার্ন পুুর, এবং উইলি ডি. বার্টনdouble-dagger
    • ডাই হার্ড ডন বাসম্যান, কেভিন এফ. ক্লিয়ারি, রিচার্ড ওভারটন, এবং আল ওভারটন জুনিয়র
    • গরিলাস ইন দ্য মিস্ট অ্যান্ডি নেলসন, ব্রায়ান স্যান্ডার্স, এবং পিটার হ্যান্ডফোর্ড
    • মিসিসিপি বার্নিং রবার্ট জে. লিট, এলিয়ট টাইসন, রিক ক্লিন, এবং ড্যানি মাইকেল
    • হু ফার্মড রজার র‌্যাবিট রবার্ট , জন বয়ড, ডন ডিজিরোলোমো, এবং টনি দাও
শ্রেষ্ঠ শব্দ প্রভাব সম্পাদনা
  • হু ফার্মড রজার র‌্যাবিট চার্লস এল. ক্যাম্পবেল এবং লুই এডেম্যানdouble-dagger
    • ডাই হার্ড স্টিফেন হান্টার ফ্লিক এবং রিচার্ড শোর
    • উইলো বেন বার্ট এবং রিচার্ড হেইম্‌স
শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা
  • ডেঞ্জারাস লায়সন্স – শিল্প নির্দেশনা: স্টুয়ার্ট ক্রেগ; মঞ্চ নির্দেশনা: জেরার্ড জেমসdouble-dagger
    • বিচেস – শিল্প নির্দেশনা: অ্যালবার্ট ব্রেনার; মঞ্চ নির্দেশনা: গ্যারেট লুইস
    • রেইন ম্যান – শিল্প নির্দেশনা: ইডা র‌্যানডম; মঞ্চ নির্দেশনা: লিন্ডা ডিসেন্না
    • টাকার: দ্য ম্যান অ্যান্ড হিজ ড্রিম – শিল্প নির্দেশনা: ডিন তাভোলারিস; মঞ্চ নির্দেশনা: আরমিন গাঞ্জ
    • হু ফার্মড রজার র‌্যাবিট – শিল্প নির্দেশনা: এলিয়ট স্কট; মঞ্চ নির্দেশনা: পিটার হাউইট
শ্রেষ্ঠ রূপসজ্জা
  • বিটলজুস ভি নিল, স্টিভ লা পোর্তে, এবং রবার্ট শর্টdouble-dagger
    • কামিং টু আমেরিকা রিক বেকার
    • স্ক্রুজ্‌ড – টম বর্মন এবং Bari Dreiband-Burman
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা
  • ডেঞ্জারাস লায়সন্স জেমস অ্যাকসনdouble-dagger
    • কামিং টু আমেরিকা দেবোরা নাদুলমান ল্যান্ডিস
    • অ্যা হ্যান্ডফুল অব ডাস্ট জেন রবিনসন
    • সানসেট প্যাট্রিসিয়া নরিস
    • টাকার: দ্য ম্যান অ্যান্ড হিজ ড্রিম মাইলেনা ক্যানোনারো
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ
  • মিসিসিপি বার্নিং পিটার বিজিউdouble-dagger
    • রেইন ম্যান জন সিল
    • টেকিলা সানরাইজ কনরাড হল
    • দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিয়িং সুইভেন নাইকভিস্ট
    • হু ফার্মড রজার র‌্যাবিট ডিন চুন্ডি
শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা
  • হু ফার্মড রজার র‌্যাবিট আর্থার শ্মিটdouble-dagger
    • ডাই হার্ড ফ্র্যাঙ্ক জে ইউরিওস্টে এবং জন এফ. লিঙ্ক
    • গরিলাস ইন দ্য মিস্ট স্টুয়ার্ট বৈয়ার্ড
    • মিসিসিপি বার্নিং গেরি হাম্বলিং
    • রেইন ম্যান স্টু লিন্ডার
শ্রেষ্ঠ চাক্ষুষ প্রভাব
  • হু ফার্মড রজার র‌্যাবিট কেন রালস্টন, রিচার্ড উইলিয়ামস, এড জোন্স, এবং জর্জ গিবসdouble-dagger
    • ডাই হার্ড রিচার্ড এডলন্ড, আল ডিসারো, ব্রেন্ট বোটস, এবং থাইন মরিস
    • উইলো ডেনিস মুরেন, মাইকেল জে. ম্যাকএলিস্টার, ফিল টিপপেট, এবং ক্রিস ইভান্স

