২০২২ শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর
শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল ২০২২ সালের মে ও জুন মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) খেলার জন্য পাকিস্তান সফর করে।[1][2] ওডিআই ম্যাচগুলো ২০২২–২০২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হয়।[3] সিরিজের সবগুলো ম্যাচ করাচির সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হয়।[4][5] ২০২২ সালের ১১ মে শ্রীলঙ্কা সফরের জন্য নিজেদের দল ঘোষণা করে।[6] তার পরদিন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে বিসমাহ মারুফের থাকার কথা নিশ্চিত করে।[7] ২০২২ সালের ১৮ মে পাকিস্তানের দল ঘোষিত হয়।[8]
২০২২ শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর | |||
---|---|---|---|
পাকিস্তান | শ্রীলঙ্কা | ||
তারিখ | ২৪ মে ২০২২ – ৫ জুন ২০২২ | ||
অধিনায়ক | বিসমাহ মারুফ | চামারি আতাপাত্তু | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ২–১ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | সিদরা আমিন (২১৮) | চামারি আতাপাত্তু (১৪২) | |
সর্বাধিক উইকেট | ফাতিমা সানা (৮) | ওশাদি রণসিংহে (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | সিদরা আমিন (পাকিস্তান) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ৩–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | বিসমাহ মারুফ (৬৫) | হাসিনি পেরেরা (৬৩) | |
সর্বাধিক উইকেট | তুবা হাসান (৫) | ওশাদি রণসিংহে (৬) | |
সিরিজ সেরা খেলোয়াড় | তুবা হাসান (পাকিস্তান) |
টি২০আই সিরিজে পাকিস্তান ৩–০ ব্যবধানে জয়লাভ করে।[9] ওডিআই সিরিজে পাকিস্তান ২–১ ব্যবধানে জয়ী হয়।[10]
দলীয় সদস্য
পাকিস্তান | শ্রীলঙ্কা | |
---|---|---|
ওডিআই[11] | টি২০আই[12] | ওডিআই ও টি২০আই[13][14] |
|
|
|
কাব্য কাভিন্দি, থারিকা সেব্বন্দি, মালশা শেহানি, রশ্মি দে সিলভা ও সত্যা সন্দীপনিকে শ্রীলঙ্কা দলে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়।[15]
টি২০আই সিরিজ
১ম টি২০আই
ব |
||
নীলাক্ষী দে সিলভা ২৫ (২২) তুবা হাসান ৩/৮ (৪ ওভার) |
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- গুল ফিরোজা ও তুবা হাসান (পাকিস্তান)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
৩য় টি২০আই
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব |
||
সিদরা আমিন ৭৬ (১১৯) অচিনি কূলসূর্য ১/১৩ (৫ ওভার) |
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: পাকিস্তান ২, শ্রীলঙ্কা ০।
২য় ওডিআই
ব |
||
সিদরা আমিন ১২৩ (১৫০) কবিশা দিলহারি ১/৪৩ (১০ ওভার) |
হর্ষিতা মাধবী ৪১ (৪৮) ফাতিমা সানা ৪/২৬ (১০ ওভার) |
- পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- সচিনি নিশংসলা (শ্রীলঙ্কা)-এর ওডিআই অভিষেক হয়।
- নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: পাকিস্তান ২, শ্রীলঙ্কা ০।
৩য় ওডিআই
ব |
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: শ্রীলঙ্কা ২, পাকিস্তান ০।
তথ্যসূত্র
- "Sri Lanka Women to tour Pakistan for three ODIs and T20Is in May-June"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২।
- "Pakistan to host Sri Lanka for six-match LOI series in Karachi from May 24"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২।
- "Fixtures announced for Sri Lanka Women's tour of Pakistan"। দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২।
- "Details of Pakistan v Sri Lanka women's series announced"। পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২।
- "Pakistan to host Sri Lanka for white-ball series including ICC Women's Championship ODIs"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২।
- "Sri Lanka Women's squad for tour of Pakistan"। পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২।
- "Bismah Maroof to stay on as Pakistan white-ball captain"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২।
- "Pakistan name new faces in white-ball squad to face Sri Lanka"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
- "Pakistan win scrappy contest off the last ball to sweep series"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২২।
- "All-round Athapaththu, Madavi help SL end tour with win"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২২।
- "Two uncapped players included in T20I squad for Sri Lanka series"। পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
- "Three uncapped players in Pakistan squad for Sri Lanka series; Javeria Khan dropped"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
- "Sri Lanka Women's squad for tour of Pakistan"। শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২২।
- "Sri Lanka announce 15-member squad for white-ball tour of Pakistan"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২২।
- "Sri Lanka squad for Tour of Pakistan announced"। দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২২।