২০২২ ভারত নারী ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

ভারত নারী ক্রিকেট দল ২০২২ সালের জুন ও জুলাই মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে।[1][2][3][4] ওডিআই ম্যাচগুলো ২০২২–২০২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হয়।[5][6] সিরিজটি উভয় দলের জন্য কমনওয়েলথ গেমসের ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[7]

২০২২ ভারত নারী ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
  শ্রীলঙ্কা ভারত
তারিখ ২৩ জুন ২০২২ – ৭ জুলাই ২০২২
অধিনায়ক চামারি আতাপাত্তু হরমনপ্রীত কৌর
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান শেফালি বর্মা (১৫৫) নীলাক্ষী দে সিলভা (১২৩)
সর্বাধিক উইকেট রেণুকা সিং (৭) ইনোকা রণবীরা (৬)
সিরিজ সেরা খেলোয়াড় হরমনপ্রীত কৌর (ভারত)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান চামারি আতাপাত্তু (১৩৯) হরমনপ্রীত কৌর (৯২)
সর্বাধিক উইকেট ইনোকা রণবীরা (৬) রাধা যাদব (৪)
সিরিজ সেরা খেলোয়াড় হরমনপ্রীত কৌর (ভারত)

টি২০আই সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়ী হয়।[8][9] ওডিআই সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়লাভ করে।[10]

দলীয় সদস্য

 শ্রীলঙ্কা  ভারত
ওডিআই ও টি২০আই[11][12][13] ওডিআই[14] টি২০আই[15]

টি২০আই সিরিজ

১ম টি২০আই

২৩ জুন ২০২২
১৪:০০
স্কোরকার্ড
ভারত 
১৩৮/৬ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
১০৪/৫ (২০ ওভার)
কবিশা দিলহারি ৪৭* (৪৯)
রাধা যাদব ২/২২ (৪ ওভার)
ভারত ৩৪ রানে জয়ী
রংগিরি দাম্বুল্লা আন্তর্জাতিক স্টেডিয়াম, দাম্বুল্লা
আম্পায়ার: দীপল গুণবর্ধনে (শ্রীলঙ্কা) ও সুশান্ত দিশানায়ক (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: জেমিমাহ রদ্রিগেস (ভারত)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় টি২০আই

২৫ জুন ২০২২
১৪:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১২৫/৭ (২০ ওভার)
 ভারত
১২৭/৫ (১৯.১ ওভার)
বিশমি গুণরত্নে ৪৫ (৫০)
দীপ্তি শর্মা ২/৩৪ (৪ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

২৭ জুন ২০২২
১৪:০০
স্কোরকার্ড
ভারত 
১৩৮/৫ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
১৪১/৩ (১৭ ওভার)
হরমনপ্রীত কৌর ৩৯* (৩৩)
ওশাদি রণসিংহে ১/১৩ (৩ ওভার)
চামারি আতাপাত্তু ৮০* (৪৮)
রেণুকা সিং ১/২৭ (৪ ওভার)
শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
রংগিরি দাম্বুল্লা আন্তর্জাতিক স্টেডিয়াম, দাম্বুল্লা
আম্পায়ার: র‌্যানমোর মার্টিনেস (শ্রীলঙ্কা) ও সুশান্ত দিশানায়ক (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ

১ম ওডিআই

১ জুলাই ২০২২
১০:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৭১ (৪৮.২ ওভার)
 ভারত
১৭৬/৬ (৩৮ ওভার)
নীলাক্ষী দে সিলভা ৪৩ (৬৩)
দীপ্তি শর্মা ৩/২৫ (৮.২ ওভার)
হরমনপ্রীত কৌর ৪৪ (৬৩)
ইনোকা রণবীরা ৪/৩৯ (১০ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রশ্মি দে সিলভা (শ্রীলঙ্কা)-এর ওডিআই অভিষেক হয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ভারত ২, শ্রীলঙ্কা ০।

২য় ওডিআই

৪ জুলাই ২০২২
১০:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৭৩ (৫০ ওভার)
 ভারত
১৭৪/০ (২৫.৪ ওভার)
আমা কাঞ্চনা ৪৭* (৮৩)
রেণুকা সিং ৪/২৮ (১০ ওভার)
ভারত ১০ উইকেটে জয়ী
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, বলগোল্লা
আম্পায়ার: প্রগীত রাম্বুকভেলা (শ্রীলঙ্কা) ও লিন্ডন হ্যানিবাল (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: রেণুকা সিং (ভারত)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশমি গুণরত্নে (শ্রীলঙ্কা)-এর ওডিআই অভিষেক হয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ভারত ২, শ্রীলঙ্কা ০।

৩য় ওডিআই

৭ জুলাই ২০২২
১০:০০
স্কোরকার্ড
ভারত 
২৫৫/৯ (৫০ ওভার)
 শ্রীলঙ্কা
২১৬ (৪৭.৩ ওভার)
হরমনপ্রীত কৌর ৭৫ (৮৮)
ইনোকা রণবীরা ২/২২ (১০ ওভার)
নীলাক্ষী দে সিলভা ৪৮* (৫৯)
রাজেশ্বরী গায়কোয়াড় ৩/৩৬ (১০ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ভারত ২, শ্রীলঙ্কা ০।

তথ্যসূত্র

  1. "India likely to tour Sri Lanka for six-match LOI series in June"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২
  2. "Indian women set to tour Sri Lanka, England"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২
  3. "Indian Women Cricket Team set to tour Sri Lanka, England"ক্রিকটেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। ২১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২
  4. "Harmanpreet Kaur elevated to ODI captaincy for SL tour"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২২
  5. "India National Women's team tour of Sri Lanka | Schedule"শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২২
  6. "Sri Lanka name 19-member squad for white-ball series against India"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২২
  7. "Preview: India and Sri Lanka look to turn around fortunes before Commonwealth Games"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। ২২ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২২
  8. "Athapaththu's 48-ball 80* gives Sri Lanka consolation win"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২২
  9. "Chamari Athapaththu stars as Sri Lanka halt losing streak"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। ২৭ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২২
  10. "Harmanpreet, Vastrakar star as India wrap up 3-0 sweep"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২২
  11. "Sri Lanka Women's Squad for India Series"শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২২
  12. "Sri Lanka announce 19-member squad for India series; young Vishmi Gunaratne returns"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। ২০ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২২
  13. "Uncapped Rashmi de Silva, Kaushani Nuthyangana part of SL squad for white-ball series against India"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২২
  14. "Team India (Senior Women) squad for Sri Lanka tour announced"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২২
  15. "Harmanpreet named ODI captain as India announce squads for Sri Lanka series"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.