২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যা আইপিএল ১৬ ও স্পনসরজনিত কারণে টাটা আইপিএল ২০২৩ নামেও পরিচিত। এটি হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষোড়শ মৌসুম। আইপিএল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) দ্বারা প্রতিষ্ঠিত একটি পেশাদার টি২০ ক্রিকেট লিগ।[1] গুজরাত টাইটান্স দল গত মরসুমের বিজয়ী দল।
তারিখ | ৩১ মার্চ – ২৮ মে ২০২৩ |
---|---|
তত্ত্বাবধায়ক | ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) |
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ |
প্রতিযোগিতার ধরন | দ্বৈত রাউন্ড–রবিন ও প্লে–অফ |
আয়োজক | ভারত |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ১০ |
খেলার সংখ্যা | ৭৪ |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | www |
পটভূমি
বিসিসিআই এই মৌসুম শুরুর আগে একটি প্রভাবশালী খেলোয়াড় প্রথা চালু করেছে। দলগুলি তাদের মূল একাদশের খেলোয়াড় ছাড়াও প্রতিটি খেলা শুরুর আগে তাদের দলের জন্য ৪জন বিকল্প খেলোয়াড় মনোনয়ন করতে পারবে। ম্যাচ চলাকালীন সময়ে একজন বিকল্প খেলোয়াড়কে ব্যবহার করতে পারবে।[2]
নতুন নিয়ম
এই আসর থেকেই বিসিসিআই চাচ্ছে নতুন কিছু নিয়ম প্রণয়ন করতে, যেমন মাঠে থাকা ফিল্ডার ও উইকেট-রক্ষকের অবিচারিত গতিবিধি ও অঙ্গভঙ্গি কারণে তারা ৫ রানের জরিমানা গুনবে এবং সাথে সাথে মাঠে থাকা আম্পায়ার উক্ত বলটিকে ডেড বা বাতিল বলে ঘোষণা করতে পারবে। উভয় দলের অধিনায়কগণ টসের পরে তাদের একাদশ ও বিকল্প খেলোয়াড় ঘোষণা করতে পারবে, ফলে তারা অবস্থা অনুযায়ী খেলতে পারবে। ৩০ গজের বাইরে কেবল চার জন খেলোয়াড় থাকার অনুমতি পাবে যদি নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করা না হয়।[3] খেলোয়াড়গন এখন ডিআরএস এর মাধ্যমে নো-বল ও ওয়াইড বল পর্যবেক্ষণের সুযোগ পাবে, যা বর্তমানে মহিলা প্রিমিয়ার লিগে ব্যবহার হচ্ছে। টি২০ ক্রিকেটে এর ব্যবহার এটিই হবে প্রথম।[4]
কমকর্তার পরিবর্তন
২০২২ এর নভেম্বরে, শিখর ধাওয়ানের পরিবর্তে মায়াঙ্ক আগরওয়ালকে পাঞ্জাব কিংস এর অধিনায়ক নিযুক্ত করা হয়।[5] অনিল কুম্বলে এর বদলে ট্রেভর বেলিসকে পাঞ্জাব কিংসের প্রধান কোচ নিযুক্ত করা হয়। ২০২২ এর আগস্টে, চন্দ্রকান্ত পণ্ডিতকে ব্রেন্ডন ম্যাককুলাম-এর স্থলে কলকাতা নাইট রাইডার্স এর প্রধান কোচ নির্বাচন করা হয়।[6] টম মুডিকে পরিবর্তন করে ব্রায়ান লারাকে সানরাইজার্স হায়দ্রাবাদ এর প্রধান কোচ নিযুক্ত করা হয়।[7]
২৩ ডিসেম্বর ২০২২ তারিখে কোচিতে আইপিএল-এর নিলাম অনুষ্ঠিত হয়।[8] সবচেয়ে দামী খেলোয়াড় হিসাবে নিলাম হয় টম কারেন, যাকে পাঞ্জাব কিংস ₹ ১৮.৫০ কোটি (US$ ২.২৬ মিলিয়ন) মূল্যে কিনে নেয়। যা আইপিএল আসরের ইতিহাসে সর্বাধিক পরিশোধিত খেলোয়াড়।[9]
সরাসরি সম্প্রচার
২০২২-এর জুনে প্রতিযোগিতাটির সম্প্রচারস্বত্ত্ব ₹৪৮,৩৯০ কোটি (US$ ৫.৯১ বিলিয়ন) তে বিক্রয় হয়, যার ফলে প্রতিযোগিতাটি ন্যাশনাল ফুটবল লিগ-এর পর পৃথিবীর দ্বিতীয় দামী প্রতিযোগিতায় পরিণত হয় এবং ইংলিশ প্রিমিয়ার লিগকেও পেছেনে ফেলে দেয়।[10] স্টার স্পোর্টস তাদের সম্প্রচারস্বত্ত্ব নবায়ন করে এবং ভায়াকম ১৮ একচেটিয়াভাবে অনলাইন স্ট্রিমিংয়ের স্বত্ত্ব পায় যা তারা জিও সিনেমা অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যেমে দর্শকের হাতে পৌছে দিবে।[11][12][13] প্রথমবারের মতো আইপিএলের ম্যাচগুলো সম্প্রচারিত হবে ৪কে (আল্ট্রা এইচডি); ভারতে এটি সম্প্রচারিত হবে বিনামূল্য শুধুমাত্র জিও সিনেমা অ্যাপে। সরাসরি ম্যাচ চলাকালীন সময়ে দর্শকদের হাতে থাকছে ক্যামেরার দৃশ্যপট, ধারাভাষ্য ও ভাষা পরিবর্তনের সুযোগ।[14]
