২০২৩ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

২০২৩ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ (ইন্দোনেশীয়: Piala Dunia di Bawah Usia 20 Tahun FIFA 2023, ইংরেজি: 2023 FIFA U-20 World Cup) হলো ফিফা দ্বারা আয়োজিত দ্বিবার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২৩তম আসরের চূড়ান্ত পর্ব, যেখানে বিশ্ব ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত ২৪টি জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল (পুরুষ) প্রতিযোগিতা করবে। এই আসরটি ২০২৩ সালে ইন্দোনেশিয়ার ৬টি শহরে অনুষ্ঠিত হবে।[1] ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের এই আসরটি ১৯৯৭ সালের পর দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় অনুর্ধ-২০ বিশ্বকাপ এবং ২০১২ ফিফা ফুটসাল বিশ্বকাপের পর এই অঞ্চলে প্রথম ফিফা প্রতিযোগিতা হবে।

২০২৩ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
পিয়ালা দুনিয়া দি বাওয়াহ উসিয়া ২০ তাহুন ফিফা ২০২৩
বিবরণ
স্বাগতিক দেশ ইন্দোনেশিয়া
দল২৪
মাঠ (৬টি আয়োজক শহরে)

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের এই আসরটি মূলত ২০২১ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এই প্রতিযোগিতাটি দুই বছর পিছিয়ে অনুষ্ঠিত হবে; এর ফলে ২০২০ সালে ২৪শে ডিসেম্বর তারিখে ইন্দোনেশিয়াকে এই আসরটি আয়োজনের অধিকার প্রদান করা হয়েছে।[2]

ইউক্রেন অনূর্ধ্ব-২০ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০১৯ সালের ফাইনালে দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২০ দলকে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করেছে।

তথ্যসূত্র

  1. "FIFA Council unanimously appoints China PR as hosts of new Club World Cup in 2021"FIFA.com। Fédération Internationale de Football Association। ২৪ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯
  2. "Update on FIFA Women's World Cup and men's youth competitions"FIFA.com। Fédération Internationale de Football Association। ২৪ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.