২০২৩ দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজ

২০২৩ দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজ ছিল একটি ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২৩ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।[1] টুর্নামেন্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সঙ্গে অংশগ্রহণ করে ওয়েস্ট ইন্ডিজভারত, এবং টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) হিসেবে খেলা হয়।[2] টুর্নামেন্টের সবগুলো ম্যাচ পূর্ব লন্ডনের বাফেলো পার্কে অনুষ্ঠিত হয়।[3] অংশগ্রহণকারী দলগুলোর জন্য টুর্নামেন্টটি ২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[4]

২০২৩ দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজ
তারিখ১৯ জানুয়ারি ২০২৩ – ২ ফেব্রুয়ারি ২০২৩
অবস্থানদক্ষিণ আফ্রিকা
ফলাফল দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টে জয়ী
সিরিজ সেরা খেলোয়াড় দীপ্তি শর্মা
দলসমূহ
 ওয়েস্ট ইন্ডিজ  দক্ষিণ আফ্রিকা  ভারত
অধিনায়কবৃন্দ
হেইলি ম্যাথিউস সুনে লুস হরমনপ্রীত কৌর
সর্বাধিক রান
হেইলি ম্যাথিউস (১২৫) ক্লোয়ি-লেসলি ট্রাইঅন (৮৬) হরমনপ্রীত কৌর (১০৯)
সর্বাধিক উইকেট
শামিলিয়া কনেল (৩) নোনকুলুলেকো ম্লাবা (৬) দীপ্তি শর্মা (৯)

টুর্নামেন্টের ফাইনালে ভারতকে ৫ উইকেটে পরাজিত করে বিজয়ী হয় দক্ষিণ আফ্রিকা।[5]

দলীয় সদস্য

 ওয়েস্ট ইন্ডিজ[6]  দক্ষিণ আফ্রিকা[7]  ভারত[8]

টুর্নামেন্ট শুরুর আগে চোটের কারণে চেরি-অ্যান ফ্রেজার ওয়েস্ট ইন্ডিজ দল থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে শানিকা ব্রুসকে দলে নেয়া হয়।[9] টুর্নামেন্টের রাউন্ড-রবিন পর্বের শেষ ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে জাইদা জেমস, জানিলিয়া গ্লাসগো, জেনাবা জোসেফ ও ত্রিশান হোল্ডারকে অন্তর্ভুক্ত করা হয়।[10]

রাউন্ড-রবিন

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 ভারত +২.১৮১
 দক্ষিণ আফ্রিকা +১.০০৬
 ওয়েস্ট ইন্ডিজ −২.৪৩৫

     ফাইনালে উত্তীর্ণ

সূচি

১৯ জানুয়ারি ২০২৩
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
১৪৭/৬ (২০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১২০/৯ (২০ ওভার)
অমনজোত কৌর ৪১* (৩০)
নোনকুলুলেকো ম্লাবা ২/১৫ (৩ ওভার)
সুনে লুস ২৯ (৩০)
দীপ্তি শর্মা ৩/৩০ (৪ ওভার)
ভারত ২৭ রানে জয়ী
বাফেলো পার্ক, পূর্ব লন্ডন
আম্পায়ার: টমাস মোকোরোসি (দক্ষিণ আফ্রিকা) ও লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: অমনজোত কৌর (ভারত)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অমনজোত কৌর (ভারত)-এর টি২০আই অভিষেক হয়।

