২০২২ মোজাম্বিক নারী ক্রিকেট দলের এসোয়াতিনি সফর
মোজাম্বিক নারী ক্রিকেট দল ২০২২ সালের জুলাই মাসে ছয়টি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য এসোয়াতিনি সফর করে।[1] ম্যাচগুলো মানজিনি শহরের এঞ্জাবুলোয়েনি ক্রিকেট ওভালে অনুষ্ঠিত হয়।[2] সিরিজে মোজাম্বিক ৬–০ ব্যবধানে জয়ী হয়।[3] একই সময়ে এসোয়াতিনি ও মোজাম্বিকের মধ্যে পুরুষদের একটি আন্তর্জাতিক সিরিজও অনুষ্ঠিত হয়।[4]
২০২২ মোজাম্বিক নারী ক্রিকেট দলের এসোয়াতিনি সফর | |||
---|---|---|---|
এসোয়াতিনি | মোজাম্বিক | ||
তারিখ | ২৯ জুলাই ২০২২ – ৩১ জুলাই ২০২২ | ||
অধিনায়ক | ন্তোম্বিজোনকে ম্খাৎশোয়া | পালমিরা কুইনিকা | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৬ ম্যাচের সিরিজে মোজাম্বিক ৬–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | ম্বালি দ্লামিনি (৪১) | পালমিরা কুইনিকা (১৬৭) | |
সর্বাধিক উইকেট | ম্বালি দ্লামিনি (৬) |
দালচেসিয়া দুভানে (৯) পালমিরা কুইনিকা (৯) |
দলীয় সদস্য
এসোয়াতিনি | মোজাম্বিক |
---|---|
|
টি২০আই সিরিজ
১ম টি২০আই
মোজাম্বিক ১৬৯/৪ (২০ ওভার) |
ব |
|
পালমিরা কুইনিকা ৬৭ (৫৮) উইনিলে গিনিন্দজা ১/১৫ (২ ওভার) |
ন্তোম্বিজোদোয়া ম্খাৎশোয়া ১১ (২০) ক্রিস্তিনা মাগাইয়া ৩/৭ (৪ ওভার) |
- মোজাম্বিক টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- জাকিথি ম্খোয়ানাজি, ঞ্জাবুলিসো দ্লামিনি (এসোয়াতিনি), আইরিন মুলিয়োভো, আবেলিনা মোইয়ানে, দালচেসিয়া দুভানে ও র্যাকেল দুভানে (মোজাম্বিক)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
ব |
মোজাম্বিক ৭২/১ (৭.২ ওভার) | |
উইনিলে গিনিন্দজা ৭ (১৭) ওলগা মাৎসোলো ৩/৯ (৪ ওভার) |
পালমিরা কুইনিকা ২২ (১৩) ন্তোম্বিজোনকে ম্খাৎশোয়া ১/১৮ (৩ ওভার) |
- মোজাম্বিক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- নোন্দুদুজো নিয়োনি (এসোয়াতিনি) ও রুথ লিয়াস (মোজাম্বিক)-এর টি২০আই অভিষেক হয়।
৩য় টি২০আই
মোজাম্বিক ১৫৭/২ (২০ ওভার) |
ব |
|
ফাতিমা গুইরুগো ৫৯* (৬৫) ম্বালি দ্লামিনি ১/২১ (৪ ওভার) |
ম্বালি দ্লামিনি ১৫ (১৭) পালমিরা কুইনিকা ৩/৮ (৪ ওভার) |
- এসোয়াতিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- সিপেসিহলে খোজা (এসোয়াতিনি), অ্যামেলিয়া মুন্দুন্দো ও ইসাবেল মাবুন্দা (মোজাম্বিক)-এর টি২০আই অভিষেক হয়।
৪র্থ টি২০আই
মোজাম্বিক ২১৯/৪ (২০ ওভার) |
ব |
|
ফাতিমা গুইরুগো ৬৮* (৬৮) ন্তোম্বিজোনকে ম্খাৎশোয়া ২/৩১ (৪ ওভার) |
ম্বালি দ্লামিনি ১২ (২২) দালচেসিয়া দুভানে ১/৩ (১.৪ ওভার) |
- মোজাম্বিক টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
- বাথোবিলে শোংওয়ে (এসোয়াতিনি) ও ফের্নান্দা আরলিন্দা জাভালা (মোজাম্বিক)-এর টি২০আই অভিষেক হয়।
৫ম টি২০আই
ব |
মোজাম্বিক ৮৪/৭ (১৩.৩ ওভার) | |
নোমভুইয়ো মাগাগুলা ১০ (২৭) ফাতিমা গুইরুগো ২/৮ (২ ওভার) |
আবেলিনা মোইয়ানে ২০ (২৬) ম্বালি দ্লামিনি ৩/২৬ (৪ ওভার) |
- এসোয়াতিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- লিহলে তোবেলা (এসোয়াতিনি) ও সোশানা মুজোভো (মোজাম্বিক)-এর টি২০আই অভিষেক হয়।
৬ষ্ঠ টি২০আই
ব |
মোজাম্বিক ৬৩/৩ (৯ ওভার) | |
ফিন্দো দ্লামিনি ১৪* (২০) অ্যামেলিয়া মুন্দুন্দো ৩/১৪ (৪ ওভার) |
আইরিন মুলিয়োভো ১৭ (১৯) জাকিথি ম্খোয়ানাজি ২/৪ (১ ওভার) |
- মোজম্বিক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- ""Our ICC rankings are low and we relied heavily on ICC qualifiers tournaments. In bid to rise up the rankings, we introduce our first ever Bilateral T20I series against Mozambique(Senior Men and Women)" Office Administrator Mandla Dlamini"। এসোয়াতিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- "1 day to go…."। এসোয়াতিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- "Mozambique-W win T20I Bi-lateral Series against Eswatini"। মোজাম্বিকান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২২।
- "Eswatini Cricket to host Men's & Women's teams from Mozambique for T20I series in July 2022"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২২।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.