২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুলাই ও আগস্ট মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) খেলার জন্য জিম্বাবুয়ে সফর করে।[1][2][3] প্রাথমিকভাবে সফরে দুটি টেস্ট ও তিনটি ওডিআই ম্যাচ খেলা হওয়ার কথা ছিল।[4] কিন্তু পরবর্তীতে টেস্ট ম্যাচগুলোর পরিবর্তে টি২০আই ম্যাচগুলো সফরে যুক্ত করা হয়।[5] সবগুলো ম্যাচ হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।[6] সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে নুরুল হাসানকে বাংলাদেশের নতুন টি২০আই অধিনায়ক হিসেবে মনোনীত করে।[7]
২০২২ বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর | |||
---|---|---|---|
জিম্বাবুয়ে | বাংলাদেশ | ||
তারিখ | ৩০ জুলাই ২০২২ – ১০ আগস্ট ২০২২ | ||
অধিনায়ক |
রেজিস চাকাবভা (ওডিআই) ক্রেইগ আরভাইন (টি২০আই) |
তামিম ইকবাল (ওডিআই) নুরুল হাসান (টি২০আই) | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে জিম্বাবুয়ে ২–১ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | সিকান্দার রাজা (২৫২) | এনামুল হক বিজয় (১৬৯) | |
সর্বাধিক উইকেট | সিকান্দার রাজা (৫) | মুস্তাফিজুর রহমান (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে জিম্বাবুয়ে ২–১ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | সিকান্দার রাজা (১২৭) | লিটন কুমার দাস (১০১) | |
সর্বাধিক উইকেট |
ভিক্টর নিয়াউচি (৩) লুক জংওয়ে (৩) | মোসাদ্দেক হোসেন সৈকত (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) |
টি২০আই সিরিজে জিম্বাবুয়ে ২–১ ব্যবধানে জয়ী হয়।[8] এটি ছিল বাংলাদেশের বিরুদ্ধে জিম্বাবুয়ের প্রথম টি২০আই সিরিজ জয়।[9] ওডিআই সিরিজেও জিম্বাবুয়ে ২–১ ব্যবধানে জয়লাভ করে।[10]
দলীয় সদস্য
জিম্বাবুয়ে | বাংলাদেশ | ||
---|---|---|---|
ওডিআই[11] | টি২০আই[12] | ওডিআই[13] | টি২০আই[14] |
|
|
দ্বিতীয় টি২০আই ম্যাচ খেলার সময় আঙুলে চোট পাওয়ায় সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে যান নুরুল হাসান।[15] তৃতীয় টি২০আই ম্যাচে তাঁর অনুপস্থিতিতে মোসাদ্দেক হোসেন সৈকতকে বাংলাদেশের টি২০আই দলের অধিনায়ক ঘোষণা করা হয় ও মাহমুদউল্লাহ রিয়াদকে দলে যুক্ত করা হয়।[16] ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলার সময় লিটন কুমার দাস চোট পেয়ে সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেলে এবাদত হোসেন ও মোহাম্মদ নাইমকে বাংলাদেশের ওডিআই দলে যুক্ত করা হয়।[17]
টি২০আই সিরিজ
১ম টি২০আই
ব |
||
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
২য় টি২০আই
ব |
||
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- মোসাদ্দেক হোসেন সৈকত (বাংলাদেশ) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[18]
৩য় টি২০আই
ব |
||
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- জন মাসারা (জিম্বাবুয়ে) ও পারভেজ হোসেন ইমন (বাংলাদেশ)-এর টি২০আই অভিষেক হয়।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব |
||
- জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ভিক্টর নিয়াউচি (জিম্বাবুয়ে)-এর ওডিআই অভিষেক হয়।
- ইনোসেন্ট কাইয়া (জিম্বাবুয়ে) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[19]
২য় ওডিআই
ব |
||
- জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- টনি মুনিয়োংগা ও ব্র্যাড এভানস (জিম্বাবুয়ে)-এর ওডিআই অভিষেক হয়।
- রেজিস চাকাবভা (জিম্বাবুয়ে) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[20]
৩য় ওডিআই
ব |
||
- জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ক্লাইভ মাদান্দে (জিম্বাবুয়ে) ও এবাদত হোসেন (বাংলাদেশ)-এর ওডিআই অভিষেক হয়।
টীকা
- ম্যাচের অষ্টম ওভারের শুরু থেকে ল্যাংটন রুসেরের পরিবর্তে ফোরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে) মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেন।
তথ্যসূত্র
- "Bangladesh's compact schedule as India, Pakistan arrive in 2021-22"। দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২০।
- "Bangladesh confirm Zimbabwe tour"। নিউ জিম্বাবুয়ে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২২।
- "Bangladesh to tour Zimbabwe for white-ball series in July-August"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২২।
- "Men's Future Tour Programme" (পিডিএফ)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৮।
- "BCB prepares a compact two-year schedule 2021-2022"। ক্রিকফ্রেনজি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২০।
- "Zimbabwe to host Bangladesh and India before touring Australia"। জিম্বাবুয়ে ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২২।
- "Nurul Hasan replaces Mahmudullah as Bangladesh's T20I captain"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২২।
- "Burl, Nyauchi and Evans secure landmark series win for Zimbabwe"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২২।
- "প্রথমবার জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২২।
- "Afif, Mustafizur give Bangladesh consolation win"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২২।
- "Chakabva to captain Zimbabwe in ODI series against Bangladesh"। জিম্বাবুয়ে ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২২।
- "Pace duo ruled out as Zimbabwe name T20I squad to face Bangladesh"। জিম্বাবুয়ে ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২২।
- "ওয়ানডে দলে ফিরলেন মুশফিক-হাসান মাহমুদ"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২২।
- "Mahmudullah rested, Nurul to lead Tigers in Zim T20Is"। নিউ এজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২২।
- "আঙুলের চোটে জিম্বাবুয়ে সফর শেষ নুরুলের"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২২।
- "শেষ টি-টোয়েন্টির স্কোয়াডে রিয়াদ, অধিনায়কের দায়িত্বে মোসাদ্দেক"। বিডিক্রিকটাইম। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২২।
- "Litton Das a doubt for Asia Cup after picking up hamstring injury"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২২।
- "Mosaddek Hossain and Litton Das power Bangladesh to series-levelling win"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২২।
- "A first in nine years for Zimbabwe in Harare"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২২।
- "Zimbabwe seal series victory after Raza and Chakabva script thrilling comeback"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২২।