২০২৩ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব

২০২২ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব ২০২২ সালে অনুষ্ঠিতব্য একটি ক্রিকেট প্রতিযোগিতা। এতে ২০২৩ বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল বাছাই করা হবে।[1][2] প্রতিযোগিতার আয়োজক চূড়ান্ত করা হবে। [3]

২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব
তারিখ১৮ জুন – ৯ জুলাই ২০২৩
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনএকদিনের আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন এবং নকআউট
আয়োজক জিম্বাবুয়ে
অংশগ্রহণকারী দলসংখ্যা১০
আনুষ্ঠানিক ওয়েবসাইটwww.icc-cricket.com

২০২০-২২ বিশ্বকাপ সুপার লীগের সর্বনিম্ন অবস্থানকারী পাঁচটি দলকে নিয়ে (অথবা, যদি বিশ্বকাপের আয়োজক ভারত যদি সেরা আটের বাইরে তাদের অবস্থান রেখে সম্পন্ন করে, তবে ভারতকে বাদ দিয়ে বাকী পাঁচটি সর্বনিম্ন দল) এবং অতিরিক্ত পাঁচটি এসোসিয়েট সদস্য দলের সমন্বয়ে বিশ্বকাপের জন্য ১০ দলের বাছাই প্রতিযোগিতা সম্পন্ন হবে।[4]

২০১৮ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করে যে, বাছাইপর্বের সবগুলো খেলা একদিনের আন্তর্জাতিক খেলার মর্যাদা পাবে। ব্যতিক্রম শুধু, প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত যদি কোন দলের ওডিআই মর্যাদা না থাকে তাহলে উক্ত খেলাটি বাদ যাবে।[5][6]

দল ও যোগ্যতা

২০২৩ ক্রিকেট বিশ্বকাপে যোগ্যতা অর্জনের লেখচিত্র

আইসিসির পূর্ণ সদস্য ১২টি দল ও নেদারল্যান্ডসকে নিয়ে সুপার লীগ খেলায় শীর্ষ ৭টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। ভারত টীকা আয়োজক দেশ হিসাবে সরাসরি বিশ্বকাপে উন্নীত হয়ে যাবে। বাকী পাঁচটি দল ও আইসিসি র‍্যাংকিংয়ের ১৪তম হতে ২০তম মোট ৭টি দলের মধ্যে অনুষ্ঠিত লীগ ২ থেকে শীর্ষ ৩টি দলসহ মোট ৮টি দল এবং ২১তম থেকে ৩১তম স্থানাধিকারী দলের মধ্যে অনুষ্ঠিত চ্যালেঞ্জ লীগের শীর্ষ ২ দল ও লীগ-২ তে থাকা বাকী ৪ দলসহ মোট ৬টি দলের মধ্যে প্লে-অফের মাধ্যমে শীর্ষ ২টি দল নির্বাচিত করে মোট ১০টি দলের মধ্যে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের চূড়ান্ত খেলা। বাছাইপর্বের শীর্ষ দুটি দল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে।

টীকা:

  • ভারত আয়োজক হিসাবে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে।
  • ভারত যদি সুপার লিগে শীর্ষ ৭ এ অবস্থান করে তাহলে ভারতকে গণনা থেকে বাদ দিয়ে শীর্ষ ৭ দল নির্বাচন করা হবে।
  • ভারত যদি নিম্ন ৫ অবস্থায় সুপার লিগ সমাপ্ত করে তাহলে ভারতকে গণনা থেকে বাদ দিয়ে নিম্নতম ৫টি দলকে বাছাইপর্বের জন্য ঘোষণা করা হবে।

যোগ্যতার পরিভাষা[7] তারিখ স্থান অন্তর্ভূক্তি যোগ্য
সুপার লিগ (শেষ ৫) ৩০ জুলাই ২০২০ - ১৪ মে ২০২৩ বিভিন্ন  নেদারল্যান্ডস
 শ্রীলঙ্কা
 ওয়েস্ট ইন্ডিজ
 জিম্বাবুয়ে
লিগ ২ (শীর্ষ ৩) ১৪ আগস্ট ২০১৯ - ১৬ মার্চ ২০২৩ বিভিন্ন  স্কটল্যান্ড
 ওমান
   নেপাল
প্লে-অফ (শীর্ষ ২) ২৬ মার্চ - ৫ এপ্রিল ২০২৩ বিভিন্ন  মার্কিন যুক্তরাষ্ট্র
 সংযুক্ত আরব আমিরাত

তথ্যসূত্র

  1. "New qualification pathway for ICC Men's Cricket World Cup approved"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৯
  2. "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৯
  3. "Star bags rights for ICC events from 2015 to 2023"Cricbuzz (ইংরেজি ভাষায়)। ১৩ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৭
  4. "New cricket calendar aims to give all formats more context"। ৪ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৯
  5. "ICC awards Asia Cup ODI status"www.icc-cricket.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৬
  6. "All Asia Cup matches awarded ODI status"www.espncricinfo.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৬
  7. "ICC Men's Cricket World Cup Qualification Pathway frequently asked questions"International Cricket Council। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.