২০২৩ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ক্রিকেট চ্যালেঞ্জ

২০২৩ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ক্রিকেট চ্যালেঞ্জ ছিল একটি পুরুষ টোয়েন্টি২০ আন্তর্জাতিক ও একটি নারী টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) টুর্নামেন্টের সমন্বয়ে গঠিত একটি ক্রিকেট প্রতিযোগিতা যেটি ২০২৩ সালের মার্চ মাসে ফিজিতে অনুষ্ঠিত হয়।[1][2] টুর্নামেন্ট দুটিতে অংশগ্রহণ করে ফিজি, ভানুয়াতুসামোয়া থেকে আসা জাতীয় ক্রিকেট দল।[3] টুর্নামেন্ট চলাকালে অংশগ্রহণকারী দলসমূহের সঙ্গে কিছু অনানুষ্ঠানিক ম্যাচ খেলে অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোরের প্রতিনিধিত্বকারী দুটি দল।[4] নারীদের টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করে পাপুয়া নিউ গিনিও, যার সাথে আরও কিছু অনানুষ্ঠানিক ম্যাচ খেলতে পুরুষদের টুর্নামেন্টটিতে অংশ নেয় পাপুয়া নিউ গিনির প্রতিনিধিত্বকারী একটি অ্যাকাডেমি দল।[5] টুর্নামেন্টের সকল ম্যাচ সুভার আলবার্ট পার্কে অনুষ্ঠিত হয়।[6]

নারীদের ফাইনালে ভানুয়াতুকে হারিয়ে বিজয়ী হয় পাপুয়া নিউ গিনি।[7] পুরুষদের ফাইনালে ভানুয়াতুকে হারিয়ে বিজয়ী হয় পাপুয়া নিউ গিনির অ্যাকাডেমি দল।[8]

নারীদের প্রতিযোগিতা

২০২৩ নারী প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ক্রিকেট চ্যালেঞ্জ
তারিখ১১ মার্চ ২০২৩ – ১৮ মার্চ ২০২৩
তত্ত্বাবধায়কক্রিকেট ফিজি
অস্ট্রেলীয় প্রতিরক্ষা বাহিনী
ক্রিকেটের ধরন২০ ওভার, টোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিননকআউট
আয়োজক ফিজি
বিজয়ী পাপুয়া নিউগিনি (১ম শিরোপা)
রানার-আপ ভানুয়াতু
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৪
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় সেলিনা সোলমান
সর্বাধিক রান সংগ্রহকারী তানিয়া রুমা (১৭৭)
সর্বাধিক উইকেটধারী হলান দোরিগা (১৩)

দলীয় সদস্য

অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস[5]  পাপুয়া নিউগিনি[9]  ফিজি[10]  ভানুয়াতু[11]  সামোয়া[12]
  • টেইলা সিমোর (অধি.)
  • অলিভিয়া মালভেনি
  • অ্যামান্ডা গ্রিন
  • অ্যামান্ডা বেলামি
  • অ্যামি ওয়াইজম্যান
  • এলিজাবেথ ড্রেক
  • কারস্টেন বেনজি
  • ক্রিস্টেন স্মিথ
  • জেনিফার হারমন
  • জোয়ি লিভোরি
  • দিনুশা পেরেরা
  • নাতাশা উইলসন
  • মেগান ক্যাম্পবেল
  • মেলিসা ক্যাম্পবেল (উই.)
  • লরেন উডস
  • লরেন লেনক্স
  • শ্যানন কিল
  • রুজি কাইওয়াই (অধি.)
  • আতেজা কাইনোজো
  • আনা গোনেরারা
  • ইলিভেমা এরানাভুলা (উই.)
  • ইলিসাপেজি ওয়াগাভাকাতোগা (উই.)
  • এলিজাবেথ রোকোরো
  • কারালাইনি ভাকুরুইভালু
  • কিয়েরা আমোয়ে
  • জিলিয়া লেওয়াতু
  • মাজাতাজোলা ভুরুনা
  • মায়েআভ্‌হানিসি এরাসিতো (উই.)
  • মেরেআনি রোদান
  • মেলাইয়া বিউ
  • লাগাকালি লোমানি
  • সুলিয়া ভুনি
  • সেলিনা সোলমান (অধি.)
  • আলভিনা চিলিয়া (সহ-অধি.)
  • জিলিয়ান চিলিয়া (উই.)
  • টিনা কালোসিন
  • তেরেসা মানসালে
  • নেটি চিলিয়া
  • ভালেন্তা লাংইয়াতু
  • ভিকি মানসালে
  • মার্সেলিনা মেতে
  • মালোনি ভাতোকো
  • রেইলিন ওভা
  • র‍্যাচেল অ্যান্ড্রু
  • লুইজ তাস্তুকি
  • লেইমারা তাস্তুকি
  • কোলোতিতা নোনু (অধি.)
  • আপোলোনিয়া পোলাতাইভাও
  • আরিওতা কুপিতো
  • ইতুনিউ ফালেউপোলু
  • এনজেল সোওতাগা
  • জ্যাসিন্তা সানেলে
  • তাআলিলি ইওসেফো
  • ফ্লোরেন্স আগাইমালো
  • ভিকি তাফেয়া
  • মাতিলে উলিআও
  • রুথ পাপা জনস্টন (উই.)
  • লাগি তেলেয়া
  • লেইতু লেওং
  • সারিনা মোয়ে
  • সালেমা তোওমাগা

