৪৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

৪৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ৪৬তম আয়োজন; যা ২০২১ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[1] ২০২৩ সালের ৬ জনুয়ারি বিজয়ীদের নাম ঘোষণা ও ৯ মার্চ পুরস্কার প্রদান করা হয়।[2]

৪৬তম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়২০২১ সালে বাংলাদেশের সেরা সিনেমা
পুরস্কার প্রদান করেবাংলাদেশের রাষ্ট্রপতি
আয়োজকতথ্য মন্ত্রণালয়
ঘোষণা৬ জানুয়ারী ২০২৩
প্রদান৯ মার্চ ২০২৩
আলোকপাত
আজীবন সম্মাননা
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
শ্রেষ্ঠ অভিনেতাসিয়াম আহমেদ এবং মীর সাব্বির
শ্রেষ্ঠ অভিনেত্রীআজমেরী হক বাঁধন এবং তাসনোভা তামান্না
সর্বাধিক পুরস্কারনোনা জলের কাব্য (৭)
  ৪৫তম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৪৭তম  

বিজয়ীদের তালিকা

বিভাগ বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক: নুরুল আলম আতিক
পরিচালক: রেজওয়ান শাহরিয়ার সুমিত
লাল মোরগের ঝুঁটি
নোনাজলের কাব্য
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রেজা গালিব ধড়
শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র কাওসার চৌধুরী বধ্যভূমিতে একদিন
শ্রেষ্ঠ পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত নোনা জলের কাব্য
শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম আহমেদ
মীর সাব্বির
মৃধা বনাম মৃধা
রাত জাগা ফুল
শ্রেষ্ঠ অভিনেত্রী আজমেরী হক বাঁধন
তাসনোভা তামান্না
রেহানা মরিয়ম নূর
নোনাজলের কাব্য
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ফজলুর রহমান বাবু নোনা জলের কাব্য
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী শম্পা রেজা পদ্মাপুরাণ
শ্রেষ্ঠ খলনায়ক আবদুল মান্নান জয়রাজ লাল মোরগের ঝুঁটি
শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা মিলন ভট্টাচার্য্য মৃধা বনাম মৃধা
শ্রেষ্ঠ শিশু শিল্পী আফিয়া তাবাসসুম রেহানা মরিয়ম নূর
বিশেষ বিভাগে শ্রেষ্ঠ শিশু শিল্পী জান্নাতুল মাওয়া ঝিলিক যা হারিয়ে যায়
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম যৈবতী কন্যার মন
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী কে এম আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন শোনাতে এসেছি আজ (পদ্মাপুরাণ)
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার দেখলে ছবি পাগল হবি (পদ্মাপুরাণ)
শ্রেষ্ঠ গীতিকার গাজী মাজহারুল আনোয়ার অন্তরে অন্তর জ্বালা (যৈবতী কন্যার মন)
শ্রেষ্ঠ সুরকার সুজেয় শ্যাম অন্তরে অন্তর জ্বালা (যৈবতী কন্যার মন)
শ্রেষ্ঠ কাহিনীকার রেজওয়ান শাহরিয়ার সুমিত নোনা জলের কাব্য
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নুরুল আলম আতিক লাল মোরগের ঝুঁটি
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা তৌকীর আহমেদ স্ফুলিঙ্গ
শ্রেষ্ঠ চিত্রসম্পাদক সামির আহমেদ লাল মোরগের ঝুঁটি
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক শিহাব নুর নবী নোনা জলের কাব্য
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু লাল মোরগের ঝুঁটি
শ্রেষ্ঠ শব্দগ্রাহক শৈব তালুকদার রেহানা মরিয়ম নূর
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা ইদিলা কাছরিন ফরিদ নোনা জলের কাব্য
শ্রেষ্ঠ মেকআপ মো. ফারুখ, মো. ফরহাদ রেজা মিলন লাল মোরগের ঝুঁটি

আজীবন সম্মাননা

বিভাগ বিজয়ী
আজীবন সম্মাননা ডলি জহুরইলিয়াস কাঞ্চন

তথ্যসূত্র

  1. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন সাব্বির-সিয়াম-বাঁধন-তামান্না"সমকাল। সংগ্রহের তারিখ ২০২৩-০১-৩১
  2. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী"ঢাকা ট্রিবিউন। ২০২৩-০৩-০৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.