মাঠ
খেলাগুলো সারা ভারতে মোট ১২টি মাঠে অনুষ্ঠিত হবে, যদিও নক-আউট পর্বের খেলাগুলোর সূচি এখনো প্রকাশ করা হয়নি। গুয়াহাটি স্টেডিয়ামটি এবারের আইপিএল আসরে অভিষেক করতে যাচ্ছে এবং রাজস্থানের প্রথম ২টি স্থানীয় খেলা অনুষ্ঠিত হবে। পরের ৫টি স্থানীয় খেলা অনুষ্ঠিত হবে জয়পুরে[15], অপরদিকে দীর্ঘ ১০ বছর পর ধর্মশালায় অনুষ্ঠিত হবে পাঞ্জাব কিংসের শেষ ২টি খেলা, যার প্রথম ৫টি খেলা অনুষ্ঠিত হবে মোহালিতে। অপর ৮টি দল তাদের স্থানীয় খেলাগুলো খেলবে তাদের পূর্বনির্ধারিত মাঠেই।
আহমেদাবাদ | বেঙ্গালুরু | চেন্নাই | দিল্লি |
---|---|---|---|
গুজরাত টাইটান্স | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | চেন্নাই সুপার কিংস | দিল্লি ক্যাপিটালস |
নরেন্দ্র মোদী স্টেডিয়াম | এম. চিন্নাস্বামী স্টেডিয়াম | এম. এ. চিদম্বরম স্টেডিয়াম | অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়াম |
ধারণক্ষমতা: ১৩২,০০০ | ধারণক্ষমতা: ৩৫,০০০ | ধারণক্ষমতা: ৫০,০০০ | ধারণক্ষমতা: ৪১,০০০ |
ধর্মশালা | গুয়াহাটি | ||
পাঞ্জাব কিংস | রাজস্থান রয়্যালস | ||
হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়াম | আসাম ক্রিকেট সংস্থা স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা: ২৩,০০০ | ধারণক্ষমতা: ৫০,০০০ | ||
হায়দ্রাবাদ | জয়পুর | ||
সানরাইজার্স হায়দ্রাবাদ | রাজস্থান রয়্যালস | ||
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | সয়াই মানসিং স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা: ৫৫,০০০ | ধারণক্ষমতা: ২৫,০০০ | ||
কলকাতা | লখনউ | মোহালি | মুম্বই |
কলকাতা নাইট রাইডার্স | লখনউ সুপার জায়ান্টস | পাঞ্জাব কিংস | মুম্বই ইন্ডিয়ান্স |
ইডেন গার্ডেন্স | একনা ক্রিকেট স্টেডিয়াম | ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা স্টেডিয়াম | ওয়াংখেড়ে স্টেডিয়াম |
ধারণক্ষমতা: ৬৮,০০০ | ধারণক্ষমতা: ৫০,০০০ | ধারণক্ষমতা: ২৬,০০০ | ধারণক্ষমতা: ৩৩,০০০ |
বিন্যাস
পূর্বের আসরের ন্যায় দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি দল গ্রুপ পর্যায়ে ১৪টি ম্যাচ খেলবে, নিজগ্রুপের দলের সাথে একটি করে এবং অপরগ্রুপের দলের সাথে দুইটি করে ঘরের মাঠে ও প্রতিপক্ষের মাঠে।[16]
ম্যাচের অগ্রগতি
পয়েন্ট তালিকা
অব | গ্রুপ | দল | খেলা | জ | হা | ফহ | পয়েন্ট | এনআরআর | অগ্রসর/বিদায় |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বি | গুজরাত টাইটান্স | ৮ | ৬ | ২ | ০ | ১২ | +০.৬৩৮ | বাছাই ১ এ অগ্রসর |
২ | এ | লখনউ সুপার জায়ান্টস | ৮ | ৫ | ৩ | ০ | ১০ | +০.৮৪১ | |
৩ | এ | রাজস্থান রয়্যালস | ৯ | ৫ | ৪ | ০ | ১০ | +০.৮০০ | এলিমিনেটর পর্বে অগ্রসর |
৪ | বি | চেন্নাই সুপার কিংস | ৯ | ৫ | ৪ | ০ | ১০ | +০.৩২৯ | |
৫ | বি | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ৮ | ৪ | ৪ | ০ | ৮ | −০.১৩৯ | বিদায় |
৬ | বি | পাঞ্জাব কিংস | ৯ | ৫ | ৪ | ০ | ১০ | −০.৪৪৭ | |
