২৪ ডিসেম্বর

২৪ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৮তম (অধিবর্ষে ৩৫৯তম) দিন। বছর শেষ হতে আরো সাত দিন বাকি রয়েছে।

১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ঘটনাবলী

  • ১২৫৮ - হালাকু খান কর্তৃক আব্বাসীয় খলিফা মোস্তালিমকে হত্যা,আব্বাসীয় রাজত্বের অবসান।
  • ১৮০১ - ব্রিটেনে স্বয়ংচালিত যানে প্রথম পরীক্ষামূলক মহড়া হয়।
  • ১৮১৪ - ব্রিটেন ও আমেরিকার মধ্যে বিরাজমান যুদ্ধের সমাপ্তি ঘটে।
  • ১৮৯৪ - কলকাতায় প্রথম মেডিক্যাল সম্মেলন হয়।
  • ১৯০০ - লেনিনের ‘ইসক্রা’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
  • ১৯৫০ - লিবিয়া স্বাধীনতা লাভ করে।
  • ১৯৫১ - ইতালির কাছ থেকে লিবিয়া স্বাধীনতা লাভ করে। ইদ্রিস লিবিয়ার বাদশাহ ঘোষিত হন।
  • ১৯৫৩ - দৈনিক ইত্তেফাকের প্রথম প্রকাশ।
  • ১৯৭৩ - রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর পদত্যাগ।
  • ১৯৭৯ - প্রথম ইউরোপীয় রকেট ‘আরিয়ান’ উৎক্ষেপণ।
  • ১৯৮৬ - সিলেটের হরিপুরে তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়।

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

জাতীয় উপভোক্তা অধিকার দিবস (ভারত)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.