পাপুয়া নিউ গিনি দলে মেলানি আনি ও হানে তাউকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[9]

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 পাপুয়া নিউগিনি +৫.৮০৬
 ভানুয়াতু +১.০৪৪
 ফিজি (H) −১.২৩৫
 সামোয়া −২.৩৮৯
অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস −৩.৬৯০
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     নকআউট পর্বে উত্তীর্ণ

সূচি

১১ মার্চ ২০২৩
১০:০০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
১৯৫/১ (২০ ওভার)
 সামোয়া
৩৫ (১৫.৪ ওভার)
নাওআনি ভারে ৭০* (৫৫)
সালেমা তোওমাগা ১/১১ (২ ওভার)
জ্যাসিন্তা সানেলে ১০ (২৫)
রাভিনা ওয়া ৩/৫ (২.৪ ওভার)
পাপুয়া নিউ গিনি ১৬০ রানে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ২, সুভা
আম্পায়ার: জেরেমায়া লেদুয়া (ফিজি) ও তোমাকানুতে রিতাওয়া (কুক দ্বীপপুঞ্জ)
ম্যাচসেরা: নাওআনি ভারে (পাপুয়া নিউ গিনি)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইতুনিউ ফালেউপোলু, ভিকি তাফেয়া, মাতিলে উলিআও ও সালেমা তোওমাগা (সামোয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১১ মার্চ ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস
৪৮ (১২.২ ওভার)
 ফিজি
৫০/২ (৬.১ ওভার)
এলিজাবেথ ড্রেক ১৫ (১৬)
কারালাইনি ভাকুরুইভালু ৩/১০ (৩ ওভার)
রুজি কাইওয়াই ২৭* (১৯)
কারস্টেন বেনজি ২/৮ (২ ওভার)
ফিজি ৮ উইকেটে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ২, সুভা
আম্পায়ার: মারভিন ম্যাকগুন (ফিজি) ও রানা স্টিভেনস (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: রুজি কাইওয়াই (ফিজি)
  • ফিজি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ মার্চ ২০২৩
১০:০০
স্কোরকার্ড
ভানুয়াতু 
৯৪/৮ (১৫ ওভার)
 সামোয়া
৭৪/৫ (১৫ ওভার)
র‍্যাচেল অ্যান্ড্রু ৪২ (৩৩)
তাআলিলি ইওসেফো ২/১২ (২ ওভার)
তাআলিলি ইওসেফো ২৯ (১৮)
মার্সেলিনা মেতে ২/১১ (৩ ওভার)
ভানুয়াতু ২১ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
আলবার্ট পার্ক মাঠ ২, সুভা
আম্পায়ার: ইলিয়েসা ম্যাকগুন (ফিজি) ও তোমাকানুতে রিতাওয়া (কুক দ্বীপপুঞ্জ)
ম্যাচসেরা: র‍্যাচেল অ্যান্ড্রু (ভানুয়াতু)
  • ভানুয়াতু টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৫ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে সামোয়ার লক্ষ্য ১৫ ওভারে ৯৬ নির্ধারণ করা হয়।
  • জিলিয়ান চিলিয়া ও টিনা কালোসিন (ভানুয়াতু)-এর টি২০আই অভিষেক হয়।

১৩ মার্চ ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
১৫৭/৩ (২০ ওভার)
 ফিজি
৪৩/৯ (২০ ওভার)
তানিয়া রুমা ৪৫* (৩৫)
আনা গোনেরারা ১/৮ (২ ওভার)
কারালাইনি ভাকুরুইভালু ১১* (৪০)
রাভিনা ওয়া ২/৯ (৪ ওভার)
পাপুয়া নিউ গিনি ১১৪ রানে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ২, সুভা
আম্পায়ার: তেমো নাবুকা (ফিজি) ও রানা স্টিভেনস (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: সিবোনা জিমি (পাপুয়া নিউ গিনি)
  • ফিজি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ মার্চ ২০২৩
১০:০০
স্কোরকার্ড
সামোয়া 
৮৯/৯ (২০ ওভার)
 ফিজি
৯০/১ (১৫.৫ ওভার)
মাতিলে উলিআও ১৫ (১৬)
রুজি কাইওয়াই ৩/১৭ (৪ ওভার)
রুজি কাইওয়াই ৪৯* (৪৭)
আরিওতা কুপিতো ১/১০ (১ ওভার)
ফিজি ৯ উইকেটে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ২, সুভা
আম্পায়ার: শন ক্যাম্পবেল (অস্ট্রেলিয়া) ও তোমাকানুতে রিতাওয়া (কুক দ্বীপপুঞ্জ)
ম্যাচসেরা: রুজি কাইওয়াই (ফিজি)
  • ফিজি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জিলিয়া লেওয়াতু (ফিজি)-এর টি২০আই অভিষেক হয়।

