২০২২ মালয়েশিয়া চতুর্দেশীয় সিরিজ
২০২২ মালয়েশিয়া চতুর্দেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের জুলাই মাসে মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়।[1] টুর্নামেন্টটিতে স্বাগতিক মালয়েশিয়ার সাথে অংশগ্রহণ করে থাইল্যান্ড, মালদ্বীপ ও ভুটান।[2]
তারিখ | ২ জুলাই ২০২২ – ১১ জুলাই ২০২২ |
---|---|
তত্ত্বাবধায়ক | মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | দ্বৈত রাউন্ড-রবিন ও ফাইনাল |
আয়োজক | মালয়েশিয়া |
বিজয়ী | মালয়েশিয়া |
রানার-আপ | ভুটান |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৪ |
খেলার সংখ্যা | ১৩ |
সর্বাধিক রান সংগ্রহকারী | জুবাইদি জুলকিফলি (২১৫) |
সর্বাধিক উইকেটধারী | শাজরুল ইজ্জত ইদ্রিস (১৬) |
টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে সাতটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে টুর্নামেন্টটির আগে শ্রীলঙ্কা সফর করে মালদ্বীপ দল।[3] মালয়েশিয়া দল ২০২২ স্ট্যান নাগাইয়া ট্রফিতে অংশ নিতে টুর্নামেন্টের আগে সিঙ্গাপুর সফর করে।[4]
টুর্নামেন্টের ফাইনালে ভুটানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক মালয়েশিয়া।[5]
দলীয় সদস্য
থাইল্যান্ড[1] | ভুটান[6] | মালদ্বীপ[3] | মালয়েশিয়া[7] |
---|---|---|---|
রাউন্ড-রবিন
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | মালয়েশিয়া (H) | ৬ | ৬ | ০ | ০ | ০ | ১২ | +৫.৪৮৬ |
২ | ভুটান | ৬ | ৪ | ২ | ০ | ০ | ৮ | −১.৩৫৬ |
৩ | মালদ্বীপ | ৬ | ২ | ৪ | ০ | ০ | ৪ | −০.৬৫৫ |
৪ | থাইল্যান্ড | ৬ | ০ | ৬ | ০ | ০ | ০ | −২.৪৮৪ |
ফাইনালে উত্তীর্ণ
সূচি
ব |
||
জুবাইদি জুলকিফলি ৯৬ (৪৩) ঙাওয়াং থিনলে ২/৪৩ (৪ ওভার) |
নামগে থিনলে ১৭ (২৫) মুহাম্মদ ওয়াফিক ২/১৪ (৪ ওভার) |
- ভুটান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- কিনলে পেনজোর, গকুল কুমার ঘালে, ঙাওয়াং থিনলে, তেনজিন ওয়াংচুক, নামগে থিনলে, মনোজ অধিকারী ও সুপ্রীত প্রধান (ভুটান)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
নরবিজ্ঞ নন্দজাতি ২৪ (২৩) লিম শফিক ৩/৯ (২.৩ ওভার) |
মোহাম্মদ রিশওয়ান ৩৮* (৩৩) ধনতল পুরি ২/১২ (২ ওভার) |
- থাইল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- খনিষ্ঠ নাজয়কুল, চিরশক্তি ভগিঅকঃচি, ছেলিমবংশ ছত্রবৈশাল, ধনতল পুরি, নরবিজ্ঞ নন্দজাতি ও যঅতশক্তি সরানন্দনাগকুল (থাইল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
ফিতরি বিন মোহাম্মদ শাম ৪০* (৩৮) ঙাওয়াং থিনলে ৩/১২ (৪ ওভার) |
নামগে থিনলে ২৫ (২৭) বিরনদীপ সিং ৩/৪ (৪ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- সোনম ইয়েশি (ভুটান)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
বিরিয়াবংশ সবনচবয় ৯ (৬) শাজরুল ইজ্জত ইদ্রিস ৪/১৭ (৪ ওভার) |
বিরনদীপ সিং ১৮* (১৩) চাঞ্চয় পেংকুমতা ১/১২ (২ ওভার) |
- থাইল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ভানুবংশ দঅংসা (থাইল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
- শাজরুল ইজ্জত ইদ্রিস প্রথম মালয়েশীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।
ব |
||
গকুল কুমার ঘালে ১৭ (১৮) আজইয়ান ফরহাদ ৩/১৭ (৪ ওভার) |
মোহাম্মদ রিশওয়ান ১৯ (১২) নামগে থিনলে ৩/১৫ (৪ ওভার) |
