২৭নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
২৭নং ওয়ার্ড হল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড, যা অঞ্চল-৩ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৬৩ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ২৭ ঢাকা মহানগর পুলিশের চকবাজার থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-৭ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন ওমর বিন আব্দুল আজিজ।
বিবরণ
ওয়ার্ড নম্বর ২৭ ঢাকা মহানগরের হোসনী দালান রোড, অরফানেজ রোড, কমল দাহ রোড, নাজিমুদ্দিন রোড (হোল্ডিং নং- ১-১২৪), গিরদা উর্দূ রোড, জয়নাগ রোড, বকশী বাজার রোড, বকশী বাজার লেন, আমালাপাাড় সিট রোড, তাতখানা লেন, উমেশ দত্ত রোড, নবাব বাগিচা, নূর ফাতা লেন, পলাশী ফায়ার সার্ভিস স্টেশন এলাকা নিয়ে গঠিত।
কাউন্সিলর
নির্বাচন | কাউন্সিলর | রাজনৈতিক দল | সূত্র | |
---|---|---|---|---|
২০১৫ | ওমর বিন আব্দুল আজিজ | বাংলাদেশ আওয়ামী লীগ | ||
২০২০ | ওমর বিন আব্দুল আজিজ | বাংলাদেশ আওয়ামী লীগ | [1] |
তথ্যসূত্র
- "বাংলাদেশ গেজেট (মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীগণের তালিকা)" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.