২৮ সেপ্টেম্বর

২৮ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭১তম (অধিবর্ষে ২৭২তম) দিন। বছর শেষ হতে আরো ৯৪ দিন বাকি রয়েছে।

১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

ঘটনাবলী

  • ১৮৬৫ - এলিজাবেথ গ্যারেট এন্ডারসন প্রথম শল্যাচিকিৎসক হিসেবে ব্রিটেনে নিবন্ধিত হন।
  • ১৯০৬ - হংকং এ প্রবল ঘূর্ণিঝড়ে দশ হাজার লোকের মৃত্যু।
  • ১৯২৩ - বুলগেরিয়ায় ফ্যাসিস্ট বিরোধী এক অভ্যুত্থান ঘটে।
  • ১৯২৮ - স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের কথা ঘোষণা করেন।
  • ১৯৯৬ - জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক প্রস্তাব পাশ করে মুসলমানদের প্রথম ক্বেবলা আল আকসা মসজিদের নিচে খননকাজ পরিচালনা বন্ধ করার জন্য ইহুদীবাদী ইসরাইলের প্রতি আহবান জানায়।

জন্ম

মৃত্যু

  • খ্রিঃ পূঃ ৪৮ - মহান পম্পি, প্রখ্যাত রোমান সেনাপতি ও রাজনীতিবিদ।
  • ১৮৯৫ - ফরাসি রসায়নবিদ ও অণুজীববিজ্ঞানী লুই পাস্তুর।(জ.২৭/১২/১৮২২)
  • ১৯০২ - ফরাসি ঔপন্যাসিক এমিল জোলা।
  • ১৯২৬ - অনন্তহরি মিত্র, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।(জ.১৯০৬)
  • ১৯৩৬ - সাহিত্যিক শেখ ফজলল করিম।
  • ১৯৫৩ - মার্কিন জ্যোতির্বিদ এডউইন হাবল।
  • ১৯৭০ - জামাল আবদেল নাসের, মিশরীয় সেনা অফিসার, রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।
  • ১৯৮৯ - ফিলিপিন্সের সাবেক রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস।
  • ১৯৯৬ - আফগান সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাজিবুল্লাহ।
  • ২০১৬ - শিমন পেরেজ, পোলীয় বংশোদ্ভূত ইসরায়েলী প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.