২০২২ মালয়েশিয়া চতুর্দেশীয় সিরিজ

২০২২ মালয়েশিয়া চতুর্দেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের জুলাই মাসে মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়।[1] টুর্নামেন্টটিতে স্বাগতিক মালয়েশিয়ার সাথে অংশগ্রহণ করে থাইল্যান্ড, মালদ্বীপভুটান[2]

২০২২ মালয়েশিয়া চতুর্দেশীয় সিরিজ
তারিখ২ জুলাই ২০২২ – ১১ জুলাই ২০২২
তত্ত্বাবধায়কমালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনদ্বৈত রাউন্ড-রবিন ও ফাইনাল
আয়োজক মালয়েশিয়া
বিজয়ী মালয়েশিয়া
রানার-আপ ভুটান
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৩
সর্বাধিক রান সংগ্রহকারী জুবাইদি জুলকিফলি (২১৫)
সর্বাধিক উইকেটধারী শাজরুল ইজ্জত ইদ্রিস (১৬)

টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে সাতটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে টুর্নামেন্টটির আগে শ্রীলঙ্কা সফর করে মালদ্বীপ দল।[3] মালয়েশিয়া দল ২০২২ স্ট্যান নাগাইয়া ট্রফিতে অংশ নিতে টুর্নামেন্টের আগে সিঙ্গাপুর সফর করে।[4]

টুর্নামেন্টের ফাইনালে ভুটানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক মালয়েশিয়া।[5]

দলীয় সদস্য

 থাইল্যান্ড[1]  ভুটান[6]  মালদ্বীপ[3]  মালয়েশিয়া[7]
  • চাঞ্চয় পেংকুমতা (অধি.)
  • কাংরন সেনামন্ত্রী
  • খনিষ্ঠ নাজয়কুল
  • চিরশক্তি ভক্তিওকঃচি (উই.)
  • ছেলিমবংশ ছত্রবৈশাল (উই.)
  • ধনতল পুরি
  • ধনবর যোধারত্ন
  • নরবিজ্ঞ নন্দরাজ
  • বিছানাথ সিং
  • বিরিয়াবংশ সবনচবয় (উই.)
  • ভানুবংশ দঅংসা
  • ভানুবঢ্‌ন দেসুঙ্‌নেন
  • যঅতশক্তি সরানন্দনাগকুল
  • সরবঢ্‌ন দেসুঙ্‌নেন
  • সিরবিজ্ঞ তকন্তা
  • জিগমে সিংইয়ে (অধি.)
  • থিনলে জামৎশো (সহ-অধি.)
  • কিনলে পেনজোর
  • গকুল কুমার ঘালে
  • ঙাওয়াং থিনলে
  • তেনজিন ওয়াংচুক
  • তেনজিন রাবগে
  • নামগাং চেজে (উই.)
  • নামগে থিনলে
  • মনোজ অধিকারী (উই.)
  • রানজুং মিকিয়ো দোর্জি
  • শেরাব লোডে
  • সুপ্রীত প্রধান
  • সোনম ইয়েশি
  • আজইয়ান ফরহাদ (অধি.)
  • উমর আদম (সহ-অধি.)
  • আবদুল্লাহ শহিদ
  • আমিল মাউরুফ
  • আহমেদ হাসান
  • ইব্রাহিম নাশাথ
  • ইব্রাহিম রিজান
  • ইব্রাহিম হাসান
  • ইমান আলি
  • নাজওয়ান ইসমাইল
  • ভেদাগে মালিন্দা
  • মোহাম্মদ আজম (উই.)
  • মোহাম্মদ রিশওয়ান
  • রাসাম রশিদ
  • লিম শফিক
  • শুনান আলি
  • হাসান রশিদ (উই.)
  • আহমেদ ফাইজ (অধি.)
  • বিরনদীপ সিং (সহ-অধি.) (উই.)
  • আইনুল হাফিজ (উই.)
  • খিজর হায়াত
  • জুবাইদি জুলকিফলি
  • নজরুল আবদুর রহমান
  • পবনদীপ সিং
  • ফিতরি বিন মোহাম্মদ শাম
  • বিজয় সুরেশ
  • মুহাম্মদ আমির আজিম
  • মুহাম্মদ ওয়াফিক
  • মোহাম্মদ শাহাদাত
  • শাজরুল ইজ্জত ইদ্রিস
  • শারভিন মুনিয়ান্দি
  • সৈয়দ আজিজ (উই.)