৭ | এ | মুম্বই ইন্ডিয়ান্স | ৮ | ৪ | ৪ | ০ | ৮ | −০.৫০২ | |
৮ | এ | কলকাতা নাইট রাইডার্স | ৯ | ৩ | ৬ | ০ | ৬ | −০.১৪৭ | |
৯ | বি | সানরাইজার্স হায়দ্রাবাদ | ৮ | ৩ | ৫ | ০ | ৬ | −০.৫৭৭ | |
১০ | এ | দিল্লি ক্যাপিটালস | ৮ | ২ | ৬ | ০ | ৪ | −০.৮৯৮ |
ম্যাচের সারাংশ
জয় | হার | ফলাফল হয়নি |
- টীকা: প্রতিটি গ্রুপ ম্যাচের খেলা শেষে পয়েন্ট হালনাগাদ করা হয়েছে।
- টীকা: খেলার সারাংশ দেখতে (গ্রুপ খেলার) পয়েন্টের উপর অথবা (প্লে-অফের) জ/হা এর উপর ক্লিক করুন।
স্থানীয় দল জয়ী হয় | অতিথি দল জয়ী হয় |
- দ্রষ্টব্য: ম্যাচের ফলাফল স্থানীয় দল (লম্বালম্বি ভাবে) এবং অতিথি দল (আড়াআড়ি ভাবে) অনুযায়ী সাজানো হয়েছে।
- দ্রষ্টব্য: ম্যাচের পূর্ণাঙ্গ ফলাফল জানতে সংক্ষিপ্ত ফলাফলে ক্লিক করুন।
গ্রুপ পর্ব
১৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে গ্রুপ পর্বের সময়সূচী প্রকাশ করা হয়।[17]
খেলাগুলো
ব |
||
- গুজরাত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন আম্বতি রায়ডুর পরিবর্তে তুষার দেশপাণ্ডে (চেন্নাই সুপার কিংস)[18] এবং কেন উইলিয়ামসন এর পরিবর্তে সাই সুদর্শন (গুজরাত টাইটান্স)।[19]
ব |
||
- কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে কলকাতা নাইট রাইডার্সের জন্য ১৬ ওভারে ১৫৩ রানের নতুন লক্ষ্যমাত্রা প্রদান করা হয়।
- বিকল্প খেলোয়াড়: ভানুকা রাজাপক্ষের পরিবর্তে রিশি ধাওয়ান (পাঞ্জাব কিংস) এবং বরুন চক্রবর্তীর পরিবর্তে ভেঙ্কটেশ আইয়ার (কলকাতা নাইট রাইডার্স) বিকল্প ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে মাঠে আসেন।[20]
ব |
||
- দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন খলিল আহমেদের পরিবর্তে আমান হাকিম খান (দিল্লি ক্যাপিটালস) এবং আয়ুশ বদোনির পরিবর্তে কৃষ্ণাপ্পা গৌতম (লখনউ সুপার জায়ান্টস)।
- মার্ক উড ২০২৩ আইপিএলে প্রথম পাঁচ উইকেট লাভ করে এবং কাইল মেয়ার্স এর অভিষেক হয়।[21]
ব |
||
- সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন ফজলহক ফারুকী এর পরিবর্তে আব্দুল সামাদ (সানরাইজার্স হায়দ্রাবাদ) এবং যশস্বী জয়সওয়াল এর পরিবর্তে নবদীপ সাইনি (রাজস্থান রয়্যালস)[22]
ব |
||
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন সূর্যকুমার যাদব এর পরিবর্তে জেসন বেহরেনডর্ফ (মুম্বই ইন্ডিয়ান্স)
- আরশাদ খান ও নেহাল বাধেরা উভয়েই টি২০ ক্রিকেটে অভিষেক করে।
ব |
||
- লখনউ সুপার জায়ান্টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন আভেশ খান এর পরিবর্তে আয়ুশ বদোনি (লখনউ সুপার জায়ান্টস) এবং আম্বতি রায়ডুর পরিবর্তে তুষার দেশপাণ্ডে (চেন্নাই সুপার কিংস)।
ব |
||
- গুজরাত টাইটান্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন সরফরাজ খান এর পরিবর্তে খলিল আহমেদ (দিল্লি ক্যাপিটালস) এবং জোশ লিটল-এর পরিবর্তে বিজয় শঙ্কর (গুজরাত টাইটান্স)।
ব |
||
- রাজস্থান রয়্যালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন যুজবেন্দ্র চাহাল এর পরিবর্তে ধ্রুব জুরেল (রাজস্থান রয়্যালস) এবং প্রভসিমরন সিং-এর পরিবর্তে ঋষি ধাওয়ান (পাঞ্জাব কিংস)।
ব |
||