১৪ মার্চ ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
ভানুয়াতু 
১৫৮/৫ (২০ ওভার)
অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস
১০৭/৫ (২০ ওভার)
সেলিনা সোলমান ৬৭* (৫১)
টেইলা সিমোর ১/১৭ (২ ওভার)
জেনিফার হারমন ২৫* (২২)
নেটি চিলিয়া ২/১৫ (৪ ওভার)
ভানুয়াতু ৫১ রানে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ২, সুভা
আম্পায়ার: জেরেমায়া লেদুয়া (ফিজি) ও মারভিন ম্যাকগুন (ফিজি)
ম্যাচসেরা: সেলিনা সোলমান (ভানুয়াতু)
  • ভানুয়াতু টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ মার্চ ২০২৩
১০:০০
স্কোরকার্ড
ভানুয়াতু 
৬৪/৮ (২০ ওভার)
 পাপুয়া নিউগিনি
৭০/১ (৯.১ ওভার)
সেলিনা সোলমান ৩০ (৩৬)
কাইয়া আরুয়া ২/৭ (৪ ওভার)
পাউকে সিয়াকা ২৬* (২২)
সেলিনা সোলমান ১/১৩ (২ ওভার)
পাপুয়া নিউ গিনি ৯ উইকেটে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ২, সুভা
আম্পায়ার: ফিলিপ গিলেস্পি (অস্ট্রেলিয়া) ও মারভিন ম্যাকগুন (ফিজি)
ম্যাচসেরা: সেলিনা সোলমান (ভানুয়াতু)
  • ভানুয়াতু টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ মার্চ ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস
৮৪/৭ (২০ ওভার)
 সামোয়া
৮৫/৪ (১৩ ওভার)
মেগান ক্যাম্পবেল ২৬ (৩০)
আরিওতা কুপিতো ২/১০ (৩ ওভার)
ফ্লোরেন্স আগাইমালো ২৬* (৩১)
অ্যামান্ডা গ্রিন ৩/১৩ (৩ ওভার)
সামোয়া ৬ উইকেটে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ২, সুভা
আম্পায়ার: ইলিয়েসা ম্যাকগুন (ফিজি) ও মেরিয়েল কেনি (ভানুয়াতু)
ম্যাচসেরা: অ্যামান্ডা গ্রিন (অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস)
  • অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৬ মার্চ ২০২৩
১০:০০
স্কোরকার্ড
ফিজি 
৪৭/৯ (২০ ওভার)
 ভানুয়াতু
৪৮/৩ (৯.১ ওভার)
রুজি কাইওয়াই ১৬ (২৫)
ভালেন্তা লাংইয়াতু ৩/৬ (৪ ওভার)
র‍্যাচেল অ্যান্ড্রু ১৪ (২০)
রুজি কাইওয়াই ১/৬ (২.১ ওভার)
ভানুয়াতু ৭ উইকেটে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ২, সুভা
আম্পায়ার: জেরেমায়া লেদুয়া (ফিজি) ও শন ক্যাম্পবেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: ভালেন্তা লাংইয়াতু (ভানুয়াতু)
  • ভানুয়াতু টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মেরেআনি রোদান (ফিজি)-এর টি২০আই অভিষেক হয়।

১৬ মার্চ ২০২৩
১৩:৫০
স্কোরকার্ড
অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস
৭৪/৮ (২০ ওভার)
 পাপুয়া নিউগিনি
৭৭/২ (৯.৩ ওভার)
টেইলা সিমোর ১৬ (৩৩)
হলান দোরিগা ৪/১৩ (৩ ওভার)
নাওআনি ভারে ৩৭* (৩২)
অ্যামি ওয়াইজম্যান ২/৮ (২ ওভার)
পাপুয়া নিউ গিনি ৮ উইকেটে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ২, সুভা
আম্পায়ার: মেরিয়েল কেনি (ভানুয়াতু) ও রানা স্টিভেনস (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: হলান দোরিগা (পাপুয়া নিউ গিনি)
  • অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

বন্ধনী

  সেমিফাইনাল     ফাইনাল
                 
   পাপুয়া নিউগিনি ১৩২/৬ (২০)  
   সামোয়া ৮৬/৮ (২০)    
       পাপুয়া নিউগিনি ১৩২/৭ (২০)
       ভানুয়াতু ৩২ (৯.৩)
   ফিজি ৪৮ (১৬)    
   ভানুয়াতু ৪৯/৪ (৭.১)   ৩য় স্থান নির্ধারণী
 