রাউন্ড-রবিন

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 মালয়েশিয়া (H) ১২ +৫.৪৮৬
 ভুটান −১.৩৫৬
 মালদ্বীপ −০.৬৫৫
 থাইল্যান্ড −২.৪৮৪
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     ফাইনালে উত্তীর্ণ

সূচি

২ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
২১৩/৪ (২০ ওভার)
 ভুটান
৫৮/৮ (২০ ওভার)
জুবাইদি জুলকিফলি ৯৬ (৪৩)
ঙাওয়াং থিনলে ২/৪৩ (৪ ওভার)
নামগে থিনলে ১৭ (২৫)
মুহাম্মদ ওয়াফিক ২/১৪ (৪ ওভার)
মালয়েশিয়া ১৫৫ রানে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: নারায়ণন শিবন (মালয়েশিয়া) ও রুডি ইসমান্দি (মালয়েশিয়া)
ম্যাচসেরা: জুবাইদি জুলকিফলি (মালয়েশিয়া)
  • ভুটান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কিনলে পেনজোর, গকুল কুমার ঘালে, ঙাওয়াং থিনলে, তেনজিন ওয়াংচুক, নামগে থিনলে, মনোজ অধিকারী ও সুপ্রীত প্রধান (ভুটান)-এর টি২০আই অভিষেক হয়।

৩ জুলাই ২০২২
১০:৩০
স্কোরকার্ড
থাইল্যান্ড 
৮১ (১৯.৩ ওভার)
 মালদ্বীপ
৮২/৩ (১৫.৪ ওভার)
নরবিজ্ঞ নন্দজাতি ২৪ (২৩)
লিম শফিক ৩/৯ (২.৩ ওভার)
মোহাম্মদ রিশওয়ান ৩৮* (৩৩)
ধনতল পুরি ২/১২ (২ ওভার)
মালদ্বীপ ৭ উইকেটে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: নারায়ণন শিবন (মালয়েশিয়া) ও মদন কুমার (মালয়েশিয়া)
ম্যাচসেরা: লিম শফিক (মালদ্বীপ)
  • থাইল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • খনিষ্ঠ নাজয়কুল, চিরশক্তি ভগিঅকঃচি, ছেলিমবংশ ছত্রবৈশাল, ধনতল পুরি, নরবিজ্ঞ নন্দজাতি ও যঅতশক্তি সরানন্দনাগকুল (থাইল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

৩ জুলাই ২০২২
১৪:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১১২/৯ (২০ ওভার)
 ভুটান
৭৩ (১৯.৪ ওভার)
ফিতরি বিন মোহাম্মদ শাম ৪০* (৩৮)
ঙাওয়াং থিনলে ৩/১২ (৪ ওভার)
নামগে থিনলে ২৫ (২৭)
বিরনদীপ সিং ৩/৪ (৪ ওভার)
মালয়েশিয়া ৩০ রানে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: নারায়ণন শিবন (মালয়েশিয়া) ও মদন কুমার (মালয়েশিয়া)
ম্যাচসেরা: ফিতরি বিন মোহাম্মদ শাম (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সোনম ইয়েশি (ভুটান)-এর টি২০আই অভিষেক হয়।

৪ জুলাই ২০২২
১০:৩০
স্কোরকার্ড
থাইল্যান্ড 
৩০ (১৩.১ ওভার)
 মালয়েশিয়া
৩৪/১ (৩.৫ ওভার)
বিরিয়াবংশ সবনচবয় ৯ (৬)
শাজরুল ইজ্জত ইদ্রিস ৪/১৭ (৪ ওভার)
বিরনদীপ সিং ১৮* (১৩)
চাঞ্চয় পেংকুমতা ১/১২ (২ ওভার)
মালয়েশিয়া ৯ উইকেটে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: বিশ্বনাদন কালিদাস (মালয়েশিয়া) ও রুডি ইসমান্দি (মালয়েশিয়া)
ম্যাচসেরা: শাজরুল ইজ্জত ইদ্রিস (মালয়েশিয়া)
  • থাইল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ভানুবংশ দঅংসা (থাইল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
  • শাজরুল ইজ্জত ইদ্রিস প্রথম মালয়েশীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।

