২৭
২৭ জুলীয় বর্ষপঞ্জীর একটি সাধারণ বছর যেটি বুধবার দিয়ে শুরু। সেই সময়ে এই বছর পিসো ও ফ্রুগি-এর কন্সালশীপের বছর বলে পরিচিত ছিল (বা, কম প্রচলিত, আব উরবে ক্যন্দিতার ৭৮০ বছর; রোম প্রতিষ্ঠার বছর)। এই বছরকে ২৭ বলে আখ্যায়িত করা হয় শুরুর দিকের মধ্যযুগীয় কাল থেকে, যখন ইউরোপে কমন এরা এবং অ্যানো ডোমিনি বছরের নামকরনের জন্য প্রচলিত পদ্ধতি হয়ে উঠে।
সহস্রাব্দ: | ১ম সহস্রাব্দ |
---|---|
শতাব্দী: |
|
দশক: | |
বছর: |
বিষয় অনুসারে ২৭ |
---|
রাজনীতি |
|
বিষয়শ্রেণী |
|
গ্রেগরীয় বর্ষপঞ্জি | ২৭ XXVII |
আব উর্বে কন্দিতা | ৭৮০ |
অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৪৭৭৭ |
বাংলা বর্ষপঞ্জি | −৫৬৭ – −৫৬৬ |
বেরবের বর্ষপঞ্জি | ৯৭৭ |
বুদ্ধ বর্ষপঞ্জি | ৫৭১ |
বর্মী বর্ষপঞ্জি | −৬১১ |
বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৫৫৩৫–৫৫৩৬ |
চীনা বর্ষপঞ্জি | 丙戌年 (আগুনের কুকুর) ২৭২৩ বা ২৬৬৩ — থেকে — 丁亥年 (আগুনের শূকর) ২৭২৪ বা ২৬৬৪ |
কিবতীয় বর্ষপঞ্জি | −২৫৭ – −২৫৬ |
ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ১১৯৩ |
ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৯–২০ |
হিব্রু বর্ষপঞ্জি | ৩৭৮৭–৩৭৮৮ |
হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
- বিক্রম সংবৎ | ৮৩–৮৪ |
- শকা সংবৎ | প্রযোজ্য নয় |
- কলি যুগ | ৩১২৭–৩১২৮ |
হলোসিন বর্ষপঞ্জি | ১০০২৭ |
ইরানি বর্ষপঞ্জি | ৫৯৫ BP – ৫৯৪ BP |
ইসলামি বর্ষপঞ্জি | ৬১৩ BH – ৬১২ BH |
জুলীয় বর্ষপঞ্জি | ২৭ XXVII |
কোরীয় বর্ষপঞ্জি | ২৩৬০ |
মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীনের পূর্বে ১৮৮৫ 民前১৮৮৫年 |
সেলেউসিড যুগ | ৩৩৮/৩৩৯ এজি |
থাই সৌর বর্ষপঞ্জি | ৫৬৯–৫৭০ |
উইকিমিডিয়া কমন্সে ২৭ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
ঘটনাবলী
রোমান সাম্রাজ্য
- লুসিয়াস কাল্পার্নিয়াস পিসো এবং মার্কাস লিকিনিয়াস ক্রাসাস ফ্রুজি রোমান কনসোলার হন।[1]
- রোম আগুন লাগে।[2]
- ফিদেনেতে একটি নিম্নমানের তৈরী করা উন্মুক্ত গ্যালারি (অ্যামি্পথিয়েটার) ভেঙে পড়ে ও এতে ৫০,০০০ হাজার দর্শকের মধ্যে প্রায় ২০,০০০ দর্শক মৃত্যুবরণ করে।[3]
- লূকের সুমাচার-এ দেয়া তারিখগুলোর তালিকা এবং এর পরিসর বিবেচনা করলে এই বছরটিকে খ্রীষ্টান দীক্ষাগুরু জন-এর জর্ডানে ধর্মপ্রচারের শুরুর বছর হিসেবে চিহ্নিত কারা যায় । এটাও হতে পারে যে, এই বছরের শেষের দিকের কোন মাসে ক্রুশবিদ্ধ হবার আগে ও সাধু যোহন লিখিত সুসমাচারে বর্ণিত ইহুদিদের বসন্তকালীন তিনটি উৎসবের প্রথমটি পার হবার আগে দীক্ষাগুরু যোহন যীশুখ্রীষ্টকে বাপ্তিস্ম করেন।
- আউগুস্তুসের সম্মানে রিমিনিতে একটি ধনুকার বিজয় স্তম্ভ নির্মান করা হয় ।
জেরুজালেমঃ যীশুখ্রীষ্ট ক্রুশবিদ্ধ (ইসলামী অভিমতনুসারে আকাশে ওঠিয়ে নেয়া হয়েছে) ।
জন্ম
মৃত্যু
- লিউ পেনজি, চীনের বন্দী “সম্রাট” (জ. ১০)
তথ্যসূত্র
- তাচিতুস, আন্নালেস ৪.৬২
- তাচিতুস, আন্নালেস ৪.৬৪
- তাচিতুস, আন্নালেস ৪.৬৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.