২০২২ সিংহ চ্যাম্পিয়নশিপ সিরিজ
২০২২ সিংহ চ্যাম্পিয়নশিপ সিরিজ একটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ যেটি ২০২২ সালের জুলাই মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়।[1] সিরিজটিতে পাপুয়া নিউ গিনি পুরুষ ক্রিকেট দল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলে।[2] এ সিরিজের আগে সিঙ্গাপুর দল মালয়েশিয়ার সঙ্গে ২০২২ স্ট্যান নাগাইয়া ট্রফিতে অংশ নেয়, যেখানে তারা পরাজিত হয়।[3] সিরিজটি উভয় দলের জন্য ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ বৈশ্বিক বাছাইপর্ব বি টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[1] সিরিজটি ১–১ ব্যবধানে ড্র হয়।
২০২২ সিংহ চ্যাম্পিয়নশিপ সিরিজ | |||
---|---|---|---|
সিঙ্গাপুর | পাপুয়া নিউ গিনি | ||
তারিখ | ২ জুলাই ২০২২ – ৫ জুলাই ২০২২ | ||
অধিনায়ক | আমজাদ মাহবুব | আসাদুল্লাহ ভালা | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয় | ||
সর্বাধিক রান | অর্জুন মুতরেজা (১১৩) | টনি উরা (৯৯) | |
সর্বাধিক উইকেট | বিনোদ ভাস্করন (৪) | ডেমিয়েন রাভু (৪) |
দলীয় সদস্য
সিঙ্গাপুর[1] | পাপুয়া নিউগিনি[4] |
---|---|
|
|
টি২০আই সিরিজ
১ম টি২০আই
ব |
||
লেগা সিয়াকা ৪৫ (৩০) অক্ষয় পুরি ৩/২৬ (৪ ওভার) |
- পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৮ ওভারে খেলা হয়।
- অর্জুন মুতরেজা (সিঙ্গাপুর) ও হিলা ভারে (পাপুয়া নিউ গিনি)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
ব |
||
- সিঙ্গাপুর টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- নিল কর্ণিক (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।
- সুরেন্দ্রন চন্দ্রমোহন প্রথম সিঙ্গাপুরি ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।
৩য় টি২০আই
ব |
||
- টস হয়নি।
- বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
তথ্যসূত্র
- "Singapore and PNG Men's team to play T20I series prior to Global qualifier"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২২।
- "Barras to play Singapore ahead of Zimbabwe qualifiers"। দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২২।
- "Stan Nagaiah Trophy back in Malaysia"। নিউ স্ট্রেইটস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২২।
- "Vare makes final squad for Barras"। দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২২।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.