মনোনীতদের বক্স অফিসে সাফল্য

১৫ ফেব্রুয়ারি মনোনয়ন ঘোষণার সময়, মার্কিন বক্স অফিসে মনোনীত পাঁচটি সেরা চলচ্চিত্রের সম্মিলিত উপার্জন ছিল প্রায় $১৮৮ মিলিয়ন ডলার, প্রতি চলচ্চিত্র হিসেবে গড়ে $৩৭.৭ মিলিয়ন ডলার।[12] মনোনীত চলচ্চিত্রের মধ্যে রেইন ম্যান ঘরোয়া বক্স অফিসে সর্বাধিক $৯৭ মিলিয়ন ডলার উপার্জন করেছে।[12] বাকি চলচ্চিত্রের মধ্যে যথাক্রমে ওয়ার্কিং গার্ল $৪২.১ মিলিয়ন, দ্য অ্যাকসিডেন্টাল টুরিস্ট $২৪.২ মিলিয়ন, মিসিসিপি বার্নিং $১৮.৬ মিলিয়ন, এবং ডেঞ্জারাস লায়সন্স $৬.৬৯ মিলিয়ন আয় করে।[12]

বছরের শীর্ষ উপার্জনকারী ৫০টি চলচ্চিত্রের মধ্যে ১৩টি চলচ্চিত্র ৫২টি মনোনয়ন পেয়েছিল। শুধুমাত্র বিগ (৩য়), রেইন ম্যান (৫ম), ওয়ার্কিং গার্ল (২১তম), দি অ্যাকিউস্‌ড (৩২তম), দ্য অ্যাকসিডেন্টাল টুরিস্ট (৩৮তম), গরিলাস ইন দ্য মিস্ট (৪০তম), মিসিসিপি বার্নিং (৪৫তম), এবং টাকার: দ্য ম্যান অ্যান্ড হিজ ড্রিম (৫০তম) চলচ্চিত্রগুলি শ্রেষ্ঠ চলচ্চিত্র, পরিচালনা, অভিনয়, বা চিত্রনাট্যের জন্য মনোনীত হয়েছিল। শীর্ষস্থানীয় ৫০টি বক্স অফিস হিট চলচ্চিত্র হু ফার্মড রজার র‌্যাবিট (১ম), কামিং টু আমেরিকা (২য়), ডাই হার্ড (৭ম), Beetlejuice (৯ম), এবং উইলো (১২তম) মনোনয়ন পেয়েছিল।

একাডেমি সম্মাননা পুরস্কার

বিশেষ অর্জন পুরস্কার

  • রিচার্ড উইলিয়ামস
    • "হু ফার্মড রজার র‌্যাবিট চলচ্চিত্রে অ্যানিমেশন পরিচালনার জন্য"।[15]

একাধিক মনোনীত এবং বিজয়ী চলচ্চিত্র

উপস্থাপক এবং পরিবেশনকারী

নিম্নোক্ত ব্যক্তিরা উপস্থিতি অনুসারে তালিকাভুক্ত, যারা পুরস্কার উপস্থাপন করেছেন বা সঙ্গীত পরিবেশন করেছেন:[16]