 সামোয়া ১০৫/৯ (২০)
   ফিজি ৪৯ (১৬)
১ম সেমিফাইনাল
১৭ মার্চ ২০২৩
১০:০০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
১৩২/৬ (২০ ওভার)
 সামোয়া
৮৬/৮ (২০ ওভার)
ব্রেন্ডা তাউ ৫৭* (৫৯)
তাআলিলি ইওসেফো ১/৯ (২ ওভার)
ফ্লোরেন্স আগাইমালো ২১ (২৯)
হলান দোরিগা ৩/১৩ (৩ ওভার)
পাপুয়া নিউ গিনি ৪৬ রানে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ১, সুভা
আম্পায়ার: ইলিয়েসা ম্যাকগুন (ফিজি) ও শন ক্যাম্পবেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: ব্রেন্ডা তাউ (পাপুয়া নিউ গিনি)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এনজেল সোওতাগা (সামোয়া)-এর টি২০আই অভিষেক হয়।
২য় সেমিফাইনাল
১৭ মার্চ ২০২৩
১৩:৫০
স্কোরকার্ড
ফিজি 
৪৮ (১৬ ওভার)
 ভানুয়াতু
৪৯/৪ (৭.১ ওভার)
আতেজা কাইনোজো ১২ (২০)
নেটি চিলিয়া ৩/৭ (৩ ওভার)
সেলিনা সোলমান ১৬ (১৬)
কারালাইনি ভাকুরুইভালু ৩/২২ (৪ ওভার)
ভানুয়াতু ৬ উইকেটে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ১, সুভা
আম্পায়ার: তেমো নাবুকা (ফিজি) ও মেরিয়েল কেনি (ভানুয়াতু)
ম্যাচসেরা: সেলিনা সোলমান (ভানুয়াতু)
  • ভানুয়াতু টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় স্থান নির্ধারণী

১৮ মার্চ ২০২৩
১০:০০
স্কোরকার্ড
সামোয়া 
১০৫/৯ (২০ ওভার)
 ফিজি
৪৯ (১৬ ওভার)
কোলোতিতা নোনু ২৭ (৪৩)
মেলাইয়া বিউ ৩/১৯ (৪ ওভার)
সুলিয়া ভুনি ৯ (১১)
ফ্লোরেন্স আগাইমালো ৩/৭ (৩ ওভার)
সামোয়া ৫৬ রানে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ১, সুভা
আম্পায়ার: জেরেমায়া লেদুয়া (ফিজি) ও তেমো নাবুকা (ফিজি)
ম্যাচসেরা: কোলোতিতা নোনু (সামোয়া)
  • ফিজি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আপোলোনিয়া পোলাতাইভাও (সামোয়া)-এর টি২০আই অভিষেক হয়।

ফাইনাল

১৮ মার্চ ২০২৩
১০:০০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
১৩২/৭ (২০ ওভার)
 ভানুয়াতু
৩২ (৯.৩ ওভার)
সিবোনা জিমি ৩৭ (৩৮)
মার্সেলিনা মেতে ৩/২৬ (৪ ওভার)
রেইলিন ওভা ৭ (৬)
ভিকি আরাআ ৩/৫ (২.৩ ওভার)
পাপুয়া নিউ গিনি ১০০ রানে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ২, সুভা
আম্পায়ার: তোমাকানুতে রিতাওয়া (কুক দ্বীপপুঞ্জ) ও মেরিয়েল কেনি (ভানুয়াতু)
ম্যাচসেরা: সিবোনা জিমি (পাপুয়া নিউ গিনি)
  • ভানুয়াতু টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • লুইজ তাস্তুকি (ভানুয়াতু)-এর টি২০আই অভিষেক হয়।

পুরুষদের প্রতিযোগিতা

২০২৩ পুরুষ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ক্রিকেট চ্যালেঞ্জ
তারিখ১১ মার্চ ২০২৩ – ১৬ মার্চ ২০২৩
তত্ত্বাবধায়কক্রিকেট ফিজি
অস্ট্রেলীয় প্রতিরক্ষা বাহিনী
ক্রিকেটের ধরন২০ ওভার, টোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিননকআউট
আয়োজক ফিজি
বিজয়ী পাপুয়া নিউ গিনি একাদশ (১ম শিরোপা)
রানার-আপ ভানুয়াতু
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৪
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নালিন নিপিকো
সর্বাধিক রান সংগ্রহকারী নালিন নিপিকো (২৭১)
সর্বাধিক উইকেটধারী তিমেজেন রাপি (১০)

