২৫নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

২৫নং ওয়ার্ড হল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড, যা অঞ্চল-৩ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৬১ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ২৫ ঢাকা মহানগর পুলিশের লালবাগ থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-৭ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন আনোয়ার ইকবাল সান্টু।

বিবরণ

ওয়ার্ড নম্বর ২৫ ঢাকা মহানগরের জগন্নাথ সাহা রোড (হোল্ডিং নং- ১-১১৩), কাজী রিয়াজুদ্দিন রোড, লালবাগ দূর্গ এবং পুষ্পরাজ সাহা রোড, আতশ খান লেন, রাজশ্রী নাথ ষ্ট্রীট, হরমোহন শীল ষ্ট্রীট, গঙ্গারাম রাজার লেন, লালবাগ রোড (হোল্ডিং নং- ৪৮-১৫৭ এবং ২৫৭-৩২৫/১), নগর বেলতলী লেন, শেখ সাহেব বাজার, সুবল দাস রোড (হোল্ডিং নং- ৫৭-৪৯) এলাকা নিয়ে গঠিত।

ইতিহাস

শেখ সাহেব বাজারটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডে অবস্থিত। পূর্বে স্থানটিতে রমরমা বাজার থাকলেও বর্তমানে তা অনেকাংশেই কমে গিয়েছে অর্থাৎ বাজারখানা আজ প্রায় বিলুপ্তির পথে। গড়ে উঠেছে এলোপাথারি দালানকোঠা। শেখ সাহেব বাজার মূলত ব্রিটিশ এবং পাকিস্তান আমলের একটা উল্লেখযোগ্য ব্যবসায়কেন্দ্র। শেখ এজাজতুল্লাহর নামে বাজারটির নামকরণ। শেখ এজাজতুল্লাহ ছিলেন একজন শিক্ষানুরাগী ব্যক্তি। তাঁর বাবা শেখ আফসারুল্লাহ বাজারটির গোড়াপত্তন করেন। আদি বাসিন্দা হওয়ায় বাজারটির তত্বাবধানে ভূমিকা রাখতে সক্ষম হন। রাজনৈতিক দাঙ্গায় শেখ এজাজতুল্লাহ কোলকাতা গমন করেন। পরবর্তীকালে বাজারের তত্ত্বাবধান স্থানীয় নেতৃবৃন্দ কর্তৃক হয়ে থাকে। জানা যায় শেখ এজাজতুল্লাহর পরিবার বর্তমান সময়ে কোলকাতা এবং ঢাকার মিরপুরে বাস করে।

কাউন্সিলর

নির্বাচনকাউন্সিলররাজনৈতিক দলসূত্র
২০১৫
২০২০ আনোয়ার ইকবাল বাংলাদেশ আওয়ামী যুবলীগ [1]

তথ্যসূত্র

  1. "বাংলাদেশ গেজেট (মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীগণের তালিকা)" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.