রাজ্য সড়ক ৪ (পশ্চিমবঙ্গ)

৪ নম্বর রাজ্য সড়ক হল পশ্চিমবঙ্গ এর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাপুরুলিয়া জেলা এর মধ্যে দিয়ে বৃস্তিত একটি রাজ্য সড়ক।এই রাজ্য সড়ক পুরুলিয়ার ঝালদাতে শুরু হয়ে পূর্ব মেদিনিপুর এর দীঘাতে শেষ হয়েছে। এই রাজ্য সড়ক টি ৪৬৬ কিলোমিটার বা ২৯০ মাইল দীর্ঘ।

রাজ্য সড়ক ৪
পথের তথ্য
দৈর্ঘ্য৪৬৬ কিমি (২৯০ মা)
মহাসড়ক ব্যবস্থা

রুট

ঝালদা-বাগমুন্ডী-চন্দকোনা-ঘাটাল-তমলুক-নন্দকুমার-কাথি-দীঘা

সম্প্রসারণ

উন্নয়নের লক্ষ্যে বেসরকারি বিনিয়োগ টানা যাবে কি না, সেই ব্যাপারে সমীক্ষায় নামছে রাজ্য সরকার। প্রথম ধাপে পাঁচটি রাজ্য সড়কের ক্ষেত্রে তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হল রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক সার্ভিসেস বা রাইটস-কে। বেসরকারি লগ্নি টানার প্রাক্-সম্ভাব্যতা নিয়ে ওই সমীক্ষা প্রথমে যে-পাঁচটি রাজ্য সড়কে শুরু হবে,কলকাতা-বাসন্তী সড়ক তার মধ্যে অন্যতম। বাকি চারটি রাস্তা হল দু'নম্বর রাজ্য সড়ক (হুগলি-বাঁকুড়া-খাতরা-বিষ্ণুপুর-আরামবাগ হয়ে তারকেশ্বর-বৈদ্যবাটী)।চার নম্বর রাজ্য সড়ক (মেচগ্রাম-ঘাটাল-চন্দ্রকোনা-গোয়ালতোড়-রাইপুর-খাতরা হয়ে মানবাজার-বাঘমুণ্ডি-ঝালদা)[1]

তথ্যসূত্র

  1. "প্রথমে কাজ পাঁচ রাস্তায়, সড়কে লগ্নি নিয়ে সমীক্ষায় রাইটস"আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ০১-১২-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.