৪ জুলাই ২০২২
১৪:৩০
স্কোরকার্ড
ভুটান 
১১০/৯ (২০ ওভার)
 মালদ্বীপ
১০৪/৮ (২০ ওভার)
গকুল কুমার ঘালে ১৭ (১৮)
আজইয়ান ফরহাদ ৩/১৭ (৪ ওভার)
মোহাম্মদ রিশওয়ান ১৯ (১২)
নামগে থিনলে ৩/১৫ (৪ ওভার)
ভুটান ৬ রানে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: বিশ্বনাদন কালিদাস (মালয়েশিয়া) ও রুডি ইসমান্দি (মালয়েশিয়া)
ম্যাচসেরা: নামগে থিনলে (ভুটান)
  • মালদ্বীপ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তেনজিন রাবগে (ভুটান) ও শুনান আলি (মালদ্বীপ)-এর টি২০আই অভিষেক হয়।

৬ জুলাই ২০২২
১০:৩০
স্কোরকার্ড
থাইল্যান্ড 
৪৯/৮ (১১ ওভার)
 ভুটান
৫০/৪ (৯.৪ ওভার)
বিরিয়াবংশ সবনচবয় ১৭ (২৬)
ঙাওয়াং থিনলে ৪/১৩ (২ ওভার)
শেরাব লোডে ২২ (২৫)
সরবঢ্‌ন দেসুঙ্‌নেন ১/৮ (২ ওভার)
ভুটান ৬ উইকেটে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: নারায়ণন শিবন (মালয়েশিয়া) ও বিশ্বনাদন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচসেরা: ঙাওয়াং থিনলে (ভুটান)
  • ভুটান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১১ ওভারে খেলা হয়।
  • শেরাব লোডে (ভুটান)-এর টি২০আই অভিষেক হয়।

৬ জুলাই ২০২২
১৪:৩০
স্কোরকার্ড
মালদ্বীপ 
৫৭/৮ (১০ ওভার)
 মালয়েশিয়া
৫৯/২ (৪.২ ওভার)
হাসান রশিদ ২০ (১২)
বিরনদীপ সিং ৩/৫ (২ ওভার)
জুবাইদি জুলকিফলি ২৬* (১০)
আজইয়ান ফরহাদ ২/১১ (১.২ ওভার)
মালয়েশিয়া ৮ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতি)
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: নারায়ণন শিবন (মালয়েশিয়া) ও বিশ্বনাদন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচসেরা: বিরনদীপ সিং (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১০ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে মালয়েশিয়ার লক্ষ্য ১০ ওভারে ৫৯ নির্ধারণ করা হয়।
  • আবদুল্লাহ শহিদ (মালদ্বীপ)-এর টি২০আই অভিষেক হয়।

৭ জুলাই ২০২২
১০:৩০
স্কোরকার্ড
ভুটান 
১১০/৭ (২০ ওভার)
 মালদ্বীপ
১০৮ (২০ ওভার)
থিনলে জামৎশো ৩৯ (৪৪)
উমর আদম ২/৮ (৪ ওভার)
হাসান রশিদ ২৭ (১৯)
নামগে থিনলে ৩/১৫ (৪ ওভার)
ভুটান ২ রানে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: মদন কুমার (মালয়েশিয়া) ও রুডি ইসমান্দি (মালয়েশিয়া)
ম্যাচসেরা: নামগে থিনলে (ভুটান)
  • মালদ্বীপ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৭ জুলাই ২০২২
১৪:৩০
স্কোরকার্ড
থাইল্যান্ড 
৭৩ (১৮.৫ ওভার)
 মালয়েশিয়া
৭৪/১ (৮.৫ ওভার)
বিরিয়াবংশ সবনচবয় ৩৭ (৩৮)
শাজরুল ইজ্জত ইদ্রিস ৪/২১ (৩.৫ ওভার)
বিরনদীপ সিং ২৮* (২৮)
ধনবর যোধারত্ন ১/৯ (১ ওভার)
মালয়েশিয়া ৯ উইকেটে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: মদন কুমার (মালয়েশিয়া) ও রুডি ইসমান্দি (মালয়েশিয়া)
ম্যাচসেরা: শাজরুল ইজ্জত ইদ্রিস (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ধনবর যোধারত্ন (থাইল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

