২০২২ ভারত ক্রিকেট দলের ইংল্যান্ড সফর

ভারত পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুলাই মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড সফর করে।[1][2][3][4] ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করে যে ২০২১ সালে ভারতের ইংল্যান্ড সফরের ৫ম টেস্টটি বাতিল হয়ে যাওয়ার কারণে এ সফরে ভারত একটি টেস্ট ম্যাচও খেলবে।[5] এর পরের মাসে ইসিবি নিশ্চিত করে যে এ টেস্ট ম্যাচটি টি২০আই সিরিজের আগে এবং পূর্ববর্তী সিরিজের ফলাফল নির্ধারণের উদ্দেশ্যে খেলা হবে।[6][7]

২০২২ ভারত পুরুষ ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
 
  ইংল্যান্ড ভারত
তারিখ ৭ জুলাই ২০২২ – ১৭ জুলাই ২০২২
অধিনায়ক জস বাটলার রোহিত শর্মা
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান মঈন আলি (৯৫) ঋষভ পন্ত (১২৫)
সর্বাধিক উইকেট রিস টপলি (৯) জসপ্রীত বুমরাহ (৮)
সিরিজ সেরা খেলোয়াড় হার্দিক পান্ডিয়া (ভারত)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান দাউদ মালান (১১৭) সূর্যকুমার যাদব (১৭১)
সর্বাধিক উইকেট ক্রিস জর্ডান (৮) হার্দিক পান্ডিয়া (৫)
সিরিজ সেরা খেলোয়াড় ভুবনেশ্বর কুমার (ভারত)

২০২২ সালের জুন মাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ওডিআই সিরিজ শেষে ইংল্যান্ডের ওইন মর্গান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।[8] সে কারণে জস বাটলারকে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়।[9]

টি২০আই সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়লাভ করে।[10][11] ওডিআই সিরিজেও ভারত ২–১ ব্যবধানে জয়ী হয়।[12]

দলীয় সদস্য

 ইংল্যান্ড  ভারত
ওডিআই[13] টি২০আই[14] ওডিআই[15] টি২০আই[16]

ইংল্যান্ডের আদিল রশিদ হজ পালনের উদ্দেশ্যে মক্কা গমনের ইচ্ছা ব্যক্ত করায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তাঁকে সিরিজে অনুপস্থিত থাকার অনুমতি প্রদান করে।[17]

প্রস্তুতিমূলক ম্যাচ

২০২২ সালের এপ্রিল মাসে ডার্বিশায়ারনর্থ্যাম্পটনশায়ারের বিরুদ্ধে ভারতের দুটি টি২০ প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা নিশ্চিত করে ইসিবি।[18][19] লেস্টারশায়ারের বিরুদ্ধে ভারতের একটি প্রথম শ্রেণীর ম্যাচও খেলার কথা ছিল।[20] কিন্তু পরবর্তীতে ম্যাচটি একটি অনানুষ্ঠানিক ম্যাচ হিসেবে খেলা হয় এবং লেস্টারশায়ার দলের হয়ে ভারতের কিছু খেলোয়াড়ও খেলায় অংশগ্রহণ করেন।[21][22]

২৪–২৭ জুন ২০২২
স্কোরকার্ড
২৪৬/৮ঘো (৬০.২ ওভার)
কোনা শ্রীকর ভরত ৭০* (১১১)
রোমান ওয়াকার ৫/২৪ (১১ ওভার)
২৪৪ (৫৭ ওভার)
ঋষভ পন্ত ৭৬ (৮৭)
রবীন্দ্র জাদেজা ৩/২৮ (৮ ওভার)
৩৬৪/৯ঘো (৯২ ওভার)
বিরাট কোহলি ৬৭ (৯৮)
নবদীপ সাইনি ৩/৫৫ (১৬ ওভার)
২১৯/৪ (৬৬ ওভার)
শুভমান গিল ৬২ (৭৭)
রবিচন্দ্রন অশ্বিন ২/৩১ (১১ ওভার)
খেলা ড্র
গ্রেস রোড, লেস্টার
আম্পায়ার: অ্যান্থনি হ্যারিস (ইংল্যান্ড) ও রাসেল ওয়ারেন (ইংল্যান্ড)
  • ভারত একাদশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১ জুলাই ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ডার্বিশায়ার
১৫০/৮ (২০ ওভার)
 ভারত
১৫১/৩ (১৬.৪ ওভার)
ওয়েন ম্যাডসেন ২৮ (১৯)
অর্শদীপ সিং ২/২৯ (৪ ওভার)
দীপক হুডা ৫৯ (৩৭)
বেন এইচিসন ২/৩০ (৩ ওভার)
ভারত ৭ উইকেটে জয়ী
কাউন্টি ক্রিকেট মাঠ, ডার্বি
আম্পায়ার: পল পোলার্ড (ইংল্যান্ড) ও পিটার হার্টলি (ইংল্যান্ড)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বেন এইচিসন (ডার্বিশায়ার)-এর টি২০ অভিষেক হয়।

৩ জুলাই ২০২২
১৪:৩০
স্কোরকার্ড
ভারত 
১৪৯/৮ (২০ ওভার)
সাইফ জাইব ৩৩ (৩৫)
আবেশ খান ২/১৬ (৩ ওভার)
ভারত ১০ রানে জয়ী
কাউন্টি মাঠ, নর্থ্যাম্পটন
আম্পায়ার: জেমস মিডলব্রুক (ইংল্যান্ড) ও নাইম আশরাফ (ইংল্যান্ড)
ম্যাচসেরা: হর্ষল প্যাটেল (ভারত)
  • নর্থ্যাম্পটনশায়ার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গাস মিলার (নর্থ্যাম্পটনশায়ার)-এর টি২০ অভিষেক হয়।