দলীয় সদস্য

অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস[5]  পাপুয়া নিউ গিনি একাদশ[13]  ফিজি[14]  ভানুয়াতু[11]  সামোয়া[15]
  • লেভিন ম্যালাডে (অধি.) (উই.)
  • ইয়ান স্মিথ
  • উইলিয়াম শিউই
  • জ্যাকসন এডওয়ার্ডস
  • টমাস ল্যাভেন্ডার
  • মার্ক চ্যাপেল
  • ম্যাথিউ গেস্ট
  • ম্যাথিউ লায়নস
  • ম্যাথিউ শিন
  • লাখলান জনসন
  • শন মন্টগোমারি
  • সাইমন বেল
  • স্টিভেন শিকি
  • স্যামুয়েল পিসেল
  • স্যামুয়েল ফেহি
  • হিত আমিন
  • জেসন কিলা (অধি.)
  • আউয়ে ওরু
  • ক্রিস্টোফার কিলাপাত
  • গোভেয়া আইরি
  • জুনিয়র মোরেয়া
  • জ্যাক গার্ডনার
  • ট্র্যাভিস ভুইভাগি
  • তাউ তোয়া নোউ
  • দোকো রুপা (উই.)
  • নোসাইনা পোকানা
  • প্যাট্রিক নোউ
  • ভানি ভাগি মোরেয়া
  • মাইকেল চার্লি
  • মাহুরু দাই
  • ম্যালকম আপোরো (উই.)
  • লেগা সিয়াকা
  • জোনে ওয়েসেলে (অধি.)
  • পেনি ভুনিওয়াগা (সহ-অধি.)
  • উরাইয়া সোরোভাকাচিনি (উই.)
  • এরিকি বিউদোলে
  • জাকাজাকা ভেরেতাকি (উই.)
  • জেমস ভুলিসেরে
  • জোসাইয়া বালেইজিকোবিয়া
  • দেলাইমাতুকু মারাইওয়াই
  • নোয়া আজাওয়েই
  • পেতেরো জাবেবুলা
  • পেনি কোতোইসুভা
  • পেনি দাকাইনিভানুয়া
  • ভিল্লামে মানাকিতোগা
  • মেতুইসেলা বেইতাকি (উই.)
  • সাইমোনি তুইতোগা (উই.)
  • সিতেরি তাবুইসুলু
  • সেকোভে রাভোকা (উই.)
  • সেরু মারুতু তুপোউ
  • প্যাট্রিক মাতাউতাআভা (অধি.)
  • জুনিয়র কালতাপাউ (সহ-অধি.)
  • অ্যান্ড্রু মানসালে
  • আপোলিনেয়ার স্টিফেন
  • আলা ভিরালিলিউ (উই.)
  • ওবেদ ইউসুফ
  • ওমেজো ওতু
  • ক্লেমেন্ট টমি (উই.)
  • গডফ্রে মাংআউ
  • জশুয়া রাসু
  • টিম কাটলার
  • ড্যারেন ওতু
  • নালিন নিপিকো
  • রডরিক লেকাই
  • রোনাল্ড তারি
  • সিম্পসন ওবেদ
  • সিতানিসিলাও তোউতাই (অধি.)
  • আওগা লেউতোগি
  • আফাপেনে ইলাওআ
  • উয়ালা কাইসালা (উই.)
  • জোসেফ পিতা
  • ড্যারেন রোচ
  • তিমেজেন রাপি
  • পল রারোতোগা
  • পাসি কালোসি
  • পেনিআল জিংক
  • বোন্দি পিতা
  • মায়েনে তুইলায়েপা
  • মালেতিনো মাইআভা
  • ম্যাথিউ ফাআতেয়া
  • লিউওনে ফেরেতি

ফিজি দলে তেভিতা সোকোতুভানা ওয়াগাভাকাতোগা, তেভিতা সোকোভাগোনে ওয়াগাভাকাতোগা ও সোসিজেনি ওয়েলেইলাকেবাকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[14]

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 পাপুয়া নিউ গিনি একাদশ +১.৫১৬
 ভানুয়াতু +০.৯৯২
অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস +১.২৪৯
 ফিজি (H) −০.৪০৯
 সামোয়া −৩.১৮৭
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     নকআউট পর্বে উত্তীর্ণ