উপস্থাপক

নামচরিত্র
চার্লি ও'ডনেল৬১তম বার্ষিক একাডেমি পুরস্কারের ঘোষক
রিচার্ড কান (AMPAS সভাপতি)পুরস্কার অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন
টম সেলকমেলানি গ্রিফিথ এবং ডন জনসন প্রবর্তনা পরিবেশক
মেলানি গ্রিফিথ
ডন জনসন
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার পরিবেশক
জেন ফন্ডাশ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার প্রদান পর্বে রেইন ম্যান চলচ্চিত্রের পরিবেশক
কিম নোভাক
জেমস স্টুয়ার্ট
শ্রেষ্ঠ শব্দ এবং শ্রেষ্ঠ শব্দ প্রভাব সম্পাদনা পুরস্কার পরিবেশক
রবার্ট ডাউনি জুনিয়র
সাইবিল শেফার্ড
শ্রেষ্ঠ রূপসজ্জা পুরস্কার পরিবেশক
প্যাট্রিক সোয়াইজে১৯৫০-এর দশকের চলচ্চিত্রের সঙ্গীতজ্ঞদের প্রতি শ্রদ্ধা এবং শ্রেষ্ঠ মৌলিক সুর পুরস্কার পর্বের পরিবেশক
অলিভিয়া নিউটন-জনউপস্থাপক ডোনাল্ড সুদারল্যান্ড এবং কিফার সুদারল্যান্ডের পরিচিতি পর্ব
ডোনাল্ড সাদারল্যান্ড
কিফার সাদারল্যান্ড
কানাডার জাতীয় চলচ্চিত্র বোর্ডকে একাডেমি সম্মানসূচক পুরস্কার পরিবেশক
অ্যাঞ্জেলিকা হিউস্টনশ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পর্বে মিসিসিপি বার্নিং চলচ্চিত্রের পরিবেশক
উইলেম ডাফো
জিন হ্যাকম্যান
শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা পুরস্কার পরিবেশক
বো ডেরেক
ডুডলি মুর
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা পুরস্কার পরিবেশক
বিলি ক্রিস্টালচলচ্চিত্রের ট্যাপ নৃত্যশিল্পী এবং শ্রেষ্ঠ মৌলিক গান পরিবেশন মন্টেজের পরিবেশক
স্যামি ডেভিস জুনিয়র
গ্রেগরি হাইনস
শ্রেষ্ঠ মৌলিক গান পুরস্কার পরিবেশক
ক্যন্ডিস বার্গেন
জ্যাকুইলিন বিসেট
জ্যাক ভ্যালেন্টি
শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্র পুরস্কার পরিবেশক
বারবারা হার্শিশ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পর্বে দ্য অ্যাকসিডেন্টাল টুরিস্ট চলচ্চিত্রের পরিবেশক
মাইকেল কেইন
শন কনারি
রজার মুর
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা পুরস্কার পরিবেশক
বেউ ব্রিজেস
জেফ ব্রিজেস
লয়েড ব্রিজ
শ্রেষ্ঠ চাক্ষুষ প্রভাব পুরস্কার পরিবেশক
ওয়াল্টার ম্যাথাউউপস্থাপক লুসিলে বল এবং বব হোপের পরিচিতি পর্ব
লুসিল বল
বব হোপ
"আই ওয়ানা বি অ্যন অস্কার উইনার" সঙ্গীত নাম্বারের পরিবেশকারীদের পরিচিতি পর্বের পরিবেশক
জিনা ডেভিস
জেফ গোল্ডব্লাম
শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র (ছোট বিষয়বস্তু) পুরস্কার পরিবেশক
এডওয়ার্ড জেমস অলমস
ম্যাক্স ভন সিডো
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র পুরস্কার পরিবেশক
অ্যান আর্চারডেঞ্জারাস লায়সন্স শ্রেষ্ঠ চলচ্চিত্র পর্বের পরিবেশক
চার্লস ফ্লেশার
রবিন উইলিয়ামস
রিচার্ড উইলিয়ামসকে বিশেষ অর্জন একাডেমি পুরস্কার প্রদান পর্বের পরিবেশক
ডেমি মুর
ব্রুস উইলিস
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ পুরস্কার পরিবেশক
ক্যারি ফিসার
মার্টিন শর্ট
শ্রেষ্ঠ লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার পরিবেশক
মাইকেল ডগলাসশ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পরিবেশক
আলি ম্যাকগ্রিউওয়ার্কিং গার্ল শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পরিবেশক
ফারাহ ফুইসেট
রায়ান ও'নিল
শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা পুরস্কার পরিবেশক
অ্যাঙি ডিকিনসনপ্রযুক্তিগত অর্জনের জন্য একাডেমি পুরস্কার এবং গর্ডন ই সাওয়ার পুরস্কার পরিবেশক
রিচার্ড ড্রেইফুস
অ্যামি ইরভিং
শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য পুরস্কার পরিবেশক
মিশেল ফাইফার
ডেনিস কায়েদ
শ্রেষ্ঠ অভিযোজিত চিত্রনাট্য পুরস্কার পরিবেশক
গোল্ডি হন
কার্ট রাসেল
শ্রেষ্ঠ পরিচালনা পুরস্কার পরিবেশক
টম ক্রুজ
ডাস্টিন হফম্যান
শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পরিবেশক
শেরশ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পরিবেশক