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- সুইয়াস শর্মা (কলকাতা নাইট রাইডার্স) টি২০ ক্রিকেটে অভিষেক করে।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন মোহাম্মদ সিরাজ এর পরিবর্তে অনুজ রাউত (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) এবং ভেঙ্কটেশ আইয়ার-এর পরিবর্তে সুইয়াশ শর্মা (কলকাতা নাইট রাইডার্স)।
ব |
||
- সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন অমিত মিশ্র এর পরিবর্তে আয়ুশ বদোনি (লখনউ সুপারজায়ান্টস) এবং রাহুল ত্রিপাঠী-এর পরিবর্তে ফজলহক ফারুকী (সানরাইজার্স হায়দ্রাবাদ)।
ব |
||
- দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন খলিল আহমেদ এর পরিবর্তে পৃথ্বী শ (দিল্লি ক্যাপিটালস) এবং জস বাটলার-এর পরিবর্তে মুরুগান অশ্বিন (রাজস্থান রয়্যালস)।
ব |
||
- চেন্নাই সুপার কিংস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন দীপক চাহার এর পরিবর্তে আম্বতি রায়ডু (চেন্নাই সুপার কিংস) এবং টিম ডেভিড-এর পরিবর্তে কুমার কার্তিকেয়া (মুম্বই ইন্ডিয়ান্স)।
ব |
||
ভেঙ্কটেশ আইয়ার ৮৩ (৪০) ৩/৩৭ (৪ ওভার) |
- গুজরাত টাইটান্স টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন সাই সুদর্শন এর পরিবর্তে জোশ লিটল (গুজরাত টাইটান্স) এবং সুইয়াশ শর্মা-এর পরিবর্তে ভেঙ্কটেশ আইয়ার (কলকাতা নাইট রাইডার্স)।
- রশীদ খান (গুজরাত টাইটান্স) হ্যাট্রিক লাভ করেন।[23]
ব |
||
- সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মোহিত রাঠি (পাঞ্জাব কিংস) টুয়েন্টি২০ ক্রিকেটে অভিষেক করে।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন প্রভসিমরন সিং এর পরিবর্তে সিকান্দার রাজা (পাঞ্জাব কিংস)।
ব |
||
- লখনউ সুপার জায়ান্টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন অমিত মিশ্র এর পরিবর্তে আয়ুশ বদোনি (লখনউ সুপার জায়ান্টস) এবং অনুজ রাউত এর পরিবর্তে কর্ণ শর্মা।
ব |
||
- মুম্বই ইন্ডিয়ান্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন পৃথ্বী শ এর পরিবর্তে মুকেশ কুমার (দিল্লি ক্যাপিটালস) এবং রিলি মেরেডিথ এর পরিবর্তে টিম ডেভিড।
ব |
||
- চেন্নাই সুপার কিংস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন সিসান্দা মাগালা এর পরিবর্তে আম্বতি রায়ডু (চেন্নাই সুপার কিংস) এবং জস বাটলার এর পরিবর্তে অ্যাডাম জাম্পা (রাজস্থান রয়্যালস)।
ব |
||
- গুজরাত টাইটান্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন ভানুকা রাজাপক্ষ এর পরিবর্তে রাহুল চাহার (পাঞ্জাব কিংস)।
- কাগিসো রাবাদা (পাঞ্জাব কিংস) ম্যাচের বিচারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রতিযোগিতায় ১০০তম উইকেট লাভের গৌরব অর্জন করেন।[24]
ব |
||
- কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- হ্যারি ব্রুক (সানরাইজার্স হায়দ্রাবাদ) আইপিএলে তার প্রথম শতরান সংগ্রহ করেন।[25]
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন হ্যারি ব্রুক এর পরিবর্তে ওয়াশিংটন সুন্দর (সানরাইজার্স হায়দ্রাবাদ) এবং সুইয়াশ শর্মা এর পরিবর্তে ভেঙ্কটেশ আইয়ার (কলকাতা নাইট রাইডার্স)।
ব |
||
- দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন মহিপাল লোমরর এর পরিবর্তে অনুজ রাউত (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) এবং মুস্তাফিজুর রহমান এর পরিবর্তে পৃথ্বী শ (দিল্লি ক্যাপিটালস)।
- বিজয়কুমার বৈশক আইপিএল অভিষেক করে।[26]
