২০২২ সৌদারি কাপ

২০২২ সৌদারি কাপ ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ যেটি ২০২২ সালের জুলাই মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়।[1][2] সিরিজে মালয়েশিয়া নারী ক্রিকেট দল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলে।[3] সিঙ্গাপুর ও মালয়েশিয়া দলের অংশগ্রহণে সৌদারি কাপ ২০১৪ সাল থেকে নিয়মিত আয়োজিত হয়ে আসছে।[4] ২০১৯ সালে সৌদারি কাপের সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল।[5] সে আসরসহ পূর্বের প্রতিটি আসরেই বিজয়ী হয়েছিল মালয়েশিয়া।[6]

২০২২ সৌদারি কাপ
 
  সিঙ্গাপুর মালয়েশিয়া
তারিখ ৮ জুলাই ২০২২ – ১০ জুলাই ২০২২
অধিনায়ক শাফিনা মহেশ উইনিফ্রেড দুরাইসিংগম
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে মালয়েশিয়া ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান শাফিনা মহেশ (৫৫) এলসা হান্টার (৯৫)
সর্বাধিক উইকেট আডা ভাসিন (৩)
শাফিনা মহেশ (৩)
সাশা আজমি (৯)
সিরিজ সেরা খেলোয়াড় সাশা আজমি (মালয়েশিয়া)

সিরিজটিতে ৩–০ ব্যবধানে জয়ী হয়ে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে সমর্থ হয় মালয়েশিয়া।[7][8]

দলীয় সদস্য

 সিঙ্গাপুর[9]  মালয়েশিয়া[9]
  • শাফিনা মহেশ (অধি.) (উই.)
  • আডা ভাসিন (উই.)
  • ইশিতা শুক্লা
  • চতুরানি আবেরত্নে
  • জায় হুয়া তান
  • জোসেলিন পুরাণকরন
  • জোহানা পুরাণকরন
  • দিব্যা গণেশন কৃষ্ণন
  • ধবিনা শর্মা
  • ধ্বনি প্রকাশ (উই.)
  • বিনু কুমার
  • রিয়া ভাসিন
  • রোশনী রমেশ
  • সৌম্য গুরুসিংহ (উই.)
  • উইনিফ্রেড দুরাইসিংগম (অধি.)
  • আইনা নাজওয়া (উই.)
  • আইনা হামিজাহ বিনতে হাশেম
  • আমালিন সোরফিনা
  • আয়েশা এলিসা
  • এলসা হান্টার
  • ওয়ান জুলিয়া (উই.)
  • জমাহিদায়া ইনতান
  • জুমিকা আজমি
  • ধনুশ্রী মুহুনন
  • নিক নুর আদিলা
  • নুর আরিয়ানা নাতশা
  • নুর দানিয়া শুহাদা
  • নুরিলিয়া নাতাশা
  • মাস এলিসা ইয়াসমিন
  • সাশা আজমি

টি২০আই সিরিজ

১ম টি২০আই

৮ জুলাই ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
সিঙ্গাপুর 
৭৮/৯ (২০ ওভার)
 মালয়েশিয়া
৭৯/৪ (১৪.৩ ওভার)
শাফিনা মহেশ ২৭ (৪৩)
সাশা আজমি ২/৭ (৪ ওভার)
ওয়ান জুলিয়া ৩০ (৪৪)
দিব্যা গণেশন কৃষ্ণন ২/৯ (৪ ওভার)
মালয়েশিয়া ৬ উইকেটে জয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মাঠ, কালং
আম্পায়ার: রবি পুচ্ছ (সিঙ্গাপুর) ও রেশান্ত সেলভারত্নম (সিঙ্গাপুর)
ম্যাচসেরা: সাশা আজমি (মালয়েশিয়া)
  • সিঙ্গাপুর টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় টি২০আই

৯ জুলাই ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১৪৫/৩ (২০ ওভার)
 সিঙ্গাপুর
৭০ (১৮ ওভার)
এলসা হান্টার ৫৩* (৪৫)
আডা ভাসিন ২/১৯ (৪ ওভার)
আডা ভাসিন ১৫ (১৯)
নুর দানিয়া শুহাদা ৪/১৪ (৪ ওভার)
মালয়েশিয়া ৭৫ রানে জয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মাঠ, কালং
আম্পায়ার: প্রমেশ পরব (সিঙ্গাপুর) ও ফয়েজ আহমেদ (সিঙ্গাপুর)
ম্যাচসেরা: এলসা হান্টার (মালয়েশিয়া)
  • সিঙ্গাপুর টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

১০ জুলাই ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১৫৬/৩ (২০ ওভার)
 সিঙ্গাপুর
৭৭ (১৮.৫ ওভার)
এলসা হান্টার ৪২* (২২)
বিনু কুমার ১/২৭ (৪ ওভার)
রোশনী রমেশ ৩৪ (৪১)
সাশা আজমি ৪/২০ (৪ ওভার)
মালয়েশিয়া ৭৯ রানে জয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মাঠ, কালং
আম্পায়ার: ফয়েজ আহমেদ (সিঙ্গাপুর) ও সতীশ বালাসুব্রামানিয়াম (সিঙ্গাপুর)
ম্যাচসেরা: সাশা আজমি (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ধ্বনি প্রকাশ (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র

  1. "The SUNBIRDS ELITE SQUAD 'SES' train in preparation for their Saudari Cup 2022 coming up on 8th-10th July 2022 @ 69 Balestier in Singapore under lights"সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২২ ফেসবুক-এর মাধ্যমে।
  2. "*SES* THE SUNBIRDS ELITE SQUAD completed their pre- Saudari Cup 2022 trainings heading in to rest & recovery tomorrow ahead of their 3 t20i Series with #31 ranked neighbours Malaysia coming in hot of the finals appearence @ ACC T20 WOMEN'S CHAMPIONSHIP Finals"সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২২ ফেসবুক-এর মাধ্যমে।
  3. "Here are the schedule for Saudari cup T20I"স্কাইএক্সচেঞ্জ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২২ ফেসবুক-এর মাধ্যমে।
  4. "Malaysia retain Saudari Cup"স্পোর্টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮
  5. "Singapore Cricket to host Malaysia Men's and Women's team for T20I series in June/July 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২
  6. "Malaysia takes away the title of Saudari Cup 2019 by beating Singapore 3-0"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৯
  7. "Saudari Cup 2022 ended today with Malaysia Women's (Ranked #29) winning by 3-0 the best of three t20iW Series by winning the last game by a strong 79 run margin vs Singapore Women's (unranked) in an action packed event"সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২২ ফেসবুক-এর মাধ্যমে।
  8. "Malaysia score victories in the T20I Quadrangular Series and Saudari Cup"নিউ স্ট্রেইটস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২২
  9. "All you need to know about Saudari Cup 2022 – Squad, Schedule"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.