২১ অক্টোবর
২১ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯৪তম (অধিবর্ষে ২৯৫তম) দিন। বছর শেষ হতে আরো ৭১ দিন বাকি রয়েছে।
<< | অক্টোবর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ | ||||
২০২৩ |
ঘটনাবলী
- ১২৯৬ - আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
- ১৮০৫ - ট্রাফলগারের যুদ্ধ শুরু হয়েছিলো। জিব্রাল্টার প্রণালীর কাছে এই যু্দ্ধে ব্রিটেনের নৌ সেনারা লড়েছিলো ফ্রান্স এবং স্পেনের যৌথ নৌ বাহিনীর বিরুদ্ধে । এই যুদ্ধে এডমিরাল লর্ড হোরেশিও নেলসনের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনী জয়লাভ করে এবং এই বিজয়কে উনিশ শতকে ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় বলে মনে করা হয় ।
- ১৮৫৭ - ব্রিটিশ সরকার কলকাতায় প্রেসিডেন্সি কলেজ স্থাপনের প্রস্তাব গ্রহণ করে।
- ১৯৪৩ - সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন।
- ১৯৫০ - চীনা সেনারা তিব্বত দখল করে।
- ১৯৫৫- পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের চতুর্থ কাউন্সিলে দলের নাম থেকে 'মুসলিম' শব্দটি বাদ দেয়া হয়।
- ১৯৬৯ - উইলি ব্রান্ট পশ্চিম জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
- ১৯৮০ - খুলনা কারাগারে পুলিশি অভিযান : ৩৫ জন বন্দি নিহত, ২৪ জন জিম্মি উদ্ধার করা হয়।
- ১৯৮৪ - বাংলাদেশে এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়।
- ১৯৯১ - সোভিয়েট ইউনিয়নের নতুন গঠিত সর্বোচ্চ সোভিয়েটের ( সংসদের ) প্রথম অধিবেশন ক্রেমলিন ভবনে উদ্বোধন হয়।
- ১৯৯৩ - সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় ৫০ জাতি কমনওয়েলথ সরকার প্রধানদের ৫ দিনব্যাপী (২১-২৫ অক্টোবর) দ্বিবার্ষিক সম্মেলন শুরু।
- ২০০১ - এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ( এপেকের ) নেতাদের নবম অনানুষ্ঠানিক সম্মেলন চীনের শাংহাইয়ের বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী ভবনে অনুষ্ঠিত হয়, চীনের প্রেসিডেন্ট চিয়াং চেমিন সম্মেলন পরিচালনা করেন ।
জন্ম
- ১৫৮১ - দমেনিকো জাম্পিয়েরি, গুরুত্বপূর্ণ ইতালীয় বারোক চিত্রশিল্পী। (মৃ. ১৬৪১)
- ১৭৬০ - জাপানের চিত্রশিল্পী কাতুশিকো জোকুসাই।
- ১৭৭২ - স্যামুয়েল টেইলর কোলরিজ, ইংরেজ কবি, দার্শনিক এবং সমালোচক। (মৃ. ১৮৩৪)
- ১৮৩৩ - আলফ্রেদ নোবেল, একজন সুয়েডীয় রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা। (মৃ.১০/১২/১৮৯৬)
- ১৮৪৯ - রাজকৃষ্ণ রায় বিশিষ্ট নাট্যকার ও ঔপন্যাসিক। (মৃ.১১/০৩/১৮৯৪)
- ১৮৫১ - জর্জ ইউলিট, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ১৮৯৮)
- ১৮৬৮ - সামরিক ট্যাংকের উদ্ভাবক আর্নেস্ট ডানলপ সুইনটন।
- ১৮৯৫ - এডনা পারভায়েন্স, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী। (মৃ. ১৯৫৮)
- ১৯০০ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ।
- ১৯২৮ - শঙ্করীপ্রসাদ বসু খ্যাতকীর্তি লেখক, সমালোচক, গবেষক ও ছাত্রপ্রিয় অধ্যাপক।(মৃ.২০১৪)
- ১৯২৯ - উরসুলা কে. লে গুইন, আমেরিকান লেখক এবং সমালোচক। (মৃ. ২০১৮)