টি২০আই সিরিজ

১ম টি২০আই

৭ জুলাই ২০২২
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
১৯৮/৮ (২০ ওভার)
 ইংল্যান্ড
১৪৮ (১৯.৩ ওভার)
মঈন আলি ৩৬ (২০)
হার্দিক পান্ডিয়া ৪/৩৩ (৪ ওভার)
ভারত ৫০ রানে জয়ী
রোজ বোল, ওয়েস্ট এন্ড
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও ডেভিড মিল্‌নস (ইংল্যান্ড)
ম্যাচসেরা: হার্দিক পান্ডিয়া (ভারত)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অর্শদীপ সিং (ভারত)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

৯ জুলাই ২০২২
১৪:৩০
স্কোরকার্ড
ভারত 
১৭০/৮ (২০ ওভার)
 ইংল্যান্ড
১২১ (১৭ ওভার)
মঈন আলি ৩৫ (২১)
ভুবনেশ্বর কুমার ৩/১৫ (৩ ওভার)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রিচার্ড গ্লিসন (ইংল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই

১০ জুলাই ২০২২
১৪:৩০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
২১৫/৭ (২০ ওভার)
 ভারত
১৯৮/৯ (২০ ওভার)
দাউদ মালান ৭৭ (৩৯)
রবি বিষ্ণোই ২/৩০ (৪ ওভার)
সূর্যকুমার যাদব ১১৭ (৫৫)
রিস টপলি ৩/২২ (৪ ওভার)
ইংল্যান্ড ১৭ রানে জয়ী
ট্রেন্ট ব্রিজ, ওয়েস্ট ব্রিজফোর্ড
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও মার্টিন স্যাগারস (ইংল্যান্ড)
ম্যাচসেরা: রিস টপলি (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সূর্যকুমার যাদব (ভারত) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[23]

ওডিআই সিরিজ

১ম ওডিআই

১২ জুলাই ২০২২
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১১০ (২৫.২ ওভার)
 ভারত
১১৪/০ (১৮.৪ ওভার)
জস বাটলার ৩০ (৩২)
জসপ্রীত বুমরাহ ৬/১৯ (৭.২ ওভার)
ভারত ১০ উইকেটে জয়ী
দি ওভাল, লন্ডন
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
ম্যাচসেরা: জসপ্রীত বুমরাহ (ভারত)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় ওডিআই

১৪ জুলাই ২০২২
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
২৪৬ (৪৯ ওভার)
 ভারত
১৪৬ (৩৮.৫ ওভার)
মঈন আলি ৪৭ (৬৪)
যুজবেন্দ্র চাহাল ৪/৪৭ (১০ ওভার)
ইংল্যান্ড ১০০ রানে জয়ী
লর্ড'স, লন্ডন
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড)
ম্যাচসেরা: রিস টপলি (ইংল্যান্ড)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রিস টপলি (ইংল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[24]

৩য় ওডিআই

১৭ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
২৫৯ (৪৫.৫ ওভার)
 ভারত
২৬১/৫ (৪২.১ ওভার)
ঋষভ পন্ত ১২৫* (১১৩)
রিস টপলি ৩/৩৫ (৭ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ঋষভ পন্ত (ভারত) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[25]

তথ্যসূত্র

  1. "Men's Future Tour Programme" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৮
  2. "England Men's 2022 home international fixtures announced"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১
  3. "World Test Champions New Zealand to return for England summer in 2022"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১
  4. "England announce blockbuster home season for 2022"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১
  5. "India to play one Test in England in summer of 2022"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১
  6. "England and India to conclude LV=Insurance Test series next year"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১
  7. "England-India agree to series decider at Edgbaston after fifth-Test postponement"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১
  8. "Eoin Morgan retires from international cricket"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২২
  9. "Jos Buttler named England men's new white-ball captain"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২২
  10. "Malan 77 helps England weather Suryakumar 117"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২২
  11. "England v India: Hosts win third T20 despite Suryakumar Yadav's hundred"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২২
  12. "Pandya's all-round show and Pant's maiden ton seal series win for India"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২২
  13. "England Men name squads for white-ball matches against India"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২২
  14. "Richard Gleeson wins first England call-up for T20Is against India"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২২
  15. "India's squad for T20I & ODI series against England announced"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২২
  16. "Rohit returns to lead white-ball squads for England series; Hardik back for ODIs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২২
  17. "Adil Rashid to miss India white-ball series to make Hajj pilgrimage"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২২
  18. "India to play Derbyshire and Northamptonshire in T20 warm-ups on England tour"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২
  19. "India face Derbyshire and Northamptonshire T20s ahead of England white-ball matches"দ্য ক্রিকেটার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২
  20. "India Test team to play warm-up match against Leicestershire"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২২
  21. "Pant, Pujara and Bumrah to represent Leicestershire in warm-up fixture"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২২
  22. "Leicestershire warm-up gives Indians a chance to regain red-ball intensity"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২২
  23. "Suryakumar Yadav becomes second Indian to achieve big feat in T20Is after incredible century against England"হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২২
  24. "England v India: Reece Topley takes 6-24 as hosts level series"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২
  25. "পন্ত-পান্ডিয়ার দাপটে সিরিজ ভারতের"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.