পরিবেশনকারী

নামচরিত্রপরিবেশনা
Marvin Hamlischসঙ্গীত আয়োজকঅর্কেস্ট্রাল
আর্মি আর্কেড
আইলিন বোম্যান
Coral Browne
Cyd Charisse
Dale Evans
Alice Faye
Merv Griffin
Dorothy Lamour
Rob Lowe
Tony Martin
Vincent Price
বাডি রজার্স
রয় রজার্স
লিলি টমলিন
পরিবেশনকারী

"আই অনলি হ্যাব আইস ফর ইউ" Dames থেকে
"ইউ আর মাই লাকি স্টার" Broadway Melody of 1936 থেকে
"I've Got a Lovely Bunch of Coconuts"
"Proud Mary"
"Hooray for Hollywood" from হলিউড হোটেল

Keith Coogan
Patrick Dempsey
Corey Feldman
Joely Fisher
Tricia Leigh Fisher
Savion Glover
Carrie Hamilton
Melora Hardin
Ricki Lake
Matt Lattanzi
Chad Lowe
Tracy Nelson
Patrick O'Neal
Corey Parker
D. A. Pawley
Tyrone Power Jr.
Holly Robinson
Christian Slater
Blair Underwood
পরিবেশনকারী"(I Wanna Be an) Oscar Winner"

অনুষ্ঠান

Photo of Allan Carr in 1989.
অ্যালান কার ৬১তম একাডেমি পুরস্কারের প্রযোজক হিসাবে কাজ করেছিলেন

দর্শকদের টেলিকাস্টের প্রতি আকৃষ্ট করার এবং উৎসবগুলিতে আগ্রহ বাড়ানোর প্রয়াসে, একাডেমি চলচ্চিত্র প্রযোজক এবং প্রবীণ অস্কার অনুষ্ঠানের নির্বাহী প্রতিভা সমন্বয়কারী অ্যালান কারকে ১৯৮৯ সালের অনুষ্ঠানটির জন্য নিয়োগ দেয়।[17][18] বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছিলেন যে অস্কার প্রযোজনা করা তার স্বপ্নপূরণ ছিল।[19]

টেলিকাস্টের প্রযোজনায় উল্লেখযোগ্য পরিবর্তনগুলি করা হয়েছিল। প্রথমবারের মতো উপস্থাপকরা "এবং বিজয়ী হলেন..."-এর পরিবর্তে "এবং অস্কারটি যাচ্ছে..." বাক্যটি দিয়ে প্রতিটি বিজয়ীকে ঘোষণা করেছিলেন।[20] গ্রিনরুমে অস্কার উপস্থাপক, অভিনয়শিল্পী এবং বিজয়ীরা ব্যাকস্টেজে মিলিত হয়েছিল যা আসবাব, ছবি, রিফ্রেশমেন্টস এবং "ক্লাব অস্কার" নামে পরিচিত অন্যান্য সুযোগ-সুবিধা সম্পন্ন একটি বিলাসবহুল স্যুটতে রূপান্তরিত হয়েছিল।[21]

উদ্বোধনী সংখ্যা

লসুইট "কপিরাইট লঙ্ঘন, অন্যায় প্রতিযোগিতা এবং ব্যবসায়ের খ্যাতি হ্রাস" এর জন্য অনির্ধারিত ক্ষতিপূরণ দাবি করেছিল।[4]

