৫ মে

৫ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২৫তম (অধিবর্ষে ১২৬তম) দিন। বছর শেষ হতে আরো ২৪০ দিন বাকি রয়েছে।

১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

এই দিনটি উত্তর গোলার্ধে বসন্তকালদক্ষিণ গোলার্ধে শরৎকালের প্রায় মাঝামাঝিতে অবস্থিত।

ঘটনাবলী

  • ১৫৭০ - ডেনিশদের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ ঘোষণা।
  • ১৭৮৯ - ফরাসী বিপ্লব শুরু হয়।
  • ১৭৯৯ - বীর সেনানী টিপু সুলতানকে সমাহিত করা হয়।
  • ১৯৩০ - ভারত শাসনকারী বৃটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে বন্দি করে।
  • ১৯৩৬ - ইতালীয় বাহিনী আদ্দিস আবাবা দখল করে।
  • ১৯৪২ - ব্রিটিশ বাহিনী মাদগাস্কার অধিকার করে।
  • ১৯৪৫ - চেকোশ্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে দেশব্যাপী গণঅভ্যুত্থানে যোগ দেয়।
  • ১৯৫৫ - জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত।
  • ১৯৬১ - প্রথম মার্কিন নভোচারি এলান শেপহার্ড জুনিয়রের মহাকাশ যাত্রা।
  • ১৯৮১ - দক্ষিণ বেলফাস্টের কুখ্যাত মেজ কারাগারে আটক আইরিশ-ক্যাথলিক নেতা ববি স্যান্ডস ৬৬ দিন টানা অনশনের পর পরলোকগমন করেন।
  • ২০০০ - ইউশিরো মোরি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত।
  • ২০১৩: মতিঝিলের শাপলা চত্বরে ১৩ দফা দাবি নিয়ে ইসলামী জোট হেফাজতে ইসলাম আন্দোলনের জন্য জড়ো হয়। পরে রাতে তাদেরকে পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনী অভিযান চালিয়ে বিতাড়িত করে। এছাড়াও ভোরে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক আচরণের অভিযোগে দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়।

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

  • নেদারল্যান্ড: মুক্তি দিবস (দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের হাত থেকে মুক্ত হওয়ার স্মরণে)
  • ডেনমার্ক: মুক্তি দিবস।
  • পালাউ: সিনিয়র সিটিজেন দিবস
  • শিশুদিবস(জাপান, দক্ষিণ কোরিয়া)
  • ইউরোপ দিবস (কাউন্সিল অফ ইউরোপ)
  • আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস।

তথ্যসূত্র

  1. আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলিপ্রচার তরঙ্গ, প্রাত্যহিকী অনুষ্ঠান-তারিখ ০৫ মে,২০২১>

বহিঃসংযোগ

বিবিসি

নিউইয়র্ক টাইমস

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.