২৯নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
২৯নং ওয়ার্ড হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-৫ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৪২ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ২৯ ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১৩ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন সলিমুল্লাহ সলু।
বিবরণ
ওয়ার্ড নং ২৯ ঢাকা মহানগরের মোঃপুর ব্লক-সি, তাজমহল রোড ব্লক-এফ, শাহজাহান রোড, মেট্রো পলিটন হাউজিং,কো-অপারেটিভ হাউজিং সোসাইটি, মোঃপুর ব্লক এফ-জহুরী মহল্লা এলাকা নিয়ে গঠিত। এর আয়তন ০.৭১২ বর্গকিলোমিটার।
ইতিহাস
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 29 নভেম্বর 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কর্পোরেশন প্রতিষ্ঠার আগে, এই নগর এলাকাটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশন দ্বারা শাসিত ছিল। ঢাকা সিটি কর্পোরেশন 29 নভেম্বর 2011-এ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধনী বিল 2011 দ্বারা বিলুপ্ত হয়ে যায়, যা বাংলাদেশের সংসদে পাস হয় এবং 1 ডিসেম্বর 2011 তারিখে রাষ্ট্রপতির অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিস্ঠিত হয়। ২৯ নং ওর্য়াড ও ১ ডিসেম্বর ২০১১ সালে তৈরী হয়। এর প্রথম কাউন্সিলর হন আলহাজ্ব মো:নুরুল ইসলাম রতন।
কাউন্সিলর
নির্বাচন | কাউন্সিলর | রাজনৈতিক দল | সূত্র | |
---|---|---|---|---|
২০১৫ | আলহাজ্ব মো: নুরুল ইসলাম রতন | আওয়ামী লীগ | ||
২০২০ | আলহাজ্ব মো: সলিমুল্লাহ সলু | আওয়ামী লীগ | [1] |
তথ্যসূত্র
- "বাংলাদেশ গেজেট (মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীগণের তালিকা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন)" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২০।