২০২২ ভারত ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
ভারত পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুলাই মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড সফর করে।[1][2][3][4] ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করে যে ২০২১ সালে ভারতের ইংল্যান্ড সফরের ৫ম টেস্টটি বাতিল হয়ে যাওয়ার কারণে এ সফরে ভারত একটি টেস্ট ম্যাচও খেলবে।[5] এর পরের মাসে ইসিবি নিশ্চিত করে যে এ টেস্ট ম্যাচটি টি২০আই সিরিজের আগে এবং পূর্ববর্তী সিরিজের ফলাফল নির্ধারণের উদ্দেশ্যে খেলা হবে।[6][7]
২০২২ ভারত পুরুষ ক্রিকেট দলের ইংল্যান্ড সফর | |||
---|---|---|---|
ইংল্যান্ড | ভারত | ||
তারিখ | ৭ জুলাই ২০২২ – ১৭ জুলাই ২০২২ | ||
অধিনায়ক | জস বাটলার | রোহিত শর্মা | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | মঈন আলি (৯৫) | ঋষভ পন্ত (১২৫) | |
সর্বাধিক উইকেট | রিস টপলি (৯) | জসপ্রীত বুমরাহ (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | হার্দিক পান্ডিয়া (ভারত) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | দাউদ মালান (১১৭) | সূর্যকুমার যাদব (১৭১) | |
সর্বাধিক উইকেট | ক্রিস জর্ডান (৮) | হার্দিক পান্ডিয়া (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ভুবনেশ্বর কুমার (ভারত) |
২০২২ সালের জুন মাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ওডিআই সিরিজ শেষে ইংল্যান্ডের ওইন মর্গান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।[8] সে কারণে জস বাটলারকে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়।[9]
টি২০আই সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়লাভ করে।[10][11] ওডিআই সিরিজেও ভারত ২–১ ব্যবধানে জয়ী হয়।[12]
দলীয় সদস্য
ইংল্যান্ড | ভারত | ||
---|---|---|---|
ওডিআই[13] | টি২০আই[14] | ওডিআই[15] | টি২০আই[16] |
|
|
|
ইংল্যান্ডের আদিল রশিদ হজ পালনের উদ্দেশ্যে মক্কা গমনের ইচ্ছা ব্যক্ত করায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তাঁকে সিরিজে অনুপস্থিত থাকার অনুমতি প্রদান করে।[17]
প্রস্তুতিমূলক ম্যাচ
২০২২ সালের এপ্রিল মাসে ডার্বিশায়ার ও নর্থ্যাম্পটনশায়ারের বিরুদ্ধে ভারতের দুটি টি২০ প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা নিশ্চিত করে ইসিবি।[18][19] লেস্টারশায়ারের বিরুদ্ধে ভারতের একটি প্রথম শ্রেণীর ম্যাচও খেলার কথা ছিল।[20] কিন্তু পরবর্তীতে ম্যাচটি একটি অনানুষ্ঠানিক ম্যাচ হিসেবে খেলা হয় এবং লেস্টারশায়ার দলের হয়ে ভারতের কিছু খেলোয়াড়ও খেলায় অংশগ্রহণ করেন।[21][22]
ডার্বিশায়ার ১৫০/৮ (২০ ওভার) |
ব |
|
ওয়েন ম্যাডসেন ২৮ (১৯) অর্শদীপ সিং ২/২৯ (৪ ওভার) |
দীপক হুডা ৫৯ (৩৭) বেন এইচিসন ২/৩০ (৩ ওভার) |
- ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বেন এইচিসন (ডার্বিশায়ার)-এর টি২০ অভিষেক হয়।
ব |
নর্থ্যাম্পটনশায়ার ১৩৯ (১৯.৩ ওভার) | |
সাইফ জাইব ৩৩ (৩৫) আবেশ খান ২/১৬ (৩ ওভার) |
- নর্থ্যাম্পটনশায়ার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- গাস মিলার (নর্থ্যাম্পটনশায়ার)-এর টি২০ অভিষেক হয়।
টি২০আই সিরিজ
১ম টি২০আই
২য় টি২০আই
ব |
||
- ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- রিচার্ড গ্লিসন (ইংল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
৩য় টি২০আই
ব |
||
- ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- সূর্যকুমার যাদব (ভারত) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[23]
ওডিআই সিরিজ
১ম ওডিআই
২য় ওডিআই
ব |
||
৩য় ওডিআই
ব |
||
তথ্যসূত্র
- "Men's Future Tour Programme" (পিডিএফ)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৮।
- "England Men's 2022 home international fixtures announced"। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১।
- "World Test Champions New Zealand to return for England summer in 2022"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১।
- "England announce blockbuster home season for 2022"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১।
- "India to play one Test in England in summer of 2022"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১।
- "England and India to conclude LV=Insurance Test series next year"। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১।
- "England-India agree to series decider at Edgbaston after fifth-Test postponement"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১।
- "Eoin Morgan retires from international cricket"। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২২।
- "Jos Buttler named England men's new white-ball captain"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২২।
- "Malan 77 helps England weather Suryakumar 117"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২২।
- "England v India: Hosts win third T20 despite Suryakumar Yadav's hundred"। ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২২।
- "Pandya's all-round show and Pant's maiden ton seal series win for India"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২২।
- "England Men name squads for white-ball matches against India"। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২২।
- "Richard Gleeson wins first England call-up for T20Is against India"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২২।
- "India's squad for T20I & ODI series against England announced"। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২২।
- "Rohit returns to lead white-ball squads for England series; Hardik back for ODIs"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২২।
- "Adil Rashid to miss India white-ball series to make Hajj pilgrimage"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২২।
- "India to play Derbyshire and Northamptonshire in T20 warm-ups on England tour"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২।
- "India face Derbyshire and Northamptonshire T20s ahead of England white-ball matches"। দ্য ক্রিকেটার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২।
- "India Test team to play warm-up match against Leicestershire"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২২।
- "Pant, Pujara and Bumrah to represent Leicestershire in warm-up fixture"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২২।
- "Leicestershire warm-up gives Indians a chance to regain red-ball intensity"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২২।
- "Suryakumar Yadav becomes second Indian to achieve big feat in T20Is after incredible century against England"। হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২২।
- "England v India: Reece Topley takes 6-24 as hosts level series"। ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২।
- "পন্ত-পান্ডিয়ার দাপটে সিরিজ ভারতের"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২২।