২৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

২৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ২৭তম আয়োজন; যা ২০০২ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[1]

২৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়২০০২ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশের রাষ্ট্রপতি
আয়োজকতথ্য মন্ত্রণালয়
প্রদান২০০৪
অফিসিয়াল ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রহাছন রাজা
শ্রেষ্ঠ অভিনেতাকাজী মারুফ
ইতিহাস
শ্রেষ্ঠ অভিনেত্রীদেওয়া হয়নি
সর্বাধিক পুরস্কারহাছন রাজা (৭)
  ২৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২৮তম  

এই বছর ১৭টি শাখায় পুরস্কার প্রদান করা হয়।[2]

বিজয়ীদের তালিকা

মেধা পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্রহেলাল খানহাছন রাজা
শ্রেষ্ঠ পরিচালককাজী হায়াৎইতিহাস
শ্রেষ্ঠ অভিনেতাকাজী মারুফইতিহাস
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীববিতাহাছন রাজা
শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতাহেলাল খানজুয়াড়ী
শ্রেষ্ঠ শিশু শিল্পীরাসেল ফরাজীমাটির ময়না
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকসুজেয় শ্যামহাছন রাজা
শ্রেষ্ঠ সুরকারআলাউদ্দিন আলীলাল দরিয়া
শ্রেষ্ঠ গীতিকারগাজী মাজহারুল আনোয়ারলাল দরিয়া
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পীমনির খানলাল দরিয়া (সে আমার ভালবাসার আয়না)
শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পীউমা খানহাছন রাজা

কারিগরী পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চিত্রনাট্যকারতারেক মাসুদমাটির ময়না
শ্রেষ্ঠ চিত্রগ্রাহকশহীদুল্লাহ দুলালহাছন রাজা
শ্রেষ্ঠ শিল্প নির্দেশকউত্তম গুহহাছন রাজা
শ্রেষ্ঠ সম্পাদকমুজিবুর রহমান দুলুইতিহাস
শ্রেষ্ঠ রূপসজ্জারহমানহাছন রাজা

বিশেষ পুরস্কার

  • শ্রেষ্ঠ শিশুশিল্পী (বিশেষ পুরস্কার) - নুরুল ইসলাম বাবলু (মাটির ময়না)

আরও দেখুন

তথ্যসূত্র

  1. রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২
  2. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"fdc.gov.bdবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.