২০২৩ নেপাল ত্রিদেশীয় সিরিজ (রাউন্ড ২১)

২০২৩ নেপাল ত্রিদেশীয় সিরিজ ছিল ২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ ক্রিকেট টুর্নামেন্টের ২১শ পর্ব যা ২০২৩ সালের মার্চ মাসে নেপালে অনুষ্ঠিত হয়।[1] সিরিজটি ছিল নেপাল, পাপুয়া নিউ গিনিসংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজ,[2] এবং সিরিজের ম্যাচগুলো খেলা হয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে।[3] আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টটি ছিল ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ।[4]

২০২৩ নেপাল ত্রিদেশীয় সিরিজ
২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর অংশ
তারিখ৯ মার্চ ২০২৩ – ১৬ মার্চ ২০২৩
অবস্থাননেপাল
দলসমূহ
   নেপাল  পাপুয়া নিউগিনি  সংযুক্ত আরব আমিরাত
অধিনায়কবৃন্দ
রোহিত কুমার পৌডেল আসাদুল্লাহ ভালা মুহাম্মদ ওয়াসিম
সর্বাধিক রান
আসিফ শেখ (১৬৩) আসাদুল্লাহ ভালা (১২৭) মুহাম্মদ ওয়াসিম (২২৪)
সর্বাধিক উইকেট
সন্দীপ লামিছানে (১২) রাইলি হেকুরে (৮) আয়ান আফজাল খান (৭)

দলীয় সদস্য

   নেপাল[5]  পাপুয়া নিউগিনি[6]  সংযুক্ত আরব আমিরাত[7][8]

নেপাল দলে অর্জুন সউদ, কমল সিং আইরি, মৌসম ঢকাল ও সন্দীপ জোরাকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[9]

সূচি

১ম ওডিআই

৯ মার্চ ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
নেপাল   
২৯৭ (৪৯.১ ওভার)
 পাপুয়া নিউগিনি
২৪৫ (৪৭.১ ওভার)
আসিফ শেখ ১১০ (১১০)
সেমো কামেয়া ৫/৩৮ (৯.১ ওভার)
নেপাল ৫২ রানে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: বিনয় কুমার ঝা (নেপাল) ও রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: আসিফ শেখ (নেপাল)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আসিফ শেখ (নেপাল) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[10]
  • সেমো কামেয়া (পাপুয়া নিউ গিনি) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[11]

২য় ওডিআই

১০ মার্চ ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
২৪৬/৯ (৫০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১৯০ (৪২.২ ওভার)
সেসে বাউ ৮১* (১০৬)
আয়ান আফজাল খান ৩/৩৪ (১০ ওভার)
আর্যন লাকরা ৫১ (৭২)
রাইলি হেকুরে ৩/১৬ (৭.২ ওভার)
পাপুয়া নিউ গিনি ৫৬ রানে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: বিনয় কুমার ঝা (নেপাল) ও বুদ্ধি প্রধান (নেপাল)
ম্যাচসেরা: সেসে বাউ (পাপুয়া নিউ গিনি)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই

১২ মার্চ ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
নেপাল   
২৪৮ (৪৯.২ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
৭১ (২২.৫ ওভার)
রোহিত কুমার পৌডেল ৭৭ (১১২)
জাওয়ার ফরিদ ২/৯ (৩ ওভার)
আয়ান আফজাল খান ২৯ (৩৩)
ললিত রাজবংশী ৫/২০ (৭.৫ ওভার)
নেপাল ১৭৭ রানে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: বুদ্ধি প্রধান (নেপাল) ও রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: রোহিত কুমার পৌডেল (নেপাল)
  • নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অশ্বন্ত বলথাপা (সংযুক্ত আরব আমিরাত)-এর ওডিআই অভিষেক হয়।
  • ললিত রাজবংশী (নেপাল) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[12]

৪র্থ ওডিআই

১৩ মার্চ ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
৯৫ (৩২ ওভার)
   নেপাল
১০০/১ (৭.৪ ওভার)
আসিফ শেখ ৫৩* (২১)
চাদ সোপার ১/৩০ (২.৪ ওভার)
নেপাল ৯ উইকেটে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: বিনয় কুমার ঝা (নেপাল) ও রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: সন্দীপ লামিছানে (নেপাল)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম ওডিআই

১৫ মার্চ ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
২৩৪/৭ (৫০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
২৩৬/৪ (৩৮.৪ ওভার)
আসাদুল্লাহ ভালা ৬৫ (৯২)
হজরত বিলাল ৪/৪৭ (১০ ওভার)
মুহাম্মদ ওয়াসিম ১১৯ (৭৬)
রাইলি হেকুরে ২/২৪ (৭ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৬ উইকেটে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: বিনয় কুমার ঝা (নেপাল) ও বুদ্ধি প্রধান (নেপাল)
ম্যাচসেরা: মুহাম্মদ ওয়াসিম (সংযুক্ত আরব আমিরাত)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জন কারিকো (পাপুয়া নিউ গিনি)-এর ওডিআই অভিষেক হয়।
  • মুহাম্মদ ওয়াসিম (সংযুক্ত আরব আমিরাত) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[13]

৬ষ্ঠ ওডিআই

১৬ মার্চ ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
৩১০/৬ (৫০ ওভার)
   নেপাল
২৬৯/৬ (৪৪ ওভার)
আসিফ খান ১০১* (৪২)
দীপেন্দ্র সিং আইরি ২/১৯ (৮ ওভার)
ভীম সার্কী ৬৭ (৭৬)
জুনায়েদ সিদ্দিকি ৩/৫১ (১০ ওভার)
নেপাল ৯ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: বুদ্ধি প্রধান (নেপাল) ও রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: আসিফ খান (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আলোকস্বল্পতার কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • আসিফ খান (সংযুক্ত আরব আমিরাত) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[14]

তথ্যসূত্র

  1. "Men's Cricket World Cup 2023 qualifying matches rescheduled"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০
  2. "UAE and Nepal to host final 2 rounds of CWC League 2 Championship"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৩
  3. "ICC Men's Cricket World Cup League 2 series announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯
  4. "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮
  5. "युएई र पपुवा न्युगिनीसँग खेल्ने नेपालको टोली घोषणा"হাম্রো খেলকুদ (নেপালি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২৩
  6. "2023 ICC WC LEAGUE 2 UAE/ NEPAL / NAMIBIA TOUR 15 men SQUAD"ক্রিকেট পাপুয়া নিউ গিনি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ফেসবুক-এর মাধ্যমে।
  7. "UAE squad to travel today to compete in ICC Cricket World Cup League 2 tri-series in Nepal"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৩
  8. "UAE squad to travel today to compete in ICC Cricket World Cup League 2 tri-series in Nepal"গাল্ফ নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৩
  9. @CricketNep (৭ মার্চ ২০২৩)। "Game on! 🏏" (টুইট) টুইটার-এর মাধ্যমে।
  10. "Aasif Sheikh hits maiden century as Nepal defeat PNG by 52 runs"দ্য কাঠমান্ডু পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩
  11. "Sheikh century keeps Nepal's League 2 podium push on track"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩
  12. "Nepal retains ODI status with a record win over UAE"ক্রিকনেপাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৩
  13. "UAE's Muhammad Waseem warms up for epic finale against Nepal with record-breaking blitz"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২৩
  14. "UAE set a target of 311 in Nepal's must win match"ক্রিকনেপাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.