ব |
||
- পাঞ্জাব কিংস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন কাইল মেয়ার্স এর পরিবর্তে কৃষ্ণাপ্পা গৌতম (লখনউ সুপার জায়ান্টস) এবং রাহুল চাহার এর পরিবর্তে প্রভসিমরন সিং (পাঞ্জাব কিংস)।
ব |
||
- মুম্বই ইন্ডিয়ান্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন রাইলি মেরেডিথ এর পরিবর্তে রোহিত শর্মা (মুম্বই ইন্ডিয়ান্স) এবং ভেঙ্কটেশ আইয়ার এর পরিবর্তে সুইয়াশ শর্মা (কলকাতা নাইট রাইডার্স)।
- ভেঙ্কটেশ আইয়ার আইপিএলে তার প্রথম শতক সংগ্রহ করেন।[27]
- অর্জুন তেন্ডুলকর আইপিএলে অভিষেক করে[28] এবং প্রথম পিতা ও পুত্র জুড়ি যারা আইপিএল খেলেন।[29]
ব |
||
- রাজস্থান রয়্যালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন যুজবেন্দ্র চাহাল এর পরিবর্তে দেবদূত পাদিক্কাল (রাজস্থান রয়্যালস) এবং শুভমান গিল এর পরিবর্তে নূর আহমদ (গুজরাত টাইটান্স)।
ব |
||
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন আম্বতি রায়ডু এর পরিবর্তে আকাশ সিং (চেন্নাই সুপার কিংস) এবং মোহাম্মদ সিরাজ এর পরিবর্তে সুয়শ প্রভুদেসাই (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)।
ব |
||
- সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন তিলক বর্মা এর পরিবর্তে রাইলি মেরেডিথ (মুম্বই ইন্ডিয়ান্স) এবং টি. নটরাজন এর পরিবর্তে আব্দুল সামাদ (সানরাইজার্স হায়দ্রাবাদ)।
ব |
||
- রাজস্থান রয়্যালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন যুজবেন্দ্র চাহাল এর পরিবর্তে দেবদূত পাদিক্কাল (রাজস্থান রয়্যালস) এবং কাইল মেয়ার্স এর পরিবর্তে অমিত মিশ্র (লখনউ সুপার জায়ান্টস)।
ব |
||
- পাঞ্জাব কিংস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন রাহুল চাহার এর পরিবর্তে প্রভসিমরন সিং (পাঞ্জাব কিংস) এবং ফাফ দু প্লেসিস এর পরিবর্তে বিজয়কুমার বৈশক (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)।
ব |
||
- দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন ভেঙ্কটেশ আইয়ার এর পরিবর্তে অনুকুল রায় (কলকাতা নাইট রাইডার্স) এবং ইশান্ত শর্মা এর পরিবর্তে পৃথ্বী শ (দিল্লি ক্যাপিটালস)।
ব |
||
- চেন্নাই সুপার কিংস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন রাহুল ত্রিপাঠী এর পরিবর্তে মায়াঙ্ক ডাগর (সানরাইজার্স হায়দ্রাবাদ) এবং আকাশ সিং এর পরিবর্তে আম্বতি রায়ডু (চেন্নাই সুপার কিংস)।
ব |
||
- গুজরাত টাইটান্স টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন অমিত মিশ্র এর পরিবর্তে প্রেরক মানকান্দ (লখনউ সুপার জায়ান্টস) এবং শুভমান গিল এর পরিবর্তে জয়ন্ত যাদব (গুজরাত টাইটান্স)।
ব |
||
- মুম্বই ইন্ডিয়ান্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন প্রভসিমরন সিং এর পরিবর্তে নাথান এলিস (পাঞ্জাব কিংস) এবং জেসন বেহরেনডর্ফ এর পরিবর্তে নেহাল বাধেরা (মুম্বই ইন্ডিয়ান্স)।
ব |
||
- রাজস্থান রয়্যালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন ফাফ দু প্লেসিস এর পরিবর্তে হর্ষল প্যাটেল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) এবং দেবদূত পাদিক্কাল এর পরিবর্তে আব্দুল বাসিত (রাজস্থান রয়্যালস)।
ব |
||
- কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন আম্বতি রায়ডু এর পরিবর্তে আকাশ সিং (চেন্নাই সুপার কিংস) এবং সুইয়াশ শর্মা এর পরিবর্তে ভেঙ্কটেশ আইয়ার (কলকাতা নাইট রাইডার্স)।
ব |
||
- দিল্লি ক্যাপিটালস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন টি. নটরাজন এর পরিবর্তে রাহুল ত্রিপাঠী (সানরাইজার্স হায়দ্রাবাদ) এবং সরফরাজ খান এর পরিবর্তে মুকেশ কুমার (দিল্লি ক্যাপিটালস)।
ব |
||
- মুম্বই ইন্ডিয়ান্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন শুভমান গিল এর পরিবর্তে জোশ লিটল (গুজরাত টাইটান্স) এবং কুমার কার্তিকেয়া এর পরিবর্তে তিলক বর্মা (মুম্বই ইন্ডিয়ান্স)।
ব |
||
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন হর্ষল প্যাটেল এর পরিবর্তে ফাফ দু প্লেসিস (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) এবং জেসন রয় এর পরিবর্তে সুইয়াশ শর্মা (কলকাতা নাইট রাইডার্স)।
ব |
||
- রাজস্থান রয়্যালস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন আকাশ সিং এর পরিবর্তে আম্বতি রায়ডু (চেন্নাই সুপার কিংস) এবং শিমরন হেটমায়ার এর পরিবর্তে কুলদীপ যাদব (রাজস্থান রয়্যালস)।
ব |
||
- পাঞ্জাব কিংস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- গুরনুর ব্রার (পাঞ্জাব কিংস) টি২০ ক্রিকেটে অভিষেক করে।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন গুরনুর ব্রার এর পরিবর্তে প্রভসিমরন সিং (পাঞ্জাব) এবং কাইল মেয়ার্স এর পরিবর্তে অমিত মিশ্র (লখনউ)।
ব |
||
- গুজরাত টাইটান্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- চেন্নাই সুপার কিংস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- রাজস্থান রয়্যালস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন ধ্রুব জুরেল এর পরিবর্তে কুলদীপ সেন (রাজস্থান রয়্যালস)।
- যশস্বী জয়সওয়াল আইপিএলে তার প্রথম শতক লাভ করে।[30]
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
প্লে-অফ
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ২১ এপ্রিল ২০২৩ তারিখে প্লে-অফের খেলাগুলোর সময়সূচী প্রকাশ করে। [31]
বাছাই ১/একক বিদায় | বাছাই ২ | ফাইনাল | |||||||||||
চেন্নাই ২৩ মে ২০২৩ | আহমেদাবাদ, ২৮ মে ২০২৩ | ||||||||||||
১ | নির্ধারিত হয়নি | নির্ধারিত হয়নি | |||||||||||
২ | নির্ধারিত হয়নি | আহমেদাবাদ, ২৬ মে ২০২৩ | নির্ধারিত হয়নি | ||||||||||
নির্ধারিত হয়নি | |||||||||||||
চেন্নাই, ২৪ মে ২০২৩ | নির্ধারিত হয়নি | তৃতীয় স্থান | |||||||||||
৩ | নির্ধারিত হয়নি | ২৭ মে ২০২৩ | |||||||||||
৪ | নির্ধারিত হয়নি | ||||||||||||
বাছাই ১
এলিমিনেটর
বাছাই ২
পরিসংখ্যান
সর্বাধিক রান
খেলোয়াড় | দল | খেলা | ই | রান | সর্বোচ্চ স্কোর | গড় | বল | স্ট্রাইক | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ফাফ দু প্লেসিস | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ৫ | ৫ | ২৫৯ | ৭৯* | ৬৪.৭৫ | ১৫০ | ১৭২.৬৬ | ||||||
ভেঙ্কটেশ আইয়ার | কলকাতা নাইট রাইডার্স | ৫ | ৫ | ২৩৪ | ১০৪ | ৪৬.৮০ | ১৩৭ | ১৭০.৮০ | ||||||
শিখর ধাওয়ান | পাঞ্জাব কিংস | ৪ | ৪ | ২৩৩ | ৯৯* | ১১৬.৫০ | ১৫৯ | ১৪৬.৫৪ | ||||||
শুভমান গিল | গুজরাত টাইটান্স | ৫ | ৫ | ২২৮ | ৬৭ | ৪৫.৬০ | ১৬৩ | ১৩৯.৮৭ | ||||||
ডেভিড ওয়ার্নার | দিল্লি ক্যাপিটালস | ৫ | ৫ | ২২৮ | ৬৫ | ৪৫.৬০ | ১৯৫ | ১১৬.৯২ | ||||||