সূচি

১১ মার্চ ২০২৩
১০:০০
স্কোরকার্ড
ফিজি 
১৫৮/৬ (২০ ওভার)
অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস
১৩১ (১৯.৫ ওভার)
পেনি দাকাইনিভানুয়া ৫১* (৪৪)
মার্ক চ্যাপেল ২/২২ (২ ওভার)
লেভিন ম্যালাডে ৩৩ (২৬)
পেনি দাকাইনিভানুয়া ৩/১৪ (৪ ওভার)
ফিজি ২৭ রানে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ১, সুভা
আম্পায়ার: ইলিয়েসা ম্যাকগুন (ফিজি) ও ফিলিপ গিলেস্পি (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: পেনি দাকাইনিভানুয়া (ফিজি)
  • ফিজি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ মার্চ ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
 সামোয়া
১১৫ (২০ ওভার)
লেগা সিয়াকা ৭১ (৪৫)
তিমেজেন রাপি ২/২৮ (৪ ওভার)
ম্যাথিউ ফাআতেয়া ২৭ (৩@৫০-৩(৩৪)
জ্যাক গার্ডনার ৩/১৮ (৩ ওভার)
পাপুয়া নিউ গিনি একাদশ ৫৪ রানে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ১, সুভা
আম্পায়ার: তেমো নাবুকা (ফিজি) ও শন ক্যাম্পবেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: লেগা সিয়াকা (পাপুয়া নিউ গিনি একাদশ)
  • সামোয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ মার্চ ২০২৩
১০:০০
স্কোরকার্ড
ফিজি 
১৩২/৪ (১৬ ওভার)
জাকাজাকা ভেরেতাকি ৫৪* (৪৩)
জ্যাক গার্ডনার ২/১৮ (৪ ওভার)
লেগা সিয়াকা ৪৮* (২৪)
সিতেরি তাবুইসুলু ২/২৬ (৪ ওভার)
পাপুয়া নিউ গিনি একাদশ ৮ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতি)
আলবার্ট পার্ক মাঠ ১, সুভা
আম্পায়ার: জেরেমায়া লেদুয়া (ফিজি) ও মারভিন ম্যাকগুন (ফিজি)
ম্যাচসেরা: লেগা সিয়াকা (পাপুয়া নিউ গিনি একাদশ)
  • ফিজি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৬ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে পাপুয়া নিউ গিনি একাদশের লক্ষ্য ১৬ ওভারে ১৩৫ নির্ধারণ করা হয়।

১৩ মার্চ ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
ভানুয়াতু 
১৬৫/৮ (২০ ওভার)
 সামোয়া
১৪৮/৯ (২০ ওভার)
রোনাল্ড তারি ৫৬ (৪০)
তিমেজেন রাপি ৩/১৮ (৪ ওভার)
পল রারোতোগা ৫৬ (৩৯)
সিম্পসন ওবেদ ৪/২৯ (৪ ওভার)
ভানুয়াতু ১৭ রানে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ১, সুভা
আম্পায়ার: ফিলিপ গিলেস্পি (অস্ট্রেলিয়া) ও শন ক্যাম্পবেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: রোনাল্ড তারি (ভানুয়াতু)
  • সামোয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গডফ্রে মাংআউ (ভানুয়াতু), জোসেফ পিতা, তিমেজেন রাপি, পল রারোতোগা, বোন্দি পিতা, মায়েনে তুইলায়েপা, মালেতিনো মাইআভা, ম্যাথিউ ফাআতেয়া, লিউওনে ফেরেতি ও সিতানিসিলাও তোউতাই (সামোয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৪ মার্চ ২০২৩
১০:০০
স্কোরকার্ড
অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস
১৫১/৮ (২০ ওভার)
 ভানুয়াতু
১৫২/৬ (১৯.৫ ওভার)
লেভিন ম্যালাডে ৪৮ (২৬)
আপোলিনেয়ার স্টিফেন ২/২৩ (৪ ওভার)
নালিন নিপিকো ৫৮ (৩০)
ম্যাথিউ গেস্ট ২/২০ (৪ ওভার)
ভানুয়াতু ৪ উইকেটে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ১, সুভা
আম্পায়ার: ইলিয়েসা ম্যাকগুন (ফিজি) ও তেমো নাবুকা (ফিজি)
ম্যাচসেরা: নালিন নিপিকো (ভানুয়াতু)
  • ভানুয়াতু টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ মার্চ ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
ফিজি 
২০৫/৫ (২০ ওভার)
