৫ জুলাই
৫ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮৬তম (অধিবর্ষে ১৮৭তম) দিন। বছর শেষ হতে আরো ১৭৯ দিন বাকি রয়েছে।
<< | জুলাই | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ | |||||
২০২৩ |
ঘটনাবলী
- ৬৬১ - ইমাম হাসান (রা.) মুয়াবিয়া (রা.)’র মধ্যে সন্ধি স্থাপন।
- ১৬৮৭ - ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজাক নিউটনের লেখা ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা আজকের দিনে প্রকাশিত হয়।
- ১৮১১ - প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ভেনিজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা পায়।
- ১৮৪১ - টমাস কুক প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন।
- ১৯২৪ - ব্রাজিলের সাওপাওলোতে সামরিক অভ্যুত্থান হয়।
- ১৯৩২ - অলিভিয়েরা সালাজারের পর্তুগালের ক্ষমতা গ্রহণ।
- ১৯৪৭ - ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।
- ১৯৪৮ - ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয়।
- ১৯৫৪ - বিবিসি প্রথম টেলিভিশন সংবাদ বুলেটিন সম্প্রচার করে। প্রথম সংবাদ পাঠক ছিলেন রিচার্ড বেকার।
- ১৯৬২ - ফ্রান্সের কাছ থেকে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে।
- ১৯৭৫ - কেচাভার্দের স্বাধীনতা লাভ।
- ১৯৭৭ - পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারিত করে জিয়াউল হক ক্ষমতা দখল করেন।
- ১৯৯৪ - ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের সূচনা হয়।
- ১৯৯৬ - বৃটেনের বিজ্ঞানী ডঃ উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসেবে ভেড়ার শাবক “ডলি” জন্ম নেয়।
- ২০০২ - ২৩ বছরের শাসক মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট দিদিয়ার রাতসবিকার স্ত্রী-কন্যা এবং শীর্ষ সহযোগীদের নিয়ে দেশ ছেড়ে পলায়ন।
জন্ম
- ১৮৫৭ - জার্মানীর কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, মার্কসবাদী তাত্ত্বিক এবং ‘নারী অধিকার’ আন্দোলনের বিশিষ্ট নেত্রী ক্লারা জেটকিন। (মৃ. ১৯৩৩)
- ১৮৮৬ - জগদীশচন্দ্র গুপ্ত, বাঙালি কথাসাহিত্যিক ও ছোটগল্পকার।(মৃ.১৯৫৭)
- ১৮৮৯ - জঁ ককতো, ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা। (মৃ. ১৯৬৩)
- ১৮৯১ - জন হাওয়ার্ড নরথ্রপ, মার্কিন রসায়নবিদ ও শিক্ষায়তনিক, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৮৭)
- ১৯০১ - বীরেন্দ্রনাথ সরকার,প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা। (মৃ.২৮/১১/১৯৮০)
- ১৯২৯ - ক্যাথরিন হেলমন্ড, মার্কিন অভিনেত্রী ও পরিচালক। (মৃ. ২০১৯)
- ১৯৩৬ - শার্লি নাইট, মার্কিন অভিনেত্রী।
- ১৯৩৮ - মোহাম্মদ ফরহাদ, বাংলাদেশী রাজনীতিবিদ। (মৃ. ১৯৮৭)
- ১৯৪১ - শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হক।
- ১৯৫০ - মাহমুদুল হাসান, আধ্যাত্মিক ব্যক্তিত্ব
- ১৯৬২ - যুবায়ের আহমদ আনসারী, ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ
- ১৯৮২ - আলবের্তো জিলার্দিনো, ইতালীয় ফুটবলার।
মৃত্যু
- ১৮২৬ - ফরাসি রসায়নবিদ ঝজেফ লুই প্রুস্ত।
- ১৮২৬ - সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র্যাফেলস।(জ.১৭৮১)
- ১৯৫৭ - প্রতুলচন্দ্র গঙ্গাপাধ্যায় ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট বিপ্লবী। (জ.১৮৯৪)
- ১৯৬৫ - বনবিহারী মুখোপাধ্যায়, দরদী চিকিৎসক ও ব্যঙ্গ-সাহিত্যস্রষ্টা।(জ.১৮৮৫)
- ১৯৬৬ - নোবেলজয়ী হাঙ্গেরীয় রসায়নবিদ জর্জ দ্য হেবেসি।
- ১৯৬৯ - মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিও ম্যাককার।
- ১৯৬৯ - জার্মান স্থপতি ভালটার গ্রোপিউস।
- ১৯৭৯ - টেনিস তারকা এলিজাবেথ রায়ান।
- ১৯৯৩ - কালী বন্দ্যোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা অভিনেতা। (জ. ২০/১১/১৯২০)
- ২০০৭ - শুভেন্দু চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। (জ.২৯/১১/১৯৩৬)
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে ৫ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.