২০২২ মাল্টা নারী ক্রিকেট দলের রোমানিয়া সফর
মাল্টা নারী ক্রিকেট দল ২০২২ সালের আগস্ট মাসে মহাদেশীয় কাপের ২০২২ সালের আসরের অংশ হিসেবে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য রোমানিয়া সফর করে।[1] মহাদেশীয় কাপে নারীদের ম্যাচ এবারই প্রথম অনুষ্ঠিত হয়।[1] এ সিরিজেই রোমানিয়া নিজেদের প্রথম আনুষ্ঠানিক নারী টি২০আই ম্যাচে অংশ নেয়।[1][2] মাল্টা দলও নিজেদের প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক ম্যাচ খেলে এ সিরিজে।[1][3]
২০২২ মাল্টা নারী ক্রিকেট দলের রোমানিয়া সফর | |||
---|---|---|---|
রোমানিয়া | মাল্টা | ||
তারিখ | ২৭ আগস্ট ২০২২ – ২৮ আগস্ট ২০২২ | ||
অধিনায়ক | আন্দ্রেয়া-কোস্তিনেলা ভাসিলেস্কু | শ্যামলা চোলাসেরি | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে মাল্টা ৩–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | এমানুয়েলা বাওতা (৩২) | সৈয়দা ইসরাত জাহানি (৭৮) | |
সর্বাধিক উইকেট |
এমানুয়েলা বাওতা (২) ক্লারা পোপা (২) | অনুপমা রমেশন (৫) |
সিরিজে মাল্টা ৩–০ ব্যবধানে জয়ী হয়।[4]
দলীয় সদস্য
রোমানিয়া[5] | মাল্টা[5] |
---|---|
|
টি২০আই সিরিজ
১ম টি২০আই
মাল্টা ১০৫/৪ (২০ ওভার) |
ব |
রোমানিয়া ৭৩ (১৮.৫ ওভার) |
সৈয়দা ইসরাত জাহানি ৪২* (৪০) চামিলা প্রিয়দর্শিনী ১/১২ (৩ ওভার) |
রোক্সানা চিরিচ ২০ (৪৮) অনুপমা রমেশন ২/৬ (৩.৫ ওভার) |
- রোমানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আন্দ্রেয়া কাতালিনা স্তানুকা, আন্দ্রেয়া-কোস্তিনেলা ভাসিলেস্কু, আলেক্সান্দ্রা চিরিচ, আশানি দুরায়ালাগে, ইজাবেলা-স্তেফানিয়া সিংগুরান, এলেনা প্রেদেস্কু, ক্লারা পোপা, চামিলা প্রিয়দর্শিনী, রোক্সানা চিরিচ, স্তেফানিয়া তুদোরাকে, স্তেফানিয়া লুদমিলা (রোমানিয়া), অনুপমা রমেশন, আনভি বিমল, কাতেরিনা দেমেত্রোভা, জেসিকা রাইমার, তম্বি শারদ, দোনাভের বেয়েৎস, রম্যা বিপিন, শার্লট সুলতানা এভানস, শ্যামলা চোলাসেরি, সৈয়দা ইসরাত জাহানি ও হাইলা শার্মেইন (মাল্টা)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
রোমানিয়া ৭১/৬ (২০ ওভার) |
ব |
মাল্টা ৭২/৪ (১০.৩ ওভার) |
এমানুয়েলা বাওতা ২১ (৪১) অনুপমা রমেশন ৩/৫ (৪ ওভার) |
জেসিকা রাইমার ১৯* (২৯) আলেক্সান্দ্রা চিরিচ ১/৩ (১ ওভার) |
- মাল্টা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- এমানুয়েলা বাওতা (রোমানিয়া) ও কুকু কুরিয়ান (মাল্টা)-এর টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
- "Romania Cricket to host inaugural edition of Women's Continental Cup in August"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২২।
- "Romania's Female National Batch Trainings"। ক্রিকেট রোমানিয়া (রোমানীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২২।
- "Cricket Romania to host inaugural edition of Women's Balkan Cup 2022 in September"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২২।
- "Malta Women beat Romania Women 3-0 in Continental T20I Series"। ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২২।
- "Women's Continental Cup 2022: Full schedule, match timings, live streaming details and squads"। স্পোর্টসকিড়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২২।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.