৪২০ (গাঁজা সংস্কৃতি)

৪২০, ৪:২০, বা ৪/২০ (উচ্চারিত ফোর-টুয়েন্টি) হল একটি কোড-পদ যা দ্বারা গাঁজার বার্ষিক ব্যবহার ও প্রসারণ বুঝিয়ে থাকে, গাঁজা সংস্কৃতির সঙ্গে নিজেকে সনাক্ত করার একটি উপায় হিসেবে। ৪২০ সংখ্যার উপর ভিত্তি করে এই দিবসে বিকাল ৪:২০ সময়ে গাঁজা ধূমপান অন্তর্ভুক্ত, পাশাপাশি এপ্রিল ২০ তারিখের নানান উদ্যাপন (ইউ.এস. গঠনে ৪/২০)।[1] প্রতি বছরের চতুর্থ মাস, অর্থাৎ এপ্রিলের ২০ তারিখ বিকেল ৪টা ২০ মিনিটে গাঁজাসেবীরা বিশেষ এ দিনটি উদযাপন করে৷[2]

৪২০
লুই পাস্তুরের ভাস্কর্য, সান রাফায়েল হাই স্কুল; মূল সমাবেশসমূহের সাইট।
পালনকারীগাঁজা বিপরীতসংস্কৃতি, আইনি সংস্কারক
ধরনঅসাম্প্রদায়িক
পালনগাঁজা ব্যবহার
তারিখএপ্রিল ২০
সংঘটনবার্ষিক

গ্যালারি

তথ্যসূত্র

  1. King, Matt (এপ্রিল ২৪, ২০০৭)। "Thousands at UCSC burn one to mark cannabis holiday"Santa Cruz Sentinel। এপ্রিল ২৬, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. বার্লিনে ‘৪২০’ উদযাপনে গাঁজা সেবন বৈধ করার দাবি, ডয়চে ভেলে, ২১ এপ্রিল ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.