৩৭ নং জাতীয় সড়ক (ভারত)
৩৭ নং জাতীয় হাইওয়ে (ইংরেজি: National Highway 37, সংক্ষেপে NH 37) একটি ভারতএর অন্তর্গত জাতীয় হাইওয়ে যেটি অসম রাজ্যর অনেকগুলি জেলার মধ্য দিয়ে অতিক্রম করেছে। পথটির মোট দৈর্ঘ্য হল ৬৮০ কিলোমিটার। [1]
পথের তথ্য | ||||
---|---|---|---|---|
প্রধান সংযোগস্থল | ||||
পশ্চিম প্রান্ত: | গোয়ালপারা, অসম | |||
পূর্ব প্রান্ত: | তিনিসুকীয়া, অসম | |||
অবস্থান | ||||
রাজ্য | অসম | |||
প্রাথমিক গন্তব্যস্থল | গোয়ালপারা - গুয়াহাটী - জোরহাট - মাকুম - সৈখোয়াঘাট | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
| ||||
|
পথ
৩১ নং জাতীয় হাইওয়ের থেকে ৩১ বি নং জাতীয় হাইওয়ে নামে ৩৭ নং জাতীয় হাইওয়ে আরম্ভ হয়েছে। এটি গোয়ালপারাতে ব্রহ্মপুত্র নদী পার হয়ে ব্রহ্মপুত্রের দক্ষিণপারে গোটা অসমজুড়ে বিস্তৃত হয়ে আছে। ৩৭ নং জাতীয় হাইওয়েটি গুয়াহাটী (এর থেকে ৪০ নং জাতীয় হাইওয়ের একটি শাখা শিলং অবধি গেছে), নগাঁও (এর থেকে ৩৬ নং জাতীয় হাইওয়ের একটি শাখা ডিমাপুরঅবধি গেছে), জোরহাট, শিবসাগর, ডিব্রুগড় ও তিনিসুকীয়া মধ্যে দিয়ে গেছে। এর উপরে অসমএর কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানএর মাঝ দিয়েও গেছে।
তথ্য সংগ্রহ
- "National Highways and their lengths"। National Highways Authority of India। ২০১০-০২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১২।
বহিঃসংযোগ
শ্রেণী:অসমের জাতীয় হাইওয়েসমূহ শ্রেণী:ভারতের জাতীয় হাইওয়েসমূহ
টেমপ্লেট:India-road-stub