- ১৯৩১ - শাম্মী কাপুর, ভারতীয় চলচ্চিত্র শিল্প জগতের নায়ক এবং চলচ্চিত্র পরিচালক। (মৃ. ২০১১)
- ১৯৩১ - জিম পার্কস (ক্রিকেটার, জন্ম ১৯৩১), সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
- ১৯৩৩ - ফ্রান্সিস্কো হেন্তো, প্রাক্তন স্পেনীয় ফুটবল খেলোয়াড়।
- ১৯৪০ - জিওফ্রে বয়কট, বিখ্যাত ও সাবেক ইংরেজ ক্রিকেট তারকা।
- ১৯৪২ - ক্রিস্টোফার আলবার্ট সিমস, আমেরিকান অর্থনীতিবিদ।
- ১৯৪৩ - তারিক আলি, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক, সাংবাদিক ও চলচ্চিত্রকার।
- ১৯৪৯ - বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরাইলের বর্তমান ও নবম প্রধানমন্ত্রী।
- ১৯৫৬ - ক্যারি ফিশার, আমেরিকান অভিনেত্রী এবং চিত্রনাট্যকার। (মৃ. ২০১৬)
- ১৯৫৭ - ভোল্ফগাং কেটার্লে, জার্মান পদার্থবিজ্ঞানী।
- ১৯৫৮ - আন্দ্রেঁ গেইম, ইহূদী রাশিয়ান বংশোদ্ভূত ডাচ পদার্থবিজ্ঞানী।
- ১৯৬৭ - পল ইন্স, ইংল্যান্ড জাতীয় দলের নেতৃত্ব দেয়া প্রথম কৃষ্ণাঙ্গ খেলোয়াড়।
- ১৯৭১ - ড্যামিয়েন মার্টিন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
- ১৯৮০ - কিম কার্দাশিয়ান, মার্কিন রিয়েলিটি টেলিভিশন ব্যক্তিত্ব, অভিনেত্রী, সমাজকর্মী, ব্যবসায়ী মহিলা এবং মডেল।
- ১৯৮১ - নেমানজা ভিডিচ, সার্বীয় ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
- ১৯০৪ - ইসাবেল এর্বার্হাডথ, জ্ঞানান্বেষী নারী এবং লেখক। (জ. ১৮৭৭)
- ১৯৩১ - অস্ট্রেলীয় নাট্যকার ও ঔপন্যাসিক আর্টুর শনিটসল।
- ১৯৬৬ - সুধীশ ঘটক, বাঙালি চিত্র পরিচালক ও ক্যামেরাম্যান।(জ.১৯০৫)
- ১৯৭৫ - ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি।
- ১৯৭৬ - ফজিলতুন্নেসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ছাত্রী ও ঢাকা ইডেন কলেজের সাবেক অধ্যক্ষা।
- ১৯৭৮ - আন্নাসেস মিকোয়াইন, সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত আর্মেনিয়ান বিপ্লবী, ওল্ড ব্লেশেভিক এবং লেনিন, স্টালিন, খ্রুষ্যাভ এবং ব্রেজেনভ। (জ. ১৮৯৫)
- ১৯৮৪ - ফ্রঁসোয়া ত্রুফো, ফরাসি চলচ্চিত্র সমালোচক, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনেতা। (জ. ১৯৩২)
- ১৯৮৬ - লিওনেল মারফি, অস্ট্রেলীয় রাজনীতিবিদ এবং বিচারক ছিলেন। (জ. ১৯২২)
- ১৯৯০ - ড্যানি চামাউন, বিশিষ্ট লেবানিয় রাজনীতিবিদ। (জ. ১৯৩৪)
- ১৯৯০ - প্রভাতরঞ্জন সরকার, ভারতীয় দার্শনিক, যোগী, গ্রন্থকার, সামাজিক বিপ্লবী, কবি, সঙ্গীতকার, ভাষাবিদ, প্রত্নতত্ত্ববিদ, ঐতিহাসিক এবং বিজ্ঞানী ছিলেন। (জ. ১৯২১)
- ১৯৯৮ - ধীরেন্দ্র নাথ গঙ্গোপাধ্যায়, প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ও কলকাতার পাভলভ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। (জ.২৫/১২/১৯১১)
- ২০১২ - যশ চোপড়া, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক (জ.২৭/০৯১৯৩২)
ছুটি ও অন্যান্য
- পুলিশ শহীদ স্মৃতি দিবস (ভারত)
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে ২১ অক্টোবর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.