 সামোয়া
১৩৯ (১৯.১ ওভার)
জাকাজাকা ভেরেতাকি ৬০ (৪১)
ড্যারেন রোচ ১/২৭ (৩ ওভার)
জোসেফ পিতা ৪৬ (৩৯)
পেতেরো জাবেবুলা ৪/১৪ (৩.১ ওভার)
ফিজি ৬৬ রানে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ১, সুভা
আম্পায়ার: ফিলিপ গিলেস্পি (অস্ট্রেলিয়া) ও মেরিয়েল কেনি (ভানুয়াতু)
ম্যাচসেরা: জাকাজাকা ভেরেতাকি (ফিজি)
  • ফিজি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জাকাজাকা ভেরেতাকি, পেনি কোতোইসুভা, পেনি দাকাইনিভানুয়া, ভিল্লামে মানাকিতোগা, সিতেরি তাবুইসুলু (ফিজি) ও আওগা লেউতোগি (সামোয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৫ মার্চ ২০২৩
১০:০০
স্কোরকার্ড
অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস
১৭২/৯ (২০ ওভার)
 সামোয়া
৫৪ (১২.৩ ওভার)
টমাস ল্যাভেন্ডার ৮৭ (৪৭)
তিমেজেন রাপি ৩/১৯ (৪ ওভার)
ড্যারেন রোচ ১০ (৯)
ম্যাথিউ শিন ৪/১১ (৪ ওভার)
অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস ১১৮ রানে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ১, সুভা
আম্পায়ার: জেরেমায়া লেদুয়া (ফিজি) ও তেমো নাবুকা (ফিজি)
ম্যাচসেরা: টমাস ল্যাভেন্ডার (অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস)
  • অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ মার্চ ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
ভানুয়াতু 
১৫৪/৯ (২০ ওভার)
 পাপুয়া নিউ গিনি একাদশ
১৫৫/৩ (১৪.৪ ওভার)
জুনিয়র কালতাপাউ ২৫ (২৬)
নোসাইনা পোকানা ২/১৮ (৪ ওভার)
দোকো রুপা ৭৬ (৪৮)
জশুয়া রাসু ২/৩২ (৪ ওভার)
পাপুয়া নিউ গিনি একাদশ ৭ উইকেটে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ১, সুভা
আম্পায়ার: তোমাকানুতে রিতাওয়া (কুক দ্বীপপুঞ্জ) ও রানা স্টিভেনস (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: দোকো রুপা (পাপুয়া নিউ গিনি একাদশ)
  • ভানুয়াতু টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৬ মার্চ ২০২৩
১০:০০
স্কোরকার্ড
অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস
১৬৮/৫ (২০ ওভার)
সাইমন বেল ৫২ (২৫)
মাহুরু দাই ২/৩১ (৪ ওভার)
ভানি ভাগি মোরেয়া ৬৬ (৪১)
উইলিয়াম শিউই ৪/২৮ (৩.৪ ওভার)
অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস ১১ রানে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ১, সুভা
আম্পায়ার: ইলিয়েসা ম্যাকগুন (ফিজি) ও মারভিন ম্যাকগুন (ফিজি)
ম্যাচসেরা: উইলিয়াম শিউই (অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস)
  • পাপুয়া নিউ গিনি একাদশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৬ মার্চ ২০২৩
১৩:৫০
স্কোরকার্ড
ভানুয়াতু 
২২৩/৫ (২০ ওভার)
 ফিজি
১২১ (১৬.১ ওভার)
নালিন নিপিকো ১০০ (৪৯)
পেনি কোতোইসুভা ২/৫৬ (৪ ওভার)
সাইমোনি তুইতোগা ২৭ (৩১)
নালিন নিপিকো ৩/৩৪ (৪ ওভার)
ভানুয়াতু ১০২ রানে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ১, সুভা
আম্পায়ার: তোমাকানুতে রিতাওয়া (কুক দ্বীপপুঞ্জ) ও ফিলিপ গিলেস্পি (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: নালিন নিপিকো (ভানুয়াতু)
  • ফিজি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • উরাইয়া সোরোভাকাচিনি, সাইমোনি তুইতোগা (ফিজি) ও আলা ভিরালিলিউ (ভানুয়াতু)-এর টি২০আই অভিষেক হয়।
  • নালিন নিপিকো (ভানুয়াতু) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[16]