রেটিং এবং ফলাফল

অনুষ্ঠানটির প্রযোজনা নিয়ে সমালোচনা সত্ত্বেও, আমেরিকান টেলিকাস্টে এবিসিতে প্রকাশিত দৈর্ঘ্যের চেয়ে গড়ে ৪২.৬৮ মিলিয়ন মানুষ অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখেছিল, যা বিগত বছরের অনুষ্ঠানের তুলনায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।[3][22] পূর্বের অনুষ্ঠানের তুলনায় এই অনুষ্ঠানে উচ্চ নিলসান রেটিং আঁকা হয়েছে, যেখানে ২৯.৮১% পরিবারের ৫০.৪১ অংশ দেখেছে।[3] এটি ছিল ১৯৮৪ সালে অনুষ্ঠিত ৫৬তম অনুষ্ঠানের পর থেকে উচ্চ-রেটেড অস্কার সম্প্রচারণ।[4]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. অসবর্ন ২০০৮, পৃ. ২৯৬
  2. "Past Scientific & Technical Awards Ceremonies"একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ফেব্রুয়ারি ১৩, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৩১, ২০১৩
  3. গরম্যান, বিল (ফেব্রুয়ারি ১৭, ২০০৯)। "Academy Awards Show Ratings"TV by the NumbersTribune Media। নভেম্বর ৯, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৫, ২০১৩
  4. Hofler, Robert (মার্চ ১, ২০১০)। "Snow Job"Los Angeles। অক্টোবর ৫, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৩, ২০১৩
  5. উইলিয়ামস, জিনি (ফেব্রুয়ারি ১৬, ১৯৮৯)। "Michael's high-profile feast"। ইউএসএ টুডে। পৃষ্ঠা 2D।
  6. সিপলি, মাইকেল (ফেব্রুয়ারি ১৬, ১৯৮৯)। "'Rain Man' Given 8 Oscar Nominations; Sigourney 2 : Hoffman Wins 6th Acting Nod"লস অ্যাঞ্জেলেস টাইমস। অক্টোবর ৪, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০১৩
  7. খের, ডেভ (মার্চ ৩০, ১৯৮৯)। "'Rain Man' The Big Winner, But Upsets Put Zip In Oscars"শিকাগো ট্রিবিউন। অক্টোবর ৫, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০১৩
  8. ও'নেইল, টম (ফেব্রুয়ারি ২৩, ২০০৯)। "Sean Penn is the ninth actor to win two lead Oscars"লস অ্যাঞ্জেলেস টাইমস। মার্চ ৮, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ৬, ২০১৩
  9. লেভি ২০০৩, পৃ. ৮৩
  10. প্রাইস ২০০৮, পৃ. ১০৬
  11. "The 61st Academy Awards (1989) Nominees and Winners"একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। অক্টোবর ৬, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৭, ২০১১
  12. "1988 Academy Award Nominations and Winner for Best Picture"বক্স অফিস মোজো। অক্টোবর ৫, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৫, ২০১৩
  13. সলোমন, চার্লস (মার্চ ২৪, ২০০০)। "Drawing Attention to Canada, Winning Oscars in the Process"লস অ্যাঞ্জেলেস টাইমস। অক্টোবর ৬, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৩, ২০১৩
  14. "About the Governors Awards"একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সেপ্টেম্বর ২৫, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০১৩
  15. "Who Framed Roger Rabbit"একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। অক্টোবর ১৮, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১৩
  16. মল, ম্যারিসন (মার্চ ২৬, ১৯৮৯)। "Calendar Goes to The Oscars : The Oscar Telecast : Live from the Shrine Auditorium, Wednesday, 6 P.M., ABC-TV (7, 3, 10, 42)"লস অ্যাঞ্জেলেস টাইমস। ডিসেম্বর ২১, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৩, ২০১৩
  17. উইলিয়ামস, জিনি (অক্টোবর ১১, ১৯৮৮)। "Twiggy's happy ending"। USA Today। পৃষ্ঠা 2D।
  18. ভোলান্ড, জন (অক্টোবর ১১, ১৯৮৮)। "TV & Video"লস অ্যাঞ্জেলেস টাইমস। অক্টোবর ৪, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৪, ২০১৩
  19. কুলহান, জন (মার্চ ২৬, ১৯৮৯)। "For Oscar's Producer, the Key Is C"দ্য নিউ ইয়র্ক টাইমস। অক্টোবর ৫, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০১৩
  20. পন্ড ২০০৫, পৃ. ১১
  21. ইউরিকিও, ম্যারিলিন (মার্চ ২৯, ১৯৮৯)। "Awards show producer is putting posh on Oscar"Pittsburgh Post-Gazette। পৃষ্ঠা 12। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০১৩
  22. জনসন, গ্রেগ (মার্চ ১৮, ১৯৯৯)। "Call It the Glamour Bowl"Los Angeles Times। সেপ্টেম্বর ২৮, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৪, ২০১৩

উৎস

বহিঃসংযোগ

প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

বিশ্লেষণ

অন্যান্য উৎস

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.