২১ জানুয়ারি ২০২৩
১৫:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
১৪১/৫ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
৯৭/৮ (২০ ওভার)
মারিজান কাপ ৫২ (৪৩)
শামিলিয়া কনেল ২/১৭ (৩ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৪৪ রানে জয়ী
বাফেলো পার্ক, পূর্ব লন্ডন
আম্পায়ার: ফিলিপ ফোসলো (দক্ষিণ আফ্রিকা) ও রায়ান হেনড্রিকস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: মাসাবাতা ক্লাস (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৩ জানুয়ারি ২০২৩
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
১৬৭/২ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১১১/৪ (২০ ওভার)
স্মৃতি মন্ধনা ৭৪* (৫১)
কারিশমা রামহরক ১/১২ (১ ওভার)
শেমেইন ক্যাম্পবেল ৪৭ (৫৭)
দীপ্তি শর্মা ২/২৯ (৪ ওভার)
ভারত ৫৬ রানে জয়ী
বাফেলো পার্ক, পূর্ব লন্ডন
আম্পায়ার: ফিলিপ ফোসলো (দক্ষিণ আফ্রিকা) ও লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: স্মৃতি মন্ধনা (ভারত)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৫ জানুয়ারি ২০২৩
১৫:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
৯৭/৬ (২০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
৯৮/০ (১৩.৪ ওভার)
হেইলি ম্যাথিউস ৩৪ (২৬)
তুমি সেখুখুনে ২/২৪ (৪ ওভার)
তাজমিন ব্রিটস ৫০* (৪৩)
দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী
বাফেলো পার্ক, পূর্ব লন্ডন
আম্পায়ার: টমাস মোকোরোসি (দক্ষিণ আফ্রিকা) ও রায়ান হেনড্রিকস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: তাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যানেরি ডার্কসেন (দক্ষিণ আফ্রিকা)-এর টি২০আই অভিষেক হয়।

২৮ জানুয়ারি ২০২৩
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
৪/০ (২ ওভার)
ফলাফল হয়নি
বাফেলো পার্ক, পূর্ব লন্ডন
আম্পায়ার: রায়ান হেনড্রিকস (দক্ষিণ আফ্রিকা) ও লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

৩০ জানুয়ারি ২০২৩
১৫:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
৯৪/৬ (২০ ওভার)
 ভারত
৯৫/২ (১৩.৫ ওভার)
ভারত ৮ উইকেটে জয়ী
বাফেলো পার্ক, পূর্ব লন্ডন
আম্পায়ার: টমাস মোকোরোসি (দক্ষিণ আফ্রিকা) ও ফিলিপ ফোসলো (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: দীপ্তি শর্মা (ভারত)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জাইদা জেমস ও জানিলিয়া গ্লাসগো (ওয়েস্ট ইন্ডিজ)-এর টি২০আই অভিষেক হয়।

ফাইনাল

২ ফেব্রুয়ারি ২০২৩
১৫:০০
স্কোরকার্ড
ভারত 
১০৯/৪ (২০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১১৩/৫ (১৮ ওভার)
হারলিন দেওল ৪৬ (৫৬)
নোনকুলুলেকো ম্লাবা ২/১৬ (৪ ওভার)
ক্লোয়ি-লেসলি ট্রাইঅন ৫৭* (৩২)
স্নেহ রানা ২/২১ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী
বাফেলো পার্ক, পূর্ব লন্ডন
আম্পায়ার: টমাস মোকোরোসি (দক্ষিণ আফ্রিকা) ও লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: ক্লোয়ি-লেসলি ট্রাইঅন (দক্ষিণ আফ্রিকা)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "South Africa to host West Indies, India in tri-series before Women's T20 World Cup"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২
  2. "MOMENTUM PROTEAS TO FACE INDIA AND WEST INDIES IN T20I TRI-SERIES IN EAST LONDON"ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২
  3. "Connell upbeat upon return as West Indies anticipate Tri-Series challenge"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩
  4. "South Africa to host India and West Indies in build-up to 2023 women's T20 World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২
  5. "Tryon fifty seals tri-series title for South Africa"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩
  6. "West Indies Women name 16-member squad for Tri-Series against South Africa and India"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২২
  7. "Dane van Niekerk left out of SA tri-series against India and West Indies"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৩
  8. "India squad for ICC Women's T20 World Cup 2023 & tri-series in South Africa announced"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২২
  9. "Shanika Bruce replaces Cherry Ann Fraser for Women's T20I Tri-Series in South Africa"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩
  10. "West Indies Women call up Under 19 Rising Stars as injury cover for final Tri-Series match"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.