নকআউট পর্ব

রাউন্ড-রবিন পর্বে অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডীয় সেনা কোর বারবারিয়ানস তৃতীয় স্থান অর্জন করলেও দলটির পরিবর্তে টুর্নামেন্টের নিয়মানুসারে আন্তর্জাতিক দল সামোয়া নকআউট পর্বে উত্তীর্ণ হয়।[17]

বন্ধনী

  সেমিফাইনাল     ফাইনাল
                 
   ভানুয়াতু ১৪৮/৯ (২০)  
   ফিজি ১২২/৯ (২০)    
       পাপুয়া নিউ গিনি একাদশ ১৩৪ (২০)
       ভানুয়াতু ১২৭/৮ (২০)
   পাপুয়া নিউ গিনি একাদশ ১২৯/৯ (২০)    
   সামোয়া ৭১ (১৭.১)   ৩য় স্থান নির্ধারণী
 
 ফিজি ১৫৬/৬ (২০)
   সামোয়া ১৩৪/৯ (২০)
১ম সেমিফাইনাল
১৭ মার্চ ২০২৩
১০:০০
স্কোরকার্ড
ভানুয়াতু 
১৪৮/৯ (২০ ওভার)
 ফিজি
১২২/৯ (২০ ওভার)
জুনিয়র কালতাপাউ ৪৮ (৩৪)
সেরু মারুতু তুপোউ ৩/৬ (২ ওভার)
সেরু মারুতু তুপোউ ৩০ (৩৬)
জশুয়া রাসু ২/১৪ (৪ ওভার)
ভানুয়াতু ২৬ রানে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ২, সুভা
আম্পায়ার: ফিলিপ গিলেস্পি (অস্ট্রেলিয়া) ও রানা স্টিভেনস (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: জুনিয়র কালতাপাউ (ভানুয়াতু)
  • ভানুয়াতু টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
২য় সেমিফাইনাল
১৭ মার্চ ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
 সামোয়া
৭১ (১৭.১ ওভার)
তাউ তোয়া নোউ ২৮ (২২)
সিতানিসিলাও তোউতাই ২/২১ (৩ ওভার)
ড্যারেন রোচ ১৩ (১৩)
তাউ তোয়া নোউ ২/২ (১.১ ওভার)
পাপুয়া নিউ গিনি একাদশ ৫৮ রানে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ২, সুভা
আম্পায়ার: তোমাকানুতে রিতাওয়া (কুক দ্বীপপুঞ্জ) ও মারভিন ম্যাকগুন (ফিজি)
ম্যাচসেরা: তাউ তোয়া নোউ (পাপুয়া নিউ গিনি একাদশ)
  • সামোয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় স্থান নির্ধারণী

১৮ মার্চ ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
ফিজি 
১৫৬/৬ (২০ ওভার)
 সামোয়া
১৩৪/৯ (২০ ওভার)
নোয়া আজাওয়েই ৪৮* (২২)
আফাপেনে ইলাওআ ২/২৮ (৩ ওভার)
তিমেজেন রাপি ২৮ (১৯)
পেনি দাকাইনিভানুয়া ৪/৩২ (৪ ওভার)
ফিজি ২২ রানে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ১, সুভা
আম্পায়ার: রানা স্টিভেনস (নিউজিল্যান্ড) ও শন ক্যাম্পবেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: নোয়া আজাওয়েই (ফিজি)
  • ফিজি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আফাপেনে ইলাওআ (সামোয়া)-এর টি২০আই অভিষেক হয়।

ফাইনাল

১৮ মার্চ ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
 ভানুয়াতু
১২৭/৮ (২০ ওভার)
লেগা সিয়াকা ৫৮ (৩৭)
টিম কাটলার ৫/১৩ (৪ ওভার)
নালিন নিপিকো ৫৪ (৩৮)
প্যাট্রিক নোউ ৩/১৪ (৪ ওভার)
পাপুয়া নিউ গিনি একাদশ ৭ রানে জয়ী
আলবার্ট পার্ক মাঠ ২, সুভা
আম্পায়ার: ফিলিপ গিলেস্পি (অস্ট্রেলিয়া) ও মারভিন ম্যাকগুন (ফিজি)
ম্যাচসেরা: টিম কাটলার (ভানুয়াতু)
  • পাপুয়া নিউ গিনি একাদশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "Samoa's cricketers gearing up for Pacific Islands Cup"সামোয়া অবজার্ভার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২৩
  2. "Vanuatu Men's Cricketers Reap Earnings Boost as 2023 Contracts Announced"ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৩
  3. "Plans to revive cricket"দ্য ফিজি টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৩ প্রেসরিডার-এর মাধ্যমে।
  4. "Cricket Fiji prepares for PICC23"দ্য ফিজি টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৩
  5. "Cricket Fiji to host Men's/Women's Pacific Island Cricket Challenge 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৩
  6. "Cricket Fiji will co-host the inaugural Pacific Island Cricket Challenge 2023"ফিজিভিলেজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৩
  7. "PNG rules cricket"দ্য ফিজি টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৩
  8. "#PICC23 UPDATES"ক্রিকেট ফিজি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৩ ফেসবুক-এর মাধ্যমে।
  9. "PNG CRICKET TEAMS WILL TAKE PART IN THE PACIFIC ISLAND CRICKET CHALLENGE IN SUVA"পাপুয়া নিউ গিনি হাউস বুং (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৩
  10. "Cricket teams challenged"ফিজীয় সম্প্রচার কর্পোরেশন সংবাদ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৩
  11. "National Men's & Women's Team to Travel to Fiji for Inaugural Pacific Island Cricket Challenge 2023"ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২৩
  12. "Samoa gears up for Pacific Island Cricket Challenge 2023"লুপ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৩
  13. "Academy squads to compete in challenge"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৩
  14. "The National Men's team that will represent Fiji to the inaugural Pacific Island Cricket Challenge (PICC23) was announced today"ক্রিকেট ফিজি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ফেসবুক-এর মাধ্যমে।
  15. "Samoa names strong team for Pacific Cup"সামোয়া অবজার্ভার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৩
  16. "Holiday Inn Resort Vanuatu Men's & Women's Team Through to Pacific Island Cricket Challenge Final"ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৩
  17. "আন্তর্জাতিক ক্রিকেট সমাচার only international teams will play in the semis in accordance to tournament rules. Does not take away anything from the Barbarians who played well. However their players have a chance to vie for the Pacific XI!!"ক্রিকেট ফিজি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৩ ফেসবুক-এর মাধ্যমে।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.