উৎস: IPLT20.com হালনাগাদ: ১৭ এপ্রিল ২০২৩, * অপরাজিত |
- কমলা টুপি
সর্বাধিক উইকেট
খেলোয়াড় | দল | খেলা | ই | ওভার | রান | উই | সেরা বোলিং | গড় | ইকন | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মার্ক উড | লখনউ সুপার জায়ান্টস | ৩ | ৩ | ১২ | ৯৫ | ৯ | ৫/১৪ | ১০.৫৫ | ৭.৯১ | |||||
রশীদ খান | গুজরাত টাইটান্স | ৩ | ৩ | ১২ | ৯৪ | ৮ | ৩/৩১ | ১১.৭৫ | ৭.৮৩ | |||||
যুজবেন্দ্র চাহাল | রাজস্থান রয়্যালস | ৩ | ৩ | ১২ | ৯৪ | ৮ | ৪/১৭ | ১১.৭৫ | ৭.৮৩ | |||||
রবি বিষ্ণুই | লখনউ সুপার জায়ান্টস | ৩ | ৩ | ১২ | ৭৫ | ৬ | ৩/২৮ | ১২.৫০ | ৬.২৫ | |||||
আলজারি জোসেফ | গুজরাত টাইটান্স | ৩ | ৩ | ১২ | ৮৯ | ৬ | ২/২৭ | ১৪.৮৩ | ৭.৪১ | |||||
উৎস: IPLT20.com হালনাগাদ: ১০ এপ্রিল ২০২৩ |
- বেগুনি টুপি
মৌসুম সমাপ্তি পুরস্কার
খেলোয়াড় | দল | পুরস্কারের শিরোনাম | পুরস্কার |
---|---|---|---|
তথ্যসূত্র
- "IPL could increase matches in 2023-27"। Cricbuzz। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২২।
- "Impact Player to be Indian unless team starts with less than four foreigners"। Cricbuzz। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৩।
- "IPL 2023 new rules: Playing XI, Impact Player to be revealed after toss; penalties for unfair keeper, fielder movement"। Hindustan Times। ২২ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩।
- "WPL and IPL: Players can review wides and no-balls using DRS"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৩।
- "Dhawan replaces Mayank as Punjab Kings captain"। Cricbuzz। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৩।
- "KKR appoint Chandrakant Pandit as Head Coach"। Cricbuzz। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৩।
- "'Wish them well' - Moody after being replaced by Lara as SRH head coach"। Cricbuzz। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৩।
- "IPL 2023: Auction list RELEASED, 273 Indian, 132 overseas players; check full list here"। DNA India। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৩।
- "Punjab Kings sign Sam Curran for an IPL record INR 18.50 crores"। Cricbuzz। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৩।
- "It's a big deal! IPL 2023-27 India subcontinent TV and digital rights sold for US$ 5.1 billion"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩।
- "IPL Media Rights: BCCI hits a six while Viacom18 and Star India scramble for the ball"। Financialexpress। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩।
- "IPL 2023 Live Streaming: Viacom18 To Merge JioCinema and Voot for Indian Premier League Online Viewing Option | 🏏 LatestLY"। LatestLY। ২৫ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩।
- "IPL Broadcasting 2023-27 TV rights"। ১২ জুন ২০২২। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২২।
