৪ লুনি, ৩ সাপ্তামানি সি ২ জিলে
৪ লুনি, ৩ সাপ্তামানি সি ২ জিলে (রোমানীয় ভাষায়: 4 luni, 3 săptămâni şi 2 zile, বাংলা ভাষায়: ৪ মাস, ৩ সপ্তাহ ও ২দিন) ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত রোমানীয় চলচ্চিত্র। রচনা ও পরিচালনা করেছেন Cristian Mungiu। ছবিটি ২০০৭ সালে কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার পাম দোর ও ফিপারেস্কি পুরস্কার অর্জন করেছে।
কমিউনিস্ট রোমানিয়ায় Nicolae Ceauşescu এর রাজত্বকালের শেষ দিককার পটভূমিতে ছবির কাহিনী নির্মীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডর্মিটরিতে বসবাসকারী দুই সহপাঠীর গল্প বলা হয়েছে এতে। এই দুজনের একজন গর্ভবতী হয়ে পড়ায় অন্যজন তাকে অবৈধ গর্ভপাতে সহায়তা করে। কিন্তু তৎকালীন রোমানিয়ায় গর্ভপাত কঠোর শাস্তিযোগ্য অপরাধ ছিল। গর্ভপাত করতে গিয়ে তারা বিভিন্ন সমস্যার মুখোমুখী হয়।
ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পায় কান চলচ্চিত্র উৎসবের মাধ্যমে। এর পর ২০০৭ সালের পয়লা জুন রোমানিয়ায় মুক্তি পায়। রোমানিয়ার ট্রানসিলভানিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেই এর প্রথম রোমানীয় সম্প্রচার সংঘটিত হয়।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ৪ লুনি, ৩ সাপ্তামানি সি ২ জিলে (ইংরেজি)
- রটেন টম্যাটোসে 4 Months, 3 Weeks and 2 Days (ইংরেজি)
- মেটাক্রিটিকে 4 Months, 3 Weeks and 2 Days (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে 4 Months, 3 Weeks and 2 Days (ইংরেজি)
- অলমুভিতে 4 Months, 3 Weeks and 2 Days (ইংরেজি)
- Film page on the official Cannes film festival site
- interview with 4 Months, 3 Weeks and 2 Days director Cristian Mungiu at European-films.net
- interview with 4 Months, 3 Weeks and 2 Days director Cristian Mungiu at Filmmaker Magazine
টেমপ্লেট:Cristian Mungiu