৪৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
৪৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত পুরস্কার। তথ্য মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে ২০২২ সালের ১৫ই ফেব্রুয়ারি 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০' ঘোষণা করা হয়।[1] এ বছর ২৬টি বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়।[2] এই বছর সর্বোচ্চ ১১টি বিভাগে পুরস্কার পায় গাজী রাকায়েত নির্মিত গোর চলচ্চিত্র।[3] আজীবন সম্মাননা লাভ করেন অভিনেত্রী আনোয়ারা এবং অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।[4]
৪৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০২০ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
ঘোষণা | ১৫ ফেব্রুয়ারি ২০২২ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
অফিসিয়াল ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট | |||
আলোকপাত | ||||
আজীবন সম্মাননা | আনোয়ারা ও রাইসুল ইসলাম আসাদ | |||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | গোর ও বিশ্বসুন্দরী | |||
শ্রেষ্ঠ অভিনেতা | সিয়াম আহমেদ বিশ্বসুন্দরী | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | দীপান্বিতা মার্টিন গোর | |||
সর্বাধিক পুরস্কার | গোর (১১) | |||
|
আবেদনপত্র আহ্বান
২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ২০২১ সালের ২৯ আগস্ট আবেদনপত্র আহ্বান করা হয়। চলচ্চিত্র জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর।[5] এতে মোট ১৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ৬টি প্রামাণ্যচিত্র জমা পড়ে।[6]
বিজয়ীদের তালিকা
বিশেষ পুরস্কার
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
আজীবন সম্মাননা | আনোয়ারা | |
রাইসুল ইসলাম আসাদ | ||
শিশুশিল্পী | শাহাদৎ হোসেন বাঁধন | আড়ং |
তথ্যসূত্র
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ ঘোষণা করেছে সরকার"। বাংলাদেশ সংবাদ সংস্থা। ১৫ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২২।
- "২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৫ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২২।
- "১১টি পেল 'গোর', ৮টি 'বিশ্বসুন্দরী'"। দৈনিক প্রথম আলো। ১৫ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২২।
- "আজীবন সম্মাননা পাচ্ছেন আনোয়ারা-আসাদ"। চ্যানেল আই অনলাইন। ১৫ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২২।
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩।
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য লড়বে ১৪ সিনেমা"। বণিক বার্তা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.