- "IPL 2023 to stream in 4K resolution for free with JioCinema: Here's everything you need to know"। The Economic Times। ২২ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩।
- Hasnat, Karishma (১৮ ফেব্রুয়ারি ২০২৩)। "IPL in Guwahati for the first time. It's now 'home' venue for Rajasthan Royals"। ThePrint। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৩।
- "IPL 2023 Groups List: All Teams Matchup | Group A, Group B"। ১৭ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৩।
- "BCCI announces schedule for TATA IPL 2023"। www.iplt20.com। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৩।
- "MS Dhoni's CSK use first 'Impact Player' in IPL history, replace Rayudu with Tushar Deshpande in opener vs GT"। Hindustan Times। ৩১ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৩।
- "Kane Williamson goes down with knee injury at IPL 2023 curtain-raiser"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৩।
- "Arshdeep, Rajapaksa lead Punjab Kings to victory in rain-hit game"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২৩।
- "TATA IPL 2023, Match 3 LSG vs DC - Match Report"। www.iplt20.com। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২৩।
- "Buttler and Boult trigger demolition of Sunrisers"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২৩।
- "Watch: Rashid Khan bags IPL 2023's first hat-trick in GT vs KKR match"। The Indian Express। ৯ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২৩।
- Sportstar, Team (১৩ এপ্রিল ২০২৩)। "Rabada becomes fastest to pick 100 IPL wickets"। sportstar.thehindu.com। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩।
- National, The (১৪ এপ্রিল ২০২৩)। "Harry Brook smashes maiden IPL century against Kolkata at Eden Gardens"। The National। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩।
- "From being ignored at auction to dream debut - how Vijaykumar Vyshak broke into IPL"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৩।
- Maniyar, Aachal; News, India TV (১৬ এপ্রিল ২০২৩)। "Venkatesh Iyer smashes his maiden IPL century, finishes 15 years of long wait for KKR"। www.indiatvnews.com। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২৩।
- "Sachin Tendulkar's son Arjun makes his IPL debut for Mumbai Indians against Kolkata Knight Riders"। India Today। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২৩।
- "Sachin and Arjun Tendulkar become first father-son pair to play in IPL"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২৩।
- Sportstar, Team (৩০ এপ্রিল ২০২৩)। "Yashasvi Jaiswal smashes maiden IPL hundred in MI vs RR match, becomes fourth youngest centurion"। sportstar.thehindu.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৩।
- "BCCI announces schedule and venue details for TATA IPL 2023 Playoffs and Final"। www.iplt20.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২৩।