- মালদ্বীপ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- তেনজিন রাবগে (ভুটান) ও শুনান আলি (মালদ্বীপ)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
বিরিয়াবংশ সবনচবয় ১৭ (২৬) ঙাওয়াং থিনলে ৪/১৩ (২ ওভার) |
শেরাব লোডে ২২ (২৫) সরবঢ্ন দেসুঙ্নেন ১/৮ (২ ওভার) |
- ভুটান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১১ ওভারে খেলা হয়।
- শেরাব লোডে (ভুটান)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
হাসান রশিদ ২০ (১২) বিরনদীপ সিং ৩/৫ (২ ওভার) |
জুবাইদি জুলকিফলি ২৬* (১০) আজইয়ান ফরহাদ ২/১১ (১.২ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১০ ওভারে খেলা হয়।
- বৃষ্টির কারণে মালয়েশিয়ার লক্ষ্য ১০ ওভারে ৫৯ নির্ধারণ করা হয়।
- আবদুল্লাহ শহিদ (মালদ্বীপ)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
থিনলে জামৎশো ৩৯ (৪৪) উমর আদম ২/৮ (৪ ওভার) |
হাসান রশিদ ২৭ (১৯) নামগে থিনলে ৩/১৫ (৪ ওভার) |
- মালদ্বীপ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
বিরিয়াবংশ সবনচবয় ৩৭ (৩৮) শাজরুল ইজ্জত ইদ্রিস ৪/২১ (৩.৫ ওভার) |
বিরনদীপ সিং ২৮* (২৮) ধনবর যোধারত্ন ১/৯ (১ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ধনবর যোধারত্ন (থাইল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
আজইয়ান ফরহাদ ২৪ (৪০) কাংরন সেনামন্ত্রী ৪/১৯ (৪ ওভার) |
ছেলিমবংশ ছত্রবৈশাল ১৫ (১৭) আজইয়ান ফরহাদ ৪/১২ (২.৫ ওভার) |
- থাইল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- কাংরন সেনামন্ত্রী প্রথম থাই ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।
ব |
||
বিরনদীপ সিং ৭২ (৪৪) ইব্রাহিম হাসান ২/৪৪ (৪ ওভার) |
উমর আদম ৫০ (২৯) শারভিন মুনিয়ান্দি ৩/২১ (৩ ওভার) |
- মালদ্বীপ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
থিনলে জামৎশো ৫১ (৪১) চাঞ্চয় পেংকুমতা ২/২৫ (৪ ওভার) |
চিরশক্তি ভক্তিওকঃচি ২২* (২২) নামগে থিনলে ২/২১ (৪ ওভার) |
- ভুটান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ভানুবঢ্ন দেসুঙ্নেন (থাইল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
ফাইনাল
ব |
||
থিনলে জামৎশো ৩৭ (৩০) শাজরুল ইজ্জত ইদ্রিস ৩/১৩ (৩.১ ওভার) |
সৈয়দ আজিজ ৪৪ (২৫) থিনলে জামৎশো ১/১৬ (২ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- "Malaysia Cricket to host Men's Quadrangular T20I series in July 2022"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২।
- "Stan Nagaiah Trophy back in Malaysia"। নিউ স্ট্রেইটস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২২।
- "2022 Men's National Squad Tour of Sri Lanka"। মালদ্বীপ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২।
- "Singapore Cricket to host Malaysia Men's and Women's team for T20I series in June/July 2022"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২।
- "Malaysia score victories in the T20I Quadrangular Series and Saudari Cup"। নিউ স্ট্রেইটস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২২।
- "Bhutan Senior Men's Team Announced For Quadrangular Series in Malaysia"। ভুটান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মে ২০২২।
- "MALAYSIA - Roster"। মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২২।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.