৮ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
মালদ্বীপ 
৯৭ (১৯.৩ ওভার)
 থাইল্যান্ড
৫৬ (১৬.৫ ওভার)
আজইয়ান ফরহাদ ২৪ (৪০)
কাংরন সেনামন্ত্রী ৪/১৯ (৪ ওভার)
ছেলিমবংশ ছত্রবৈশাল ১৫ (১৭)
আজইয়ান ফরহাদ ৪/১২ (২.৫ ওভার)
মালদ্বীপ ৪১ রানে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: নারায়ণন শিবন (মালয়েশিয়া) ও রুডি ইসমান্দি (মালয়েশিয়া)
ম্যাচসেরা: আজইয়ান ফরহাদ (মালদ্বীপ)
  • থাইল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কাংরন সেনামন্ত্রী প্রথম থাই ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।

৯ জুলাই ২০২২
১০:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
২৩০/৪ (২০ ওভার)
 মালদ্বীপ
১৩৬/৬ (২০ ওভার)
বিরনদীপ সিং ৭২ (৪৪)
ইব্রাহিম হাসান ২/৪৪ (৪ ওভার)
উমর আদম ৫০ (২৯)
শারভিন মুনিয়ান্দি ৩/২১ (৩ ওভার)
মালয়েশিয়া ৯৪ রানে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: বিশ্বনাদন কালিদাস (মালয়েশিয়া) ও মদন কুমার (মালয়েশিয়া)
ম্যাচসেরা: বিরনদীপ সিং (মালয়েশিয়া)
  • মালদ্বীপ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৯ জুলাই ২০২২
১৪:৩০
স্কোরকার্ড
ভুটান 
১৩৫/৬ (২০ ওভার)
 থাইল্যান্ড
১০৭/৭ (২০ ওভার)
থিনলে জামৎশো ৫১ (৪১)
চাঞ্চয় পেংকুমতা ২/২৫ (৪ ওভার)
চিরশক্তি ভক্তিওকঃচি ২২* (২২)
নামগে থিনলে ২/২১ (৪ ওভার)
ভুটান ২৮ রানে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: বিশ্বনাদন কালিদাস (মালয়েশিয়া) ও মদন কুমার (মালয়েশিয়া)
ম্যাচসেরা: থিনলে জামৎশো (ভুটান)
  • ভুটান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ভানুবঢ্‌ন দেসুঙ্‌নেন (থাইল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

ফাইনাল

১১ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
ভুটান 
৮২ (১৯.১ ওভার)
 মালয়েশিয়া
৮৪/১ (৬.৩ ওভার)
থিনলে জামৎশো ৩৭ (৩০)
শাজরুল ইজ্জত ইদ্রিস ৩/১৩ (৩.১ ওভার)
সৈয়দ আজিজ ৪৪ (২৫)
থিনলে জামৎশো ১/১৬ (২ ওভার)
মালয়েশিয়া ৯ উইকেটে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: নারায়ণন শিবন (মালয়েশিয়া) ও বিশ্বনাদন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচসেরা: সৈয়দ আজিজ (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "Malaysia Cricket to host Men's Quadrangular T20I series in July 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২
  2. "Stan Nagaiah Trophy back in Malaysia"নিউ স্ট্রেইটস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২২
  3. "2022 Men's National Squad Tour of Sri Lanka"মালদ্বীপ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২
  4. "Singapore Cricket to host Malaysia Men's and Women's team for T20I series in June/July 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২
  5. "Malaysia score victories in the T20I Quadrangular Series and Saudari Cup"নিউ স্ট্রেইটস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২২
  6. "Bhutan Senior Men's Team Announced For Quadrangular Series in Malaysia"ভুটান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মে ২০২২
  7. "MALAYSIA - Roster"মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.